নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

পলাতক স্ক্র্যাপবুক থেকে

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫





জাতিস্মর
~

বুকের গহীনে শীতকাল। আরও গহীনে,
অরণ্য জন্মাবার পূর্বে গাঢ় হলো বেদনা।
নিহত যে পাখি- সে ভুলে গেছে উড়াল। শুকনো পাতার
ওপর পড়ে আছে শব্দহীন পায়ের অস্পষ্টতা; ফেরারী সূর্যের
ডানা।

ধোঁয়ার ভেতর সে চলে গেলো, এভাবে তাকে আর দেখা গেলো না।




পালক
~

সন্ধ্যার সুগন্ধি উষ্ণ হয়ে এলে; গাঢ়তর হলো
সৌন্দর্য

মানুষের ফিসফিসানিতে- ব্যক্তিগত
ফুলদানির জাদু আজ যতোটা সম্ভব অলৌকিক

পিঠ থেকে খসে গেছে শাড়ির আঁচল—

মনে হয়
সাজঘর থেকে ফিরে
কেন যেন অন্যমনস্ক হয়ে আছো খুব।





সাদাকালো
~

যে দৃশ্যে ভুরভুর করে ভেসে আসে
আতরের গন্ধ- সেই দৃশ্য আমি ঘুমের ঘোরে দেখি।

পাশের বাগানে বাড়ির ছায়া ঢাকা পথ; তসবিহ
হাতে নানা যাচ্ছেন নামাজে;
সেই কবে থেকে মা ভাঁজ করছেন
কাঁথা।



মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

মো: জিল্লুর রহমান বলেছেন: খুব ভাল হয়েছে, মনের মত একটা কন্টেন্ট পড়লাম

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

সীমাবেস্ট বলেছেন: কবিতার মতই সুন্দর ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

সুলতানা রহমান বলেছেন: প্রথম টা অপার্থিব লাগলো। সুন্দর!+

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকা হোক।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: তিনটাই দারুন। কোনটাই কোনটারচেয়ে কম না। কবিতা বৈচিত্র কিংবা অন্যরকম স্বকীয়তা আছে। আগে পড়িনি মনে হয় আপনার কবিতা, হয়তো এটাই আপনার স্টাইল।

শুভকামনা রইলো। :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

ইনকগনিটো বলেছেন: আপনার আইডি দেখেছি আগে। কবিতাও পড়া হয়েছে কিছু কিছু। তবে ব্লগে খুব কম আসা হয়। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ। সেই সাথে শুভকামনা নিরন্তর। :)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: ইনকগনিটো আমি অবাক মুগ্ধ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

ইনকগনিটো বলেছেন: আপনার মুগ্ধতায় নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: ইনকগনিটো ,



চমৎকার লেখা । ছোট কিন্তু বাঙ্ময় ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আহমেদ জী এস ভাই। কৃতজ্ঞতা জানবেন।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

কল্লোল পথিক বলেছেন: অসাধারণ কবিতা
বিশেষ করে প্রথমটা

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, কল্লোল পথিক। শুভেচ্ছা ও শুভকামনা।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বুকের গহীনে শীতকাল। আরও গহীনে,
অরণ্য জন্মাবার পূর্বে গাঢ় হলো বেদনা।

লাইনগুলো অনেক কথা বলে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, নাজমুল হাসান মজুমদার। পাঠের জন্য কৃতজ্ঞতা।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

ফ্রাঞ্জ কাফকা বলেছেন: নিয়মিত হন ভাই!


আগেরগুলোর মত হয় নাই :(

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

ইনকগনিটো বলেছেন: আর নিয়মিত হইয়া কি করুম? মাঝে মাঝে উদয় হই, এই তো ভালো। :D

আগের কোনগুলা? সামুতে নিয়মিত কবিতা দেওয়া হয় না, আগের কবিতার সাথে তাই এখনকারগুলোর বিস্তর ফারাক।

পাঠের জন্য ধইন্যা ও শুভেচ্ছা। :)

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: অরণ্য জন্মাবার পূর্বে গাঢ় হলো বেদনা।
নিহত যে পাখি- সে ভুলে গেছে উড়াল। শুকনো পাতার
ওপর পড়ে আছে শব্দহীন পায়ের অস্পষ্টতা;


সেই কবে থেকে মা ভাঁজ করছেন
কাঁথা।


চমৎকার লিখেছেন

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, কাজী মেহেদি হাসান। ভালো থাকা হোক।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

সুমন কর বলেছেন: সাদাকালো -- বেশী ভালো লাগল।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

ইনকগনিটো বলেছেন: শুনে ভালো লাগলো। ধন্যবাদ, সুমন কর ভাই।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: তিনটাই চমৎকার।

