নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

এবার ব্লগ ডে যশোরে!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

এবার ব্লগ ডে উদযাপন হতে যাচ্ছে মধুকবির দেশে, দেশের প্রথম হানাদার মুক্ত জেলা শহর যশোরে! যশোরের ব্লগার যে যেখানে আছেন হাত তুলেন, সবার শারীরিক উপস্থিতি চাই, আর দেশের বর্তমান পরিস্থিতিতে সবার পক্ষে হয়তো উপস্থিত হওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে সবার শুভকামনা ও আত্মিক হাজিরা আশা করছি। তারিখ তো সেই ১৯ শে ডিসেম্বর, বিকাল ৫ ঘটিকা! স্থান- আনন্দ নিকেতন! আনন্দ নিকেতনটা কোথায়? সেইটা হল আমার বাড়ির ছাদ, গত ১৬ ডিসেম্বর থেকে ছাদে বাগিচা প্রস্তুত করছি, সেখানে এক চালা টিনের ও চাটাই দিয়ে নির্মান করছি আনন্দ নিকেতন। গুরুদেব প্রতিষ্ঠা করেছিলেন শান্তি নিকেতন, অইটা যেহেতু করা হয়ে গেছে, তাই আমরা করছি আনন্দ নিকেতন! আনন্দ নিকেতন নিয়ে আরেক দিন কথা হবে, আজকের আলোচ্য বিষয় ব্লগ ডে। আগামীকাল আমরা যশোরের কিছু নবীন ব্লগার নিয়ে মিটিং করবো, সেই মিটিঙে ব্লগ ডে'র অনুষ্ঠানসূচী চূড়ান্ত করা হবে, সবার সতস্ফুর্ত পরামর্শ, ভাবনা আশা করছি। আমরা ব্লগ ডে'র পোস্টার হাতে পেয়ে গিয়েছি গতকাল, ব্লগার কাল্পনিক ভালোবাসাকে ভালোবাসা, এত চমৎকার একটা পোস্টার ডিজাইন করার জন্য। আমরা আশা করছি আগামীকাল আমরা স্কুল কলেজ সহ শহরের কিছু স্থানে ব্লগ ডে'র পোস্টার লটকিয়ে দিতে পারবো!





























উপরে আনন্দ নিকেতন ও বাগিচার ফুলের সামান্য নমুনা দেওয়া হল, সবার উৎসাহ বাড়াতে আমরা আশা করছি আমরা ব্লগ ডে'র উপস্থিত বন্ধুদের নলেন গুড়ের সন্দেশ ও যশোরের খেজুর রসের পায়েস ও রসিক কেউ থাকলে তাকে রস পরিবেশন করতে পারবো!

বাক দায়িত্বশীলতার সাথে বাক স্বাধীনতার চর্চা হোক, বাংলার পথ প্রান্তর বাংলার মানুষের জন্য নিরাপদ হোক!

পাপীর ক্ষয় হোক!

মানুষের জয় হোক!













যোগাযোগঃ

https://www.facebook.com/khondocondro









মন্তব্য ৬০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

আমিনুর রহমান বলেছেন:



সত্যি তোমার আনন্দ নিকেতন দেখে ওখানে যেতে ইচ্ছে করছে ।

অসাধারণ একটি ব্লগ ডের অপেক্ষায় রইলাম।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই! আমরা আশা করছি চমৎকার একটা ব্লগ ডে উদযাপন করতে পারবো!

ব্লগ ডে'র শুভেচ্ছা!

আনন্দ নিকেতনে আমন্ত্রন রইলো!

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

মামুন রশিদ বলেছেন: আনন্দনিকেতনে একবার যাওয়ার ইচ্ছে থাকলো..


শুভকামনা যশোর, শুভকামনা ইফতি ভাই ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! আনন্দ নিকেতনে আমন্ত্রন রইল, যে কোনো সময় চলে আসতে পারেন! :)

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

শুভকামনা!

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

সুমন কর বলেছেন: শুভকামনা রইল!! !:#P !:#P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা! ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

আশা করি ভালো আছেন, এখন যতটুকু ভালো থাকা যায় আর কি!

শুভকামনা!

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যশোরের ব্লগারদের জন্য অসংখ্য ভালবাসা।
ভাল থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙ্গালী ভাই!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

নিরাপদে থাকুন!

