নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

অপার্থিব

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

গ্রীষ্মের রাতে,
তোমার রূপের অপার্থিব আলোয় থেতলে গ্যাছে চাঁদ।

জ্যোৎস্না দিয়ে তৈরি বক্ষবন্ধনী তোমার। দীর্ঘ ছায়া আলগোছে সরে এসে হয়ে যায় একটা স্বর্গের গাছ। অন্ধকারে যখন তুমি আসো, আমার চোখের পাতারও ভ্রম হয়। তিন, চার, ছয় তাকে সব খোলা জানালাগুলো জুড়ে বেড়ে ওঠে অজস্র ইউক্যালিপটাস।

গ্রীষ্মের রাতে,
তোমার ঘ্রাণ একরাশ রহস্য নিয়ে ভাসে। তা দিয়ে আমার গভীর নেশা। তোমার স্পর্শে বদলে যায় সময়ের আদিম ধাঁধা। তোমার খোলা চুলের কাঁপন এক গোপন কুহেলিকা। তুমি যখন আসো, আমি-আমার ভেতরে আরও বেশি শূন্য হয়ে যাই।

গ্রীষ্মের রাতে,
আমার খুব খালি খালি লাগে। তোমাকে খুব বেশি ভালোবাসতে ইচ্ছা হয়, খুব। ভালোবাসা য্যানো হয়ে ওঠে এক অন্ধকূপ।

কিন্তু আমি তখন অপার্থিব ফুটপ্রিন্টগুলোর অপেক্ষাতেই হেঁটে বেড়াই।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩১

সুমন কর বলেছেন: বেশ লাগল। ভালো লাগা রইল।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০

আহমেদ জী এস বলেছেন:


গ্রীষ্মের রাতে
চাঁদের বুড়ী চরকায় সুতো কাটে -
ঘরঘর...........ঘর।
তোমা বিহনে
অপার্থিব আলোয় বেশি শূন্য হয়ে যায়
এই পোড়া অন্তর ।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

ইনকগনিটো বলেছেন: বাহ! সুন্দর পঙক্তি ।

লিখে ফেলুন পুরোটা। নাকি আগেই লেখা?

৩| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উথাল পাতাল একটা লেখা দেখছি!!

আমার খুব খালি খালি লাগে। তোমাকে খুব বেশি ভালোবাসতে ইচ্ছা হয়, খুব। ভালোবাসা য্যানো হয়ে ওঠে এক অন্ধকূপ। - কঠিন একটা লাইন। কঠিন!!

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৮

ইনকগনিটো বলেছেন: বুঝা গেলো কাল্পনিক ভাইয়ের মন এখন ভালোবাসায় উথাল পাথাল :P

ভাই শুভ সংবাদ কবে পাইতেসি? :3

৪| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বাহ! বেশ :) এইটা বেশি ভাল্লাগ্লো রিসেন্ট কতগুলোর মাঝে।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১০

ইনকগনিটো বলেছেন: হু এইটা বহুত পুরান লেখা। ব্লগে দেওয়া হয়নাই এতোদিন। আগে অনেক রোম্যান্টিক ছিলাম :P

বাই দ্যা ওয়ে,ধইন্যা, কাপ্তান। :)

৫| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৬| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার।+++++্

৭| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গ্রীষ্মের রাতে এমন কেন লাগে? ;) :P

=p~ =p~ =p~

৮| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । ভাল লেগেছে ।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০

সায়েদা সোহেলী বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উথাল পাতাল একটা লেখা দেখছি!! আমার কাছেও তেমন টাই লাগল :)

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.