নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

পাগল শাস্ত্র- ১

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:০৪

মুহুর্তের একটা সামান্য ঘটনায় আমার জীবনটা আবার আজীবনের জন্য বদলে গেল! যাবজ্জীবন কারাবাস থেকে আমৃত্যু দ্বীপান্তর! মন্দ নয়, কি বল?

তো যাওয়ার আগে শেষ মজার কথাটা বলেই যাই,-- বাকি রেখে লাভ কী?

ঘটনার শুরু সেই সকালের এক আজব ঘটনা দিয়ে-

আমি যাকে হত্যা করার পাপে আজীবন সাজা খাটছি,দেখি সে জেলখানার ওপাশের দেওয়ালে দাঁড়িয়ে পেচ্ছাব করছে! দেখে তো আমি পুরো ভূত দেখার মত করে চমকে উঠলাম! কিন্তু আমি তো নিশ্চিত ও ভূত না, সকালের রোদে আমি ওর ছায়া পরিস্কার দেখেছি! ভুতের ছায়া পড়ে না আমি জানি। আর ঐ ছায়াটাকে ধরবার জন্য আমি একসময় মরুভূমিতে ডুবসাঁতার দিতে সকাল বিকাল তৈরি থাকতাম। যাই হোক, আমার আসলে তার পরের কথা খুব বেশী কিছু মনে নেই। শুধু মনে আছে আমি সবকিছু ভুলে এক ছুট দিলাম, যেন আমার মনেই ছিল না যে আমি একজন দণ্ডপ্রাপ্ত আসামী, আরেকটা ডাস্টবিনে উড়ে যাবার নিতান্ত কাক-স্বাধীনতাটুকুও আমার জন্য নিষিদ্ধ। ফলাফল যা হবার তাই, গরাদে প্রচণ্ড এক ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেলাম, কোনোরকম উঠে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম সত্যিকারের সেই মজার কান্ড- আমার ছায়াটা আমাকে ফেলে আমার সেই দণ্ডদাতার পিছুপিছু হেলে দুলে হেঁটে চলে যাচ্ছে!

আমারই ছায়া!

আমারই সামনে!

পিছু পিছু হেঁটে হারিয়ে গেল তার সাথে!

সেই তার সাথে- যাকে হত্যার স্বঘোষিত পাপে আমি সাজা খাটছি সেই কবে থেকেই!



আমি কি অনেক কেঁদেছিলাম?

আমি কি অনেক চিৎকার করেছিলাম?

নাকি জীবনের এই সব অসহ্য দম ফাটানো রসিকতায় অট্টহেসে ফাটিয়ে দিয়েছিলাম তোমাদের কানের তেলানো পর্দাগুলো?



হবে হয়তো কিছু একটা, অথবা সবকিছুই- কী আসে যায়? আমি এখন আর তত সবকিছু মনেও রাখতে চেষ্টা করি না, শুধু মনে আছে এবার আর তোমরা গত বারের মত আমাকে পাথর ছুড়লে না! বরং আমাকে নিয়ে খুব মজা করলে! আমার ছায়ালুটের শেষ দুঃখটুকু তোমাদের তেলাপোকা জীবনে এক বেলার আনন্দ দিতে পেরেছে দেখে আমি আমার ভুলে যাওয়া সব দুঃখগুলো আবার সব মনে করবো কিনা ভাবছি-

এমন সময় ...

ঠিক এমন সময়... ...

ধূর ছাই! এতসব মনে রেখে লাভ কী?











******************************************************************

আবার এসেছি ফিরে!

মাঝে বেশ কিছুদিন ব্লগে ছিলাম না, সারা বছর ধরে বোনা কিছু শব্দ শস্য নিয়ে গিয়েছিলাম হাটে, নবীন চাষা তো, ঘুরপাক খেলাম অনেক! যাই হোক, সাথেই থাকুন, সাথেই আছি- শুরু হোক আরেক অভিযান!

