নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

এইসব বেঁচে থাকা!

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৯



এখনো পারি আকাশটাকে রাত জেগে

লেখা নষ্ট কবিতার মত ছিঁড়ে

কুচি কুচি করে, বুকপকেটে

সারাদিন নিয়ে ঘুরতে!

বিশ্বাস না হলে নিজের শিরাগুলোকে

নদীর মত পরখ করে দেখতে পার!

চাঁদের চোখে জল জোছনা হয়ে ঝরে জেনেও

চোখে- চোখে আমরা কেবলই ছুড়ে দেই

তেজস্ক্রিয় উত্তাপ,

পাজরের নিষিদ্ধ নীলিমায়; অগোচরে

কিছু বুনো শহর গজিয়ে উঠেছে

সেখানে সবাই চেনা বৃত্তের পরিধি বেয়ে

ছুটছে আর ছুটছে...

ওদের কি কেউ এক ফোঁটা

কেন্দ্র এঁকে দেবে না?







আমি লিখতে চেয়েছিলাম

কবিতা, এক চোখ, অতল

মেঘেদের গানে,

যেখানে নোঙর তুলেছে বুনো হাঁস

টানা কাজলে ছিল গুন টানা আগুনে দুপুর

ফালি ফালি কাটা চিরল চাঁদে

হতেও পারে দেখা- এক চোখ, অতুল প্রতিমা

নির্ঝর রাতে যখন খুব একলা লাগে

ভাবতে পারো মাতাল সম্মোহনে-

দৃষ্টিপাত- একদিন,

ঝরো সন্ধ্যায় ঘরে ফিরবার বাতিঘর

হতেও পারে, এক চোখ

জানলায় পিদিম জ্বেলে

ফিরে আসবার, বর্ষা ব্যাকুল

সেই চোখ!









আমরা যারা করেছিলাম নিখুঁত ভুল

কাগজের ফুলে ঠুকেছিলাম স্যালুট

গোখরোর ঠোঁটে চুমু দিয়ে বলেছিলাম- ভালবাসি!

আমরা যারা জ্বেলেছিলাম আগুন

হৃদয়ে ও রাজপথে

কালো বিড়ালের নখের নিচে

সাজিয়েছিলাম স্তব্ধতার অপলক চিবুক,

আমরা যারা হয়েছিলাম নিখুঁত খুন

স্বয়ং শয়তানের কাঁধে চেপে

ঘুরেছিলাম মেলা- সাত সরোবর মেঘ দুপুর!

আমরা যারা ঠকেছিলাম সব হাটে

শেষ কড়িতে- কানায় কানায়,

রক্ত বেচে অশ্রু কিনেছি

আমরা যারা গড়েছি সুরম্য কারাগার

আহা! অদ্ভূত এই সব বেঁচে থাকবার!

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৪

সুমাইয়া আলো বলেছেন: ৩০ মিনিট আগে প্রকাশিত হয়েছে আপনার কবিতা অথচ একবারও পঠিত হয়নি!!!

বড়ই দুঃখজনক।। :( :O

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! আসলে আমি নিজেই বেশ কিছুক্ষন পোস্ট খুঁজে পাচ্ছিলাম না! কবিতা যে কোনো সময় পড়া যায়!

আপনার পাঠে প্রথম ভালো লাগার সুবাস!

কৃতজ্ঞতা জানবেন!

২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৬

মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার বলবো নাকি সুন্দর বলবো ঠিক বুঝতে পারছি না। ভালো ভালোলাগার সঠিক বিশেষণ আপানার কবিতার জন্য আসছে না। যা ই মনে আসে মনে হয় সেটা অপ্রতুল।

তিন নম্বর কবিতায় অতীত ও বর্তমানের সন্ধি যেভাবে ঘটয়েছেন এক কথায় অসাধারণ।

আমরা যারা ঠকেছিলাম সব হাটে
শেষ কড়িতে- কানায় কানায়,
রক্ত বেচে অশ্রু কিনেছি
আমরা যারা গড়েছি সুরম্য কারাগার



এক নম্বর কবিতায়

এখনো পারি আকাশটাকে রাত জেগে
লেখা নষ্ট কবিতার মত ছিঁড়ে
কুচি কুচি করে, বুকপকেটে
সারাদিন নিয়ে ঘুরতে!


