নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে কাব্য

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

শোন শোন গুনমণি, শোন দিয়া মন,

রঙ্গশালা আজব এক করিব বর্ণন,

রঙ্গশালা আজবশালা অবাক ব্যাপার ভাই

বাস্তবেতে ইহার কোনো জায়গা জমি নাই!

আদর করে ডাকে ‘সামু’ ভক্ত ইহার সব

বাংলাভাষায় অন্তর্জালে প্রথম তুললে রব!

ভোরের আলো জ্বাললে যারা নমস্কার করি,

অধম আমি, কাব্য করি, নামে ইফতি কবি!

চল তবে দেখা যাক কাদের ভালবাসায়,

এতো দূরে আসলে সামু, তূর্য যাদু মায়ায়!

জানা আছে কিছু নাম, কিছু অ-জানা,

ত্রুটি যদি হয় তবে, ক্ষমা প্রার্থনা!

আমাদেরই মাথার পরে বটবৃক্ষ ছায়ায়,

ইমন জুবায়ের নামের স্বপ্ন ঘুমে রয়!

গুরু তোমায় সালাম করি আমরা ভাগ্যবান,

তোমার অতুল স্নেহ ধারায়- পূর্ণ তব প্রাণ!



দুই হাজার তের সনের উনিশ ডিসেম্বর,

ব্লগ ডে’র ভুত করছে সবার উপ্রে ভর!

বসবে মেলা মিলন মেলা, নয়া-পুরান পাখি,

চোখের আলো জ্বলবে প্রাণে, জারুল স্মৃতির ঝাঁপি!

সারা বছর, দিবা-রাত্রি, রোদ-বৃষ্টি ময়,

দেখে ভাবি সামু এক নদী বয়ে যায়!

গদ্য, পদ্য, এটা-সেটা, ভ্রমণ রঙ্গ ফিকশান,

চলছে গাড়ি যাত্রাবাড়ি, ছাদে মাইকেল জ্যাকসন!

আরও আছে অচল সচল নানা ছবির গল্প,

হেল্প চাই, টেকি ভাই, মাথা পুরা নষ্ট!

কপি-পেস্ট, ক্যাচালবাজী মাঝে মাঝেই চলে,

ফাউল ছাড়া ফুটবল খেলা, হতে পারে কবে?

যখন কারো দুঃখ ভারী, কোনো সহায় নাই,

আমরা ব্লগার জেগে বলি- আমরা আছি ভাই!



মুক্তিযুদ্ধ গর্ব মোদের, ভুলিনি আমরা কিছু,

শহীদ পিতা সূর্য মোদের, একাত্তরের যিশু!

বীরাঙ্গনা মাতৃ মোদের, আকাশ সমান ত্যাগ,

মাগো আমরা থাকবো জেগে, করছি শপথ দ্যাখ!





আমি বাংলাদেশ দেখেছি,

পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,

আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!

আমার বর্তমান এই ফুলের জন্য!

আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!

এই ফুলকে যে দুঃখ দেবে,

প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,

নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।



















*** ব্লগ ডেতে ঢাকা আসার ইচ্ছে ছিল, কিন্তু বুঝতে পারছি দেশের এই পরিস্থিতিতে সেইটা সম্ভব হবে না! যশোরের ব্লগার কেউ থাকলে আওয়াজ দিয়েন, দুই তিন জন পাইলেই হবে, আমরা ব্লগ ডে উদযাপন কইরা কাঁপায়ে দেব! :-0 :-0 :-0

মন্তব্য ৬৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

আকাশ১৩ বলেছেন: জয়ন্তী !

একজন মেয়ের নাম, একজন মায়ের নাম!
একজন দায়িত্ববান ডাক্তারের নাম !
প্রাণঘাতী ক্যান্সার যার শরীরে সবসময় জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব!

হ্যাঁ... জয়ন্তীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জীবাণু একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে জয়ন্তীকে! কিন্তু জয়ন্তীর স্বামী অসুখের পর থেকে একটা টাকা দিয়েও তাকে সাহায্য করেনি, তার নাকি নিজেরই নিজের চালচুলো ঠিক নেই। এর মধ্যেই জয়ন্তীর অসুখ ধরা পরে। তার স্বামী তাদের সাথে থাকে না চাকুরীর খাতিরে... মাঝে মাঝে এসে মেয়েকে দেখেই চলে যায়... ব্যাস! দায়িত্ব শেষ! এর মাঝে জয়ন্তীর শ্বশুর চাইছেন বাচ্চাটাকে জয়ন্তীর কাছ থেকে কেড়ে নিতে, অজুহাত কেবলই তার অসুস্থতা! স্বামীও সায় দিচ্ছে তাকে।

