নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কবি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

সহস্র নৈঃশব্দ্যের আকুতিকে শব্দ-মায়া বন্দী করবেন বলে,

এক আকাশ দুঃখ পান করতে চেয়েছিলেন এক খেয়ালী কবি,

অবশ্য তিনি সিদ্ধার্থের মত নির্বাণের হদিস জানতে চাননি কখনো,

অন্ধকারের ঝাপিতে মুখ গুঁজে পড়ে থাকে কিছু নকশাদার কাল সাপ,

নিয়তির আজ্ঞাপ্রাপ্ত দূত, নির্বিকার হানাদার ওরা লোহার বেহুলা বাসরে,

নদীর মত এঁকে বেকে চিনে নিতে পারে গৃহস্থের শীতলপাটি আঙ্গিনা,

তাই কবির ঝোলাতে কোনো চাঁদ সওদাগরী জাহাজ ভাসবে না,

শব্দের মাধুকরী পূর্ণিমার এক উদাসীন চড়ুই হবেন তিনি,

দু- দানা যাতনা বিষেই চলে যাবে যার পথের খোরাকী।



কবি তার বুকের পাঁজর খুলে জাগিয়েছিলেন এক বাঁশী, তার দেবদারু দীঘল মায়া,

পাহাড়ের হিমেল দীর্ঘশ্বাস যেমন উপত্যকা বেয়ে কাঁপন জাগায় বুকের ভেতর,

স্মৃতির সমুদ্র থেকে বয়ে আসা বিষণ্ন মেঘদল যেমন কাঁদায় গাংচিল মন,

রাতজাগা ঝিঁঝিঁর দল যেমন বাজিয়ে চলে পঞ্চম পিরামিড সিম্ফনী,

ভুল করেও যাকে আর ভুলে যাওয়া গেলো না কোনোদিন সাঁঝে ,-

তার ফেলে যাওয়া জলনূপুর যেমন শোনায় সোমেশ্বরীর গান,

ঠিক সেইরকম আকুলিয়া সুরের প্রতিশ্রুতি দিয়েছিল বাঁশী!

সেই পাহাড়ী নদী জল কবে মিলিয়ে গেছে গঞ্জের কালিমায়,

সুরামগ্ন সম্মোহনে জেগে উঠবার ছলে কেটে যায় মৃণ্ময় প্রহর,

গুপ্তচর সন্দেহগুলো সুবিধাবাদী সংশয়ের সাথে গোপন আঁতাতে,

একে একে ঝরে যেতে থাকে সোনালী মেঘেদের নোনতা পালক জল।

গৃহী মানুষের ঘরের কোনে জাল বোনে কিছু অতৃপ্ত শব্দ,নির্ঘুম প্রজাপতি,

যেমন ভবঘুরের পথের ধারে বেনী দুলিয়ে হাতছানি দেয় অন্ধ ডানাহীন ডাহুক।



স্বপ্নদেরও আছে কিছু ব্যক্তিগত স্বপ্ন, ইচ্ছেগুলোরও হয় খুব ঘরপালানো ইচ্ছে,

কিছু রহস্য থাকবে অবোধ্য অজানা, কিছু দুঃখ অমোঘ ও মৃত্যুর মত নির্ভূল,

পৃথিবীর সব ভোর, সব শিউলি, সকল অরাত্রিক অভিযান, অমল ভ্রান্তি,

রাতজাগা কবিতা, সৌম অভিলাষ, বেঁচে থাকবার অবিশ্বাস্য দুঃখ,

কবিতার প্রেমে সংসার ত্যাগী কিছু পলিমাটি পিয়াসী শব্দ,

যাযাবর গৃহ, সন্ন্যাসী চোখ, ছায়াশিকারী বাসনা মূল,

বালুর মরুতে ডুবসাঁতার, হিমুদের রূপালী চাঁদ,

রক্তকরবী রাত, গুণটানা আগুনে দুপুর নদী,

পবিত্র পাপ, ব্যর্থ বিষণ্ণ আনন্দনীল,

অহিংস তলোয়ার, দয়ালু দেবতা,

চোখ ধাঁধানো অন্ধকার দ্যুতি,

কবির আর হয়না লেখা,

প্রতারক শব্দ সবই,

তবুও কবিতায়,

চিরকাল,

সবুজ,

কবি!

