নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

ইহাও একটি গল্প

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫


জানো,
গভীর রাতে কেন যেন জানি হঠাৎ আঁতকে উঠি আমি,
এই মনে হয় হারিয়ে ফেললাম তোমায়।
দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায় আমার।
আমি লাফিয়ে উঠি, আর ঐ আকাশপানে তাকিয়ে দেখি তোমার আবছায়া দেখতে পাই কিনা।
আমি নিরাশ হয়ে যাই বারবার।
বোধ হয় হারিয়ে ফেলছি তোমায়।
তুমি আর আমার নেই।
তুমি হারিয়েছো অন্য আঙ্গিনায়।

মোবাইল স্ক্রিনে তোমার ছবিতে হাত বুলাই,
আলতো করে চুমু খেতে চাইয়েও আমি ফিরে আসি।
কারন তুমি এখন আর আমার নেই।

জানো,
কত শতবার আমি চেয়েছি মুঁছে দিবো তোমার সকল স্মৃতি।
কিন্তু জানো,
আমি বারবার ব্যর্থ।
এক অনবদ্য মায়া আমাকে বারবার বাধা দেয়।
জাগিয়ে দেয় তোমার আমার ক্ষণস্থায়ী সেই স্মৃতিগুলো।
আমাদের সেই গল্পগুলো।
আচ্ছা সুকেশেনী - তুমি কি নির্ভরতার খোঁজে আমার কাঁধে মাথা রাখতে নাকি সেসব ছিল তোমার চলনা. ?
যখন মাঝরাতে তোমার নিদ্রাহানি হতো তখন কথা বলার বাহনায় আমায় জাগিয়ে দেয়া কি আধৌ ভালোবাসা ছিল.?

জানো,
তুমি না বড্ড পরিবর্তন হয়ে গেছো।
সেই তুমিকে আমি আজ আর খুঁজে পাই না।
আমি হন্ন হয়ে ছুটে বেড়াই সেই তুমিকে ফিরে পেতে।
জানি পাবো না আর কখনো ।
কারন তুমি এখন আর আমার নেই।
তুমি এখন অনেক ম্যাচিউড হয়ে গেছো,
বাস্তবতা শিখেছো, আমাকেও শিখাচ্ছো - আবেগ আর ভালোবাসা এক নয়।
আচ্ছা, তখন কি সব তোমার আবেগ ছিল.?
আবেগের বশবর্তী হয়ে কি বলেছিলে আমায় - ইফাত ভালোবাসি তোমায়,
নাকি সত্যিই ভালোবাসতে আমায়।

জানো,
আমি এখন পাগলামি করি না, অভিমানও করা হয় না এখন আর কারো সাথে।
কার সাথে অভিমান করবো আমি.?
অভিমান করার মানুষটি এখন আর আমার নেই।
মনখারাপের সময় কাঁধে হাত দিয়ে ভরসাদায়ক কন্ঠস্বরে কেউ বলে না আর এখন - আমি আছিতো।

জানো,
আমার না এখন আর কান্না পায় না,
চোখের কোনে দুফোটা জ্বল জমে আবার শুকিয়ে যায়।
ব্যালকনির গ্রিল ধরে এখন আর দাড়াতে ইচ্ছে হয় না। সেখানেও যে তোমার স্মৃতি, কতরাত ভোর হওয়ার গল্প।
এই শহরের কোন রাস্তায় এখন আর আমার চলতে ইচ্ছে হয় না,
সেখানেও যে তুমি বিদ্যমান।
শহরের অলিগলি সর্বত্রেই যে তোমার স্মৃতি ভাসে। সোডিয়ামের আলোতে হাতে হাত রেখে হাটা, কিংবা কখনো রিক্সায়।
কখনো বৃষ্টি ভেজা কোনো বিকেল, সবই যেন ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন।
আমায় কুড়িয়ে কুড়িয়ে ভোগায় সেই সময়গুলো।
বাসের সিটে আমার বুকে মাথা রেখে নির্ভয়ে সুখের ঘুমে হারিয়ে যাওয়া সেই সময়গুলো আজো আমায় দংশন করে বেড়ায়।

একটা সত্যি কথা বলি.?
আমার খুব ইচ্ছে হতো তোমায় জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেওয়ার।
সাহস হয়নি আমার।
আমি অপেক্ষায় ছিলাম,
লালশাড়ী পরে পুষ্পারঞ্জিত ঘরে ঘোমটা মুখে তুমি আমার জন্য অপেক্ষা করবে।
আর সেদিন আমি তোমার কপালে ভালোবাসা মিশ্রিত চুমু এঁকে দিবো।
কিন্তু, তুমি হারিয়ে গেলে, আমার জীবন থেকে হারিয়ে গেলে।
চিরচেনা হয়েও পালিয়ে বেড়াও অচেনা রূপে।

বলবে.?
কেন এমন হয়েছিল আমার সাথে.?
আমি স্বপ্ন দেখেছিলাম এক সুখের নীড় তোমার-আমার হবে।
প্রতিটি সূর্যোদয়, সূর্যাস্ত আমাদের সঙ্গী হবে যতদিন দেহে প্রাণ রবে।
কেন হারিয়ে গেলে.?
আমার ভালোবাসা কি যথেষ্ট ছিল না তোমার তরে.?
তোমার সেই লম্বাকেশ আর যাদু মাখা চোখের চাহনি কি আমায় মিস করে.?
আমি মিস করি খুব।
অহহ, বলেইবা কি হবে!
তুমি এখন আর আমার নেই।
তুমি গুটিয়ে নিয়েছো নিজেকে আমার বন্ধন থেকে ,
কিন্তু, মায়াজাল বিছিয়েছো যে আমার পানে,
আমি মুক্তি পাবো তা হতে কি করে.?
ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি এখনো তোমায়।
মিশে আছো এখনো তুমি প্রতিটি নিঃশ্বাসে ,
রবে চিরকাল আমার মাঝে অমর হয়ে।

© আবু রায়হান ইফাত

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসাধারন লেখা ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: বাহ

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: গল্প নয় কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.