নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তম ভূমি, যশোহর

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৮

তাকে তুমি কোথায় রাখবে শূন্যতায়
ছায়াশরীর, যখন সকল বিভ্রম মনে হয়?
আমাদের হাড়ের গভীরে ঢুকে যাচ্ছে বিরান
কাঁচের দেয়ালে মরচে, নৈ:শব্দ্যে ভাসছে ডুবোশহর,
একটা কবিতার লাইন আসছে না বহুকাল
এমনটা হয়ে গেল আমাদের যৌথ বিজন-বাস।
কলিংবেলের তার কেটে স্বস্তি পাচ্ছে না কেউ
পানির পাইপ বেয়ে উঠে আসছে মাকড়সার জাল
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে সদ্য-বাজারের ব্যস্ততা
এবং অগণন বিনীত সময় তারা অপেক্ষায় থেকেছে
রেললাইন দেখা হয় না অনেকদিন, ট্রেনের হুইসেল
বেহালার সুর আর বাড়ির ছাদ আর জোছনায় লঞ্চের ডেক,
সবই সব অদ্ভুত ভূত!
ছোটবেলার খাটের নিচে লুকায়ে গেছে-
বড়বেলার গোপন প্রেমিকা, শীতের বিকেলে মাঠে
স্বচ্ছ গেলাসে বাতাসের ঘ্রাণচুরি অভিযান শেষে
সন্ধ্যায় জিলাপির কড়াইতে আটকে থাকা গল্প-
গরম তেলে ভাজা হয়ে ফুরিয়ে যায় তালপাতায়,
ভোরবেলা ঘুম ভেঙে ধবল ক্ষীরে ডুবে থাকা কিশমিশ
নীল জামা ইশকুল বন্ধু'র মুখ
বৃষ্টিতে হেঁটে হেঁটে আমরা এমনটা বড় হয়ে যাই....

অজস্র প্রলাপের তোড়ে ভেসে ওঠে স্মৃতির শ্যাম্পেন,
পথে পথে পাপড়ি বিছিয়ে
বিকাল বেলায় আমরা খুঁজেছি মাঠের সীমানা, নদী-প্রান্ত, বুকভরা দীঘি
প্রিয়তম ভূমি, যশোহর-
এখানে আমাদের ছায়ারা টুকরো হয়ে পড়ে আছে....

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতায় অভিব্যক্ত স্মৃতিকাতরতা স্পর্শ করে গেল! শিরোনামসহ কবিতার আদ্যোপান্ত ভাল লেগেছে।
কবিতায় প্রথম ভাল লাগা রেখে গেলাম। + +।
এত সুন্দর একটা কবিতা, কিন্তু কবির নামটা উচ্চারণ করা আমার জিহ্বার পক্ষে ইহজনমে কোনদিন সম্ভব হবে না!

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে, আমার স্মৃতিকাতরতা আপনাকে ছুঁতে পেরেছে, জেনে আনন্দ হল!
কবির নামের উচ্চারণ নিয়ে ভাবনার কিছু নেই, কারণ সেটা সে নিজেও জানে না!

শুভকামনা রইলো!

২| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

শুভকামনা!

৩| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে ধন্যবাদ!

৪| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা ।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই!

শুভকামনা জানবেন।

৫| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮

পদ্মপুকুর বলেছেন: যশোর আমার প্রাণে জড়িয়ে আছে। স্মৃতির মায়ায়, মনের ছায়ায়। আপনি সে স্মৃতির জানালা খুলে দিলেন

নীল জামা ইশকুল বন্ধু'র মুখ
বৃষ্টিতে হেঁটে হেঁটে আমরা এমনটা বড় হয়ে যাই....

অজস্র প্রলাপের তোড়ে ভেসে ওঠে স্মৃতির শ্যাম্পেন,
পথে পথে পাপড়ি বিছিয়ে
বিকাল বেলায় আমরা খুঁজেছি মাঠের সীমানা, নদী-প্রান্ত, বুকভরা দীঘি
প্রিয়তম ভূমি, যশোহর-
এখানে আমাদের ছায়ারা টুকরো হয়ে পড়ে আছে....


আরও বহু বহুদিন এই পোস্ট পড়বো ঘুরে ঘুরে এসে, রেখে দিলাম শোকেসে।

খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর একটা কবিতা, কিন্তু কবির নামটা উচ্চারণ করা আমার জিহ্বার পক্ষে ইহজনমে কোনদিন সম্ভব হবে না! এই নামের হাকিকত যদি একটু খোলাসা করতেন!

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলে যশোর নিয়ে কী বলবো! ওই যে বললেন প্রাণে জড়িয়ে আছে...
আপনার মন্তব্যে অভিভূত হয়ে বসে আছি, আসলে আমাদের কমন ভালোবাসার জায়গায় টান পড়ায় নস্টালজিয়ায় ডুবে যাই!
প্রিয়তম ভূমি, যশোহর-- ভাল থেক!
ভালোবাসা জানবেন নিরন্তর...

* আমার নিকের কোনো রহস্য নেই ভাই, খোলার সময় পছন্দের কোনো নাম খালি পাই নাই, বাধ্য হয়ে হয়ে এইসব লাইনে আসতে হয়েছে। আর জিহ্বার উপর চাপ নিয়েন না, এর উচ্চারণ আমিও জানি না।

৬| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ!


আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

৭| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর কবিতা।আপনি কি যশোরে থাকেন?

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! আমি যশোরে বড় হয়েছি, ওখানেই আমার বাড়ি, ইদানীং যশোরে থাকি না। আপনি কি যশোরে থাকেন?

৮| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন: হ্যাঁ ভাইয়া আমি যশোরে থাকি। শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আশা করি দেখা হবে!

৯| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫০

Kalyan বলেছেন: চমৎকার প্রকাশ, খুব ভালো লাগল।
লেখা চালিয়ে যান। পাশে আছি।
House Rent Website House rent in Dhaka

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! ভালো লেগেছে জেনে আনন্দ হল।

১০| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ২:০৩

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: অসাধারণ। অঞ্জনের দার্জেলিং গানের কথা মনে পড়ে গেলো। মনোমুগ্ধকর।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সিদ্ধাচার্য লুইপা!

শুভেচ্ছা রইল!

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা
খন্ডত শুভেচ্ছা রইলো

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.