নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

করোটির হন্তারক বাসনালিপি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

করোটির ভাঁজে ভাঁজে আদিম আত্মঘাতী সত্তারা,

মাঝে মাঝেই নির্দয় তান্ডবে মেতে ওঠে,

ওদের মধ্যে কারও আছে লুকানো তীক্ষ্ণ নখর,

চোরাবালির মৃত্যুক্ষুধায় হন্তারক আঁচল বিছিয়ে

ধোয়াচ্ছন্ন ধূসর করে দেয় লালিত যাপিত নীল।

স্মৃতির জামদানি পাড়ে মনজ্বলা ন্যাপথলিন গন্ধ,

তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া,

বিস্মৃতির পিরামিড, গোপন কুঠুরীতে যক্ষবন্দী

কোনো মমি হয়ে যাওয়া দুঃখ,

লিখে দিতে পারে,-

নির্ঘুম প্রহরের বিনাপ্রেম দন্ডলিপি!

জ্যোৎস্নারা ভালোবাসবে সব জীবনকেই,

চাঁদটা তবু ছেলেবেলাকেই পিছু নিয়ে ফেরে চিরকাল।

এক একটা দিন ফুরিয়ে যায়,

হাত ফসকে উড়াল দেওয়া গ্যাস বেলুন,

খুকুর চোখে ছিল নির্ভেজাল বিস্ময়,

আগে খুব অবাক লাগতো একদিন মরে যাব ভেবে,

এখন খুব অবাক লাগে জাদুর মত বেঁচে আছি বলে!

কলমে কালি ফুরিয়ে গেলে ফেলে দিতে হয়,

অশ্রু ফুরিয়ে গেলে যেমন আর

বেঁচে থাকার কোনো মূল্যই থাকে না।

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

মামুন রশিদ বলেছেন: ভাল লাগা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! প্রথম ভালো লাগায় প্রথম আনন্দ!


শুভকামনা রইলো!

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: সুন্দর............

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন কর! কবিতা ভালোলাগায় আনন্দ!

ভাল থাকুন!

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

শায়মা বলেছেন: বেঁচে থাকা অনেক সুন্দর!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক তাই, অসহ্য এবং অলৌকিক রকমের সুন্দর! জাদু ছাড়া এর কোনো ব্যাখ্যা নাই!

কবিতা পাঠে ভালো লাগা!

শুভকামনা রইলো শায়মা আপু!

সুন্দর থাকুন!

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আগে খুব অবাক লাগতো একদিন মরে যাব ভেবে,
এখন খুব অবাক লাগে জাদুর মত বেঁচে আছি বলে!


এই কথাটায় আমি বলতে চাচ্ছি , আপনিই বলে দিলেন শেষমেশ । বেঁচে থাকার মতো বিশৃঙ্খল ভালো লাগা !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: বেঁচে থাকাটা বিস্ময়কর রকম বিশৃঙ্খল! এ এক অবাক জাদু! আগে আমরা তাই মরে যাব ভেবে অবাক হতাম, এখন তা বেঁচে আছি বলেই লাগে!

এইটা সেই দিনের কবিতাটা, যেটা আপনার সাথেই লেখা শুরু হল, আমরা দুজনেই আসলে এই কথাটাই হয়তো বলতে চেয়েছিলাম! আপনার কিছু লেখা পড়েও আমার এমন মনে হয়েছে আপনি আমার কথা বলে দিচ্ছেন! :)

শুভকামনা রইলো আদনান ভাই!

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

কী মুশকিল ! কোট করতে যেয়ে তো বিপদেই পড়ে গেছি !

প্রতিটা লাইনই দারুণ !

কোনো মমি হয়ে যাওয়া দুঃখ, !
এই লাইনটা যেনো আমাকেই মমি করে দিল :|

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন:
স্মৃতির জামদানি পাড়ে মনজ্বলা ন্যাপথলিন গন্ধ,
তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া,
বিস্মৃতির পিরামিড, গোপন কুঠুরীতে যক্ষবন্দী
কোনো মমি হয়ে যাওয়া দুঃখ,


কবিতা ভালোলাগায় খুশি লাগছে!

শুভকামনা রইলো আরজুপনি আপু!

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


এক একটা দিন ফুরিয়ে যায়,
হাত ফসকে উড়াল দেওয়া গ্যাস বেলুন,
খুকুর চোখে ছিল নির্ভেজাল বিস্ময়,
আগে খুব অবাক লাগতো একদিন মরে যাব ভেবে,
এখন খুব অবাক লাগে জাদুর মত বেঁচে আছি বলে!