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ক্রিয়েটিভ ফর্মেট। +++++++ রইল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী! ফর্মেট নিয়ে কিছু পরীক্ষা নিরিক্ষার চেষ্টা করছি! :-B
বিশেষ করে জ্যামিতিক বিন্যাস নিয়ে!

শুভকামনা!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: onek shundor hoice vai

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তাসফিক হোসাইন রেইজা! ব্লগে স্বাগতম! কবিতা ভালো লাগায় আনন্দ হল!

শুভকামনা!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: স্মৃতির সমুদ্র থেকে বয়ে আসা বিষণ্ন মেঘদল যেমন কাঁদায় গাংচিল মন,
রাতজাগা ঝিঁঝিঁর দল যেমন বাজিয়ে চলে পঞ্চম পিরামিড সিম্ফনী আর শেষের চমক ! অসাধারন ! :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি! শব্দের বিন্যাসে কিছু জ্যামিতিক প্রচেষ্টা!

ভালো লেগেছে জেনে ভরসা ভালো লাগা!

কবিতার সাথে থাকুন!

শুভ কামনা!

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার।
লাস্টের প্যারা মুগ্ধ করলো, ওয়াও !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি'র মুন ভাই!

ভালো লাগলো বলে অনেক আনন্দ পেলুম! ভরসাও পেলুম! :)

শুভকামনা!

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কবির আর হয়না লেখা,
প্রতারক শব্দ সবই,
তবুও কবিতায়,
চিরকাল,
সবুজ,
কবি!



চমৎকার , দুর্দান্ত কিছু একটা পড়লাম !
আমার প্লাস সামু নেয়না !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি! কবি যেখানে নিজে উপস্থিত সেখানে দূত পাঠানোর কি প্রয়োজন!

কবি অবশ্য কবিতাই লেখতে চায়, কিন্তু শব্দেরা সব প্রতারক!
ওরা ভালোবাসার থেকেও কাল্পনিক!

শুভকামনা!

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা ভাই। +++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই! কবিতা ভালোলাগায় আনন্দ!

ভালো থাকুন!

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: কবিতার ডিজাইন দেখে মুগ্ধ আমি ভাইয়া!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, শব্দ নিয়ে বেশ কসরত ঠুকাঠুকি করে ডিজাইন করার চেষ্টা করেছি, ভালো লাগলো বলে ভালো লাগছে!

শুভকামনা!

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

বটবৃক্ষ~ বলেছেন: অসাধারন...............

চিরকাল সবুজ থাকুন কবি!
শুভকামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে বটবৃক্ষ!

বটবৃক্ষ বিরাজ করুক সবুজ ছায়া বিলিয়ে অবিরল ...

শুভকামনা!

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
ভালোলাগার বিষয় উল্লেখ করতে মাঝখানের পুরো প্যারাটাই তুলে আনতে হবে এভাবে:
স্মৃতির সমুদ্র থেকে বয়ে আসা বিষণ্ন মেঘদল যেমন কাঁদায় গাংচিল মন,
রাতজাগা ঝিঁঝিঁর দল যেমন বাজিয়ে চলে পঞ্চম পিরামিড সিম্ফনী,
ভুল করেও যাকে আর ভুলে যাওয়া গেলো না কোনোদিন সাঁঝে ,-
তার ফেলে যাওয়া জলনূপুর যেমন শোনায় সোমেশ্বরীর গান,
ঠিক সেইরকম আকুলিয়া সুরের প্রতিশ্রুতি দিয়েছিল বাঁশী!
সেই পাহাড়ী নদী জল কবে মিলিয়ে গেছে গঞ্জের কালিমায়,
সুরামগ্ন সম্মোহনে জেগে উঠবার ছলে কেটে যায় মৃন্ময় প্রহর,
গুপ্তচর সন্দেহগুলো সুবিধাবাদী সংশয়ের সাথে গোপন আঁতাতে,
একে একে ঝরে যেতে থাকে সোনালী মেঘেদের নোনতা পালক জল।
গৃহী মানুষের ঘরের কোনে জাল বোনে কিছু অতৃপ্ত শব্দ,নির্ঘুম প্রজাপতি,
যেমন ভবঘুরের পথের ধারে বেনী দুলিয়ে হাতছানি দেয় অন্ধ ডানাহীন ডাহুক।


