নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

তোমার - আমার

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮





```````````````````````````````ৎঁ

````````````````````````````একমাত্র

````````````````````````আকাশেরই আছে

```````````````````নির্ভুল ব্যপ্ত ঠিকানা সুনীল

``````````````রুদ্র কবিরা তাই ভালোবেসে চিরকাল,

`````````বহুরুপী আকাশের ঠিকানায় লিখেছে পত্র প্রেমের!

```পৃথিবীর নারীরা যদি জানতো, চোখে মায়ার মেঘ কাজল মেখে

`তারাদের সুদূর আলোকবর্ষীয় নৈকট্যে, বুক চিরে কিন্নরী ঝর্ণা ঝরঝর

ফসিলের ঘুম জমে হিমেল পাথরও,ভালোবেসে অপেক্ষায় থাকতে জানে!



```````` আমার ..তুমি....................... আমার…ভূমি,

```````আমার…….. মেঘে……… তোমার………জল,

`````তোমার……….. আমি,……তোমার………..কুড়ি,

``তোমার…………ফুলে……….. আমার………ফল।

``````` আমার…… নদী,………….. আমার…….নিদি,

````` আমার……… কূলে………….তোমার………বান,

```তোমার………তরী,…………তোমার…………..হৃদি,

তোমার…………….সুরে ……আমার……………….গান।

আমার………………আলো,…আমার……………….ভালো,

`````আমার………বুকে…………........তোমার………..শ্বাস,

`````````তোমার………ইচ্ছে……….তোমার………খুশি,

`````````````তোমার……..দেহে…..আমার……চাষ।

````````` আমার………স্বপ্ন,………আমার…….মুক্তি,

``````` আমার…….কোলে………….তোমার……..বাস,

```` তোমার…….মোক্ষ,……………..তোমার……….সুপ্তি,

``তোমার……. স্বপ্নে………………… আমার…………নাশ!



























*** তোমার- আমার কবিতায় দুইজনের পাশাপাশি বসে থাকার অবয়ব ফোটানোর চেষ্টা করেছি! ছবি আঁকতে না জানার কারনে বেশ মুশকিল হয়েছে, তবে একটু চেষ্টা করলে মানুষের অবয়ব বোঝা যায় বলে আমাকে জানানো হয়েছে! তো আমি খুব খুশী প্যাটার্নে মানবীয় ফিগার আনতে পেরে, এখন অনেক ধরনের ছবি ফোটাতে বেশ সুবিধা হবে! এই কবিতায় কিছু মজা আছে, যেমন উপর থেকে নিচে নামার যে চারটি লাইন, তাতে চারটা পিলার আছে, যেন উপর নিচেও পড়া যায়, একটা অর্থ থাকে, যেমন চারটা পিলার হচ্ছেঃ

(১) আমার- আমার-তোমার-তোমার-আমার- আমার-তোমার-তোমার-আমার- আমার-তোমার-তোমার-আমার- আমার-তোমার-তোমার

(২) তুমি-মেঘে,আমি-ফুলে,নদী-কূলে,তরী-সুরে,আলো-বুকে,ইচ্ছে-দেহে,স্বপ্ন-কোলে,মোক্ষ-স্বপ্নে

(৩) আমার-তোমার-তোমার-আমার-আমার-তোমার-তোমার-আমার-আমার-তোমার-তোমার-আমার-আমার-তোমার-তোমার-আমার

(৪) ভুমি-জল,কুড়ি-ফল,নিদি-বান,হৃদি-গান,ভালো-শ্বাস,খুশি-চাষ,মুক্তি-বাস,সুপ্তি-নাশ









**** ছবি আপলোডে কারিগরি সহযোগিতায় সুপ্রিয় কাল্পনিক_ভালবাসা!

মন্তব্য ১০৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক চেষ্টা করেও আমি ডট ছাড়া মুল ছবিটা আপলোড দিতে পারি নাই! ফলে ডট দিয়ে স্পেসিং করতে হয়েছে, যে কারনে মুল ছবির সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটাই!  , প্রথমে পিডিএফ, সেটা থেকে জেপিজি- কিন্তু তারপরেও সামু আমার ছবি নিল না! :( মুল কবিতা লেখা বা আঁকায় শ্রমের থেকে আপলোডের ঝামেলা বেশী হয়ে যাওয়ায় ক্ষান্ত দিলাম! ভালো কথা, কবিতাটা কিন্তু নতুন না, আগেই লেখা, পুনর্বিন্যাস করা হয়েছে মাত্র!

