নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

রাত্রী নিশিথে

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

রাত্রী নিশিথে শয়ণে স্বপনে
আলু-থালু চুলের ঘ্রাণে
অগোছালো বিছানার চাদর।
প্রথমো মিলনের তীব্র যাতনা
সূখের পরশে হৃদয় বিহবল
ক্লান্ত দেহ প্রশান্ত মন
কিছুক্ষণ আরও কিছুক্ষণ।
আমার হয়ে যাও
আর আমি হই তোমার অনন্তকালের
অনন্ত তৃষা বক্ষে আমার
খুদার্ত আমার মন ।
লালায়িত তোমার উষ্ন ছোয়ার
আঙুলে আঙুলে মিলন
ঠোঁটে মধুর খেলা
কোমরে যুদ্ধ সজ্জা ।
...........................
চির প্রতিক্ষিত প্রথম যুদ্ধ শেষ
এখন থেকে তোমাতে আমাতে
প্রতিদিনই যুদ্ধ হবে হয়তো
ভাল থেকো হে প্রিয় মোর
ভাল থেকো চিরকাল.......

লেখা : ২৯/১০/২০১৪


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সরদার হারুন বলেছেন: "রাত্রী নিশিথে "

নিশি এবং রাত্রী তো একই অর্থ ।

যা হোক রাতের প্রথম মিলনের সুখময় আবেগে আদনান সাব কবিতায়

দাড়ি,কমা দিতেও ভুলে গেছেন ।তাঁর প্রথম মিলনের অনুভুতি আবহমান কাল

হতেই প্রত্যেক প্রানীর মধ্যে বিরাজমান । তাই তাকে নতুন কিছু নিয়ে লেখার

সুযোগ দিয়ে চলে যাচ্ছি।

ভাল থাকুন ।ধন্যবাদ ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪

মায়াময় বলেছেন: প্রিয় ভাই আমার, আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
”পানি ও জলের ব্যবস্হা রাখবেন “ এই কথার যে অর্থ আমার ”রাত্রী নিশিথে” কথারও একই অর্থ। যদিও পানি ও জল একই অর্থ বহন করে, তাহলে পানি ও জল বলার অর্থ কি ! আর কোন কোন জায়গায় দাড়ি,কমা হওয়া বাঞ্চনিয় ছিলো বল্লে কৃতজ্ঞ হব।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।

শুভেচ্ছা :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮

মায়াময় বলেছেন: ভাই....এই লাইনে আমি নতুন। এখনো দাড়াতেই শিখিনি, হাটা বা দৌড়ানো তো অনেক পরের কথা। আপনার দেয়া উৎসাহ আমাকে কৃতজ্ঞ করেছে। ভাল থাকবেন সব সময়। আপনার প্রতি অনেক শুভ কামনা রইলো।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৬

সরদার হারুন বলেছেন: ভাবের উপর হতে পারে । যেমন

"নিশীরাত বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাশিঁ বাজে বাতাসে"

এখানে নিশী ব্যবহার করা হয়েছে Adjective হিসেবে ।

আবার পানিয় জল অর্থ যে জল পান করা যায় । এখানেও তাই ।
আমি দোষের বলিনি ।
বাক্য যেখানে শেষ করেছেন সে খানে দাড়ি দিবেন না ?
আপনি নিজে পড়ে একটু ভবিলেই বুঝতে পারবেন ।
চেষ্টা করুন ভাল করবেন ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩

মায়াময় বলেছেন: ধন্যবাদ ভাই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.