জয়ন্তীর এই অসহায়ত্বে তার পাশে এসে দাঁড়িয়েছে তার প্রাক্তন স্কুল ভিকারুন্নিসার বন্ধু এবং সহপাঠীরা, তার কলিগরা। রিটায়ার্ড বাবার শেষ সম্বল আর বন্ধুদের দেয়া সাহায্যে ওর অপারেশন সম্পন্ন হয়েছে। কেমোথেরাপিও শেষের পর্যায়ে! কিন্তু ক্যান্সার এখুনি ছাড়ছে না তাকে।

খুব খারাপ ধরণের এই ক্যান্সার পুরোপুরি শেষ হতে রেডিও থেরাপিসহ আরও বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ক্যান্সারের ধরণ খারাপ হওয়ায় তার এই চিকিৎসা বাংলাদেশের সব হসপিটালে করা সম্ভব হচ্ছে না। কেবলমাত্র এপোলো বা ইউনাইটেড হসপিটালেই এই চিকিৎসা দেয়া সম্ভব, নইলে তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। যদিও ইন্ডিয়াতে জয়ন্তীর অপারেশন করা হয়েছিলো এবং সেখানকার এক ডাক্তারের পরামর্শেই এখন জয়ন্তীর চিকিৎসা চলছে।

জয়ন্তীর পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন। অবসরপ্রাপ্ত বাবা যে আর পারছেন না। অসুস্থতার কারণে জয়ন্তী নিজেও তার চাকরি ঠিকমতো করতে পারছে না। পুরানো ঢাকার এক প্রাইভেট হাসপাতালে জয়ন্তীর চেম্বার। যেখানে এখন জয়ন্তীর মানুষকে সেবা দেবার কথা সেখানে ডাঃ জয়ন্তী নিজেই বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে! নিজের একমাত্র সন্তানকে হারাবার ভয় অসুস্থ জয়ন্তীকে কুড়ে কুড়ে খাচ্ছে...

কিছু কি করা যায় এই মায়ের জন্য?
কিছু কি করা যায় এই মানবসেবীর জন্য??

আমরা কজন পদক্ষেপ নিয়েছি, মুখিয়ে আছি আপনাদের সহযোগিতার জন্য...

সাহায্য সংক্রান্ত তথ্যাদিঃ-

বিকাশ নম্বরঃ
01713122021 [রাসিন]
01822365151 [রাসিন]
01922276824 [রাসিন]

ব্যাঙ্ক একাউন্টঃ
Dutch-Bangla Bank Limited
Name of A/C : Md.Humayun Kabir
A/C No : 157.101.30382
Savings Account

বিদেশ থেকে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতেঃ
Arjit Saif Zaman
মোবাইল নম্বরঃ +8801777000800

ফিন্যানশিয়াল ডকঃ http://bit.ly/1bj0czR
[এখানে প্রতিটি টাকার হিসাব দিয়ে দেয়া হবে]

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: যখন কারো দুঃখ ভারী, কোনো সহায় নাই,
আমরা ব্লগার জেগে বলি- আমরা আছি ভাই!


- আমি যতটুকু পারি সহায়তা করবো, অন্যদেরকেও অনুরোধ করছি!

শুভকামনা!

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

জানা বলেছেন:

অসাধরণ একটি কাব্য প্রিয় ৎঁৎঁৎঁ। পড়তে পড়তে দারুণ একটা অনুভূতির পাশাপাশি একটা পরিকল্পনাও মাথায় ঘুরপাক খাচ্ছে। একা একা ভেবে খুব মজা পাচ্ছি।

এই কাব্যটি যদি পূথি পড়ার মত করে(ঐরকম সুরে সুরে এবং আঞ্চলিক সরলতায়) কোন একটি অনুষ্ঠানে পড়া যায় তবে তা অসম্ভব আনন্দদায়ক হতে পারে। পুরো বিষয়টার একটা স্কেচ মাথায় ঘুরপাক খাচ্ছে।

সফল হোক আপনাদের প্রচেষ্টা। মাতৃভাষায় জয় হোক, কথা বলার স্বাধীনতা সম্মানের সাথে প্রতিষ্ঠিত হোক। সত্যিকারের গণতন্ত্রেই আমাদের বসবাস নিশ্চিত হোক।

যশোরের ব্লগারদের জন্য অশেষ ভালবাসা।
ভাল থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম সুপ্রিয় জানা আপা! আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে!