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি, টেনশন নিওনা, ক_ভা সমাধান করিয়াছে! :-B

২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
বর্ণাঢ্য কবিতায় প্রায়ঃমুগ্ধ এ আমার ভালোলাগা রাখলাম.............
চমৎকার প্যাটার্নটি কবিতায় অনন্য সংযোজন!!!

দারুন, কবি!!!

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চিল ভাই! কবিতাটা এমনি সাধারন, কিন্তু একটা প্যাটার্নে ফেলার কারনে অন্যরকম ভালো লাগছে!

শুভকামনা রইলো!

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

নেক্সাস বলেছেন: কবিতায় ফুট নোট না দিলে ভাল করতেন । দেখি পাঠক কতটুকু বুঝতে পারে।

যাই হোক আমি কিন্তু ফুটনোট পড়ার আগে বুঝেছিলাম দুজোন পরষ্পরে আলিঙ্গনে চুম্বনরত


সুন্দর অনেক সুন্দর

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই! কবিতা আপনার ভালো লাগায় অনেক আনন্দ!

ফুট নোটের বিষয়টা ভালো বলেছেন! না দেওয়াটা একটা মজা! পাঠক নিজেই আবিস্কার করে নিত! এইটা মাথায় থাকবে, পরের গুলো সরাসরি দেব!

শুভকামনা রইলো!

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

টুম্পা মনি বলেছেন: ,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,

,
''''''''''অনেক
ভালো লাগল

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' :D
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''':D :D
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''':D :D :D
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''':D :D :D :D
'''''''''''''''''''''''''''''''''''''''''''''' :D :D :D :D :D
'''''''''''''''''''''''''''' ''''''''''':D :D :D :D :D :D
'''''''''''''''''''''''''''''':D :D :D :D :D :D :D
''''''''''''''''''''''''' :D:D :D :D :D :D :D :D

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ টুম্পা মনি!

:D
:D :D

মুন্ডু দিয়া আপনার বিন্যাস অতিশয় চমৎকার হইয়াছে!


শুভকামনা রইলো!

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়াও!!!!!!! গ্রেট!!! কবিতার যে প্রকাশ্য দৃশ্য থাকতে পারে জানা ছিল না। শব্দের কাব্যে এবং কাব্যের ছবি দেখে মুগ্ধ! ভালো লাগল।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ক_ভা! মানবীয় ফিগার দেখেছি সৈয়দ হকের গেরিলা কবিতায়, আমারও লেখার সুপ্ত বাসনা ছিল, কিন্তু ছবি আঁকতে পারিনা বলে এখনি হয়ে যাবে এটা ভানি নাই! কিন্তু ছবি ফুটে ওঠার পরে অনেক খুশী লেগেছে! আপনাদের ভালোলাগায় আনন্দটা বহুগুনে বেড়ে গেল!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অতিশয় চমৎকৃত হইলাম কবি...
বর্ণের ভাজে যুগল প্রণয়ের ছবি...

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা ! আপনার নিকটা মজার! গ্রানমা কি অর্থে? কোনো নাম?

কবিতা ভালো লাগায় ভালো লাগছে!

শুভকামনা!

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

একজন আরমান বলেছেন:
ইফতি ভাই ইউ আর এ জিনিয়াস।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: :-0 :-0 :-0

ধন্যবাদ আরমান! আপনার মন্তব্যে স্বাভাবিকভাবেই মেলা খুশি লাগলো!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

লাবনী আক্তার বলেছেন: চমৎকার! এতো সুন্দর করে দুটো অবয়ব একেছেন খুব ভালো লাগল।

:) :) :) :) :)
:) :) :)
:)
:)
:) :) :)
:) :) :) :) :)


০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার ! কবিতা ও ছবি ভালো লাগায় আনন্দ!

আপনার হাসিমুখ বিন্যাস কিঞ্চিত ক্ষতিগ্রস্থ হয়েছে!

শুভকামনা রইলো!

অনেক ভাল থাকুন!