আর নিরীক্ষণ চলতে থাকুক। (আপনার ফর্মেটটা দেখে সৈয়দ হকের কিছু কবিতার কথা মনে পড়ে গেলো!!)

ভালো থাকুন কবি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চিল ভাই! মন্তব্যে নিরীক্ষণে উৎসাহ পেলাম!

সৈয়দ হকের কবিতা পড়া হয় নাই বললেই চলে, সামনে পেলে পড়ে ফেলতে হবে!

এখন এখানে শেষ বিকেল, বিকেলের শুভেচ্ছা রইলো!

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।
শেষাংশটা তো চিত্রকলার মতই সুন্দর :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দূর্জয় কবি! ভালো লাগায় আনন্দ হল!

শুভকামনা!

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

আমিনুর রহমান বলেছেন:




আর কত মুগ্ধতা দিবা কবিতায় !!! একটু আগে অভি রেও কইয়া আইলাম কথাটা। প্রচুর বই পড়েছি কিন্তু কবিতা একটু কমই পড়তাম। কিন্তু তোমরা এত ভালো লিখছো না পড়ে উপায় নাই। খুব বলা হবে কিনা জানি না। এত ক্রিয়েটিভ লিখা সত্যিই অনেক অনেক বড় বড় কবিকে পিছনে ফেলে দিচ্ছো তোমরা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: মুগ্ধতা দিতে দিতে আমরা আপনাদের মেরে ফেলবো! =p~

আমি অভি সহ ব্লগে বেশ কয়েকজন লিখছে যাদের ইতিহাস তেমন দীর্ঘ না। আপনাদের ভালোবাসায় আমরা বেশ দ্রুত লেখার মধ্য ঢোকার উৎসাহ পাচ্ছি! তবে আমাদের লেখার সময়টা মাত্র শুরু বলা যায়, জানি না এর মধ্যে কেউ ব্লগ পরিমন্ডলের বাইরে কবি হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবে কিনা। আপনার এই মন্তব্য লেখার পথে অনেক অনুপ্রেরণা হয়ে থাকবে। :)

শুভকামনা!

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: কবির আর হয়না লেখা,
প্রতারক শব্দ সবই,
তবুও কবিতায়,
চিরকাল,
সবুজ,
কবি!

এক কথায় অসাধারণ কবিতা। +++++++++++++++++++++++++++++++++++++...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন কর!

কবিতা ভালো লাগায় অনেক আনন্দ হল!


শুভকামনা!

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সায়েম মুন বলেছেন: কবিতায় চারুশিল্প ফুটিয়ে তুলেছেন দেখি!

খুব ভাল লেগেছে।

আর একটু কসরত করলে খন্ড-ত হতে পারতো। #:-S

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আইডিয়া! আসলেই তো! আরেকটু চেষ্টা করলেই তো খন্ড-ত হতে পারত!:-B মাথায় থাকলো! সামনে কোনো লেখারে এই শেপের ধারে কাছে আনতে পারলে ৎ এর প্যাচটা মেরে দেবো!

শুভকামনা রইলো চন্দ্র কবি!

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: হা হা কবিতা তো চিত্র নায়িকা ববিতা হয়ে গেছে। পড়বো কি আর দেখতেই ভাল লাগছে। একদিন কবিরা বোধ হয় কবিতা দিয়ে বিভিন্ন ধরণের ফলমূল আসবাবপত্রও বানাবে। #:-S মানুষরা বুঝুক শুধু ভাব নয় চেহারা সুরতেও কবিতার জৌলুস কম নয। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: এই জন্যই বুঝি রবিদাদু বলেছেন,-

আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে ...

