নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

মানব-দানব এবং ইট-পাটকেল থিউরি (অনুগল্প)

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

মানুষ কখনো দানব হয় না, বরং আমাদের ভয়গুলিই কিছু মানুষকে দানবে পরিণত করে।

যেমন আমার কথাই ধরেন, আমি বড় নিরীহ একজন মানুষ। কিন্তু সময়ে সময়ে আমিও দানব হইয়া যাই, যখন অপারেশনে যাওয়া দরকার হয়। হ্যা, অপারেশন — মানে বাস পুরানো আর কি!

আজকেও আমার একটা অপারেশন আছে। সাকসেস হইলে ভালোই টাকা পয়সা পামু। তো নির্দিষ্ট জায়গায় আমরা ব্যাগ ভর্তি ককটেল আর পেট্রল বোমা নিয়া রেডি হইলাম। দুইজনকে দুই দিকে পাঠাইয়া দেয়া হইল পুলিশ আসে কি না পাহারা দেয়ার জন্য। শালারা বড় ঝামেলা করে।

ঐ দূরে একটা বাস আসে দেখা যায়, এখনই সুযোগ। আমরা ককটেল রেডি করলাম, পেট্রল বোমায় আগুন ধরাইলাম। বাস কাছে আসতেই দুইজন গিয়া হাতের ইশায়ায় বাস থামাইলো। আমরা হুমকি দিলাম, – “বাস থেইকা নাম, নাইলে বোমা মারমু কইলাম…” নামলে নামুক, নাইলে আগুনে পুইড়া মরুক, আমার কি? হাতে সময় নাই, এখনি বোম মারতে হবে।

কিন্তু হায়, ঘটনা দেখি উলটা হইয়া গেল!!

দেখি কেউ তো নামলই না, বরং বাস থেইকা ইট আর পাথর উইড়া আসতে শুরু করল। আমরা চাইয়া দেখি, খালি হ্যালপার আর কন্ডাক্টর না, যেই যাত্রীগুলারে এতক্ষণ নিরীহ গোবেচারা মনে হইছিল, তারা সব দানব হইয়া গেছে। দানব হইয়া আমাদের দিকে ইট-পাথর মারা শুরু করছে।

এই অবস্থায় এক মুহুর্ত টিকাও সম্ভব না। আমাদের হাত থেইকা ককটেল আর বোমা ছিটকাইয়া পইরা গেল। আমরা পিছাইয়া গেলাম। আর এই অবসরে বাসটা সাই কইরা চইলা গেল। আর আমরা তো আহাম্মক হইয়া রইলাম, আজকে টাকা পাই কি না কে জানে!!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১

নিলু বলেছেন: ভালো লাগলো , লিখে যান

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

ফা হিম বলেছেন: লিখতেই আছি। দোয়া করবেন যেন আরো লিখতে পারি।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: এমন যদি হতো!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

ফা হিম বলেছেন: যদি হত :|

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্যাগে করে ইট নিয়ে উঠবো বাসে এখন থেকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

ফা হিম বলেছেন: হুম, কিছুই করার নাই। এখন আমাদেরও ফাইট-ব্যাক করতে হবে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লিখেছেন।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

মানুষ কখনো দানব হয় না, বরং আমাদের ভয়গুলিই কিছু মানুষকে দানবে পরিণত করে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

ফা হিম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.