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১

গরম কফি বলেছেন:
কবিতা চলুক

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ গরম কফি!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

মায়াবী ছায়া বলেছেন: তোমার........ আমার......... তোমার
খুব ভাল লাগল ।।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া! কবিতা ভালোলাগায় আনন্দ!


শুভকামনা রইলো!

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই যে আপলোড তো হলো :) এটাই আপনি পোষ্টে সংযুক্ত করে দেন।

[img|http://cms.somewhereinblog.net/ciu/image/150925/small/?token_id=d4971efd9c5856380ef9293448a41cf3

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: উপ্রে সমাপনী তৃতীয় বন্ধনি না থাকায় ছবিটা ফুটে নাই! আমি বুঝতে পারছি! কোন একদিন আমিও টেকি পোস্ট দিয়ে আপনাদের অবাক করে দেব! :-0 :-0 :-0


১২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

লেখোয়াড় বলেছেন:
আপনি তো শুধু কবি না, আরো অনেক কিছু।
একের ভিতর অনেক।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা, অনেক মজা করে বললেন! আমার ভেতরে অনেকের বাস, এদের নিয়ে আমি মাঝে মাঝেই খুব যন্ত্রনায় থাকি! অনেকের টানাটানিতে কোনোকিছুই হয়ে অঠে না!
কবিতা আপনার ভালোলাগায় অনেক আনন্দ হল!


শুভকামনা!

অনেক অনেক ভালো থাকুন লেখোয়ার ভাই!

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই লিখেছেন ভালো কারন আপনার মাথা ভালো

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: এইডা কী বললেন কন তো!?

কবিতা পাঠে আনন্দ!

শুভকামনা রইলো মাহতাব!

ভালো থাকুন!

১৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬

হাসান মাহবুব বলেছেন: এটাকে কী বলবো! কবিতার ইঞ্জিনিয়ারিং? নতুন কিছু দেখার আনন্দে আপ্লুত।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার ইঞ্জিনিয়ারিং বলতে চান? ওই সব লাইন আর ভালো লাগে না বলেই তো কবিতা লেখি, তারপরেও যদি ওরা পিছু না ছাড়ে! তবে গনিতের গ্রাফ অঙ্কনের অভিজ্ঞতা কাজে লাগছে, যেহেতু ছবি আঁকতে পারিনা।

শুভকামনা রইলো হামা ভাই!

১৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার ইঞ্জিনিয়ারিং ভালো লাগছে।

ছাতার চেয়ে মানব মানবীর অবয়বে যে কথা গুলো লেখা ওগুলো বেশি সুন্দর।

আমার………বুকে…………........তোমার………..শ্বাস,
`````````তোমার………ইচ্ছে……….তোমার………খুশি,
`````````````তোমার……..দেহে…..আমার……চাষ।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ইয়ে, ছাতাটা আসলে প্রাসঙ্গিক কোনো ভাবে দেওয়া হয়নি, ছাতার আকৃতি আছে বলেই এই কবিতাটাকে মাথায় বসিয়ে দিয়েছি! আর ছবি তো নিছক মজার জন্য, মূল কবিতা ভালো না লাগলে আর ছবির মূল্য কোথায়? তাই কবিতা ভালো লাগায় বেশী আনন্দ!

শুভকামনা অপর্ণাদি!

১৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩

ইখতামিন বলেছেন:
অসম্ভব সুন্দর হয়েছে। অসম্ভব ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম সুন্দর একটা আকৃতি দিতে পেরেছেন। সাধারণভাবে তাকালেই দুজন মানুষের অবয়ব বোঝা যায়। কিন্তু যেটা কল্পনাও করতে পারিনি সেটা হলো, চারটা পিলার তৈরি করেছেন। যা দেখে আমি কী বলবো খুঁজে পাচ্ছি না.. :)

তবে প্রথম মন্তব্যে যেটা বললেন, ডট ছাড়া লিখতে পারছিলেন না। আমার মনে হয় ডট ছাড়া শুধু স্পেস ব্যবহার করেও তা সম্ভব। তবে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হবে। ;)
যেমন নিচে দেখুনঃ-
                                          ৎঁ
                                      একমাত্র
                                 আকাশেরই আছে
                                     :) :) :)

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন! আপনার অসম্ভব ভালো লাগায় অসম্ভব আনন্দ!