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:০৮

ভারসাম্য বলেছেন: নবীন চাষার ফলানো ফসলে যে মমতা মিশে থাকে, পেশাদার চাষার ফসলে থাকে কি তা! কবিতার জমিনেও ব্যাবসা ও রাজনীতির, সার বা কীটনাশক দিয়ে পেশাদার চাষারা কবিতার ফলন বাড়ায়। কিছু চাষা চাষ না করে, এখনো স্বপ্ন দেখে কীটমুক্ত সময়ের। বাংলার জমিন এমনিতেই ঊর্বর। তাই সার নিয়ে তাদের দুর্ভাবনা নেই তেমন।

শুরু হোক আবার, সবুজ বীজতোলা তৈরীর কাজ। সেগুলোই হয়তো সোনালী ফসল হয়ে ফলবে, আগামী ফাগুনে। স্বাধীন বসন্তে! ;)

শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম ভারসাম্য! অনেক সুন্দর বলেছেন যে! সকাল বেলা আপনার মন্তব্য পড়েই মন ভালো হয়ে গেল!

কবিতার জমিনেও ব্যাবসা ও রাজনীতির, সার বা কীটনাশক দিয়ে পেশাদার চাষারা কবিতার ফলন বাড়ায়। - ঐ হাইব্রীড বালছাল টিকবে না, টিকে না, ঐ ফসলে পাঠকের কোনো তৃপ্তি নাই!

শুরু হোক আবার, সবুজ বীজতোলা তৈরীর কাজ। সেগুলোই হয়তো সোনালী ফসল হয়ে ফলবে, আগামী ফাগুনে। স্বাধীন বসন্তে! ;)
- আপনার কথাটাই ধার নিলাম!

ভালো থাকুন!
সাথেই থাকুন!

২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:২০

একলা চলো রে বলেছেন: স্বাগতম নতুন করে।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে একলা চলো রে ! সাথেই থাকুন, সাথেই আছি!

শুভকামনা!

৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
কোন লাভই নাই !

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা মুন ভাই, মনে রেখে যে লাভ নাই, এইটা শুধু পাগলেই বুঝে, তাই ওরাই একমাত্র নির্বাণের খোঁজ পায়! সুখে থাকে!

শুভকামনা!

৪| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:











অত্যন্ত চমৎকার হয়েছে!
ভালো লাগলো!!
ধন্যবাদ!!!

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় বাঙালী ভাই!
ভালোলাগায় আনন্দম!

পাগল হইতে মুঞ্চাই, এই ফার্নিচার লাইফ পুষাইতেসে না! :(

শুভকামনা!

৫| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম।

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সেলিম ভাই! চুটিয়ে ব্লগাইতে চাই কিছুদিন!

শুভকামনা!

৬| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: জমিয়ে লিখেছেন, চাইলে এটাকে দারুণ একটা গল্পে রুপ দিতে পারবেন ।

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! আপনার সাথে দেখা হওয়ার শখ ছিল, শখ পূরণ হইসে ভাই! :)

গল্প লিখতে ধৈর্য থাকে না যে, গদ্য কর্কশ! লাবণ্য কম!

এইটা পারফরমেন্স পোয়েট্রি ঢঙ্গে লেখা, মানে আপনি নিজে পড়লে যতটা, যেমনটা লাগবে, কবি যখন আপনাকে পড়ে শোনাবে, আপনি পুরো মজাটা পাবেন! লেখার বিন্যাসে অইটাই মাথা রাখা, গল্পের স্বাদ থাকবে, সেইটা আপনাকে শোনায় আরাম দেবে! আড্ডায় আইসেন, পড়ে শোনাব! :)

শুভকামনা মামুন ভাই!

৭| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: লেখাটা তো ভালই চলছিল, গল্পে দাঁড় করাতে পারতেন।

ফিরে এসেছেন, খুশি হলাম।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: একটা মানুষের ছায়ালুট হয়ে পাগল হয়ে যাওয়ার 'গল্প' আমি লেখার সাহস করি না, গদ্যে আমার এত ক্ষমতা নেই, এটা শুধুমাত্র কবিতাই হতে পারে!

ফিরে এসে আমিও খুশি, ঘরে ফিরলে শান্তি লাগে যে!

শুভকামনা!

৮| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মনের ভিতরের কতটা কেউ একজন দখল করে নিলে এমন মানসিক বিকৃতি সম্ভব ?

আবার চাষাবাদে ফিরে আসার জন্য অস্থিরতম একটা লিখা চমৎকার ! শুভকামনা ভাই :)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: কতটুকু? সে হিসেবে কার কী আসে যায়!