তবে অপার্থিব ভাবটার কারণে প্রথমটাকেই বেশি ভাল লাগলো। +

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

ইনকগনিটো বলেছেন: শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

উল্টা দূরবীন বলেছেন: মনে হয়
আজ সাজঘর থেকে ফিরে
কেন যেন অন্যমনস্ক হয়ে আছো খুব

যাস্ট অসাধারণ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ উল্টা দূরবীন। :)

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

রিকি বলেছেন: বুকের গহীনে শীতকাল। আরও গহীনে,
অরণ্য জন্মাবার পূর্বে গাঢ় হলো বেদনা।
নিহত যে পাখি- সে ভুলে গেছে উড়াল। শুকনো পাতার
ওপর পড়ে আছে শব্দহীন পায়ের অস্পষ্টতা; ফেরারী সূর্যের
ডানা।


লেখার মধ্যে কেমন যেন একটা আবেশিত ভাব রয়েছে। অনেক অনেক ভালো লাগা রইল। :) :) :)

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

ইনকগনিটো বলেছেন: শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ জানবেন।

সেই সাথে শুভকামনা রইলো।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতাগুচ্ছ । এক আর তিন টা বেশি ভাল লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কথাকথিকেথিকথন।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

জুন বলেছেন: ইনকগনিটো, অনেক অনেক ভালোলাগা বরাবরের মত চমৎকার প্রতিটি কবিতায় ।
+

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

ইনকগনিটো বলেছেন: জুন আপা, কেমন আছেন? খুব খুশি হলাম আপনার মন্তব্য পড়ে। শুভেচ্ছা আপনার প্রতি, সবসময়ের জন্য,

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

নেক্সাস বলেছেন: আসলে কবিতা কবিতার মতই সুন্দর। জাতিস্বর আমাকে এত মুগ্ধ করেছে যে বলার ভাষা নাই

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ , নেক্সাস ভাই! কবিতা ভালো লাগলে, কবির কাছে এর চেয়ে বড় কিছু হয় না।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

সুপান্থ সুরাহী বলেছেন: অসাম। সাদাকালো তো আনপেরালাল।
খুব ভাল লাগল।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে বিজয়ের মাসের শুভেচ্ছা । :)

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথমটা বেশি ভাল্লাগছে।
সারাদিন তো আর ব্যস্ততায় থাকো না। রেগুলার হয়ে যাও আফটার ইউর ডিউটি

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

ইনকগনিটো বলেছেন: রেগুলার হবো? বলতেছেন? B-) আচ্ছা দেখি কি করা যায়।

আর পাঠের জন্য কৃতজ্ঞতা!

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

আরজু পনি বলেছেন:

আপনার লেখা পড়ে প্রথম যেটা মনে হলো...আপনি কি সামহোয়্যারইন এর বর্ষপূর্তির প্রতিযোগিতায় লেখা জমা দিয়েছিলেন ?
দিয়ে থাকলে অভিনন্দন।
না দিয়ে থাকলে বলবো... ভালো করেননি কাজটা ।
আমাদের ঠকানো উচিত হয়নি ।
অনেকদিন পর আপনার লেখা ব্লগে পড়ছি। ভালো লাগছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

ইনকগনিটো বলেছেন: প্রিয় আরজুপনি,

লেখা দিলেই কি আর হয়? ব্লগে নিশ্চয়ই অনেক ভালো ভালো কবি আছেন। বর্ষপূর্তি প্রতিযোগিতায় নিশ্চয়ই অসাধারণ সব লেখা পাবে সামহোয়্যারইন! :P

যাই হোক, অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে আমারও ভাল্লাগছে। কেমন আছেন? নিশ্চয়ই ভালো।
সবসময় ভালো থাকুন, হাসিখুশি থাকুন, এই প্রত্যাশা থাকলো।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: সবগুলোই ভালো লাগলো। শেষেরটা তো অপূর্ব!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

ইনকগনিটো বলেছেন: শেষেরটা আমারও একটু বেশি স্নেহের। অনেক ধইন্যা, হামা ভাই। :)

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটা বেশি ভাল লেগেছে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, আরণ্যক রাখাল।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

রুদ্র জাহেদ বলেছেন: যে দৃশ্যে ভুরভুর করে ভেসে আসে
আতরের গন্ধ- সেই দৃশ্য আমি ঘুমের ঘোরে
দেখি।

পাশের বাগানে বাড়ির ছায়া ঢাকা পথ; তসবিহ
হাতে নানা যাচ্ছেন নামাজে;
সেই কবে থেকে মা ভাঁজ করছেন
কাঁথা।

অনবদ্য কাব্য

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা কথামালা। ধন্যবাদ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

ইনকগনিটো বলেছেন: আপনাকেও ধন্যবাদ। কৃতজ্ঞতা।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ এবং সেই সাথে বিজয়ের মাসে শুভেচ্ছা। :)

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

আবু শাকিল বলেছেন: দারুন শব্দের খেলা দেখলাম।
চমৎকার ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আবু শাকিল ভাই।

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শেষটায় অনেক ভালোলাগা...

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.