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

মহামহোপাধ্যায় বলেছেন: আহা !! আনন্দ নিকেতনের প্রেমে পড়ে গেলাম!! নাম শান্তিনিকেতন না হলেও এখানে যে শান্তির অভাব হবে না তা বুঝতে পারছি।



যশোরে ব্লগ ডে সফল ভাবে পালিত হোক। শুভকামনা।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মহামহোপাধ্যায়! আনন্দ নিকেতন নিয়ে ছোট্ট জায়গায় অনেক স্বপ্ন দেখি, আমন্ত্রন রইলো! যখন খুশী ঘুরে যাবেন!

ব্লগ ডে'র শুভেচ্ছা!

শুভকামনা রইলো!

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: আনন্দ নিকেতন আনন্দের সঙ্গে উদযাপন করুক ব্লগ ডে ।শুভকামনা সুপ্রিয় ইফতি।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: আমন্ত্রণ রইলো সেলিম ভাই!

ব্লগ ডে'র শুভেচ্ছা!

ভালো থাকুন!

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আসছি , এমনিতেই যশোর বারবার কাছে টানে !
হাসিনা আর খালেদা আপারে একটু রিকোয়েষ্ট কইরেন আর কি , যাতে আমার আসা আর যাওয়া বাধাগ্রস্থ না হয় !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ইস, আপনাদের কয়েকজনকে, বিশেষ করে সাহিত্য আড্ডার বন্ধুদের খুব মিস করছি! থাকলে ধুন্ধুমার করে ফেলা যেত, কী বলেন?

যেখানেই থাকুন, আশা করি ব্লগ ডে আনন্দময় হবে!

শুভকামনা অভি!

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ফারজুল আরেফিন বলেছেন: আসতে চাই। পালবাড়ি মোড় থেকে কত দূর? কয়টায় শুরু হবে?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ, রিয়েলি আসতে পারবেন? আপনি কী যশোরে থাকেন? পালবাড়ি মোড় থেকে রিকশায় ২৫-৩০ মিনিট, ইজিবাইকে আরও আগে হবে, মণিহার সিনেমা হল, অর্থাৎ খুলনা বাস স্ট্যান্ডের কাছেই। আমার ফোন নাম্বার দেওয়া আছে, একটা ফোন দিয়ে জানান এবং চলে আসুন! :) এইখানে আমিই সিনিয়র ব্লগার, অন্যদের অবস্থা তো বুঝেনই, আপনারা দুই একজন না থাকলে এতিম এতিম লাগতাসে। ট্রাই কইরেন আসার! :)

ব্লগ ডে'র শুভেচ্ছা রইল!

আশা করছি আপনার সাথে দেখা হবে !

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

কালীদাস বলেছেন: রোমান্টিক লোকেশন ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মহাকবি কালীদাস! আনন্দ নিকেতনে রোমান্টিসিজমের জায়গা না হলে হবে?

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

সায়েম মুন বলেছেন:
লোকেশনের প্রেমে পড়ে গেলাম। এখন তো যেতে ইচ্ছে করছে। কিন্তু ক্যামনে যাই। চারিদিকে যে হই হট্টগোল। #:-S
ব্লগডে সফল হোক।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কীভাবে যে আসবেন সেইটা তো আমরা কেউই জানি না, আসা যাওয়ার অবস্থা থাকলে আমি নিজেই ঢাকায় চলে আসতাম রে ভাই!

আমন্ত্রণ রইল কবি, যে কোনোদিন চলে আসুন!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

খগম বলেছেন: মোর যাইতে মন চায় । নতুন ব্লাগার । ভয় পাইতেছি ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে ভাই চইলা আসেন, এইখানে কালকে কিছু নতুন ব্লগার জন্ম নেবে, মানে কয়েকজনের আইডি খোলা হবে, সেইখানে তো আপনি অনেক মুরুব্বী! আমার ফোন নাম্বার দেওয়া আছে, একটা ফোন মারেন এবং আসার বিষয়ে প্রস্তুতি নেন, আপনি আসলে আমরা খুশী হব! :) আপনি কী যশোরে থাকেন?

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

আশা করি দেখা হবে!

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: ফোনে আপডেট নেবো...... দেখা হচ্ছে তাড়াতাড়ি.......!!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাদের খুব মিস করতেসি ভাই, আমি নিজেই নিজেরে নয়া ব্লগার মনে করি, সেইখানে আমিই এইখানে সিনিয়র! এতিম এতিম লাগে! :(

থাকতে পারবেন বলে তো মনে হয় না, ফোন মারিয়েন, আলাপ আলোচনা হইবে!

শুভকামনা সাবির ভাই!

