নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরানন

কিছু কথা থাকনা গোপন..... https://www.facebook.com/imran.hossain.aamir

ইমরানন › বিস্তারিত পোস্টঃ

Shutter Island- ডেনিশ লেহান- স্কোরসেজি-লিও এন্ড আ মাস্টারপিস

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮




Director: Martin Scorsese


মার্টিন স্কোরসিসের সব'চে আলোচিত মুভির লিস্টে এই মুভির নাম প্রথম দিকে-ই রয়েছে, এমন কি হলিউডে সেরা সাইকোলজিক্যাল মুভির লিস্টেও এই মুভির নাম পাওয়া যায়... মুভিটি সর্বপ্রথম ডেভিড ফিঞ্চারের ডিরেক্ট করার কথা ছিলো
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইউ.এস মার্শাল টেডি ডেনিয়ালস ইনভেস্টিগেশনের জন্য শাটার আইল্যান্ড নামে এক দ্বীপে আসেন, এখানে অ্যাশক্লিফ নামক একটি মানসিক হাসপাতাল থেকে একজন রোগী পালিয়ে গেছে... সেই নিখোজ রোগীকে খুজে বের করতে টেডি এখানে আসেন , টেডির এই দ্বীপে আসার আরেকটি কারণ হচ্ছে তার স্ত্রীর খুনীকে খুজে বের করা... এরপর ধীরে ধীরে তদন্ত চলতে থাকে... কিন্তু টেডির ধারণা সে যতো এই কেসের গভীরে যাচ্ছে তত-ই কেমন জানি পূর্ব-পরিকল্পিত কোনো ষড়যন্ত্রে আটকে পড়ছে... সবকিছু তার কাছে কেমন জানি রহস্যময় লাগছে... সবাই তাকে কোনো গভীর ফাদে ফেলার চেষ্টা করছে, এক সময় হ্যালুসিনেশনের চরম মাত্রায় পৌছে যান টেডি... শাটার আইল্যান্ড থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন... কিন্তু এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব... এখন টেডি কিভাবে এই ষড়যন্ত্রে শিকল ভেঙ্গে শাটার আইল্যান্ড থেকে বের হবে...!!!!
মুভিটি মার্টিন স্কোরসিসের সেরা মুভি না হলেও ডেনিস লেহানের সেরা মুভি এবং ডিক্যাপ্রিও এর সেরা পারফরমেন্স এই মুভিতে-ই দেখা গেছে ... too good স্টোরি & স্ক্রিনপ্লে... আ প্যাকেজ অফ মিস্ট্রি-থ্রিলার & সাসপেন্স... লিও ছাড়াও অসাধারণ অভিনয় করেছেন মার্ক রাফালো আর বেন কিংসলে...
স্পয়লার এলার্ট...
অনেকের কাছে-ই হয়তো মুভির এন্ডিং ক্লিয়ার না... মুভির এন্ডিং এমন ভাবে হয়েছে যা অডিয়েন্সের মনে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি করেছে... কারো প্রশ্ন টেডি কি শেষে মারা যায়...?? আবার কারো প্রশ্ন টেডি কি আগে পাগল ছিলো নাকি এসে পাগল হয়েছে... প্রথম প্রশ্নের উৎপত্তি হয়েছে মূলত টেডির শেষ ডায়ালগের জন্য আর দ্বিতীয় প্রশ্নের কারণ হচ্ছে পুরো মুভিতে টেডি অস্বাভাবিক কার্যকলাপ...
শাটার আইল্যান্ড মূলত একটি মাল্টি ভিউয়িং মুভি... যেখানে পরিচালক অডিয়েন্সের উপর মুভির এন্ডিং ছেড়ে দেন, তারা যেভাবে ইচ্ছা সেভাবে এন্ডিং সাজিয়ে নিবে... অনেকে অনেক ভাবে এন্ডিং সাজিয়েছেন কিন্তু আমার কাছে যা মনে হয়েছে তা হলো, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে, টেডি আগে-ই মানসিক রোগী ছিলো, আর তার মানসিক রোগি হওয়ার পেছনে দায়ী তার স্ত্রী... তার স্ত্রী ছিলো মানসিক রোগী, সে তার তিন সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে... টেডি যখন জানতে পারে তার স্ত্রী সন্তানদের হত্যা করেছে তখন সেও তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে এবং মানসিক রোগী হয়ে পড়ে... আর হসপিটালের পলাতক ৬৭ নাম্বার রোগি টেডি নিজে-ই... হসপিটাল থেকে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় ডাক্তার শিহানের কাছে যিনি টেডির কাছে "চাক আউল" নামে পরিচিত... পুরো ব্যাপারটা-ই হসপিটাল কর্তৃপক্ষের সাজানো... আর এই মাস্টারপ্ল্যানার হচ্ছেন Dr. Cawley... গুহার মধ্যে ডাক্তার সোলান্ডোর সাথে দেখা হওয়া, পাহাড় থেকে ডাক্তার শিহানের পড়ে যাওয়া সব-ই ছিলো পূর্ব-পরিকল্পিত ফাদ... কিছু কিছু ক্ষেত্রে টেডির হ্যালুসিনেশন কাজ করেছে...
আর টেডি ডেনিয়ালস বলতে আসলে কেউ নেই... টেডির আসল নাম এন্ড্রু লেডিস... মানসিক রোগী হওয়ার পর সে নিজেকে একজন ইউ.এস মার্শাল মনে করে এবং যার নাম "টেডি ডে্নিয়ালস"...
এন্ডিং ডায়ালগটি ছিলো-Which would be worse - to live as a monster, or to die as a good man?
এই ডায়ালগের মাধ্যমে বোঝা যায় যে টেডি সুস্থ হয়ে গেছে এবং এও বুঝতে পেরেছে যে সে তার স্ত্রীকে খুন করেছে, ফলে নিজেকে পাপী মনে করছে... তাই সে নিজেকে "monster" বলে চিহ্নিত করেছে... এখানে আমার মতে টেডি শেষে মারা যায় কারণ, সে মনে করে খুনি হয়ে বেচে থাকার চেয়ে ভালো মানুষ হয়ে মারা যাওয়া শ্রেয়...
সিম্পলী জাস্ট amazing, শুধু মাত্র লিও এর অভিনয় দেখার জন্য মুভিটি একাধিক বার দেখা উচিত.....

