নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

ব্যাক্তিগত কথাকাব্য (The inferiority complex)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

১.

এসেছিলাম হঠাৎ করে বন্ধু

একটু কথা বলতে।

চলেও যাব!







২.

মাঝরাতে ভয় হয়

স্বপ্ন নয়, ঘুম নয়, আঁধার নয়,

মাঝরাতে কেউ নেই পাশে বিছানায়







৩.

মেয়েটি দেখতে ভালো

ভালো ওর সুন্দর মুখখানা

- কালো চুল

- চোখ

- চোখের চাহনি

- হাসি

- মাপামাপা দু'টি হাত



- এমনকি ওর পাশে বসা ছেলেটিও











৪.

কথা ছিল একদিন বন্ধু,

সেই "দিন"টি আজো শেষ হল না









৫.

সমুদ্রে যাব

বনে যাব

দূর পাহাড়ে যাব

নদীর পাড়ে যাব

সেন্ট-মার্টিন যাব....



কেউ নিবি?







৬.

ঘুম আসে ঘিম যায়

দিন আসে দিন যায়

বন্ধু, তুই শালা ফোন দিলি না!







৭.

বন্ধু তোর বাসায় আসব

কোন সমস্যা নেই তো?

কেউ কিছু মনে করবে না তো?

সব ঠিক তো?

কোন ঝামেলা নেই তো?

তুই ফ্রি আছিস তো?



বন্ধু, তুই বিরক্ত হবি না তো?









৮.

নিজের স্বভাবে নিজেই নষ্ট হই

কাছের মানুষদের ঠেলে দেই দূরে

আমার কাছে আর কেউ নেই

স্বপ্ন নেই

গান নেই

রাতজাগা নেই

সেলফোনে কোন ম্যাসেজ নাই







৯.

মাঝে মাঝে পৃথিবীটা ছোট হয়ে আসে

বিষন্নতা ভর করে ভরদুপুরে

ইচ্ছেগুলো মিলিয়ে যায়

মন যেতে চায় নির্বাসনে



তারপর একটা সময় টের পাই

এখন hi বলতেও অনেক দেরী হয়ে গেছে...









১০.

বেহাল চৌরাস্তায় মৃত্যু হলেই ভালো

কেউ অন্তত আহা-উহু করবে







১১.

দিন শেষে সবাই একা

কেউ কেউ দিনের শুরুতেই একা!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

আমিনুর রহমান বলেছেন:



অনু কবিতায় ভালো লাগা রইল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮

ফা হিম বলেছেন: ধন্যবাদ ভালো লাগায়

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬

ইমিনা বলেছেন: সবগুলো অণুকাব্য দারুন লাগলো।
এক একটার এক এক রকম ভালোলাগা তবে সবার শেষটা বেশি সুন্দর, বেশি রকম সত্য :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

ফা হিম বলেছেন: হুম্‌... শেষেরটা আমারও ভালো লাগে।

ধন্যবাদ ইমিনা।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: কয়েকটি ভাল লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

ফা হিম বলেছেন: যাক তবু ভালো লাগল। ব্লগে আসা হয় না নিয়মিত, প্রিয় ব্লগারদের মিস করি।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

কলমের কালি শেষ বলেছেন: দিন শেষে সবাই একা
কেউ কেউ দিনের শুরুতেই একা!

কথা সত্য ।

কবিতায় ভালোলাগা রইল ।...:)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮

ফা হিম বলেছেন: ঐটা আমার নিজেরও ভালো লাগছে। তাই সবার শেষে দিলাম।
কলমের কালি শেষ হলেও কি- বোর্ড আছে, তাই না ;)

ধন্যবাদ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৯

ফা হিম বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

মামুন রশিদ বলেছেন: বাহ, খুব সুন্দর ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

ফা হিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: অল্প শব্দে বেশি বলতে দক্ষ লেখার হাত লাগে। আপনার তা আছে। প্রিয়তে নিলাম।

শুভেচ্ছা রইল অনেক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

ফা হিম বলেছেন: কি যে বলব খুজে পাচ্ছি না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.