ভাললাগা রইলো কবি।

+++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধকবি!

ভালো থাকুন অনেক!

শুভকামনা!

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর থাকুন কবি, আর এরকম ভাবনা কবিতায় প্রকাশ করুন প্রতিনিয়ত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! আপনি আমার খুব প্রিয় লেখক, আপনার ভালোলাগায় খুব আনন্দ!

কবিতার সাথে থাকুন!

শুভকামনা!

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক সুন্দর!!! (গোপনে বলি- প্রথম দিকটা তেমন বুঝতে পারি নাই :P )। কিন্তু একথা স্বীকার করতেই হয়, লেখাটা পড়ে একটা ভাল লাগার অনুভূতি হল! আপনার যে লেখাগুলো পড়েছি সবগুলোর মাঝেই এই ভাললাগা ছিল বলেই আপনার লেখা পড়ার আগ্রহ হয়! :) (আমি নিজে খুব ভাল কবিতা বোদ্ধা নই। তবে ভাল লাগাটুকু বুঝতে পারি।) :D

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ খালিদ ভাই! মনে হয় আপনি কোথা থেকে যে উড়ে এসে একরাশ ভালোলাগা দিয়ে কবিকে অভিভূত করে ফেলেন! :)

আপনার যে ভালোলাগা টুকু, ঠিক সেইটাই কবিতার প্রাপ্তি, এই ভালোলাগাটুকুর জন্যই লেখা! আপনি আপনার কল্পনা দিয়ে কবিতাটি সাজিয়ে নিন! কবিতার নিজের কোনো অর্থ নেই, আপনি যা শুনবেন, তাই সে বলবে!

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক সুন্দর!!! (গোপনে বলি- প্রথম দিকটা তেমন বুঝতে পারি নাই :P )। কিন্তু একথা স্বীকার করতেই হয়, লেখাটা পড়ে একটা ভাল লাগার অনুভূতি হল! আপনার যে লেখাগুলো পড়েছি সবগুলোর মাঝেই এই ভাললাগা ছিল বলেই আপনার লেখা পড়ার আগ্রহ হয়! :) (আমি নিজে খুব ভাল কবিতা বোদ্ধা নই। তবে ভাল লাগাটুকু বুঝতে পারি।) :D

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: শুভকামনা রইলো খালিদ ভাই!

অনেক ভালো থাকুন!

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এক একটা দিন ফুরিয়ে যায়,
হাত ফসকে উড়াল দেওয়া গ্যাস বেলুন।


আহা, জীবন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
খুকুর চোখে ছিল নির্ভেজাল বিস্ময়,
আগে খুব অবাক লাগতো একদিন মরে যাব ভেবে,
এখন খুব অবাক লাগে জাদুর মত বেঁচে আছি বলে!



আহা জীবন!

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


স্মৃতির জামদানি পাড়ে মনজ্বলা ন্যাপথলিন গন্ধ,
তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া,
বিস্মৃতির পিরামিড, গোপন কুঠুরীতে যক্ষবন্দী
কোনো মমি হয়ে যাওয়া দুঃখ,
লিখে দিতে পারে,-
নির্ঘুম প্রহরের বিনাপ্রেম দন্ডলিপি!


মাথা নত করে সালাম জানাই এই লাইনগুলোর জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী! কবির বিনম্র অভিবাদন গ্রহন করুন!

আপনাকে ইদানীং কবিতা লিখিয়েদের দলে পেয়ে ভালো লাগছে!

শুভকামনা!

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

বটবৃক্ষ~ বলেছেন: অসাধারন আরেকটা কবিতা.।.।.।। + দিতে পারিনা সামুতে এখন আর

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: বটবৃক্ষ~ স্বয়ং উপস্থিত সেখানে আর সামুর প্লাস দিয়ে কাজ কী!


শুভকামনা রইলো!

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

ভিয়েনাস বলেছেন: স্মৃতির জামদানি পাড়ে মনজ্বলা ন্যাপথলিন গন্ধ,
তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া,
বিস্মৃতির পিরামিড, গোপন কুঠুরীতে যক্ষবন্দী
কোনো মমি হয়ে যাওয়া দুঃখ, ...... অনুভূতির চমৎকার প্রকাশ ।

অনেক অনেক ভালো লাগা :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভালো লাগায় অনেক আনন্দ হল ভিয়েনাস!


ভালো থাকুন!