কবিতায় আপনাকে ববিতা দর্শন করাতে পেরে আমি উচ্ছ্বসিত!

লিখলাম কবিতা,
দেখলেন ববিতা! #:-S

মানুষরা বুঝুক শুধু ভাব নয় চেহারা সুরতেও কবিতার জৌলুস কম নয। :) - ঠিক, কবিতা সর্বব্যাপী!

শুভকামনা রইলো সেলিম ভাই!

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

আহসান জামান বলেছেন:
চমৎকার পাঠ, খুব সুন্দর কবিতা।

আপনার চারুকল্পের চেয়ে চিত্রকল্প আরো ভালো লাগছে :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: চারুকল্পের চেয়ে চিত্রকল্প আরো ভালো লাগছে - এই কথাটাই বিশেষ ভালোলাগা! চারুকল্প হচ্ছে মুখোশ, চিত্রকল্প তার শাঁস!

শুভকামনা জামান ভাই!

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

রাইসুল নয়ন বলেছেন:

প্রতিনিয়ত শিখছি!!
আপনার থেকে আরও আরও শিখতে চাই কবি!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হায়, হায়, লজ্জায় ফালায়ে দিচ্ছেন তো! আমরা কবিতার পাঠশালার নবীন সহপাঠী! যেতে হবে বহুদুর, দিগন্তেরও ওপারে!

শুভকামনা রাইসুল ভাই!
অনেক অনেক লিখুন,
ভালো থাকুন!

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি যা বলতে চেয়েছিলাম, সেলিম ভাই তার কাছাকাছি কিছু বলে ফেলেছেন ;) সৈয়দ শামসুল হকের ‘বেয়নেট’ শীর্ষক একটা কবিতা আছে, যেটির অবয়ব বেয়নেটের মতো। আমি ওটা দেখি নি। বইমেলায় এক কবিকে দেখেছিলাম ‘রম্বস’ কবিতার বই বের করতে; ব্লগে কিছুদিন আগে একটা কবিতা দেখলাম আয়ত ক্ষেত্রের অর্ধেক আকৃতির একটা কবিতা পোস্ট করতে (ব্লগে স্কয়ার আকৃতির হয় না বলে), সেটি বাই চান্স আপনারও হয়ে থাকতে পারে। সেলিম ভাইয়ের কমেন্ট পড়ে মনে হলো, মানব শরীরের আকৃতিতেও কবিতার অবয়ব হতে পারে, বৃক্ষের মতো, লতার মতো বা ফুলের মতোও হতে পারে। আইডিয়াগুলো চমৎকার।

কবিতা অসাধারণ হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই! ব্লগে আপনার উপস্থিতি তুমুল রকম ভালো লাগার!

আপনার মন্তব্য থেকে বেশ কিছু জানা হল, আমার এই ছবির বিন্যাসের কিছু কবিতা দেখা দরকার! আয়ত অর্ধেক লেখাটা আমার ছিল না, আমি সবে মাত্র সমকোনী ত্রিভুজ নিয়ে কাজ করছি! :) আজ ট্রাই করলাম পরিবৃত্ত বা প্যারাবোলা! (আমি কিন্তু গণিতের ছাত্র :P ) তবে লিখতে গিয়ে যেটা মনে হচ্ছে যে কোনো আকৃতিতেই কবিতা লেখা সম্ভর, ভাব ছন্দ বজায় রেখেই তো বটেই, মাঝে মাঝে সেটা বাড়তি ত্বরণ যোগ করে ছন্দে! ছবি আঁকতে পারিনা বলে কবিতা লিখতে বসে আফসুস হচ্ছে!

আর কবিতা আপনার ভালো লাগায় অনেক আনন্দ তো বটেই, কবিতায় ছবি ফোটানোর চেষ্টা ও চিন্তা অব্যাহত থাকবে!

শুভকামনা রইলো!