আমি আগে পুঁথির ছন্দে কিছু লিখিনি, এই বার লিখে খুব মজা পেলাম। এইটা সুর এবং কম্পোজিশন মাথায় রেখে লেখা, আপনি ধরতে পেরেছেন দেখে ভালো লাগছে। প্রথম অংশটুকু মঙ্গলকাব্য বা পুঁথিপাঠের সুরে, টেনে টেনে।

তারপরে প্রথম অংশটা শেষ হলে, ইমন জুবায়ের ভাইয়ের দুইটা কথা-
জীবন যদি হয় কেবলি প্রান রসায়ন,
জ্যোৎস্না রাতে মুগ্ধ কেন আমার নয়ন!

এই দুই লাইনের সাথে আরও কিছু লাইন যোগ করে একটা গান বেঁধে ফেলা!

এইটার পরে সুর চেঞ্জ,
চলছে গাড়ি যাত্রাবাড়ি, ছাদে মাইকেল জ্যাকসন!
আরও আছে অচল সচল নানা ছবির গল্প,
- এই অংশ থেকে র‍্যাপ! র‍্যাপ চলবে 'আমরা আছি ভাই' - পর্যন্ত!

তারপরে হতে পারে যে কোনো একটা দেশাত্ববোধক গানের হামিং,
তারপরে শুরু হচ্ছে সমবেত আবৃত্তির শপথের সুরে শেষ অংশ!

মাঝে আরও অনেক কিছু যোগ করা যায়, কিন্তু এইটুকু বেসিক মাথায় ছিলো আর কী!

ব্লগ ডে সফল হোক! আপনার জন্য রইলো শুভকামনা!

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বসবে মেলা মিলন মেলা, নয়া-পুরান পাখি,
চোখের আলো জ্বলবে প্রাণে, জারুল স্মৃতির ঝাঁপি!


ভালো লাগলো প্রিয় কবি..

হুম্.. যশোরঃ পালবাড়ি মোড়,জেস্ টাওয়ার,
সাশ্রয়ী পুস্প সমাহার.. হা.. হা..
মিস করি সেই ঝড়ো সন্ধা..!

খুব ভালো থাকুন..।

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি যশোর এসেছেন তাহলে? দারুণ দারুণ, অনেক কিছু চেনেন দেখা যায়, কিছু জারুল স্মৃতিও আছে! ব্লগ ডে তে যশোর চইলা আসেন! :)

শুভকামনা!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

ধূর্ত উঁই বলেছেন: ব্লগ ডে বন্দনা ভাল হয়েছে সুপ্রিয় কবি।ব্লগ ডে সফল হোক।

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ধূর্ত উঁই! ব্লগ ডে আনন্দময় হোক!

হ্যাপী ব্লগিং!

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

সোজা কথা বলেছেন: কথাগুলা চমত্‍কার,ছন্দময়। পড়তে খুব মজা পেয়েছি।ভালো লাগল।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোজাকথা! ব্লগ ডে আনন্দময় হোক!

শুভকামনা!

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

শরৎ চৌধুরী বলেছেন: একটা ফুল র্যাপ ইয়ো ইউটিউব তো যে কেউ বানিয়ে ফেলতে পারে এইটা নিয়া। সেই রকম হইছে। আমি তো এখনি ছন্দে ছন্দে দুলছি।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম শরৎ দা! কা_ভার সাথে কথা বলেছি এইটার বিষয়ে, দেখা যাক কিছু একটা বানানো যায় কিনা!

আপনার ভালো লাগায় আনন্দ হল!

ব্লগ ডে সফল হোক!

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মজা পেলাম প্রিয় কবি ! ছন্দে ছন্দে দুলিয়ে গেলো !

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আদনান ভাই!

ছন্দে ছন্দে আনন্দে দুলতে পারলে ভাল হত! :(

হ্যাপী ব্লগিং!

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

মামুন রশিদ বলেছেন: আহা আহা! যেন কবি কন্ঠে শুনছি ব্লগ-ডে পূঁথি পাঠ! আহা আহা!


এইবার যশোরে একটা জম্পেস ব্লগ-ডে উদযাপন কৈরা ব্লগ কাঁপাইয়া দেন কবি । ব্লগ-ডে নিয়ে একটা পোস্ট দিলে অনেক ব্লগারই পাবেন ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগ ডে পুঁথি পাঠের জন্য কা_ভা সাহেব কে রাজী করানোর ধান্ধায় আছি, সে পড়লে কবিকন্ঠে না হলেও, কা_ভা কন্ঠে শোনার সম্ভাবনা থাকলো!

