নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

ক্যামোফ্লেজ।।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

অতি উত্তুঙ্গে স্ফীতাকার একটা দিন- প্রবল;
তবে সময়টাকে দীর্ঘায়িত করে দেওয়া যায়-
আমি জানিও না, চূড়া থেকে সময় কিভাবে গড়িয়ে পড়ে বালু হয়ে,
বাতাসে ফুটে আছে কিছু কাঁচফুল
আর ধ্বংসের ঘ্রাণ-

যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো-
সেই থেকে ওয়াইনের পেয়ালাটা পড়ছে তো পড়ছেই আমার হাত থেকে, স্লো
মো

নে,
যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;

অথচ, স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

আলম দীপ্র বলেছেন: স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।

বাহ ! বেশ লাগলো !

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকা হোক দীপ্র।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। কিন্তু বাস্তবতা হইল- ব্যস্ততা কবিকে ব্লগ থেকে দূরে নিয়ে গেছে। কবিকে দেখি না আগের মত! :(

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

ইনকগনিটো বলেছেন: বাস্তবতা টেনে নিয়ে গেলো না আমাকে। বরং আগে ব্লগে টেনে নিয়ে আসতো। সেই টান পাই না।


ধন্যবাদ ভাই। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

আবু শাকিল বলেছেন: দারুন হয়েছে কবি :)

যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো-
সেই থেকে ওয়াইনের পেয়ালাটা পড়ছে তো পড়ছেই আমার হাত থেকে, স্লো
মো

নে,
যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২

জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ হলাম কবিতা পাঠে ও স্লো মোশানের কারুকাজে!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

ইনকগনিটো বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;

অথচ, স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।


চমৎকার লিখেছেন ভ্রাতা+

অনেক শুভকামনা :)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রাতা।

শুভকামনা থাকে সবসময়ই।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

নেক্সাস বলেছেন: অনেকদিন পর কবি আপনাকে দেখলাম.সুন্দর লিখেছেন। কেন যে এমন লিখতে পারিনা

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪

ইনকগনিটো বলেছেন: এপ্রিলে আবার এলাম! কবি কেমন আছেন? :)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: বাতাসে ফুটে আছে কিছু কাঁচফুল ভালো লাগলো এই লাইনটা।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪

ইনকগনিটো বলেছেন: আমার ভালো লাগে বরং "ধ্বংসের ঘ্রাণ" :)

ধন্যবাদ হামা ভাই।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বাহ্!
কবিতায় জানাচ্ছি আন্তরিক ভালোলাগা........

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: অথচ, স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।


অনুভব টা এমনি বুঝি ? সবার জন্য ?
মুগ্ধতা জানবেন :)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

ইনকগনিটো বলেছেন: যদি এমন হইতো আসলেই!!! কিছুই অনুভব করি না!!!

কবি। আপনার অনুভূতির খবর কি? :)

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । ++++

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আপনাকে।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

সুমন কর বলেছেন: এবারের বইমেলায় অাপনার কোন বই বের হচ্ছে কি? যদি হয় তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিতে হবে, পোস্ট দেবার ইচ্ছা আছে।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭

ইনকগনিটো বলেছেন: বের হইলো একটা। ঢাক ঢোল পিটানো হয় না অতো অবশ্য।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

ইখতামিন বলেছেন: ++++
অনেক সুন্দর

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৪

আরজু পনি বলেছেন:

কী হলো ?

মন্তব্যগুলোর জবাব নেই কেন ?

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৮

ইনকগনিটো বলেছেন: এই যে!! জবাবগুলো অদৃশ্য করে রেখেছিলাম আর কি।

এখন দেখা যায়? :P

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাবনা টা সুন্দর। কাচফুল, বাতাসে ধ্বংসের ঘ্রাণ। স্পর্শহীন উন্মাদনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.