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

শান্তির দেবদূত বলেছেন:
কবিতা বুঝি না, তবে উপমাগুলো ভাল লেগেছে। শুধু ভাল না, অনেক ভাল লেগেছে, মুগ্ধপাঠ।

মনে হয়েছে কতক বিচ্ছিন্ন ঘটনা একসুতোয় বেধে অদ্ভুত কোন অভিমান বা দুঃখকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, প্রয়োজনে চমৎকার কিছু উপমার বাহার!

কি জানি আমার বুঝতে ভুলও হতে পারে। হয়ত দেখা যাবে কবি প্রান্তবর্তী কোন সুখের বর্ননা দিতে চেয়েছে! :D :D কবিতা খুব কঠিন জিনিস :( :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম শান্তির দেবদূত! কবিতা ভালো লাগায় ভালো লাগলো!


মনে হয়েছে কতক বিচ্ছিন্ন ঘটনা একসুতোয় বেধে অদ্ভুত কোন অভিমান বা দুঃখকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, প্রয়োজনে চমৎকার কিছু উপমার বাহার!


- চমৎকার বলেছেন তো! কবিতায় কবি যা বলতে চেয়েছে সেটা মোটেই গুরুত্বপূর্ন না, পড়ে যা মনে হবে সেইটাই আসল!

শুভকামনা!

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
কলমে কালি ফুরিয়ে গেলে ফেলে দিতে হয়,
অশ্রু ফুরিয়ে গেলে যেমন আর
বেঁচে থাকার কোনো মূল্যই থাকে না।

অশ্রু ফুরিয়ে না যাক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: অশ্রু ফুরিয়ে না যাক, অশ্রু শুকিয়ে না যাক!

শুভকামনা রইলো শাহরিয়ার রিয়াদ!

ভালো থাকুন!

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২১

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুনসী১৬১২!


শুভকামনা রইলো!

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৪

শ্যামল জাহির বলেছেন: জ্যোৎস্নারা ভালোবাসবে সব জীবনকেই,
চাঁদটা তবু ছেলেবেলাকেই পিছু নিয়ে ফেরে চিরকাল।



আগে খুব অবাক লাগতো একদিন মরে যাব ভেবে,
এখন খুব অবাক লাগে জাদুর মত বেঁচে আছি বলে!



কথা গুলো সত্যিই জাদুর মত লাগছে!



২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: বেঁচে থাকাটাই তো এখন জাদুর মত লাগে!


আপনাকে কবিতায় পেয়ে আনন্দ হল!


অনেক ভালো থাকুন!

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার প্রতিটি কবিতা আমার ভীষন পছন্দের। এত চমৎকার লেখা, ব্লগে সমসাময়িক সময়ে খুব কমই দেখেছি। দূর্দান্ত বা প্রসংশা শুধু মাত্র একটা নির্দিষ্ট কবিতার জন্য নয়, এটা আপনার সকল কবিতা পোষ্টের জন্যই সার্বজনিন। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কা_ভা! আপনার এই ভালো লাগা লিখে চলার পেছনে অনেক বড় একটা অনুপ্রেরন্য! আমি লিখে যেন আনন্দ পাই, আপনি পড়ে যেন ভালো লাগা পান, লেখার এই একটাই বিনীত উদ্দেশ্য! প্রকৃত অর্থে লেখাগুলোর মান কেমন কে জানে! আমরা আমাদের ভালোলাগা টুকু খুঁজে পেলেই হল!

সকৃতজ্ঞ শুভকামনা!

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: কোনো মমি হয়ে যাওয়া দুঃখ,
লিখে দিতে পারে,-
নির্ঘুম প্রহরের বিনাপ্রেম দন্ডলিপি!


মুগ্ধ কবি !

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ কবি! আপনার মুগ্ধতা বিশেষ আনন্দের!

শুভকামনা রইলো!

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর কবিতা............।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে রহস্যময়ী!

শুভকামনা!

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

বটবৃক্ষ~ বলেছেন: জ্যোৎস্নারা ভালোবাসবে সব জীবনকেই,
চাঁদটা তবু ছেলেবেলাকেই পিছু নিয়ে ফেরে চিরকাল


আরেকবার পড়তে াসলাম!! সরি এটা ডিস্টাপমুলক কমেন্ট!! :#) :#) খিকজ!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ছোটবেলায় চাঁদটা খুব ভালো ছিল, সাথে সাথে সব জায়গায় হাঁটত! বড় হওয়ার পরে আর হাঁটেনা! :(

ডিস্টাপ হওয়ার তো প্রশ্নই আসেনা, আপনার পোস্টে আবার গিয়ে মন্তব্য করলে কি আপনি ডিস্টাব হন? :-*

আবার আসবেন!

শুভয়াকামনা রইলো!

