নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

বাসনা কাব্য-১

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭





তোর চোখে বাতিঘর,

তোর ঠোঁটে অতলান্তিক,

ভ্রূযুগলে চীনের প্রাচীর, না না চাঁদের প্রাচীর!

নাকি তারও উপরে আমৃত্যু আন্দামান সহবাস অভিশাপ!





তোর কোলে তপ্ত রোদ,

তোর চিবুকে কুয়াশার সাইক্লোন,

বুকের চূড়ায় হিম দাবানল, না না ঘুঘু পাখি ওম!

নাকি তুলতুলে চাঁদ হেমলক স্নানে মোহিনী মরণ অভিলাষ!





তোর নাভিতে চোরাবালি,

তোর যোনিতে মৃত্তিকা মৌ-ঘ্রাণ,

কামনার কুঁড়িতে হড়িয়াল ঘূর্নি, না না মিঠে মহাদেশ!

নাকি বজ্র বিদ্যুৎ উপচানো কূলে ডুবি ডুবি মধু মেঘ পারাপার!





মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! মধু !

দুরন্ত কবি , বেশ লেগেছে পড়তে আর ভাবতে ;) ;) :) :)

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি!

আমরা মধুকবির দেশের লোক- মধু না থাকলে হবে, তার উপর বাসনা কাব্য বলে কথা!

পড়তে ভাবতে ভাল লেগেছে, অভিযান যে তুমুল ভালো লাগবে, সে আর বলতে! ;)

বাসনা-ভ্রমণ আনন্দময় হোক!

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭

দালাল০০৭০০৭ বলেছেন: ভাল
লাগল

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দালাল০০৭০০৭! আপনার নিকটা অদ্ভূত, সবাই তাই, কিন্তু কেউ মানতে চায় না!


শুভকামনা রইলো!

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: তোর চিবুকে কুয়াশার সাইক্লোন

নাইস কয়েকটা উপমা আছে লেখায়

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

আপনার ভালো লাগা অবশ্যই বিশেষ আনন্দের!

শুভকামনা রইলো!

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ! চমৎকার!!

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কা_ভা!

অনেক শুভকামনা রইলো!

৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! পাঠে আনন্দ হল!

ভালো থাকুন! লিখতে লিখতে চলুন!

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মধু মাস আসছে,
কাব্যে মধু ভাসছে !! =p~

ভালো থাকুন ।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! অনেক ধন্যবাদ সুপ্রিয় স্বপ্নচারী গ্রানমা!

মধুময় শুভকামনা!

শুভ নববর্ষ!

৭| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সাংঘাতিক! অনভিজ্ঞরে ভাই, তাই মন্তব্য সংক্ষিপ্ত।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে ভাই অভিজ্ঞতায় তেমন কিছু যায় আসে না! একজন কবির চাঁদে যেতে কখনো রকেট লাগেনি!

শুভ নববর্ষ!

* বেঁচে থাকার আরেক নাম স্রেফ অভিজ্ঞতা! তো কেন এই . . . 8-|

৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: ক্লিক ওন দ্যা লাইন সাহিত্য আড্ডায় আপনার লেখা

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ! কী ভীষন ভালো খবর! আপনাদের উদ্যগ সাধুবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না!

সাহিত্য আড্ডা হাতে পাবার অপেক্ষায় আছি!

শুভ নববর্ষ!

৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আহা!

শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহো!

শুভ নববর্ষ হে স্নিগ্ধ কবি!

ভালো থাকুন নতুন আলোয়!

১০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হে কবি অনেক দিন আপনার কবিতা পড়তে পারিনি।




বিশেষণ হারিয়ে ফেলেছি বিশেষায়িত করার জন্য।

তবে বিশ্রী ধরনের সুন্দর হয়েছে।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে দেশ প্রেমিক বাঙালী!

কবিতা ভালো লাগায় আনন্দ হল!

শুভ নববর্ষ!

গ্লানি সব পুড়ে যাক, মুছে যাক, নতুন আলোর হোক জয়গান!

১১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭

রাসেল রহমান বলেছেন: হুম ভালো লেখেছেন বলতে হবে।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই!

নববর্ষের শুভেচ্ছা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.