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে মুগ্ধ!!!
অন্য টাইপের ফরমেটে কবিতা লিখা শুরু করেছেন দেখি। বেশ লাগলো।


++++++++++

কবির কবিতায় হারিয়ে যায় দিগন্তের কিনারায়। কবির জন্য শুভ কামনা থাকবে সবসময় ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! ফরম্যাট নিয়ে কিছু নিরীক্ষণ চলছে আর কী! আপনার ভালো লাগায় আরও নিরীক্ষণের আগ্রহ বজায় থাকলো!

আপনার ভালো লাগায় কবি অভিভূত!

শুভকামনা নিরন্তর!

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্য করার জন্য যথার্থ কোন শব্দই খুঁজে পাচ্ছি না। মন ছুঁয়ে গেল কবি। +++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হৃদয় রিয়াজ! আপনার মন্তব্য মন ছুঁয়ে গেল!

শুভকামনা!

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ওরে, আমার ক্রিয়েটিভরে! দারুন হইছে :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! ক্রিয়েটিভ! ক্রিয়েটিভ! এই কবিতায় এই শব্দের আনাগোনা দেখা যাচ্ছে!

সুপ্রিয় গল্পকারের ভালো লাগায় আনন্দ!

শুভকামনা!

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

মামুন রশিদ বলেছেন: ত্রিভূজ কবিতা লিখতে লিখতে কখন জানি আবার ত্রিভূজ (প্রেম)কাহিনীতে জড়িয়ে পড়েন ।


শন্কিত :| :-B

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার মন্তব্য আবারও মনে করিয়ে দেয় যে মানুষ আশংকা করার ক্ষেত্রেও কী পরিমাণ ক্রিয়েটিভ!:-B

আপনার শঙ্কার পায়ের নিচে মাটি দিতে এক জোড়া বিন্দুর জোগান দেন দেখি, একখানি সমকোনী ত্রিভুজ নির্মাণ করিয়া উহার অতিভুজ হইয়া পিথাগোরাস সাহেবের গুনকীর্তন করি!

শুভকামনা!

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দুই পা একসাথে মিলিয়ে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। কবিচরিত্র দারুণভাবে দুই মাত্রায় ফুটে উঠেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ গোলাম দস্তগীর লিসানি ভাই! ব্লগে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে! আপনার দেখার চোখ তো দারুণ! আমি এভাবে চিন্তা করিনি, আপনার মন্তব্য পড়ে মিলিয়ে দেখলাম যে হ্যা, সেরকমই তো দেখা যাচ্ছে! পরে কোথাও কেউ জিজ্ঞেস করলে বলবো আমি তো এইটা খুব চিন্তা করেই করেছি! ক্রেডিট বাড়বো- কী বলেন?

শুভকামনা রইলো!
ভালো থাকুন!

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: কবি আর বাঁশীর মেলবন্ধন হোক অমলিন।

এই লাইনটা খুব সুন্দর --

ভুল করেও যাকে আর ভুলে যাওয়া গেলো না কোনোদিন সাঁঝে

===
পাঁজর, মৃণ্ময়, ঘরের কোণে, পূর্ণিমার -- হবে

কবির আর হয় না লেখা । হয়না না

=== এতো কবিতার ভাব আসে ক্যামনে ? আজব তো ! প্রেমে পড়ছ নাকি কোনও নারীর !! :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা বাঁশী একটু মিলেমিশে থাকতে পারলেই কবির শান্তি! কিন্তু এই দুইটা বস্তুই প্রচুর যন্ত্রণা দেয়। এখন কী আর করা, কাঁটা না থাকলে সেইটা আবার গোলাপ কিসের!

বানান সহযোগিতায় থাঙ্কু! শুনলাম বাংলা একাডেমি নাকি তোমাকে ডিজিটাল শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিচ্ছে! - শুনে যে খুশি লাগছে! :)

হয় না ,- আলাদা হবে, কিন্তু আলাদা করলে মূল ডিজাইন ক্ষতিগ্রস্থ হচ্ছে, দেখি কী করা যায়! :-B

কোনো নতুন নারীর দেখা পাই নাই, আর পুরনো দুঃখ গুলো দিয়েই আমার দিব্যি চলে যাচ্ছে, নতুন খোঁজার কী দরকার?!

