নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল সুমন

"ঘোড়ার ডিমের খোঁজে নয়, ডিমওয়ালা-ঘোড়ার খোঁজে...

ইকবাল হোসাইন সুমন

আমি ইকবাল সুমন। মাঝে মাঝে টুকটাক লিখা লিখি করি। এছাড়া কোন কিছু করি না।

ইকবাল হোসাইন সুমন › বিস্তারিত পোস্টঃ

"মেয়েদের কাপড়" কিংবা "ছেলেদের চরিত্র"

২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

অন্য সবগুলো শব্দ এবং কথা Constant ধরে, শুধুমাত্র "মেয়েদের কাপড়" এবং "ছেলেদের চরিত্র" এই ২টি শব্দকে Variable ধরলে, যে ব্যাপারটা এখানে বলা যায়, তা হল, "মেয়েদের কাপড়" এবং "ছেলেদের চরিত্র" একে অন্যের বিকল্প বা পরিপূরক হাওয়া সমীচীন না।
এ ২ টো শব্দ থাকবে পাশাপাশি। তাহলে আর কোন সমস্যা থাকার কথা না।...

আমাদের গোড়াতেই সমস্যা, এ সমস্যার পিছনে আমাদের সমাজের ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্যাইক-হোল্ডার দায়ী।

মানুষের অপরাধ প্রবণতা হল প্রকৃতিগত।এটা কন্ট্রোল করা আর না করার মধ্য দিয়েই মানুষ এবং অমানুষ দুটি ভাগে ভাগ হয়ে যায়।
আমরা আমাদের শালীনতার ব্যাপারে আমাদের ছেলে-মেয়ে, ভাই-বোন বা কাছের মানুষদের কতটুকো উৎসাহিত করছি বা কিভাবে উৎসাহিত করছি?
পদ্ধতিগত কোন ভুল আছে কিনা?
এখনি পর্যবেক্ষণ করতে হবে। নতুবা আগামী হাজার কোটি বছরেও আমাদের মানসিকতার পরিবর্তন হবে না।
এভাবেই চলবে।....



অনেকে বলে মানসিকতার পরিবর্তন করতে হবে।
মানসিকতার পরিবর্তন কি বললেই হল!!!
মানসিকতা হল মানুষের মনুষ্যত্বের সর্বচ্ছো আউট-পুট।
বললে তো একটা কথা খুব খারাপ শুনাবে, তাও একটু করে বলি, আমাদের সমস্যা হল, আমরা আমাদের নোংরা মানসিকতার পরিচায়ক হিসেবে, যেখানে যা দিয়ে সুবিধা পাওয়া যাবে সেটা ব্যবহার করি (ছেলে এবং মেয়ে ২ জনের ক্ষেতেই) । কখনো আমরা মানসিক এবং শারীরিক বেহায়াপনা প্রকাশ করতে ভাল লাগে,
আবার ধর্মীয় লেবাস ধরতে ভাল লাগে। ঘরের বউ, বোন এবং মাকে বোরখা পরিয়ে রাখতে পছন্দ করি। আর বাহিরে এসেই, অন্য সব মেয়েমানুষকে লালসার পাত্রী হিসেবে ভাবতে পছন্দ করি।

আমার কথা হচ্ছে, এ ২ টি ব্যাপার যদি একসাথে চলে তাহলে এ সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। এটা থাকবেই। কোন বাপের বেটা বেটি এটা বন্ধ করতে পারবে না।
এখন আমাদের এখান থেকে যে কোন একটা ব্যাপার বেচে নিতে হবে।
হয় নোংরামি নতুবা ধর্মীয় অনুশাসন।

তাহলে কোন একটা সময় এসে এটার একটা সাম্য অবস্থা ফিরে আসবে।

হয়তো সৌদিআরব এর মত ধর্মীয় অনুশাসন মেনে নেয়া কোন দেশ হবে, নতুবা পশ্চাতের কোন একটা সভ্য দেশের মত হবে। কারণ তারা নোংরামি করতে করতে কোন একটা সময় সাম্য অবস্থায় পৌঁছেছে।...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪০

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: লিখেছেন ভালো।

যারা বলে মেয়েরা খারাপ ড্রেস পরলে তারা আর নিজেদের কন্ট্রোল করতে পারে না, তারা পশ্চিমা দেশে থাকলে কি করতো?

