নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ভাবনারাশি -১

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৯


জামাহীন সুখি মানুষ, সুবোধের বন্ধু হও
আমি তোমাদের জন্য সেলাই করে দেব সবুজ পাতা
বুদ্ধের পাজামার মাপমত, জলপাই মুকুটের সাজ
ক্যাকটাস পেয়ালায় সুরভিত মদ ঢেলে
পাশে দাঁড়িয়ে থাকব অনুগত অপেক্ষায়...



প্রাচীন আগুন গুহায় আঙুলে আলোর রঙ
মেখে তুমি আঁকছিলে সন্তানের হাসি
আর হাড়ের মধ্যে দিয়ে বাতাসের নিঃশ্বাস
জমিয়ে বাজিয়েছিলাম জলজ পাতার বাঁশি
তোমার সহোদর তন্দ্রায় আমিও দেখেছি স্বপ্ন
ভেজাচুল-দুপুর তখনো ছিল অরণ্যযুগে
নদীর তীর ঘেঁষে হেঁটে গেছে মানুষের দল....



মৃত্তিকার গভীরে আমরা লুকিয়ে থাকি
বৃক্ষ-লতার মত আকাশের দিকে উড্ডীন স্বপ্নে
আমরা আবার ফিরে যাই গভীরে,
শেকড় নেই আমাদের, কিন্তু তার সন্ধান আছে
ডুবে যাবার স্বপ্ন আকাশেরও আছে কিনা জানে পাখি
আমরা মানুষদল, ভূমির ভাবনা মেপে চলি...



বিষণ্ণতাসমূহের ব্যবচ্ছেদ টেবিলে
পেঁয়াজ কাটার ছুরি
ফালি ফালি হচ্ছে নির্জনতার মৃতদেহ,
চায়ের কেটলিতে লবণজলে সেদ্ধ হচ্ছে স্টপওয়াচ,
সময়সূত্রের সমাধান চেষ্টায় ব্ল্যাকবোর্ডে তুমি অস্থির
জানলা দিয়ে আলো আসে, অন্ধকার আসে
আর আমি অদৃশ্য ডানা ঝাপটিয়ে
ঘুরপাক খেতে থাকি....
ঘুরপাক খেতে থাকি....



এবং কিছু মানুষ অচিনপাখি
নিজের খাঁচায় বন্দীবাউল
পাজরের শিশিতে উদ্বায়ী ভালোবাসার
সরোবর সাজিয়ে শিকার করে মানুষ
এবং কিছু মানুষ সুগন্ধী মদিরা
ঠোঁটে নিলে মরবে নিশ্চিত
যদি হও মাতাল ডুবুরি-
মন্থনে অমৃতফল, চুম্বনে
সমুদ্র শিরিষ।


*** মোবাইলের নোটবুকে নানা সময়ে লেখা বিক্ষিপ্ত ভাবনারাশি, ব্লগে টুকে রাখলাম। এবং খেয়াল করলাম যে এটি ব্লগে আমার ২০০ তম পোস্ট, আবার আট বছর হয়েও গেল! ব্লগীয় স্মৃতিচারণের আশা রাখি সামনের কোনো পোস্টে।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৫

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: কবিতার পোস্টে আপনার মন্তব্য দেখে ভাবছিলাম... যাই হোক, অনবদ্য ও বিস্ময়কর রকমের সুন্দর।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ!
শুভেচ্ছা রইলো!

২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৬

সাজিদ উল হক আবির বলেছেন: শুভেচ্ছা হজরত! এই কবিতার আরও বেশী পাঠক প্রিয়তা লাভ করবার কথা ছিল। ব্লগে আমরা লিখিই কেবল আজকাল, অন্যের লেখা পড়ি কম - এই কারণেই হয়তো এ অবস্থা।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! ধন্যবাদ আবির। পাঠকপ্রিয়তা একটা বিপদজনক জিনিস!
(এই পোস্ট ৩ নম্বর পাতায় প্রকাশ পেয়েছে, আমি নিজেই পোস্ট খুঁজে পাইনি শুরুতে বেশ অনেকক্ষণ!)