স্পেস ব্যবহার করে করে কিভাবে করে? আমি তো দেখি স্পেস দিয়ে দানে সরে আসলেও আপলোডের পরে সেটা আবার ডানে সরে আসছে! কিন্তু আপনার মন্তব্যে তো আবার সেটা করেও দেখালেন! কেমনে কী?

শুভকামনা রইলো!

১৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

মামুন রশিদ বলেছেন: হাহাহা, কবিতার বাহ্যিক প্যাটার্ন নিয়ে আপনার অভিনব উদ্ভাবনী প্রচেষ্টায় মজা পাচ্ছি ইফতি :)


কবিতার প্রতি আপনার ডেডিকেশন আর আপনার শিশুসুলভ সরল আনন্দময় মনের পরিচয় পাই এই নির্মল চেষ্টাগুলোয় ।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হাহা, ধন্যবাদ মামুন ভাই! আপনিও অনেক মজার ও সুন্দর মন্তব্য করলেন! আনন্দ পেলাম! আপনাদের ভালোলাগা এই প্রচেষ্টা গুলোর অনুপ্রেরণা, কেঊ যদি না পড়তো, ভালো লাগার কথা না জানাতো, তাহলে লিখতাম কিনা জানি না!


শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

১৮| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কবিতা দেখবো নাকি ছবি পড়বো সেটা নিয়ে কনফিউজড খেয়ে গেলাম । :( দাঁড়ান আগে সিদ্ধান্ত নেই কোনটা আগে কোনটা পড়ে তারপর বিষয়টার একটা দফারফা করবো ! B-)

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথমে অবশ্যই কবিতাটা পড়বেন, কবিতা ভালো লাগলে তারপর ছবি!

দফারফা কী করলেন?

শুভকামনা রইলো আদনান ভাই!

অনেক ভালো থাকুন!

১৯| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

লেখোয়াড় বলেছেন:
দুঃখিত, আমি লেখোয়ার নই, আমি লেখোয়াড়

এই শব্দটি এতবার ভুল হয় অনেকের!

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ, আমি খুব দুঃখিত লেখোয়াড় ভাই, নিকের বানান ভুল হওয়াটা আসলেই দুঃখজনক!

আপনাকে ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য!

শুভকামনা!

২০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬

আমিনুর রহমান বলেছেন:




গনিতের ছাপ কবিতায় :P
কত সময় লাগলো এই কবিতা পোষ্ট করতে !



কবিতা ও কবিতার ডেকারেশন দুইই অনেক অনেক ভালো হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: গনিতের ছাপ জীবনব্যাপী, কবিতায় তো থাকবেই! গ্রাফ থিওরীর জয় হোক!


কবিতা ভালো লাগায় অনেক আনন্দ!


শুভকামনা রইলো আমিনুর ভাই!

অনেক অনেক ভালো থাকুন!

২১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

শাহেদ খান বলেছেন: ভাল লাগল প্যাটার্নে কবিতার অভিনব নকশা ! :)

তবে এখানে ডট ছাড়া স্পেসিং দেয়া যায় না, ব্যাপারটা একটু বিরক্তিকর।

কবিতায় ভাল লাগা আর কবি'কে শুভেচ্ছা !

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ডট ছাড়া স্পেসিং না দিতে পারাটা কবিতার জন্য খুবই ঝামেলার! এইটা যে শুধু ছবি বা প্যাটার্ন ফোটানোর জন্য জরুরী সেটা না, ছন্দের বিন্যাসের জন্য খুব কাজের! :(

কবিতা আপনার ভালোলাগায় অনেক আনন্দ হল!

শুভকামনা রইলো শাহেদ ভাই!

২২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হুম, দারুন।
সামুতে এসব করা যায়না, বিরাট সমস্যা।।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক বলেছেন, সামুতে এইগুলা করা যায় না, বিরাট অসুবিধা! এই অসুবুধা দূর করার কোনো উপায় আছে বলে কি আপনার মনে হয়?


শুভকামনা রইলো দূর্জয় কবি!

২৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

পলক শাহরিয়ার বলেছেন: ভীষণ সুন্দর। এমন কিছু চমৎকার লেখা আজও ব্লগে দেখা যায় বলেই ব্লগ জেগে আছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ পলক ভাই! কবিতা আপনার ভালোলাগায় অনেক আনন্দ!

শুভকামনা রইলো!

কবিতার সাথে থাকুন!

২৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

সায়েম মুন বলেছেন: ইন্টারেস্টিং।
কবিতায় তাহলে আর্কিটেক্সার ঢুকে পড়লো। :P

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই! ইন্টারেস্টিং মনে হলে আপনার কাছ থেকেও পরীক্ষনের প্রত্যাশা থাকলো! মজা পাবেন অনেক সুনিশ্চিত!


শুভকামনা চন্দ্রকবি!

২৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: অপরূপ ও সুন্দর। কবিতাকে শিল্প বানিয়ে ফেলেছেন। বেশ ভাল লাগল।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা! আপনিও কি ঢাবি গণিত?

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

২৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আগেরটার মতোই চমৎকার। তবে এইটার ছবিটা আরও ফাটাফাটি।

হামা ভাইয়ের কবিতার ইঞ্জিনিয়ারিং শব্দবন্ধটি পছন্দ হয়েছে।

আর কবিতায় এরকম ছবি ফুটিয়ে তোলার চেষ্টা কিন্তু বহু পুরানো। অনেকেই জানেন না হয়ত।

কবিতার নিচের অংশ নির্ভুল দলবৃত্ত ছন্দে লেখা। এই ছন্দটা বলতে গেলে সবার স্বভাবের সাথে মিশে আছে। নিয়মকানুন কিছু না জেনেই সবাই প্রায় নির্ভুলভাবে লিখতে পারি। আমি তাই এটাকে বলি, স্বাভাবিক ছন্দ।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সতত স্বপ্ন! কবিতায় ছবি ফোটানোর বিষয়টা আমিও আগে তেমন কিছু জানতাম না, ব্লগে অনেকের মাধ্যমে একটু একটু করে জানতে পারছি! অনেকেই অনেক রকম কাজ করেছেন! জ্যামিতিক বিন্যাস তেমন আহামরি কিছু না, শব্দ নিয়ে একটু ঠোকাঠুকি করলেই হয়, তবে মানবীয় ফিগার নিয়ে চিন্তা ছিল, এইটা করতে পেরে আমি নিজেও খুশী!

দলবৃত্ত ছন্দ সম্পর্কে জানা ছিল না, আপনার বলাতে জানতে পারলাম! :)

শুভকামনা রইলো!

অনেক ভাল থাকুন!

২৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


শোকেসে তুলে রাখলাম। ভাই আপনি রিয়েল জিনিয়াস।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাই! কেমন আছেন? আপনার প্রশংসায় মনটা বেশ ভালো হয়ে গেল!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

এহসান সাবির বলেছেন: আরে ভাই.....
কিচ্ছু বলার নাই......

চমৎকার....!!

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: এহসান সাবির ভাই! কেমন আছেন? যশোরে আসছেন কবে? আইসা অবশ্যই ফোন দিবেন!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

রাইসুল নয়ন বলেছেন:


কি বলবো???!!!

আমি ভাষাহীন!!!!!!!!!!!!!!!!!


মাথা খারাপ করে দিলেন কবি!!!!!!!!

অসাধারণ!! অসাধারণ!!

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল নয়ন ভাই! কবি ভাষাহীন হলে চলবে কেন?
আপনারাও লেখায় ছবি নিয়ে ভাবুন এবং লিখুন, অনেক মজা পাবেন!

আপনার ভাললাগায় অনেক আনন্দ হচ্ছে!


ভালো থাকুন!
শুভকামনা রইলো!

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৭

শান্তির দেবদূত বলেছেন: অদ্ভুত! সুন্দর!!
পিলার চারটা বেশি ভাল লেগেছে, শেষে ব্যাখ্যা না করলে বুঝতেই পারতাম না!! গ্রেট।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ শান্তির দেবদূত ভাই! আপনাকে কবিতায় পাওয়া অন্যরকম অনেক ভালোলাগা!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

৩১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতার প্যাটার্ণ নিয়ে নতুন করে আর কিছু বলে কবিকে ছোট করা অর্থহীণ!
কাব্য
কবিতা
কাব্যকথা !



সুন্দর
সুন্দরম
সুন্দরতম !

ৎঁ
মুগ্ধ
বিমুগ্ধ!

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ অভি! আপনি তো ত্রিভুজ সাজিয়ে ফেলছেন, আপনি লিখতে চাইলেই যে চমৎকার চিত্রময় কবিতা লিখবেন এটা আমি নিশ্চিত!