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম ময়ূরাক্ষী! আপনার লেখায় মুগ্ধ হয়েছি! আপনার আরও লেখার অপেক্ষায় থাকলাম!

শুভকামনা!

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

আপনার ভালোলাগায় অনেক আনন্দ!

শুভকামনা!

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:

তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া,
বিস্মৃতির পিরামিড, গোপন কুঠুরীতে যক্ষবন্দী
কোনো মমি হয়ে যাওয়া দুঃখ,
লিখে দিতে পারে,-
নির্ঘুম প্রহরের বিনাপ্রেম দন্ডলিপি!


সুন্দর কবিতা।
শুভকামনা কবি!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
আগে খুব অবাক লাগতো একদিন মরে যাব ভেবে,
এখন খুব অবাক লাগে জাদুর মত বেঁচে আছি বলে!


কবিতা পাঠে আনন্দ!

শুভকামনা রইলো চিল!

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

প্রত্যাবর্তন@ বলেছেন: অশ্রু ফুরিয়ে গেলে যেমন আর
বেঁচে থাকার কোনো মূল্যই থাকে না।

@ স্নিগ্ধ কবিতার শেষার্ধে জীবনের এক টুকরো সত্য প্রতিবিম্বিত ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন@ !

স্নিগ্ধ কবিতার শেষার্ধে জীবনের এক টুকরো সত্য প্রতিবিম্বিত ।
-- সুন্দর বলেছেন!

শুভকামনা রইলো!

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধুর এতো কবিতা লেখো কেন ? আমি তো হিংসায় জ্বলি !!

বিস্মৃতির পিরামিড, গোপন কুঠুরীতে যক্ষবন্দী
কোনো মমি হয়ে যাওয়া দুঃখ,

--- চমৎকার এই দুইটা লাইন আর শেষ দুইটা লাইন !!!

---
সত্ত্বা হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: এখন কিন্তু খুব বেশী লেখি না, কয়েকদিন আগেও অনেক লেখা হত! আস্তে আস্তে রসদ ফুরায়ে যাচ্ছে কিনা কে জানে! আর তোমরা তো অনেক বড় বড় লেখা লিখতে পার, এক নুহা নিয়ে লেগে আছো কতদিন! এই কন্টিনিউইটি একটা ঈর্ষনীয় ব্যাপার, লেখক হওয়ার জরুরী গুন!

আমার কাছে বাংলা একাডেমির যে অভিধান সেখানে কিন্তু 'সত্তা' দেওয়া! :-* , কেমনে কী?

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

নিয়েল হিমু বলেছেন: আপনার কবিতা পড়ার সময় কেমন জানি একটা অনুভুতি কাজ করে ভিতরে ।

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক সুন্দর একটা মন্তব্য করে অনেক অনুপ্রেরনা দিলেন! মাঝে মাঝে হুটহাট কবিতায় এসে ভালোলাগা দিয়ে যান! অনেক ভালো লাগে!


শুভকামনা রইলো!

ভালো থাকুন!

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

বোকামন বলেছেন:
ধূসর করে দেয় লালিত যাপিত নীল।
স্মৃতির জামদানি পাড়ে মনজ্বলা ন্যাপথলিন গন্ধ,
তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া,
বিস্মৃতির পিরামিড


বেঁচে থাকাটা এক অদ্ভুত অভিজ্ঞতা যার খুব সুন্দর প্রকাশ হলো কবিতায়।
অনেক ভালোলাগা।

প্রিয় কবি,
হাতে খুব কম সময় থাকে। তাই সবসময় উপস্থিত হতে পারিনা আপনার পোস্টগুলোতে
তবুও শুভকামনা এবং ভালোলাগা জানবেন সবসময়ের জন্য :-)

ভালো থাকা হোক।।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় বোকামন ভাই! আপনি পোস্টে অদ্ভুত ভালোলাগা নিয়ে আসেন, আপনার আগমনেই আনন্দ!

বেঁচে থাকাটা আসলেই খুব অদ্ভুত রকমের বিস্ময়কর রকমের এক অভিজ্ঞতা!

আপনার জন্য রইলো অনেক শুভকামনা!

ভালো থাকুন!

২৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভালো লাগছে. সুন্দর

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে ভাঙ্গা কলমের আঁচড়! ভালো লাগায় আনন্দ হল!


শুভকামনা!

৩০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: প্রিয়তে নিতে আর দেরি করলাম না। :#)

আমার কাঁচা ব্লগে আসার নেমতন্ন রইল।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে জনৈক রুয়েটিয়ান! ব্লগে স্বাগতম! আপনার ব্লগে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম! কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দ হল!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.