নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরানন

কিছু কথা থাকনা গোপন..... https://www.facebook.com/imran.hossain.aamir

ইমরানন › বিস্তারিত পোস্টঃ

Grave of the Fireflies (1988)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫




এটি একটি 2D জাপানিজ এনিমেটেড সিনেমা । এটি নির্মিট হয়েছে Grave of the Fireflies নামে সত্য ঘটনার উপর লিখিত উপন্যাস অবলম্বনে ... সিনেমাটি পরিচালনা করেছেন ইসাও তাকাহাতা ।

এই মুভি দেখার আগে এনিমেটেড বলতে শুধু বুঝতাম হাস্যকর কিছু চরিত্র, সেই লেভেলের কমেডি, অদ্ভুত কিছু একশন ।
টিপিক্যাল এনিমেটেড থেকে একদম ভিন্ন ধাচের মুভি এটি, যার কাহিনী গড়ে উঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে... আর সিনেমার কাহিনী আবর্তিত হয় সেইতা আর সেতসুকা নামে দুই ভাই-বোনকে কেন্দ্র করে... যেখানে সেইতা সবে মাত্র কিশোর আর সেতসুকার বয়স চার কি পাচ... হঠাৎ বিমান হামলায় তাদের পুরো গ্রাম প্রায় ধ্বংস হয়ে যায়.. সেইতা তার ছোট্ট বোনকে নিয়ে অসহায় হয়ে পড়ে, কোথায় যাবে, কি করবে... এমন সময় খবর প্রায় তার মা স্থানীয় এক স্কুলে আহত অবস্থায় আছেন... কিন্তু কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়... সেইতা সেখানে পৌছানোর পরের দিন-ই তার মা মারা যায় অন্য দিকে সেইতার ছোট্টবোন মায়ের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়ে... মা মারা যাওয়ার পর সেইতা তার বাবাকে চিঠি লেখে(সেইতার বাবা জাপানের নেভিকে কাজ করেন) কিন্তু চিঠির কোনো জবাব আসে না... ... সেইতা তার ছোট্টবোনকে নিয়ে তার আন্টির বাসায় উঠে, যেহেতু যুদ্ধের সময় সেহেতু সবাই চায় খাবার বাচিয়ে থাকতে... তার আন্টিও সেই কাজ করলো... কৌশলে সেইতা আর তার বোনকে বাসা থেকে বিদায় দিয়ে দিলো... এভাবে আস্তে আস্তে আরো কঠিন সময় আসতে থাকে সেইতার জীবনে...

এতোদিন এনিমেটেড মুভি দেখে হাসতে হাসতে চোখে পানি এসে পড়েছে... এই প্রথম কোনো এনিমেটেড মুভি দেখে চোখে পানি জমেছে... কোনো দিন ভাবিনি এনিমেটেড মুভি দেখে মন খারাপ হবে তাও আবার 2D এনিমেটেড...
জাপানিজ এনিমেটেড/ফিচার ফিল্মগুলো বেশির ভাগ হয় এন্টি-আমেরিকান... কিন্তু এই সিনেমায় ফুটে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন হাজারো "সেইতা আর সেতসুকার" টিকা থাকার গল্প... এমন হাজারো সেইতা আর সেতসুকা তাদের বাবা-মাকে হারিয়ে বাচার চেষ্টা আপ্রাণ চেষ্টা করে গেছে... একদিকে দুই দেশের যুদ্ধ আরেকদিকে নিজের সাথে নিজের যুদ্ধ... নিজেকে আশ্বাস দেওয়ার যুদ্ধ... "একদিন সবকিছু ঠিক হয়ে যাবে" নিজেকে এইটা বলে সান্তনা দেওয়ার যুদ্ধ...
পরিচালক হিসেবে ইসাও তাকাহাতা সার্থক... দর্শককে তিনি যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে পুরো-পুরি বোঝাতে সক্ষম হয়েছে... এর পেছনে একটি কারণও আছে তিনি নিজেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সার্ভাইভ করেছেন... অনেক ক্রিটিক্স এই মুভিকে “Schindler’s List” এর সাথে কম্পেয়ার করেছেন... আমি নিজেও বলবো এটি “Schindler’s List” , "The Pianist (2002)" এর মুভির সাথে কম্পেয়ার করার মতন সিনেমা...
এটি একদিক থেকে যেমন ইমোশনাল সিনেমা অন্যদিকে এটি একটি inspirational সিনেমা... ।
আমার দেখা সেরা এনিমেটেড মুভি এটি, আজ পর্যন্ত কোনো এনিমেটেড মুভিকে ১০/১০ দেই নি, এই প্রথম এই মুভিকে দিলাম...

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: এই এনিমেশন মুভিটা সম্পর্কে অনেক শুনেছি বিভিন্ন সিনেখা গ্রুপে । একবার নামিয়েও দেখবো দেখবো করে দেখা হয় নি ! আবার মুছে দিয়েছি । এবার দেখি দেখতেই হবে !
চমৎকার রিভিউ !

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

ইমরানন বলেছেন: ধন্যবাদ । কেমন লাগলো জানিয়েন

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

অগ্নিপাখি বলেছেন: Planning to download this movie today.

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

অগ্নিপাখি বলেছেন: I have already seen the “Schindler’s List” , "The Pianist (2002)" / These two are also a masterpiece war movie based on Second World War.

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

ইমরানন বলেছেন: এইটাও উপরোক্ত সিনেমা দুটো থেকে কম না

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ, মর্মস্পর্শী একটা ছবি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

ইমরানন বলেছেন: হুম

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুভিটা দেখা হয়নি।

রিভিউ পড়ে দেখার আগ্রহ প্রকাশ করছি। :)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

রিকি বলেছেন: More than a brilliant movie.......... আমিও নিজের মত করে একটা ব্লগ লিখেছিলাম এটা নিয়ে। One of my most favorite movie....... :)

http://www.somewhereinblog.net/blog/Ricks007/30012401

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.