নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরানন

কিছু কথা থাকনা গোপন..... https://www.facebook.com/imran.hossain.aamir

ইমরানন › বিস্তারিত পোস্টঃ

Once Upon a Time in the West- সার্জিও লিওনের সিনেমা...

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭





ওয়েস্টার্ন সিনেমা খুব একটা দেখা হয় না, এইটা ভেবে-ই বেশ উপলক্ষ্যের সহিত দেখে ফেললাম সার্জিও লিওনের টাইম ট্রিলজীর সেরা নির্মাণটি ।
There were three men in her life. One to take her... one to love her... and one to kill her. এই ছিলো মুভির ট্যাগলাইন...
কাহিনী আবর্তিত হয়, ব্রিটের জমির উপর রেললাইন বসানোকে কেন্দ্র করে... ব্রিটের জমির একটা বিশেষত্ব হলো, সে যেখানে বাস করে সেখানে মিষ্টিপানি পাওয়া যায়... মরুভূমির মত একটি অঞ্চলে পানির খোজ পাওয়া-ই যেখানে কষ্টকর ব্যাপার সেখানে ব্রিটের জমিতে মিষ্টিপানি পাওয়া যায়... স্বাভাবিক দৃষ্টিকোন থেকে বলা যায়, ব্রিট এই জমি কিছুতে-ই ছাড়বে নাহ... এইদিকে আবার মর্টন এই ব্যাপারটি জানতে পারে সে, ফ্রেঙ্ক নামে এক কিলারকে ভাড়া করে ব্যাপারটি দেখার জন্য... ফ্রেঙ্ক, ব্রিটের কাছে যায় এবং কোনো রকম আপোষ ছাড়া ব্রিট সহ তার পরিবারের সবাইকে মেরে ফলে... এটি আবার দেখে ফেলে রহস্যময় একজন হারমোনিক(Charles Bronson)... ফ্রেঙ্ক মনে করে ব্রিটের পরিবারের সবাইকে মেরে ফেলার ফলে এখন আর এই জমির কোনো মালিক নেই... কিন্তু ঘটনা মোড় নেয় যখন ব্রিটের স্ত্রী New Orleans থেকে ব্রিটের কাছে এসে পড়ে... এবং যখন সে জানতে পারে তার স্বামী আর সন্তানকে কেউ মেরে ফেলেছে, তখন সে মরিয়া হয়ে উঠে প্রতিশোধ নেয়ার জন্য... এরপর কাহিনী আরো জটিল হতে থাকে যখন ফ্রেঙ্কের সাথে ব্রিটের স্ত্রীর সম্পর্কে গড়ে উঠে... ঐদিকে আবার সেই হারমোনিক, যে কি না ফ্রেঙ্ককে খুন করতে দেখে ফেলে সে চলে আসে ব্রিটের স্ত্রীকে সাহায্য করতে... আরো জটিল কাহিনী আছে... ফ্রেঙ্ক আর ঐ হারমোনিকের মধ্যে... জাস্ট "সেটে" থাকুন
এটি Sergio Leone এর অন্যতম মাস্টারপিস... অতি সূক্ষ্মতার সাথে তিনি পরিচালিত করেন মুভিটি... পরিচালনায় কোনো প্রকার খুত রাখেননি... অসাধারন ডিরেকশন, মুভির স্ক্রিনপ্লেও তিনি লিখেছেন... ওয়েস্টার্ন মুভির স্ক্রিনপ্লে যত মাথা নষ্ট হবে মুভিও তত মাথা নষ্ট হবে... ঠিক তেমনি এই মুভিরও স্ক্রিনপ্লে খুব-ই চমৎকার হয়েছে... সিনেমেট্রোগ্রাফির কথা যতো বলা যায় তত-ই কম মনে হবে... স্পেশালী ক্লোজ শট গুলো সুনিপূন ভাবে চিত্রায়িত হয়েছে...
এবার বলবো ওয়েস্টার্ন মুভির মাইট্রোকন্ডিয়া নিয়ে... ওয়েস্টার্ন মুভির মাইট্রোকন্ডিয়া হলো, মুভির কাস্টিং আর কস্টিউম... এই ২টা ব্যাপার একটু এদিক-সেদিক হলে ওয়েস্টার্নের আসল মজা পাওয়া সম্ভব নাহ... এই মুভি্তে সেই সুযোগ দেয়া হইনি... কাস্টিং ডিরেক্টর অত্যন্ত বিচক্ষনতার সহিত পারফেক্ট অভিনেতা/অভিনেত্রী-দের কে-ই কাস্ট করেছেন... কাস্টিংয়ের ব্যাপারে প্রতিটি চরিত্রে সমান জোর দেয়া হয়েছে... হোক সেটা লিড রোল অথবা কোনো সাধারণ চরিত্র... এরজন্য সবার অভিনয় জঘন্য রকম ভালো হয়েছে... স্পেশালী Henry Fonda আর Charles Bronson... তারা ২জন-ই মারাত্মক অভিনয় করেছেন... তাদের হাটার স্টাইল, ডায়ালগ থ্রোয়িং আর ভাব-ভঙ্গি দেখে চোখের পলক ফালাতে মন চাইছিলো নাহ... আর নায়িকার ব্যাপারে কিছু বলার নাই... ওয়েস্টার্ন মুভিতে এই রকম নায়িকা আশা করি নাই...
আর সব অভিনেতাদের অভিনয়কে আরো এক লেভেল বাড়িয়ে দিয়েছেন মুভির কস্টিউম ডিজাইনার... মোটামুটি যারা লিড রোলে ছিলেন তাদের প্রত্যেকের গেট-আপ ছিলো ইউনিক... প্রত্যেকে চরিত্রের সাথে তাদের কস্টিউম ছিলো "খাপে-খাপ"...
মুভিতে তেমন ব্যাকগ্রাউন্ডের কারুকাজ দেয়া যায়নি... কিন্তু কিছু জায়গায় মনে হচ্ছিলো ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হইতো...
ডায়ালগও খুব ভালো ছিলো, মজার কিছু ডায়ালগ ছিলো
মুভিটা দেখার সময়-ই ভাবছিলাম, বলিউডের "সোলে" মুভি এই মুভি থেকে ইন্সপায়ারড... পরে খোজ নিয়ে জানতে পারি, ঘটনা সত্য...
অনেকের-ই হয়ত আমার মতো ওয়েস্টার্ন মুভির প্রতি এলার্জি আছে, কিন্তু এই মুভি কেন জানি আমার মনে হয় এন্টি-এলার্জি হিসেবে কাজ করবে... মুভিটা শুরুতে একটু স্লো মনে হবে কিন্তু পরে স্বাভাবিক মনে হবে... মুভিটা শেষ করে একটা কথা-ই বলবেন অস্থির মুভি(যদি মুভিটা ভালো লাগে)
IMDb Rating : 8.7/10
My Rating : 8/10

