নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল সুমন

"ঘোড়ার ডিমের খোঁজে নয়, ডিমওয়ালা-ঘোড়ার খোঁজে...

ইকবাল হোসাইন সুমন

আমি ইকবাল সুমন। মাঝে মাঝে টুকটাক লিখা লিখি করি। এছাড়া কোন কিছু করি না।

ইকবাল হোসাইন সুমন › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া সব দিক থেকেই হেরে গেলঃ

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৬

ইন্ডিয়া দেশটা সম্প্রতি ক্রিকেটে অস্ট্রেলীয়ার কাছে হেরে গেছে। ফাইনাল থেকে ছিটকে পড়েছে। এতে বাংলাদেশের দর্শকদের রোষানলে পড়ার কোন কারণই ছিল না।...
কিন্তু দুঃখজনকভাবে এই ইন্ডিয়া বাংলাদেশসহ সারা বিশ্বের ক্রিকেটিয় দেশগুলোর রোষানলে পড়েছে, যেখানে সহানুভুতি পাওয়ার কথা ছিল।

ফেইজবুক সহ সামাজিক মিডিয়াগুলোতে এ নিয়ে ইন্ডিয়ান দর্শকরা ব্যাপক প্রতিক্রিয়া দিয়েছেন এবং বলেছেন, "ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, এতে বাংলাদেশের জ্বলে কেন?"

আসেন আপনাদের বুঝায়ে বলি, কেন বাংলাদেশ সহ বিশ্বের অন্য দেশগুলোর আপনাদের বিরুদ্ধে এত জ্বলে...

১।
১০০ কোটির বেশী জনসংখ্যা নিয়ে আপনাদের দেশ ইন্ডিয়া। কিন্তু সেই অনুপাতে আপনাদের ক্রিকেট টিমে খেলে মাত্র ১১ জন প্লেয়ার। এটা আপনারা মন থেকে কখনোই মেনে নিতে পারেননি। আপনাদের মানসিকতা এই ধরণের যে, ১০০ কোটি জনগনের জন্য আপনাদের ৬০ জন প্লেয়ারকে এক সাথে খেলতে দিতে হবে। আর বাকি দেশগুলোর জন্য ১১ জন প্লেয়ার হলেই চলে!!!

তাই বলি, আপনাদের এই হিটলারি মানসিকতার জন্যই আমাদের জ্বলে।

পুরাই যেন মামার বাড়ির মানসিকতা।!!!

২।
এটা মেনে নিলাম যে, ICC এর ইনকামের বেশীর ভাগ আপনাদের থেকে আসে। তাতে হইছেটা কি?
আপনারা কি এর বিনিময়ে আপনাদের দেশের পন্যগুলোর বিজ্ঞাপন সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন না?
আপনাদের পন্যগুলোর বিক্রয় প্রসার হচ্ছে না?
বিক্রয় বাড়ছে না?

এই বিজ্ঞাপের মাধ্যমে অর্জিত আয় দিয়ে যে ক্রিকেটের আয়জন করা হয়, সে ক্রিকেট দেখে কি আপনাদের বেঙের ছাতার মত জন্ম নেয়া ১০০ কোটি জনগন মজা পায় না?
এন্টারটেইনড হয় না?
তাহলে এত টাকা টাকা করেন কেন্?

আপনারা কি আমাদের মগা পাইছেন?
আমরা কি কিছু বুঝি না?

Listen dear #Indians,
ব্রিটিশরা চলে গেছে বহু আগে। কিন্তু এদের মানসিকতার দোষর হিসেবে রেখে গেছে আপনাদের ২টা জাতিকে।
এর মধ্যে পাকিস্তানিদের আমরা পিটিয়ে দৌড়াইছি। আপনাদের হীনমন্য মানসিকতার সার্থে আমাদের রক্তমাখা অর্জিত সে স্বাধীনতায়ও আপনাদের নিজেদের ক্রেডিট হিসেবে নিতে নোংরামি কম করেননি।
কিন্তু তা কি পেরেছেন?...
পারেন নি।
উল্টো জুতার বাড়ি খেয়েছেন।
দেখেন গিয়ে আপনাদের #Gunday ছবির IMDb রেটিং এখনো 1.9 এ পড়ে আছে। চাইলে আরো কমিয়ে দেব।

পাকিস্তানিরা এখন আর নাই। কিন্তু ২য় ব্রিটিশ মানসিকতার দোষর হিসেবে এখনো রয়ে গেলেন আপনারা।
মনে রাইখেন, হয়ত জনগন বা জায়গা অনুপাতে আমরা আপনাদের তুলনায় ছোট্ট একটা জাতি। কিন্তু মানসিকতায় বিচারে আপনাদের থেকে অনেক বড় একটা জাতি, সেটা অনেক আগেই পরীক্ষিত।
আপনারা আপনাদের নোংরা ছোট মানসিকতার বলি হিসেবে আমাদের ১৬ কোটি মানুষকে কাঁদিয়েন। আমাদের কাছে আমাদের #মাসরাফির এক ফোটা চোখের জল আপনাদের ১০০ কোটি জনগনের জীবনের মূল্য থেকেও অনেক বেশী বড়।

এবং মনে রাইখেন, সেদিন খুব বেশী দূরে নয়, যেদিন আরো অনেক অনেক ক্ষেত্রে আমরাই আপনাদের মডেল হিসেবে থাকব।...

মন্তব্য ১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৮

নহে মিথ্যা বলেছেন: আবার জিজ্ঞায়... B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.