নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

ফেলে আসা

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

খুব মনে পড়ে।

যদিও জানি না কেন, কোন কারণে। চলে
যাওয়ার আগে, এই শেষ বেলায় এসে মনে পড়ার তো কোনো কারণ
নেই।
বরং চোখ বুলিয়ে নেওয়া উচিৎ বাক্স প্যাটরায়।
কোনো কিছু ফেলে গেলাম কি না।

চোখ বুলানো উচিৎ ঘুলঘুলিতেও, ওখানে মোটা
গাবদা টিকটিকিটা
বসে থাকতো সবসময়, আজ তো নেই।
ক্যালেন্ডারের পাতাও উল্টানো হয় নি সেই
গত বছরের পর। আজ আর প্রয়োজন নেই। শূন্য দেয়ালে
এখন পুরনো শ্রাবণ মাসের ১২ তারিখ।
না। আর অপেক্ষা করা ঠিক হবে না। কেউ এসে জিজ্ঞাসা করবে না,
একেবারেই চলে যাচ্ছো?

মেঝেতে কাগজের ছড়াছড়ি। মাঝে মাঝে দু একটা কবিতা। ঘরের আনাচে কানাচে কথারা ঘোরে। তোমাকে সেসব কিছুই জানানো হল না।
বারান্দাটাও খালি। দরজায় দাঁড়িয়ে আমি, একা।
বাদলা দিনের লু হাওয়া।
হঠাৎ দমকা হাওয়ায় ঝরা পাতারা ওড়ে।

তবু মনে পড়ে।

মন্তব্য ৪১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

জুন বলেছেন: করুন বিষাদময়তা ঘেরা কাব্য, তারপরও ভালোলাগলো জানি না কেন ইনকগনিটো ।ঘরের আনাচে কানাচে কথারা ঘোরে তেমনি আমার মনের ভেতর ঘুর ঘুর করছে। কয়েকবার পড়লাম।
+

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, জুন আপা।

অনেকদিন পর আমার ব্লগে এলেন। বসতে দেবার মতো আসবাবপত্র নেই।

ভালো আছেন?

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

সকাল হাসান বলেছেন: আসলেই কয়েকবার পড়লাম! অসম্ভব রকমের চমৎকার কাব্যকথা!

ভাল লাগল! সাথে কাব্যে থাকা বিষাদটায় মনটাও বিষাদময় হয়ে গেল!

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ইনকগনিটো বলেছেন: কৃতজ্ঞতা জানবেন, সকাল হাসান।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

আলম দীপ্র বলেছেন: অসাধারণ ! as always !

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আলম দীপ্র।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: বুকের ভেতরে খলখল করা একটা অনুভূতি হচ্ছে। যদিও শ্রাবণের ১২ তারিখের পরে আর মনে পড়ার কিছুই নেই তবু কষ্ট হচ্ছে !!! কারণ ধুলিমাখা স্মৃতিগুলোও যে হৃদয়ের অনেক কাছে থাকে।


মুগ্ধতা জানিয়ে গেলাম।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

ইনকগনিটো বলেছেন: শ্রাবণে শ্রাবণে কতো মিল হলো।

পাঠের জন্য ধন্যবাদ।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

তামান্না তাবাসসুম বলেছেন: :(

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

ইনকগনিটো বলেছেন: :)

৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: অন্য রকম কবিতা, লাইনগুলো মন ছুঁয়ে গেল।

চমৎকার।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: মেঝেতে কাগজের ছড়াছড়ি। মাঝে মাঝে দু একটা কবিতা। ঘরের আনাচে কানাচে কথারা ঘোরে। তোমাকে সেসব কিছুই জানানো হল না
ভালো লাগছে

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, ভ্রাতা।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা ।

শুভকামনা অনেক :)

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

ইনকগনিটো বলেছেন: শুনিয়া প্রীত হইলাম।

ভালো থাকা হোক, অপূর্ণ রায়হানের।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

ডি মুন বলেছেন: তবু মনে পড়ে ...


দারুণ লাগল। কবিকে শুভেচ্ছা।

ভালো থাকা হোক।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, ডি মুন।

ভালো থাকুন আপনিও।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: এমন কবিতাগুলো ক্যামতে লেখেন !! লেখার সময় কোন জগতে থাকেন কিবা ওই জগতে ডুকেন কিভাবে !!... :| :|


১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

ইনকগনিটো বলেছেন: কলমের কালি শেষ, কবিতা নিজের মনের গোপন আলাপন।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সপ্তম প্লাস। :)

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

ইনকগনিটো বলেছেন: কিন্তু অসংখ্য ধন্যবাদ। :)

১২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

লেখোয়াড় বলেছেন:
৮ম প্লাস।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ইনকগনিটো বলেছেন: লেখোয়াড় সাহেব যে! কেমন আছেন

ধন্যবাদ অনেক।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

আবু শাকিল বলেছেন: ভাল লাগল ভাইয়া।
+

"বসে থাকতো সবসময়, আজ তো নেই।
ক্যালেন্ডারের পাতাও উল্টানো হয় নি সেই
গত বছরের পর। আজ আর প্রয়োজন নেই। শূন্য দেয়ালে
এখন পুরনো শ্রাবণ মাসের ১২ তারিখ।
না। আর অপেক্ষা করা ঠিক হবে না। কেউ এসে জিজ্ঞাসা করবে না,
একেবারেই চলে যাচ্ছো?"

সুন্দর :)

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

ইনকগনিটো বলেছেন: আবু শাকিল


ধন্যবাদ, অনেক।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার অনুভূতি ! মনে পড়ে ... ! :)

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

ইনকগনিটো বলেছেন: তাই তিতির আপা?

কী মনে পড়ে? :)

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

জাহিদ জুয়েল বলেছেন: ভাল লাগল! আমারও মনে পড়ে গেল।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। কী মনে পড়লো বলেন।

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: এর চেয়ে অনেক ভালো লেখো তুমি।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

ইনকগনিটো বলেছেন: তাই তাই তাই? ;)






লাভ ইউ, ভাই।

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

ডট কম ০০৯ বলেছেন: তবু মনে পড়ে!! মনে পড়তে হয় বলে।

দারুন।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

ইনকগনিটো বলেছেন: "দারুণ" হবে বোধহয় শব্দটা। এমন ছোট খাটো ভুল আমরা ছোটখাটো ভাবে সেরে নিই। কিছু মনে কইরেন না কিন্তু। :)

ধন্যবাদ, ডট কম। খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে শুনে।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অসাধারণ...
ইনকগনিটো'র কবিতাগুলো ভিন্নরকম....

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পাঠের জন্য।

শুভাকামনা।

১৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫১

অশ্রুত প্রহর বলেছেন: কবিতাটি ভাল লাগল। :-)

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ অশ্রুত প্রহর।

২০| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৯

জাফরুল মবীন বলেছেন: কবিতা পাঠে ও বোধে মুগ্ধ হলাম!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

২১| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.