যশোরের কেউ তো আওয়াজ দিলো না মামুন ভাই! একজন দিসে সাবির ভাই, সেও আবার ঢাকায় থাকে! এখন চিন্তা করতাসি ব্লগার না থাকলে কয়েকটারে ব্লগার বানায়ে ব্লগ ডে পালন করবো কিনা!

ব্লগ ডে সফল হোক!

শুভকামনা!

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: পুথি ভঙ্গির কাব্যে শুভেচ্ছা।

ব্লগ ডে সফল হোক।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!

ব্লগ ডে'র শুভকামনা!

হ্যাপী ব্লগিং!

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া মাস্টার পিস !! দেইখাই লগিন করলাম !!

এইটার একটা অডিও ভার্সন আপলোড করেন না খুব মজা হইব !!

আবেগের বেগে আপ্লুত হইয়া পড়ছি, আর এই মূহুর্তে মাথায় কিছু আসছেনা !!

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ভালো লাগায় আপ্লুত করলেন আমাকেও! ধন্যবাদ হে মহামহোপাধ্যায়! দেখা যাক কারো সাহায্যে একটা অডিও বানানো যায় কিনা! ব্লগ ডে তে এইটা একটা কম্পোজিশন বানায়ে পরিবেশন করা সম্ভব!

হ্যাপী ব্লগিং!

শুভকামনা রইলো!

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: প্রিয়তে নিতে ভুলি নাই।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ, কৃতজ্ঞতা হে মহামহোপাধ্যায়!

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

অদ্বিতীয়া আমি বলেছেন: মজার হয়েছে পুঁথির ঢঙে লেখা কবিতা ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে অদ্বিতীয়া!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ :: পোস্টটি পড় ও রটিয়ে দাও

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগ ডে'র শুভেচ্ছা আপনাকে!

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ :: পোস্টটি পড় ও রটিয়ে দাও

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: মজার!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শায়মা আপু!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

শুভকামনা!

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! এটা ব্লগ ডেতে পড়ে শোনানো দরকার। সুকন্ঠের অধিকারীদের যোগাযোগ করতে বলেন।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! কা_ভার সাথে কথা বললাম, এখন দেখা যাক কী দাঁড়ায়!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

আপনি কি ব্লগ ডে তে আসেন?

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: ইমন জুবায়ের নামের স্বপ্ন ঘুমে রয়!
গুরু তোমায় সালাম করি আমরা ভাগ্যবান,
তোমার অতুল স্নেহ ধারায়- পূর্ণ তব প্রাণ!


পুঁথি কাব্য বা ব্লগ ডে কাব্য পড়ে বেশ মজা পাইলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

হ্যাপী ব্লগিং!

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

ব্লকড বলেছেন: ব্লগ ডে আনন্দে কাটুক। :) শুভ কামনা রইল।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকেও ব্লগ ডে'র শুভেচ্ছা! সকল ব্লক উঠে স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত হউক!

শুভকামনা!

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগ ডেতে আপনি যদি আবৃত্তি করে শোনান এই জিনিস আমি নিশ্চিত সীমাহীন হাততালি পাবেন !

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগ ডে তে তো আর আসা হচ্ছে না! হীমাহীন হাত তালি কল্পনা করে নিলাম! !:#P

ব্লগ ডে মোবারক অভি!

শুভকামনা!

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর কবিতা। চমৎকার লাগলো।
তবে বেশ কয়েক জায়গায় ছন্দের গরমিল হয়ে গেছে।
ব্লগ দিবসের শুভকামনা রইলো।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট! কিছু জায়গায় একমাত্রা টেনে পড়তে হবে, কিছু জায়গায় সঙ্কুচিত হবে, আমি সুর মাথায় রেখে ছন্দ মেলানোর চেষ্টা করেছি, কোন জায়গাগুলোতে ছন্দ গরমিল মনে হচ্ছে দেখালে কৃতজ্ঞ থাকতাম, বুঝতেও পারতাম, সংশোধন করা যেত!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

শুভকামনা !

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

মাহমুদ০০৭ বলেছেন: অসাধা্রণ ! সালাম ইফতি ভাই ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!~

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

তন্ময় ফেরদৌস বলেছেন: জোস, অনেক জোস

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তন্ময় ফেরদৌস!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুন সুন্দর!! অনেক ভাল লাগল কবি।


ব্লগ ডের অগ্রিম শুভেচ্ছা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি!

ব্লগ ডে মোবারক!

শুভকামনা রইলো!

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

লাবনী আক্তার বলেছেন: আমি পুঁথির সুরে সুরেই পড়িলাম। :P :P ভালো হইছে ইফতি ভাই।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী!
ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!