চলো হে স্বপ্নবাজ, কিছু ফুল চাষ করি, সামনের হাটে যামুনে কান্ধে করে!

শুভকামনা!

৯| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৬

অদৃশ্য বলেছেন:






থিমটা পছন্দ হলো ... তবে লিখাটিতে মন ভরেনি... অপেক্ষায় থাকছি...

শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় অদৃশ্য!

পরে কিন্তু আর কিছু নেই, আপনি যে পড়ে অপেক্ষায় থাকবেন, এইটাই চাওয়া, শিরোনামের যে প্রথম পর্বের ১ দেওয়া, ওইটাও একই ট্রিক্স!


এই লেখাটা আমার জন্য গুরুত্বপূর্ন, একটা ধরনে লেখার চেষ্টা করছি, কবি যখন পাঠককে পড়ে শোনাবে, তখন পুরো মজাটা পাওয়া যাবে, আপনার মনের মধ্যে না ভরে থাকার যে আকুতি, সেইটা আমি ভরিয়ে দেব যখন আপনি আমার সামনে বসে শুনবেন, এখানে কবির কিছু অভিব্যক্তি আছে, যেটা এই কবিতার গুরুত্বপূর্ন অংশ, কিন্তু লেখায় মিসিং! অডিও দিলেও হবে না, আপনাকে সামনে থেকে দেখতে হবে সেই পাগলকে!


শুভকামনা!

১০| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা প্রথমে গল্প ভাবিয়াছিলেম কিন্তু স্বল্পতা তাহা হইতে দিল না। লেখাটায় দারুন কিছু শব্দের ব্যবহার মুগ্ধ করল।

____________________________
আমি কি অনেক কেঁদেছিলাম?
আমি কি অনেক চিৎকার করেছিলাম?
নাকি জীবনের এই সব অসহ্য দম ফাটানো রসিকতায় অট্টহেসে ফাটিয়ে দিয়েছিলাম তোমাদের কানের তেলানো পর্দাগুলো?
___________________________

শব্দশস্য নিয়ে গিয়েছিলেন আবার ফিরে এসেছেন এবার আরো কিছু শব্দমুর্চ্ছনা প্রতিদিন ভাসিয়ে যাক আমাদের মতো সাধারণ পাঠকদের।

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে সুপ্রিয় অরুদ্ধ সকাল! আপনার মার্ক করা অংশটাই আমার এই লেখার খুব প্রিয় অংশ, আপনার ভালো লেগেছে দেখে পাগল খুশি হইসে!

লেখা একটা যৌথ প্রক্রিয়া, একদিকে পাঠক, লেখক, বিশেষ করে ব্লগে! পাঠক ভেতরে তাই পায় যা তার ভেতরে আছে- বোধ্য অথবা ঘুমন্ত! শব্দ ক্ষেতে আমন্ত্রণ থাকলো!

শুভকামনা!

১১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০০

একলা ফড়িং বলেছেন: ওয়েলকাম ব্যাক! নতুন করে শব্দ বুনতে শুরু করুন আবার :)

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং! কবিতার সাথে থাকুন!

শুভকামনা রইলো!

১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কিছু বলার নেই। কেবল বলি, সাধু সাধু।

ভালো থাকুন। সব সময়।

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সজীব ভাই! হাটে আপনার সঙ্গ উপভোগ করেছি যেমন, ভরসাও পেয়েছি তেমন! পাশেই থাকুন, যাত্রা তো শুরু কেবল!

শুভকামনা রইলো! ভালো থাকুন!

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৫১

চুক্কা বাঙ্গী বলেছেন: ভালো লিখিয়াছেন ভ্রাতা। তবে একটা প্রশ্ন!
আপনার নিকের উচ্চারণ কিভাবে করেন?
ৎঁৎঁৎঁ উচ্চারন কি হবে কোৎ, কোৎ কোৎ নাকি খন্ডকত, খন্ডক, খন্ডকত?
ওয়েলকাম ব্যাক!

