নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

কদম ফুল নেবার মত কেউ নেই, তাই বলে কি বৃষ্টিতে ভেজা বন্ধ থাকবে !!

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

সময় দুপুর বারোটা বা তার কিছু বেশি। আমি হাঁটছি অন্যমনস্ক হাঁটা,পিপিলিকা টাইপের হাঁটা। আমার চারপাশ জুড়েই প্রচুর মানুষ হাঁটছেন। হয়তো তাদের গন্তব্যে যাবার ব্যাপক তারণা আছে। আমার নেই, তাই আমি পিপিলিকা টাইপের হাঁটাই হাঁটছি। হটাৎ মুষলধারে বৃষ্টি শুরু হল। চার-পাশের লোকজন যে যার মত নিরাপদ আশ্রয়ে ছুটলো। আমি পিপিলিকা টাইপের হাঁটাই হাঁটতে থাকলাম। বৃষ্টিতে ভিজছিলাম আর ভাবছিলাম, এই দিনটি বা এই মূহুর্তটি কতই না সূন্দর যা আর কোনদিনও আমার জীবনে ফিরে আসবে না,বা কারো জীবনেই ফিরে আসবে না। মৃত্যুর পূর্বে জীবনে কত সূন্দর মূহুর্তই না আসে যখন পাশে কেউ থাকে না। অথচ তারা থাকলে জীবণটা আরো কত সুন্দর কত অনুভূতিপূর্ণ হত, ভাবাই যায় না !! কদম ফুল নেবার মত কেউ নেই, তাই বলে কি বৃষ্টিতে ভেজা বন্ধ থাকবে !!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯

এম. আরাফাত মাহমুদ বলেছেন: ভালো লিখেছেন। এটা সত্য হারানো দিন আর ফিরে আসে না

২| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

জীবণে < জীবনে
সূন্দর < সুন্দর

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

মায়াময় বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.