শুভেচ্ছা রইলো!

৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১২:১৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনার কবিতাগুলোর মধ্যে মনের আপাতদৃষ্টিতে কঠিন কিন্তু সহজ অথচ গভীর কথাগুলো লুকিয়ে থাকে শব্দমাধুর্যের আড়ালে।তাকে খুঁজে নিতে পরিশ্রম করতে হয়। শব্দের ওপর আপনার দখল ও শব্দ নিয়ে আপনার খেলা ঈর্ষনীয়।

জামাহীন সুখী মানুষ বলতে আপোসকামী মানুষের কথা বলেছেন যারা শত অন্যায় মুখ বুজে সহ্য করে।তাদেরকে সত্যের পথে সুবোধের পথে থাকতে বলেছেন।আর তারা আপনার সমর্থন পাবে। এমন সৎ মানুষদের অপেক্ষায় আছেন আপনি।

দ্বিতীয় কবিতায় বলেছেন সময় চলে যায়,কিন্তু মানুষের স্বপ্ন,আকাঙ্ক্ষারা বেঁচে থাকে।

তৃতীয় কবিতা আমাদের অস্তিত্বহীনতার বয়ান।আমরা আমাদের অস্তিত্ব নিয়ে শঙ্কায় ভুগি।এজন্য আমরা খুঁজি নিরাপদ আশ্রয়।

চতুর্থ কবিতায় বলেছেন বিষন্নতা ও একাকীত্বের যন্ত্রনার কথা।যা আমাদের স্বাভাবিক বোধকে প্রভাবিত করে।

পঞ্চম কবিতায় প্রথমে এমন কিছু মানুষের কথা বলেছেন যারা মোহের জাল বিস্তার করে মানুষকে আকৃষ্ট করে।আর দ্বিতীয় অংশে এমন মানুষের কথা বলেছেন যাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ন এবং যারা অন্যের হৃদয়ে স্থায়ী আসন গড়তে পারেন।

এই কথাগুলো আপনার কবিতা পড়ে আমার উপলব্ধি। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: এরকম মন্তব্য পড়লে বাআর লিখতে ইচ্ছে করে, মনে হয় এখনও কলমে কালি ফুরিয়ে যায়নি! কুরোশওয়ার মুভি দেখে জাপানি একটা শব্দ শিখেছি Madadayo, যার অর্থ Not yet! আজ সকালে আপনার মন্তব্য পড়ে এই অনুভূতি হল।

ভালোবাসা।

৪| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনি লিখে চলুন।সাথে আছি।ভালোবাসা ও শুভকামনা রইলো। কুরোসাওয়ার কোন মুভিটা দেখলেন? আমি শুধু রশোমন দেখেছি।শেষটা বুঝিনি,মাথার ওপর দিয়ে গেছে।যদিও পরে দেখব আবার।

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রশ্নটা ঘুরিয়ে করুন যে কোন মুভিটা দেখিনি! মুভিখোরদের কাছে কুরোশওয়া এক ভয়ংকর নেশা, একবার শুরু করলে এক টানে দেখে যেতে হয়। রশোমন ওনার একটু কঠিন ছবি, ব্যক্তি মানুষের পর্যবেক্ষন-বয়ানে সত্যের যে ভিন্নতা ঘটে, সেই গল্পের অসাধারণ চিত্রায়ন ঘটেছে এই মুভিতে। কিন্তু আমি মনে করি শুরু করা উচিত ঊনার সহজ সিনেমা দিয়ে, যা শুরু করলে আপনি শেষ না করে উঠতে পারবেন না, এরকম সিনেমা উনার প্রচুর আছে। যেমন Madadayo উনার একটা সহজ ছবি। আপনি আগ্রহী হলে আপনাকে আমি কিছু নাম দিতে পারি। Ikiru দেখতে পারেন, আমার খুব প্রিয়।

ভালোবাসা।

৫| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এটা ঐ Not Yet এর প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম আসলে।অবশ্যই দেখবো। নাম দিলে কৃতজ্ঞ থাকবো।কুরাসাওয়ার ছবি একটা বাদে আর দেখি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.