আমি যখন চাকরীর পরাধীনতা ছেড়ে দেশ স্বাধীন করতে পারবো তখন থেকে আমি প্রতিদিন একটা করে কবিতা লিখবো! :)

শুভকামনা!



২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: আইচ্ছা ডিজাইন ঠিক রাখো !
মিষ্টি না খেয়েই শুভেচ্ছা দিলা একাডেমী পদের জন্য ? থ্যাংকু থ্যাংকু । কবি তুমি মহান

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: তুমি বাংলা একাডেমীতে যোগ দিতে রাজি হইসো শুইনা বাংলা একাডেমী আমারে মিষ্টি খাওয়ায়ে ফেলসে! এখন তুমিও মিষ্টি খাওয়াইতে চাইলে কবি অবশ্যই নারাজি হপে না, না খেতে চাইলে তুমার মন ভেঙ্গে যাপে, তুমি তো জানো কবিরা কারও মন ভাংতে পছন্দ করে না! :P

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা পড়তে হবে আরও কয়েকবার। ডিজাইনে মুগ্ধতা রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রোফেসর, আপনাকে ডিজাইনে পাইলাম, কবিতায় পাইলাম না! :(

শনিবারের চিঠির ভাষায় হলেও কিছু বলে যান! :P

অর্বাচীন বালকটির কাব্যি খাতায় ছবির ব্যর্থ প্রচেষ্টা দেখিয়া করুণা হইলো, এ জানেই না যে এ কী জানে না! =p~ =p~


শুভকামনা!

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

সোমহেপি বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।

এবং কবির প্রতি শ্রদ্ধা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোমহেপি! কবিতা ভালো লাগায় আনন্দ হল!


শুভকামনা!

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

ভিয়েনাস বলেছেন: ভাই আপনার কবিতা যে অসাধারন হয় সেটা না হয় আজ নাই বললাম কিন্তু কবিতার ডিজাইন দেখে পুরাই মুগ্ধ আমি। কবিতা পড়ে কবিতার দিকে মেলাক্ষন তাকিয়ে থাকলাম আর তার সৌন্দর্য্যে বিমোহিত হয়ে রইলাম :D ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস! আমিও আপনার মন্তব্য পড়ে কিছুক্ষণ দেখলাম এবং আগের থেকে আরও ভালো লাগলো, আপনার ভালোলাগাটুকুও মিলিয়ে নিয়ে দেখলাম যে! :)

আপনার ভালোলাগায় আনন্দ হল!


শুভকামনা!

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: এত এত উপমা কই পান হ্যাঁ? :|| সন্দেহজনক! ত্রিভুজ বানানোটা দারুণ লাগে! B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিরে রিমান্ডে নিয়া ভালো মত কইরা একটা ডলা দেন তো হামা ভাই, সব বাইর হয়ে যাইবো! ভাবের সাগর হয়ে যাইতেসে দিন দিন! X( সারাদিন মাথার মধ্যে শব্দ হানা দিলে কাহাতক সহ্য হয়! আমি তো আর ভাই কবি না, আর সবকিছু লাটে উঠতাসে! :(

আপনার ত্রিভুজ ভালো লাগতেসে এইটা কবির জন্য বিশাল খুশির ব্যাপার, সে আরও চেষ্টা করার তালে আছে!

শুভকামনা!

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বোকামন বলেছেন:
সুন্দর ! সুন্দর ! সুন্দর !

প্রিয় কবি,
নিজেকে নিয়ে লিখলেন যেন ! তাই মনে হলো :-)
নিজেকে ওভাবে প্রকাশ করতে পারাটা দুঃসাধ্য কাজই বটে ।

খোলা আকাশের দিকে চোখ রেখে লিখেন। তাই হয়তো আপনার প্রতিটি কবিতায় শব্দরা খোলা আকাশে শ্বাস নিতে পারে। খুব ভালো।

“আকৃতি” চোখে পড়লো কিন্তু মনের চোখে কেবলই কবিকে ...