বিরাম চিহ্ন ব্যবহার না করে যেভাবে একটা সুন্দর কথা ফুটিয়ে তুলতে পেরেছেন তা কেবল আপনাকে দিয়েই সম্ভব।

অনেক অনেক ভালো লাগা রইলো।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার মন্তব্যে আমি অভিভূত! আপনি কবিতায় যত সুন্দর করে মন্তব্য করতে পারলেন- সেইটা আমি নিজেও কখনো করতে পারি না! ভালোলাগার অনুভূতি বুঝতে পারি, কিন্তু সেটার এত চমৎকার বিশ্লেষণ হয় না!

বিরাম চিহ্নের ব্যবহার খুব ভাল জানি না, ওইটা কমিয়ে দিয়ে তাই লিখে দেখছি, ভালো লাগছে দেখে খুব ভাল লাগল!

শুভেচ্ছা রইলো মৃদুল শ্রাবন!

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷

কিছু লাইন রক্ত বেচে অশ্রু কিনেছি বেশ ৷

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই!

রক্ত বেচে অশ্রু কিনেছি- এই লাইনটা আমারো খুব পছন্দের!

শুভকামনা!

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার পোষ্ট পড়া শুরু করার আগে একটা সিরাগেট ধরিয়ে নিলাম :)
মুগ্ধপাঠ্য ! ভরদুপুরে আবৃত্তি করার মত তিনটা কবিতা কবি !
দৃষ্টিপাত শব্দটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে !

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্বপ্নবাজ কবি!

ভরদুপুরে আবৃত্তি করার মত তিনখানা কবিতা হয়েছে বলছেন? শুনে আমারো তো খুব সিগারেট ধরাতে ইচ্ছে করছে! :) ইদানীং তো কবিতারাও দেখা হলে মুখ ঘুরিয়ে নেয়!

অশেষ শুভকামনা রইলো অভি!

৫| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা প্রিয় কবি।দেরী করে পাঠে দুঃখিত।

অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। ভাললেগেছে । :)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় কখনও দেরী হয় না! :)

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে! আশা করি ভালো আছেন!

শুভকামনা রইলো!

৬| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দূর্জয় কবি! তোমার ভালো লাগা তো বিশেষ ভালো লাগার!

শুভেচ্ছা রইল!

৭| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি অভির সাথে একমত। আমিও সিগারেট ধরিয়েছি।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! অভির সাথেরটা এখনো আমার বাকি থেকে গেছে!

ভালো থাকুন কান্ডারি ভাই, সেদিন আপনার কবিতা পড়ে আমি মহামুগ্ধ!

৮| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

সায়েম মুন বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন বোধয়। তিনটেই ভাল লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, বেশ কিছুদিন পরে পোস্ট দিলাম, ইদানীং লেখা হয় কম! আপনার কবিতাও অনেক দিন পড়া হয় নি! ঢু মারতে হবে!

শুভেচ্ছা রইলো!

৯| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩

না পারভীন বলেছেন: আহা!! বরাবরেই মতই ভক্তই থেকে গেলাম। :)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভালো লাগা লেখার পেছনে দারুণ একটা অনুপ্রেরণার মত!

সাথে আছেন দেখে খুব ভালো লাগে!

শুভকামনা রইলো নাপা আপু! :)

১০| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

মামুন রশিদ বলেছেন: ভাল্লাগছে কবি ।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! আপনাদের ব্লগিং শ্রদ্ধা জাগায়!

শুভেচ্ছা নিন!

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! গল্পকারের ভালোলাগায় আনন্দ!

ভালো থাকুন!

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবগুলোই সুন্দর!


আমাকে হয়তো বুঝতে পেরেছেন যে, আমি কবিতার মন্তব্য খুব ভালো করতে পারি না। অনুভব তো সকলেই ভাষায় প্রকাশ করতে পারে না। পারলে তো কবিই হতাম! :(

কবি ৎঁৎঁৎঁকে শুভেচ্ছা :)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! আমিও কিন্তু কবিতায় খুব একটা ভাল মন্তব্য করতে পারি না! আপনার কবিতা পাঠে সব সময় একটা ভালো লাগা ঘিরে ধরে, আপনাকে পাঠক হিসেবে পাওয়া আনন্দের!

শুভেচ্ছা নিন মইনুল ভাই!

১৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:

দারুন দারুন দারুন

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা ভাই!

শুভকামনা রইলো!

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এতো ভালো লেখা ! রাত জেগে ব্লগিং সার্থক ! :)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার অনেক ভালো লাগায় কবিতাগুলো আবার পড়লাম!