শুভকামনা রইলো স্বপ্নবাজ! অনেক অনেক ভালো থাকুন!

৩২| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫

শ্যামল জাহির বলেছেন: কবিতা অংকন আর অংক কবিতা- দুটোই ভাল লেগেছে! :)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, মজার বলেছেন- কবিতা অংকন আর অংক কবিতা! আপনার ভালোলাগায় অনেক আনন্দ হল!

শুভকামনা রইলো সুপ্রিয় শ্যামল জাহির!

অনেক ভাল থাকুন!

৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: এটি না পড়েই ভাল লাগা দেয়া যায়।দেখার ভাল লাগা।কবিতাও সুন্দর হয়েছে। দুইটা ভাল লাগা দেয়ার মতন কবিতা। :)

বাক্য বিন্যাসে আর কাব্য কথায় । :)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই! খুব সুন্দর করে আপনি আপনার ভালোলাগা জানালেন! :) আপনার ভালোলাগায় ভালোলাগা!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গ্রানমা হলো সেই বিশ্বখ্যাত ছোট জাহাজ, যেটা নিয়ে ফিদেল ক্যাষ্ট্রো ও তার বিপ্লবী বন্ধু চে-গুয়েভারা ১৯৫৬ সালে কিউবার উদ্দেশ্য মেক্সিকো উপসাগর থেকে মোট ৮২ জন গেরিলা যোদ্ধা নিয়ে যাত্রা করেন…
বাকি ইতিহাস তো সবারই জানা…!!

আপনার তো জানার কথা কমরেড...

অনেক ধন্যবাদ আপনাকে ৷

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: গ্রানমা জাহাজের কথা জানা ছিল না তো! জানানোর জন্য অনেক ধন্যবাদ কমরেড!

বিপ্লব দীর্ঘজীবী হোক!

শুভকামনা রইলো!

ভাল থাকুন!

৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

লাবনী আক্তার বলেছেন: :P :P :P


আমিতো ঠিক মতই দিইয়েছিলাম। কিন্তু ওগুলো নষ্ট হয়ে গেল কেন? :(

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, কেন নষ্ট হয়ে গেল কে জানে! B:-) পরের বার ঠিক হবে আশা করি! :)

শুভকামনা!

৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: হ্যা। ঢাবি। গণিত।
ভালো থাকবেন।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমিনুর ভাইয়ের কাছে শুনেছিলাম! ঢাবি-গনিত এর বিভীষিকা সহযাত্রী আপনি! ভবিষ্যতে আপনার সাথে আলাপের আশায় রইলাম!

শুভকামনা!

৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

ইনকগনিটো বলেছেন: কঠিন হইছে!!!!


কইশ্যা প্লাস!

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ইনকগনিটো'র ভাললাগা বিশেষ আনন্দের! :)

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

ইনকগনিটো বলেছেন: কঠিন হইছে!!!!


কইশ্যা প্লাস!

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ, ডাবল মন্তব্যে ডাবল ভাললাগা!

৩৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: পোস্ট যথেষ্ট পরিমাণ স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়নি । শব্দের লাইনগুলো ন্যায় বিচার পায়নি । এছাড়া কবিতার মধ্যে একটি বিশেষ মহলকে রক্ষার ষড়যন্ত্র সুস্পষ্ট । এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে বোদ্ধা মহল মনে করে ।


( দফা রফা কইরা দিলাম =p~ =p~ =p~ )

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: :( :| :-/ :-* :|| :-< |-) /:) B:-) :-&


ভাই মাফ কইরা দেন, প্লীচ! আপনারে আর কুনোদিন দফারফা করতে বল্বোনা!

শব্দের লাইনগুলো ন্যায় বিচার পায়নি- =p~ =p~ =p~

৪০| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

সমুদ্র কন্যা বলেছেন: ওহ কি অদ্ভুত সুন্দর দেখতে কবিতাটা! আর পড়তেও দারুণ!

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সমুদ্র কন্যা আপু! কবিতা ভালো লাগায় অনেক আনন্দ!

শুভকামনা রইলো!

ভাল থাকুন!

৪১| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এইতো ইফতি ভাই ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: চেষ্টা চলুক! আমাদের চেষ্টা চলবে! আবার আপনাদের সাথে আড্ডায় বসার অপেক্ষায় আছি!