প্রত্যেক দিন তিন চারটি ধর্ষণ করতো?

নাকি এই সমস্যা শুধু বাংলাদেশি মুসলিমদের??

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯

ইকবাল হোসাইন সুমন বলেছেন: ঐ যে বললাম ভাই, পশ্চিমারা নোংরামি করতে করতে এখন তাদের মনে এই সব নোংরামি আসে না, কারণ তারা তো চাইলেই সব পায়। তাহলে জোর করে ধর্ষণ করতে হবে কেন? তাদের ওখানে সব করার স্বাধীনতা আছে, আমাদের এখানে বলা হয়, এই নোংরামি করতে পারবা কিন্তু ঐ নোংরামি করতে পারবা না। সমস্যা তো এখানেই।

সব কিছু করা স্বাধীন করে দেন। নতুবা সব কিছু করা বন্ধ করে দেন।

নতুবা এই সমস্যা লেগেই থাকবে।

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মেয়েদের পোষাকের দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের দৃষ্টি সংযত করা উচিত।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩

ইকবাল হোসাইন সুমন বলেছেন: আরে ভাই, আপনি তো পুরানা প্যাঁচাল পারলেন। আমি কইলাম কি । আপনি বুঝলেন কি?।

"মেয়েদের পোশাক" কিংবা "ছেলেদের চরিত্র" একটার আগে বা পিচে অন্যটারে দিয়েন না। তাহলে এই পুরাতন কাশন্দি টাইফ সমস্যাটা জীবনেও সমাধান হবে না।

আমাদের সমস্যা হল, আমরা চিন্তা করি, "একটা ঘটিবার সাপেক্ষে অন্যটা ঘটিবে"।

তাহলেই বরবাদ।

২ টি সমস্যা কে পাশা পাশি রেখে চিন্তা করা উচি.।।

আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ.।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৩

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: আমরা বেশীরভাগ বাঙালি মুসলমান হলো তেনো পেচানো মুসলমান, না পারি পশ্চিমাদের মতো ন্যাংটা হতে না পারি পর্দা করতে।
তাই আমাদের যতো সমস্যা।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫

ইকবাল হোসাইন সুমন বলেছেন: ধন্যবাদ ব্র, আপনি আমার ত্যানা প্যাঁচানো কথার সারমর্মটাই বলে দিলেন।
আবার ধন্যবাদ আপনাকে.।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কথা হচ্ছে, এ ২ টি ব্যাপার যদি একসাথে চলে তাহলে এ সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। এটা থাকবেই। কোন বাপের বেটা বেটি এটা বন্ধ করতে পারবে না।
এখন আমাদের এখান থেকে যে কোন একটা ব্যাপার বেচে নিতে হবে।
হয় নোংরামি নতুবা ধর্মীয় অনুশাসন

আমার আগের মন্তব্যে আমি এই কথাগুলোর জিস্ট বলেছিলাম। আমার মন্তব্য পুরান প্যাচাল হইলে আপনার লেখাটা কি? মন্তব্যের প্রতিউত্তরে সম্মান প্রদর্শন শেখেন তারপর সমাজ নিয়ে কথা বলা ভালো। আপনি অনেক বুঝদার মানুষ। আমি কম বুঝদার। আশা করি বুঝাইতে পারছি। না হললেও সমস্যা নাই। আপনি বুইঝা নেবেন আশা করি। কারণ আপনি বুঝদার আফটার অল।

ভালো থাকবেন।

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:১৬

ইকবাল হোসাইন সুমন বলেছেন: ব্রো, সরি, আমার কথাটা এভাবে বলা উচিৎ হয়নি.।।

৫| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: it's ok_______

০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪১

ইকবাল হোসাইন সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.