নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

ভাঙ্গন আর রাত্রির কবিতা

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

ভাঙ্গন
দেয়ালের শুকনো ফাটলে
তেলাপোকা দম্পতির নির্বিঘ্ন বসতি
কোথাও জমে আছে কফ-থুতু
এ যুগের জমাটবদ্ধ ঘৃণার প্রতিকৃতি-রূপে

ডায়াসে দাঁড়ানো বক্তার কথা শুনছে কেউ?
কিংবা বক্তা নিজে?
নাকি সবাই অপেক্ষায় আচানক কিছু ভেঙ্গে পরার?
সিগারেটের ধোয়ায় উড়ছে নোংরা ফিলোসফি
মুড়িওয়ালার মুড়ি পরে গেছে ঘাসের উপর হঠাৎ
কালো কাক অপেক্ষায় কখন
গাড়ির চাকায় মারা পরে কুকুর -ছানা

একটি গৃহযুদ্ধের আশায় বৃদ্ধ হল সে
ইন্ডাস্ট্রির ধোয়া বের হয়ে চলেছেই
নষ্ট ইঞ্জিন ফেটে মানুষ মরল কই আর?
জন্মহার ছাড়াই বাড়ছে মানুষ শহরে




ইনসম্‌নিয়া
কাল রাত্রি ছিল অসহায়
অলীক স্বপ্নে ঘাম ঝরে
আঁধারের কালো পর্দা সরায় না-পাওয়া
আর বোকা চাঁদটা লুকাতে চায় দুষ্ট শিশুর মত

মানুষের ভাবনাগুলো মাঝরাতে গলাটিপে মারতে চায়
মানুষের অমোঘ নিয়তি গ্রাস করে রূপালী চাঁদ
দীর্ঘশ্বাসে জমে শ্বাসকষ্ট
নিঠুর নিস্তব্ধতায় ভাঙ্গে স্বপ্নটা
কালো আঁধার বোঝায় সত্যের রূপ

বয়স বেড়েছে বলে তারাগুলো সব ম্লান
জেগে থাকা একাকি সারারাত
শিয়রে ঘুমন্তের ভৌতিক নিঃশ্বাস

শেষরাত্রির নীলিমা তবু কড়া নাড়ে
সকল ছায়ার মৃত্যু হয় দেয়ালে
ভাবনারা মুক্তি পায়




==================================================================

*** আজকে হঠাৎ খেলায় করে দেখলাম "সেফ" হইছি। কবে সেফ করা হইছে জানি না, ব্লগে কম আসা হয়। তবে মনটা কেমন ফুরফুরা লাগতাছে। ***

মন্তব্য ২৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: বয়স বেড়েছে বলে তারাগুলো সব ম্লান
জেগে থাকা একাকি সারারাত
শিয়রে ঘুমন্তের ভৌতিক নিঃশ্বাস

দু'টোই সুন্দর।

১ম +।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯

ফা হিম বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য।

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

মামুন রশিদ বলেছেন: গভীর, দুটো কবিতাই ।


সেফ মোবারক !:#P

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

ফা হিম বলেছেন: B-) ধন্যবাদ মামুন ভাই

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

কলমের কালি শেষ বলেছেন: গভীর ভাবনার কবিতাযুগল । +++

অভিনন্দন- সেইফ মুবারক !! ;)

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ফা হিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বেশ ভাবনাময় ৷ ভাল লিখেছেন ৷

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ফা হিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২৫

কাফী হাসান বলেছেন: কবিতা দুটি ভালো লাগলো । গভীর ভাবপূর্ণ চিন্তার প্রকাশ ।

শুভ কামনা রইল ।

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ফা হিম বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা আপনাকেও

৬| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো ++++++++্

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ফা হিম বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য

৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর কবিতা!

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ফা হিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৮| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ২টাই ভালো লাগলো ভ্রাতা +

শুভেচ্ছা :)

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ফা হিম বলেছেন: আপনাকে ডাবল ডাবল ধইন্ন্যা পাতা

৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

শুঁটকি মাছ বলেছেন: ভাল হৈছে!!!! :)

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ফা হিম বলেছেন: আপনার মন্তব্য পেয়েও ভালা লাগছে

১০| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

অন্ধবিন্দু বলেছেন:
ফা হিম,
ভাঙ্গন লেগেছে, দম্পতি থেকে মুড়িওয়ালা সব ভেঙ্গে পড়ছে। ওদিকে দেয়ালের শুকনো ফাটলে ভাবনাদের জন্ম হলে একটু হলেও রেহাই পেলুম হয়তো।

ভালো থাকা হোক।

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ফা হিম বলেছেন: :) :)

আর কি বলব। ভালো লাগল এমন মন্তব্য পেয়ে

১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো দুটোই।

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ফা হিম বলেছেন: ধন্যবাদ হামা ভাই

১২| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

লেখোয়াড় বলেছেন:
দারুন লেখা।
++++++++++++

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ফা হিম বলেছেন: ধন্যবাদ মন্তব্য ও প্লাসে।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: কবিতা দুটোই ভালো লাগলো
+

১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

ফা হিম বলেছেন: ধন্যবাদ আপু

১৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: দুটোই ভাল হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

ফা হিম বলেছেন: ধন্যবাদ

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০

রুমি৯৯ বলেছেন: শেষরাত্রির নীলিমা তবু কড়া নাড়ে
সকল ছায়ার মৃত্যু হয় দেয়ালে
ভাবনারা মুক্তি পায়
অসাধারণ লিখেছেন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.