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্লগ দিবসের সাফল্য কামনা করছি। ঢাকায় তো এবার আমরা ডিজিটাল ব্লগ দিবস পালন করবো।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় এ.টি.এম.মোস্তফা কামাল ভাই! আপনাদের মিস করছি!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

শুভকামনা!

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শুভ কামনা । সফল হোক উদ্যোগ !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আদনান ভাই! আপ্নেরে মিস করতাসি, আশা করি এখন না হোক, সামনে কোনোদিন মুখোমুখি আড্ডা হবে!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

নাজিম-উদ-দৌলা বলেছেন: যশোরের ব্লগারদের জন্য শুভকামনা রইল। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নাজিম ভাই! এবার ব্লগ ডেতে সবার সাথে দেখা হবে ভেবেছিলাম, এখন ভবিষ্যতের আশায় রইলাম! ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!


ভালো থাকুন!

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাম্মা!! তোমার আনন্দ দেইখা আমি সেই হিংসিত হইতাছি!!! কি আয়োজন করতাছ তোমরা!! ছাদের মধ্যে শীতের সন্ধ্যায় তোমার বাশি!! আহা! আহা!! মধু দেখি নামিয়েই ছাড়বে!!

যাই হোক, অনেক শুভ কামনা রইল!!! আশা করি অনেক ভালো হবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: উইড়া আইরে ডাবল ডেকার, তোরা না থাকলে এতিম এতিম লাগে! তোমরা থাকলে যে কাঁপাকাঁপি ব্যাপার হইতো এটাতে কোনো সন্দেহ নেই! ব্লগ বিষয়ক আড্ডাবাজির পরিকল্পনা করছি, এই আর কী। আমন্ত্রণ রইল, আশা করছি শীগ্রই তোমার পদধূলি পড়িবে আনন্দ নিকেতনে!

ঢাকাবাসীর ব্লগ ডে আনন্দময় হোক!!

শুভকামনা !

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

িমবন বলেছেন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সুযোগ হলে যোগ দিব??

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অবশ্যই হবে, আপনাদের ক্যাম্পাসে আমি দুই সপ্তাহ ডেপুটেশনে ছিলাম(ব্যাঙ্কে), খুব চমৎকার সময় কেটেছে। ক্যাম্পাস থেকে আপনারা আসতে পারলে তো কথায় নেই! পোস্টে ফোন নামাব্র দেওয়া আছে, একটা ফোন দিন, আসা কোনো বিষয় না, প্রোগ্রাম শেষ করে আপনাদের ক্যমাপাসে ফেরা হয়তো একটু মুশকিল হতে পারে, আলাপ করে দেখি, আর আমন্ত্রণ রইল তো বটেই!

ব্লগ ডে'র শুভেচ্ছা!

আশা করি দেখা হবে!

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: আয়োজন খুব সুন্দর হৈসে কবি। ছিমছাম ঘরোয়া। বোঝাই যাচ্ছে খুব মজা হবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি চইলা আসেন, ঢাকায় যা ভিড়, ওখানে আপনার ভাল লাগবে না, বরং এখানে নিরিবিলি ছিমছাম! আপনার ব্লগার-হাফ(বেটার হাফের ইয়ে আর কী!) সহ আমন্ত্রণ রইলো! :)

ব্লগ ডে'র শুভেচ্ছা!

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আইসা পড়মু নাকি :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আইসা পড়েন জনাব, একখানা বিমান হাইজ্যাক করিয়া আইসা পড়েন, আমাদের এখানে বিমান বন্দর আছে, ল্যান্ডিং এ অসুবিধা নাই!

আপনাদের মিস করতেসি!

শুভেচ্ছা রইলো ব্লগ ডে'র!

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

মোঃ ইসহাক খান বলেছেন: ব্লগ ডে সফল হোক - সবখানে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: আনন্দ নিকেতন সুন্দর হইছে।

আমি আত্মিক ভাবে থাকুম। আর ঢাকার কোনও ব্লগার গেলে নলেন গুড়ের সন্দেশ, গুড় পাঠাইয়া দিও । কষ্ট কইরা খেজুর রস না দিলেও চলবে। আমরা মা , ছেলে ব্লগার আসুম না বইল্যা এইসব খানা খাদ্য মিস করতে চাই না। আর বাঁশির সুর ফোনে শুনাইয়া দিও ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার পোলার লাইগা বুক থাকল, তোমার কথা ভাবতাসি!

গুড় পাঠাইতে পারি, আমাদের পিঠা বানায়ে খাওয়াইতে হইবো!

আনন্দ নিকেতনে আমন্ত্রণ রইলো!

