নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

হাউজ বিল্ডিং লোন

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০

জীবন বন্ধক রাখিয়া
একটি আবাস করিব খরিদ
দরজা জানালা টাইট করত-
বাতাস আর শব্দ মাঝে
প্রহরী থাকবে সুনিশ্চিত।
মুনকার-নাকিরকে করিব আহবান
সময়ের আগে হোক সময়সন্ধান।
আর খানিকটা দেরী হয়ে গেলে যাক
তাড়াও অতটা নাই সুনীল
জীবন তো হেঁটেই যেতে রাজি আছে জানা যায়
আমি হাঁটব অদিক, দিগন্ত বলে কিছু নেই নেই
ওইসব ভ্রম, আজিমপুর মোড় অনেক বাস্তব
(শহরে নেমেছে চক্রাকার বাস)
আমি হাঁটব উপবৃত্তাকার,
বন্ধকী আবাসের মেঝেয়
বসাব ট্রাম লাইন, প্রতি সন্ধ্যায়-
ঐ ট্রামের নিচে পড়ে পড়ে আহত হব, রক্তাক্ত হব
আর কার্নিশে ফোটাব পারস্যের লাল গোলাপ
(আফরিন! আফরিন!)
দরজায় টাঙাবো নোটিশ, চুক্তিমত
দায়বদ্ধ থাকল পাখি,
আকাশের দিকে আঁকা- জানলার মত।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে :)

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা।

২| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৫

নেওয়াজ আলি বলেছেন: এখন খেয়ে বেঁচে থাকার জন্য শোন দরকার

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখাটা পুরনো, এখন আসলে যে জীবন বন্ধক রাখব, সেইটা বাঁচানো দরকার।

শুভেচ্ছা রইলো।

৩| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে এসেছেন দেখে ভালো লাগছে ইফতি ভাই।

কবিতাটা আধ্যাত্মিক মনে হলো। ভালো লেগেছে।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই!
আপনার সাথে দেখা হয়েও ভাল লাগলো খুব।

ভালোবাসা জানবেন।

৪| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: হাউজ বিল্ডিং এ লোন নেওয়া বিরাট দিকদারি।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: তা বটে। 'দিকদারি' শব্দটা ইন্টারেস্টিং!

৫| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক দিন পর ব্লগে !!!
ভালোলাগা জানিয়ে গেলাম।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই অনেকদিন পর! আমারো এসে ভালো লাগছে।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.