২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

এহসান সাবির বলেছেন: ভাই আওয়াজ দিয়ে কি করবো? কেমন করে আসবো?

আর আমরা দুই তিন জনই যথেষ্ট ব্লগ ডে উদযাপন কইরা কাঁপায়ে দেবার জন্য........!!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: তারপরেও দিলেন আওয়াজ, তাইলে অন্তত আপনাকে মিস তো করবো!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইল!~

ভালো থাকুন!

২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: নাইস

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মহামান্য চেয়ারম্যান ভাই! আপনাকে ব্লগে পেয়ে খুশী লাগছে!

ব্লগ ডে'র শুভকামনা রইলো!

ভালো থাকুন!

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

বাঁশ আর বাঁশ বলেছেন: আমিও তো যশোরের।।।।।। পুলিশ লাইন বাড়ি।।।। :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে ভাই বুকে আসেন, আপনাকেই খুঁজছে বাংলাদেশ! :)
আপনি থাকেন পুলিশ লাইন?
ফেসবুকে আসেন-
https://www.facebook.com/khondocondro

২৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: কেমন আছেন কবি সাহেব? আপনার কবিতাগুলো আমার প্রায়ই পড়া হয়, কিন্তু আসলে কবিদের মত চিন্তা করতে পারি না বলে কি মন্তব্য করব বুঝতে পারিনা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ,বিশেষ করে হিটলারের লিপিকার, আপনাকে পেয়ে তো অনেক ভালো লাগছে, আপনি পোস্ট দিয়েছেন খেয়াল করেছি, কিন্তু এখনও পড়া হয়নি! নাৎসি পার্টি সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার পোস্ট পড়ে, ইতিহাসের কিছু না বোঝা অধ্যায়ও ছিল, যেইটা আপনার পোস্ট পড়ে ক্লিয়ার হয়েছি, আপনি ইতিহাস এমন একটা গল্পের ভঙ্গিতে লেখেন, পড়তে অনেক মজা লাগে, পড়া শেষ করে দেখি অনেক কিছু জেনে ফেলেছি!

কবিতায় শুধু ভাল লাগার আছে, আর কিছু নেই, ভালো লাগলে চিহ্ন দিয়ে যাবেন, ভালো লাগবে!

শুভকামনা! ব্লগ ডে';র শুভেচ্ছা রইলো!

২৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: গদ্য, পদ্য, এটা-সেটা, ভ্রমণ রঙ্গ ফিকশান,
চলছে গাড়ি যাত্রাবাড়ি, ছাদে মাইকেল জ্যাকসন!
আরও আছে অচল সচল নানা ছবির গল্প,
হেল্প চাই, টেকি ভাই, মাথা পুরা নষ্ট!


অনেক সুন্দর হইছে
ছন্দময় ++++

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল ভাই!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন,
নিরাপদ থাকুন!

৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২০

বেঈমান আমি. বলেছেন: নাইস ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বেঈমান আমি. ! আপনার কাব্য পড়ে খুব মজা পেয়েছি!

ব্লগ ডে'র শুভেচ্ছা!

ভালো থাকুন!

৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

এম মশিউর বলেছেন: পুথি পড়ার মত সুরে সুরে পড়েছি গুরু!

খুব মজা পেয়েছি। :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মশিঊর ভাই! এইটা অবশ্যই পুঁথি পাঠের সুরে পড়তে হবে! :)

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!

৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার! চমৎকার!

আপনার লেখাকে কোন বিশেষণে বিশেষায়িত করবো বুঝতে পাছিনা।
ভালোভাসা দিয়ে গেলাম। সেই সংগে ++

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দেশ প্রেমিক বাঙালী! কাব্য ভালো লেগেছে জেনে লেখা সার্থক!

ভালবাসা রইলো!

নিরাপদে থাকুন, ব্লগ ডে আনন্দময় হোক!

৩৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ব্লগ ডে তে কিছু হচ্ছেনা দেখে খারাপ লাগছে !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই, আমার নিজের যেমন এবার ঢাকার ব্লগ ডেতে উপস্থিত থাকার ইচ্ছে ছিল, সবার সাথে দেখা হত! এখন দুধের স্বাদ ঘোলে মেটাতে এখানেই ব্লগ ডে উদযাপনের চেষ্টা করছি!

দেখা যাক কী হয়!

শুভেচ্ছা রইল নাজিম!

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বিশেষণ খুঁজে পাচ্ছি না, জনাব।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি আশা করছি বিশেষণ যেটা খুঁজে পাচ্ছেন না সেইটা ভালো লাগা প্রকাশের!

ভালো থাকুন রুয়েটিয়ান একজন!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.