তারপরেও ভালো থাকুন!

৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী.......:)

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী- চমৎকার বলেছেন তো শায়মা আপু! আসলেই তাই আঁকতে চেয়েছিলাম!

পাঠে অশেষ আনন্দ ও কৃতজ্ঞতা!

শুভকামনা রইলো!

৪৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

অসাধারণ!!!

+++++++++++

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! ভালো লাগায় অনেক আনন্দ!


শুভকামনা!

ভালো থাকুন!

৪৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

এহসান সাবির বলেছেন: সে কথা আর বলতে.. দেখা হবে ভাই দ্রুত...

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সে আর বলতে! :)

অপেক্ষায় রইলাম!

৪৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৫

গরম কফি বলেছেন:
আবার দেখতে এলাম ।হা হা হা কবিতা লিখে হিট ! সামুতে এখনও এমনটা আশাতীত !

কবিতা নিয়ে এক্স পেরিমেন্ট আগেও হয়েছে, হচ্ছে ভবিষ্যতের খবর জানিনা! গিমিকেরও প্রয়োজন আছে কিন্তু মাত্র মুখ্য ।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: খুব কাকতালীয় ভাবে গরম কফি খেয়ে আপনার মন্তব্যের উত্তর দেওয়া হচ্ছে!

বর্তমানে সামুতে কবিতার চর্চা হচ্ছে চমৎকার! এখন সেগুলোর মান বা সাহিত্যমুল্য নিয়ে অনেকেই অনেক কথা বতে পারবে, তবে অনেক লেখা হচ্ছে এবং কবিতাগুলো পড়া হচ্ছে, এইটা ব্লগের জন্য একটা দারুন প্লাস পয়েন্ট বলেই আমি মনে করি!

কবিতার এক্সপেরিমেন্ট সেই শুরু থেকেই হয়ে আসছে, ভবিষ্যতেও হতে থাকবে, আমরা কেউ জানি না ভবিষ্যতের কবিতা কী চেহারা নেবে! আজকে যেটা গিমিক ভবিষ্যতে কোনো একদিন সেইটা কবিতার একটা জরুরী অংগ হয়ে দাঁড়াবে কি না সেইটা কে বলতে পারে?

ফিরে এসে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ রইলো গরম কফি!

শুভকামনা রইলো!

অনেক অনেক ভালো থাকুন!

৪৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

বোকামন বলেছেন:
“তোমার আমার” মুখোমুখি কবিতা পড়ে এবং দেখে বেশ ভালো লাগলো !
পরিশ্রমী কবির জন্য রইলো শুভকামনা ...

*** - না থাকলেই ভালো ছিলো
পাঠকদের জন্য ভাবনার স্পেস রাখাটাই উত্তম নয় কী !

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় বোকামন ভাই! আপনার আগমন মানেই অনেক আনন্দ!

ফুটনোটের বিষয়টার সাথে সহমত, তবে প্রথম নির্মাণ হিসেবে নিজের জানাতে ইচ্ছে করছিলো! কবিতার ছবি নির্মানের বিষয়ে অনেক পাঠকের মত করে আমিও নতুন, তবে ভবিষ্যতে এরকম কবিতায় ফুটনোট না দিয়ে পাঠকের কল্পনার উপর ছেড়ে দেয়ার পক্ষপাতী!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

৪৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

মাহমুদ০০৭ বলেছেন: হেভভি হইছে ভাই , আমি ত ভাই পুরাই ফিদা আপনার কাজকর্মে ,
কবিতা অনেক ভাল হইছে তার উপর এই ইঞ্জিনিয়ারিং !

আপনার জন্য তাই সামান্য তোহফা -


ভাল থাকুন কবি । আপনার কাছ হতে অনেক কিছু শিখছি ।
শুভকামনা রইল অনেক । :)
ভাল থাকুন ।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে আল্লাহ রে, আপনার মত উদার, দানবীর, মহৎ, এত বড় মনের মানুষ আমি আগে দেখি নাই! B:-) :-B

ফেডারেল রিজার্ভ খালি কইরা আমারে দান করলেন মনে হইতাসে! কবি ধন্য!

কবিতা পাঠে আপনার ভালো লেগেছে, এইটাই কোটি ডলারের আনন্দ, আপনার উপহার তো বাড়তি সংযোগ!