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

হাসান মাহবুব বলেছেন: স্করসিসের ইউনিক একটা কাজ। তার আগের ছবিগুলো মূলত ক্রাইম, ড্রামা জেনারের হতো। এই মুভিতে প্রথমবারের মত তিনি সাইকোলোজিকাল থ্রিলার নিয়ে কাজ করেন। লোকটা একটা জিনিস বটে!

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২০

ইমরানন বলেছেন: হুম, উনার ক্রাইম-ড্রামা স্টোরি সাধারণ হয় কিন্তু মেকিং মাস্টারপিস বানিয়ে দেয়

২| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: চমৎকার মুভি।

আপনার রিভিউ ভালো হয়েছে।

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২০

ইমরানন বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

পাজল্‌ড ডক বলেছেন: আমিও প্রথমে এনডিং নিয়ে ক্লিয়ার ছিলাম না,সেকেন্ড টাইম দেখার পর আপনার মতই একই রকম মনে হয়েছিল,বাট মারা যাওয়া বেপারটা নিয়ে সিউর না।

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২১

ইমরানন বলেছেন: আমার কাছে মনে হয়েছে শেষে মারা যায় ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:১০

প্রবাসী পাঠক বলেছেন: পছন্দের একটি মুভি।

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২৩

তানভীর আকন্দ বলেছেন: সেই তিন বছর আগেই দেখার চেষ্টা করছিলাম। কী একটা কারনে আর দেখা হয়ে উঠে নাই এখন অবধি...

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২২

ইমরানন বলেছেন: দেখে ফেলেন ভাই । ভালো জিনিস বেশিদিন ফালায়া রাখা ঠিক না, এতে সিনেমাত আত্মাকষ্ট পায় :(

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৫

ফা হিম বলেছেন: সম্ভবত এই মুভিটা দেখেই থ্রিলার সাস্পেন্সের ভক্ত হয়ে গিয়েছিলাম।

৭| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০২

আহসানের ব্লগ বলেছেন: মারা যাওয়া ব্যাপারটা শিউর না ।

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২৪

ইমরানন বলেছেন: মারা যাওয়ার ব্যাপারটা সিউর না হওয়ার প্রধান কারণ আমার মতে সিনেমায় ডিরেক্ট দেখানো হয় নাই এইটা, কিন্তু শেষের ডায়ালগের মূল ব্যাপার থেকে বোঝা যায়, শেষে মারা যায়(মাই অপিনিয়ন)

৮| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: মুভিটা বেশ কয়েকবার দেখেছি। এত কনফিউসন আর কোন মুভিতে পাইনি। একবার বুঝলাম যে টেডি মার্শাল নয়, এখানে আগে থেকেই অবস্থান করা মানসিক রোগী, বাকি সব হ্যালুসিনেসন। পরে যখন গুহার ভিতর সোলান্ডোর সাথে দেখা হল, সোলান্ডো তাকে এমন সব তথ্য দেয়, তাতে মনে হয় এই হাসপাতালে ভালমানুষকে পাগল বানানো হয়। আবারও কনফিউশন, টেডি তাহলে আসলেই তদন্ত করার জন্য এখানে এসেছিল, ডাক্তারদের ষড়যন্ত্রে সে পাগল হয়ে যাচ্ছে।
মুভি শেষে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, এই মুভি তৈরি করতে গিয়ে পরিচালক নিজেই পাগল হয়ে গেছে। :-B

রিভিউ ভাল লাগল, এমন রিভিউ আমার মত বেশি (!) বোঝা মুভিখোরের অশেষ উপকার করবে। :)

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

ইমরানন বলেছেন: সিনেমা দেখার সময় কি হবে না হবে এইটা নিয়ে ভাববেন না, তাহলে নিজেকে শেষে বোকা মনে হবে , কারণ সিনেমার আসল কাজ-ই হলো দর্শকে বিনোদিত করো(সেটা যেভাবে-ই হোক) ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.