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, আপনার প্রচেষ্টা অসাধারণ হইসে, তবে দুঃখের কথা ধারে কাছেও যায় নি! কথা হল ৎ আর ঁ এর মধ্যে আপনার কোৎ এর 'ক' কই পাইলেন? আপনি কি অন্য নিক গুলোতেও এরকম 'ক' যোগ করে উচ্চারণ করার চেষ্টা করেন? B:-)

আপনার আগ্রহ দেখে আপনারে একটা টিপস দেই(সবাইরে দেই না কিন্তু)
পূর্নিমা রাতে বাঙ্গি ক্ষেতে গিয়ে চাঁদের দিকে উল্টো ফিরে বাম পা তিরিশ ডিগ্রি দক্ষিনে নেবেন, তারপর লম্বা এক দম নিয়ে জিভটা ৎ এর মত বাঁকিয়ে ৪৪ দশমিক ৭ ডেসিবেলে পরপর তিনটা ডাক দেবেন, ৎঁৎঁৎঁ এর উচ্চারণ পেয়ে যাবেন। আর ভুলেও আমাবস্যা রাতে এই কাজ করবেন না, গুরু নিষেধ করেছেন, কারণ বলেন নাই, বলেছেন অসুবিধা আছে!

কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো ভাই!

শুভকামনা!

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৫৫

শান্তির দেবদূত বলেছেন: ছায়ার কনসেপ্টটা দারুন লেগেছে, অভিনব। শুভেচ্ছা। ব্লগে পুনরায় স্বাগতম।

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় শান্তির দেবদূত ভাই! আপনাকে দেখেই মনে পড়ল আপনাকে তো কিছু জানানোর কথা!

ছায়া কী বড়দের লেখায় নতুন? ছোটবেলায় তো আমি মনে হচ্ছে চায়া নিয়ে বেশ কিছু পড়েছি, যেমন পিটার প্যানে ছায়া নিয়ে একটা কাহিনী আছে না?

শুভকামনা!

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রত্যাবর্তন দারুণ হোক।

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় দূর্জয় কবি! খুব শিঘ্রি আপনার মাঠে যামু, মেলা ফুল ফোটাইসেন নির্ঘাত! সুবাস নিতে যাব হে!

শুভকামনা!

১৬| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

ক্লান্ত তীর্থ বলেছেন: কাব্যিক ভ্রমণ হিসেবে অনেক বেশি ভালো!

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় তীর্থ! ভালো লেগেছে জেনে পাগল আনন্দিত!

শুভকামনা রইলো!

১৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

শান্তির দেবদূত বলেছেন: পিটার প্যান পড়ার সৌভাগ্য হয়নি। সত্যি বলতে আমার কৈশরের একটা লম্বা সময় (যে বয়সে পুলাপান পাঠ্যবই এর চেয়ে বেশি আউট বই পড়তে পছন্দ করে) দেশের বাইরে কেটেছে। বাংলা বই তখন সহজলভ্য ছিল না, পিডিএফ তো ছিলই না; এক বই যে কতশত বার পড়েছি :) সেকারনে বাংলা সাহিত্যের বড় একটা অংশ এখনো আমার অপঠিতই রয়ে গেছে। :( সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি।

আর ঐ ইনফোগুলোর জন্য তাড়াহুড়ার দরকার নেই, সময় নিয়ে দিলেই চলবে। তবে দিলে বড়োই উপকার হত, বিশেষ দরকার ছিল। :)

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: পিটার প্যান অবশ্য বিদেশী লেখা, আমরা অনুবাদ পড়েছি, ওখানে থাকলেও থাকতে পারে! আমার ছোটবেলা এই দিক থেকে অসাধারণ ছিল- প্রচুর বই পড়া হয়েছে! আশেপাশে ছড়ানো ছিটানো ছিল বই আর বই, আমিও পড়ে যেতাম বই আর বই- আহা কী মধুর ছিল দিনগুলো! যা পড়তাম- তাই বিশ্বাস করতাম! আর কি আসবে এমন দিন!

আজকেই ইনবক্সে পেয়ে যাবেন, আবার ভুলে গেসিলাম যে! :(

ভালো থাকুন দেবদূত ভাই, শান্তি বিলিয়ে!

শুভকামনা!

১৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

রাসেলহাসান বলেছেন: ভালো লেখেছেন।
স্বাগতম!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান ভাই!

ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.