ভালো থাকুন। সবুজ থাকুন।
শুভেচ্ছা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সুপ্রিয় বোকামন ভাই, এখন ব্লগে যারা ব্লগে দূর্দান্ত রকম সুন্দর মন্তব্য করেন আপনি তাদের মধ্যে অন্যতম! সবুজ আলো চোখে নিয়ে আপনি ঘুরে বেড়ান পোস্ট থেকে পোস্টে, সতেজ ভালোলাগা আবিস্কারে ভরিয়ে দিয়ে যান! এরকম একজন পাঠকের জন্য কবিরা অপেক্ষায় থাকে সারাবেলা, কেউ হয়ত আসবে, ছুঁয়ে দেখবে শব্দগুলো, কবির প্রতারক সব শব্দেরা!

সঠিক ধরিয়াছেন! নিজেকে নিয়েই লিখতে চেয়েছিলাম অনেকটা, কিন্তু সে বড় কঠিন তল, ডুবে ডুবে দম হারানো ছাড়া গতি নেই!

ভালোবাসা জানবেন!

শুভকামনা!

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

সমুদ্র কন্যা বলেছেন: এমন হিসাব করে কি করে লিখলেন? লাস্ট প্যারাটা দেখতেই অদ্ভুত সুন্দর লাগছে। আর পড়ার পরেতো এক রাশ মুগ্ধতা!

অনেক অনেক ভাল লাগা কবি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা আপু! এইটা দেখতে জটিল লাগে, কিন্তু লেখাটা আসলে তেমন জটিল না। শুধু একটু সময় দিতে হয়। তবে ত্রিভুজ মেলানোটা একটু ঝামেলার, শব্দের সাইজ, ছন্দ, নানা কিছু খাপে ফেলানোটা সময় লেগে যায় অনেক!

আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হল!

ভালো থাকুন!

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতা নিয়া কথা নাই। গেরিলা কবিতাটা এতদিনে খুইজা পাইলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কী দারুণ! এই কবিতা একই সাথে পড়বার এবং দেখবার! আপনাকে অনেক ধন্যবাদ 'গেরিলা'র জন্য! আপনার সুবাদে অসাধারণ একটা কবিতা পড়া হল!

একটা সমস্যা হল ব্লগে স্পেস দিয়ে ডানে সরে যাওয়ার সুযোগ নেই। যার ফলে অনেক জায়গায় ইচ্ছে মত লাইন বিন্যাস করা যায়না। আর কোনও প্যাটার্ন বা ছবি ফোঁটাতে গেলে বাম দিক সরল্রেখা, অর্থাৎ অর্ধেক নাই চিন্তা করতে হয়!


শুভকামনা রইলো!

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা সাথে আর্টের সৌন্দর্য, ভাল লাগল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভাই!

কবিতার অবয়বে আর্টের সৌন্দর্য পেয়েছেন, কবি তো মেলা খুশি!


শুভকামনা!

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রোকেয়া ইসলাম বলেছেন: অপূর্ব সুন্দর .....+++
অনেক ভাল লাগলো ......
ধন্যবাদ .... ভাল থাকবেন...।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধনবাদ রোকেয়া ইসলাম! আপনার ভালো লাগায় কবির আনন্দ!


শুভকামনা!

৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রোকেয়া ইসলাম বলেছেন: অপূর্ব সুন্দর .....+++
অনেক ভাল লাগলো ......
ধন্যবাদ .... ভাল থাকবেন...।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ৩৩ নম্বর মন্তব্য ৩ বার আসার মধ্যে কী সামুর বাগ কোনো ইশারা দিল! :-*

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রোকেয়া ইসলাম বলেছেন: অপূর্ব সুন্দর .....+++
অনেক ভাল লাগলো ......
ধন্যবাদ .... ভাল থাকবেন...।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনিও ভালো থাকুন!

৩৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতা + ডিজাইন = অসাধারণ
++++++++++++++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:

রহস্যময়ীর মন্তব্য + ভালোলাগা = কবির আনন্দ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.