শুভকামনা রইলো মাহমুদ ভাই!

অনেক অনেক ভালো থাকুন!

৪৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুগ্ধতা জানানোর ভাষা নেই, পড়ার পাশাপাশি আঁকা ! মন ও চোখ দুটোরই খোরাক এখানেই। আপনি আসলেই অসাধারণ! :)








+++++++++++++++++++++++++++++++++++++++

অনেকদিন পর আপনার লেখা পড়লাম, আশা করি ভালো আছেন? দেরী হওয়াটা অবশ্য সম্পূর্ণ আমারই দোষ, সময় কম পাই ইদানীং আর ব্লগে আসা কমে যাচ্ছে, ব্যাস্ততার সাথে সখ্যতাটাই প্রয়োজনীয় মনে হচ্ছে আজকাল, তাই চেষ্টা করছি মনযোগী হবার। যাই হোক, আপনি কেমন আছেন তা জানাবেন ভাই। অনেক শুভকামনা আপনার প্রতি ও আপনার লেখাগুলোর প্রতি, ওরা অসামান্য সত্যিই!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিপ ভাই! আপনার ভালোলাগা লেখার জন্য তুমুল অনুপ্রেরনা!

ব্লগে ভাই দেরী বলে কিছু নেই, আমিও দেখা যায় বেশীর ভাগ পোস্টে শেষের দিকে হাজির হই! সারাজীবন ক্লাসেও ব্যাক বেঞ্চার ছিলাম, ব্লগেও- পেছনে থাকার একটা মজা আছে কিন্তু! :)

আমি ভালো আছি! আমার ল্যাপটপ নষ্ট,- এইদিক থেকে খুব খারাপ আছি! :(

আপনার জন্য রইলো অনেক শুভকামনা!

৪৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

মোঃ ইসহাক খান বলেছেন: অভিনব চিন্তাধারার কবিতা। আমি-তুমি-আমার-তোমার এ একাকার।

ভালোলাগা জানবেন।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ইসহাক ভাই! আমাদের বনফুল এতদিন ছিল কই? আশা করছি আপনি আবার নিয়মিত হয়েছেন, আপনার গল্প আবার পড়া শুরু হবে! :)

শুভকামনা রইলো!

অনেক ভাল থাকুন!

৫০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: আরেব্বাস!

দারুণ ধরণের কবিতা, কবি! মুগ্ধ হয়ে গেলাম।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! আপনার ভালো লাগায় অনেক আনন্দ!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

৫১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮

অস্পিসাস প্রেইস বলেছেন:



বর্ণাঢ্য কবিতা!


চমৎকার প্যাটার্ন!!


+++
+++
+++
+++
+++
+++++++++++++++++++++++
+++++++++++++++++++++++
+++
+++
+++
+++
+++


+++
+++
+++
+++
+++
+++++++++++++++++++++++
+++++++++++++++++++++++
+++
+++
+++
+++
+++

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম অস্পিসাস প্রেইস! আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে! আর কবিতা ভালো লাগায় অনেক আনন্দ!

শুভকামনা রইল!

অনেক ভালো থাকুন!

৫২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

অস্পিসাস প্রেইস বলেছেন:

এত কষ্ট করে '+' ডিজাইন করলাম :(

এলোনা :(

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই রে, এইটাই তো ট্রাজেডী! :( বামে স্পেস দিএয় সরা যায় না, ডিজাইন দূরে থাক, কবিতার লাইন বিন্যাসই করা যায় না!

আপনার চিত্রময় প্লাস বুঝে পেয়েছি এবং ভালোলাগায় অভিভূত হয়েছি!

৫৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০

নিয়েল হিমু বলেছেন: নিদি, অনেক সুন্দর নাম ।
ভাল লেগেছে কবিতা ।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নিয়েল হিমু ভাই! নিদি- ছন্দ মেলানোর জন্য একটা শব্দ, ভালোলাগলে সেটা বোনাস!

শুভকামনা রইল!

ভালো থাকুন!

৫৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

বাসুরী বাসীয়ালা বলেছেন: জটিল ভাবে লিখেছেন ...... +++++++++++++

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বাসুরী বাসীয়ালা !

কবিতা পাঠে অনেক আনন্দ!

ভালো থাকুন!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.