মন্তব্যে কবিতা পোস্ট করা সার্থক!

শুভেচ্ছা নিন সুপ্রিয় তিতির আপু!

১৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৪

আরজু পনি বলেছেন:

প্রথমটা রিতিমতো ধাক্কা দিল।


কবিতা পোস্ট করার আগে সম্ভবত সেভ করেছিলেন, তারপর পোস্ট করেছিলেন!

এজন্যেই খুজেঁ পাচ্ছিলেন না।

প্রকাশ করার সময় কোনরকম সেভনা করে পোস্ট করলে হোমপেজে একেবারে সামনেই পাবেন ।

অনেক শুভেচ্ছা রইল...ততততততত তোতলা হয়ে গেলাম তবুও নাম বলতে পারলাম না /:)

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পনি আপু! বেশ কিছুদিন পরে লেখা দিলাম, ভাল লাগায় ভাল লাগাটাও বেশী হল!

আপনি তো দারুণ একটা পয়েন্ট ধরিয়ে দিলেন, আগে একটা পোস্ট ড্রাফট থেকে সরাসরি পোস্ট করায় সেইটা আগেরদিনে গিয়ে হাজির হয়েছিল! আমি নিজেই পোস্ট খুঁজে পাই নিই! :(

উচ্চারণের ক্ষেত্রে আমার অবস্থা আপনারই মত ব্যর্থ, তবে আমি সেই চেষ্টা করি না, এই আর কী!

শুভকামনা রইলো!

১৬| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। ২য়টি বেশী।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা!

ফিরে আসবার সেই চোখ!

শুভেচ্ছা!

১৭| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃশ্চিক রাজ ভাই!

১৮| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

শেখ আমিনুল ইসলাম বলেছেন: আমি লিখতে চেয়েছিলাম
কবিতা, এক চোখ, অতল
মেঘেদের গানে,
যেখানে নোঙর তুলেছে বুনো হাঁস
টানা কাজলে ছিল গুন টানা আগুনে দুপুর
ফালি ফালি কাটা চিরল চাঁদে

অসাধারণ! অনেক ভালো লাগল।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুল ভাই! ভালো লাগাতেই আনন্দ!

শুভেচ্ছা!


১৯| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
তিনটি কবিতাই ভাল লাগলো!

শুভকামনা কবি!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি!

ভালো আছেন আশা করি!

শুভেচ্ছা রইলো!

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ! দারুণ!!

কবিতা পড়ে কেমন যেন মনে হল অনেকদিন পর ফ্রেস মনে লেখা কোন পঙক্তি পড়ছি। তৃতীয়টা বিশেষ করে মুগ্ধ করল।

অনেক শুভেচ্ছা, কবি!

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদন হে প্রোফেসর! অনেক দিন পরে আবার আপনাদের সান্নিধ্যে ফিরে আসলাম! আবার কথা হবে!

শুভকামনা!

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৭

মাহমুদ০০৭ বলেছেন: আমার কাছে তিন নাম্বারটা বেশী ভাল লেগেছে ।
ভাল থাকবেন কবি ।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই! ৩ নাম্বারটা আমার পছন্দের!

শুভকামনা!

২২| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহো, ঈদ চলে গেছে, কিন্তু শুভেচ্ছা রয়ে গেল!

শুভকামনা রইলো সাবির ভাই!

২৩| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবি হে! ভাষা হারিয়ে ফেলেছি। কী বলিবো তোমায়?







প্লাস দিলাম। +++

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক ভাই!

আবার দেখা হবে!

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,





শেষেরটা বেশী বাঙ্ময় ।
আমরা যারা করেছিলাম নিখুঁত ভুল

সে ভুলগুলি নিয়েই তো এখনো আকাশটাকে নষ্ট কবিতার মত ছিঁড়ে কুচি কুচি করে, বুকপকেটে নিয়ে ঘুরতে হয় !
থাকতে হয় , বর্ষা ব্যাকুল সেই চোখ এর প্রতীক্ষায় !

শুভেচ্ছান্তে ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক সুন্দর করে মন্তব্য করতে পারেন আপনি, লেখাগুলোর মধ্যে ঢুকে তুলে আনেন কথা! তিনটা আলাদা লেখা থেকে পর পর যে তিনটা লাইন তুলে আনলেন, আমি মুগ্ধ!

ভালোবাসা জানবেন সুপ্রিয় জী এস ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.