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯

ফয়েজুল হাসান বলেছেন: ব্লগার মানুষ এটা আপনি কি করলেন? লেখকের প্রানবন্ত ছবির বর্ননার আমেজটাই নষ্ট করে দিলেন। ধন্যবাদ ইমরানন ভাই।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

ইমরানন বলেছেন: কিভাবে আমেজ নষ্ট হইলো ভাই ?? একটু ধরায়া দেন

২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১১

সাদী ফেরদৌস বলেছেন: অনেক আগে দেখা , অসাধারণ একটা মুভি । নায়িকাটা সেই জোশ , তার বর্তমান চেহারা দেখে খুব হতাশ হলাম ।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

সুমন কর বলেছেন: অনেক আগে দেখেছিলাম। ভালো মুভি।

রিভিউ পড়ে আবার মনে পড়ল। ধন্যবাদ।

৪| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

ফয়েজুল হাসান বলেছেন: যে কারণে আমেজ নষ্ট হইছে সে মন্তব্য মুছে ফেলা হয়েছে ইতিমধ্যে। জব্বর একখান লেখা পড়ার পর ব্লগার মানুষের সংগতিহীন মন্তব্য হতাশ করেছিল।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

ইমরানন বলেছেন: আবাল ছাড়া জাতি অচলরে ভাই, উনারা আছেন বলে লেখার অনুপ্রেরণা পাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.