মা-পুলা ব্লগার জুটিকে ব্লগ দিবসের শুভেচ্ছা!

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: আনন্দ নিকেতন তো বড়ই সৌন্দর্য ! ছাদে এমন ঘর !! অনেক সুন্দর ।

ইফতি ভাই মনে হয় সবাইকে দেবুর সন্দেশ খাওয়াবেন !!!

যাইহোক ব্লগ ডে মজার আর আনন্দ ময় হোক , কিন্তু ঐগুলো মনে হচ্ছে গল্পের বই ! অনেক গুলো বই ! বইয়ের ছবি দেয়ার কি দরকার ! বই গুলোর জন্য হিংসা জানায় গেলাম । :-0 :-0 :-0

১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আনন্দ নিকেতনে অনেক বই তোলা হবে, এখানে অল্প কিছু!

দেবুর সন্দেশ চিনেন ক্যামনে? যশোরে আসছেন আগে?

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো অদ্বিতীয়া!

ভালো থাকুন!

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:
:|

ছবি দেখেই মিস করছি ...

আপডেটে আরো অনেক ছবি দিবেন আড্ডার ...অপেক্ষায় রইলাম ।

দেশের প্রথম হানাদার মুক্ত জেলা শহর যশোরে আপনাদের জন্যে শুভেচ্ছা রইল ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পনি আপা! এবারের ব্লগ ডে তে সবার সাথে দেখা হওয়ার অপেক্ষায় ছিলাম, হল না, আশা করি সামনে কোনোদিন হবে!

ব্লগ ডের শুভেচ্ছা!

নিরাপদে থাকুন!

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

আমি ব্লগার হইছি! বলেছেন: এই ডিসেম্বরে যশোর যাওয়া হবে না, কারণ বাপ মা দুইজনই ঢাকা আসবে ২০ তারিখে। তাই আপনার প্রোগ্রামটা মিস করবো খুব। আশাকরি ছবি তুলে শেয়ার করবেন ব্লগে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার বাবা মা কি যশোরে থাকেন? যশোরের ব্লগার অনেক রেই পাইলাম, মাগার উপ্সথিত থাকতে পারবে এরাম পাইলাম না! :( অসুবিধা নাই, এবারেরটা হোক একরকম, ভবিষ্যতে কোনো একবার আমরা সেরাম ব্লগার সম্মেলন কইরা ফেলব! :)

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: হুম ,আগে খুলনা ছিলাম ,তখন অনেক বার যাওয়া হয়েছে যশোরে ।

আপনিও ভালো থাকুন !

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: হুম, বুঝতে পেরেছি! ভবিষ্যতে কখনও যশোর আসলে আমন্ত্রণ রইলো!

শুভকামনা!

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি কোনো ছবিই দেখতাছি না। মেজাজ খ্রাপ!

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ছবি দেখতে না পাওয়ার কী কারণ থাকতে পারে? আমার এখানে অবশ্য ঠিকই দেখা যাচ্ছে! সাময়িক অসুবিধা হতে পারে!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো জুলিয়ান দা!

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

আমি ব্লগার হইছি! বলেছেন: জি , আমাদের বাড়ি যশোরে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ, দেখা হওয়ার আশায় রইলাম!

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি চমৎকার! যেতে মন চাচ্ছে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মহাজাগতিক স্বর্ণা! চলে আসুন, মনে মনে!

ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো!

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

তাসজিদ বলেছেন: দারুণ জায়গা। যেতে ইচ্ছে করে

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: চলে আসেন! :)

আমন্ত্রণ রইলো!

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

জানা বলেছেন:

আমার চলমান ট্রিপটা শেষ হোক আগে। তারপর আমি যে কোন দিন হাজির হবো আনন্দ নিকেতনে।

কোন মানে হয়না যে, কেউ কেউ এত সুন্দর একটা জায়গায় প্রতিদিন বৃক্ষে, ফুলে, লতায়, পাতায়, গানে, সুরে মশগুল থাকবে আর আমি শুধু তা ব্লগ পোস্টে পড়েই বসে থাকবো....!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই কোনো মানে হয় না, ব্লগে যশোর থেকেও লেখা যায়, ঢাকা থেকেও যায়, তাহলে ঢাকায় ওই ভিড়-ভাট্টা-হাউ-মাউ-কাউ এর মধ্যে পড়ে থেকে কী লাভ? যশোর আইসা পড়েন, শীতকাল- সবজি আর পিঠার সময়!

দেশে ফিরেই চলে আসুন আনন্দ নিকেতন, আশা করি আপনার ভালো লাগবে!
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.