নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

জীবনবৃত্তান্ত

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬




ধ্যানমগ্ন কোনো সময়ের দিকে
~

কিছু উড়াল এলে মানুষে মানুষে ডালপালা হাঁপিয়ে ওঠে। ওই যে ছেলেটা— প্রচুর বাতাসে খালি গায়ে তাকাচ্ছে এদিক ওদিক, প্রচুর রেণু হচ্ছে ফুলের, প্রচুর ফুটছে লাল— সেই লাল থেকে জন্ম নিচ্ছে অদ্ভুত কিছু প্রজাপতি, বাতাসে ফিকে হয়ে এলো সূর্যের খুব ঘ্রাণ। আরেকটু পরেই সূর্য নেমে যাবে পাতালে। বালকের চোখে শান্ত ঘুম; শাদা ডানা ছাড়াই আকাশ থেকে সে তারা খসাতে পারে।

অনেক দূরে, হাত নেড়ে নেড়ে শিশুদের কি যেন বলছে মায়েরা। বহুদূর থেকে শব্দ ভেসে আসে পাখির পালকের মতো। বালক জড়িয়ে ধরে থাকে। ওই যে ছেলেটা দেখছিস, হ্যাঁ, কাছে যাস না, ডানা না থাকলেও ও কিন্তু, একটা দৈত্য ......



দ্বিতীয় অধ্যায়
~

পৃথিবীতে পাপ বেশি পুরনো, নাকি পাখা- এ প্রসঙ্গে কিছু লেখা নেই পুরাণে। লেখা না থাকলেও জানি এককালে মানুষের পাখা ছিলো। সেই পাখা একদিন পুড়ে ছাই হয়ে গেলো। কিসের আগুনে ছাই হলো তা অবশ্য মানুষের অজানা। শুয়ে শুয়ে তাই এখন নক্ষত্র দেখি। অন্ধ একটি প্রজাপতির পাশে শুয়ে আছি আজ সাড়ে তিনশো বছর হলো।



জন্মবৃত্তান্ত

~

কেউই জানলো না একটি স্বপ্নের সূত্রপাত। তার আগেই ঢুকে পড়ি যে যার মতো। এমনও হতে পারে পলাতক আয়না ভ্রমণ। লাগোয়া জেব্রার চোখ। থিরথির বাতাসে মুখ ডুবিয়ে রাখি- পাঁচশো বছর ধরে ডুবিয়ে রাখি মুখ। বুক জুড়ে নেমে আসে- জমা হয় ছাইরঙা ভারী মেঘ। সেই মেঘে বৃষ্টির পানি; লুকোনো সমুদ্র। আমার চুল উড়তে থাকে; বোবা শব্দ নিয়ে চলে যায় কোনো অচিন ডাহুক। তখন চারপাশে কেবল ভিজে বকুলের ঘ্রাণ। এখনও হাত রাখি নি বুকে। বেদনা বলতে চিনেছি শুধু মায়ের মুখ।



মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার! +

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

ইনকগনিটো বলেছেন: কৃতজ্ঞতা তোমার প্রতি।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ব্যস্ততা কমে না তোমার ?
লেখা ভালো লাগছে। সুন্দর

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

ইনকগনিটো বলেছেন: ব্যস্ততা তো ডিসেম্বরে আরও বাইড়া গেলো। ভাবছিলাম কমবে, উল্টা বাড়ছে। হতাশ। লেখা পড়ার জন্য ধইন্যবাদ।

আপনার খবর কি? বই টই আসতেছে এইবার?

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

সুমন কর বলেছেন: শেষটি ভীষণ ভালো লাগল।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

ইনকগনিটো বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, ভাই।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

লেখোয়াড়. বলেছেন:
বহুদিন পর।

সেই একই রকমের ভাল লেখা!!

অসাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

ইনকগনিটো বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখে ভালো লাগছে। কেমন আছেন?

ভালো লেগেছে শুনে প্রীত, কৃতজ্ঞতা, লেখোয়াড়। :)

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: নাহ লেখালেখি করি না আর টাহা পয়সা কম :(

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

ইনকগনিটো বলেছেন: টাহা পয়সা লাগে? বাইর করতে চাইলে বই তো এমনেই বাইর হয়।

মনে তো হইতেসে আপনেই ব্যস্ত :P

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

অগ্নি সারথি বলেছেন: সুন্দর হইসে। অনেক দিন পর দেখলাম আপনাকে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, অগ্নি সারথি :)

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

রিকি বলেছেন: চরম ম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্ম :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রিকি।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

অন্ধবিন্দু বলেছেন:
লেখাটা পড়তে ভাল লাগছিল। কিন্তু যখন পড়লেম, বেদনা বলতে চিনেছি শুধু মায়ের মুখ।

বেদনা পেয়ে বসল বুকে ...

যদিও ব্যস্ততার মাঝে পড়লেম। নিবিড়ি লেখাটিতে কিছু আছে। সময় করে আবার পড়বো লিখাটি, ইনকগনিটো। এমন যত্ন করে লিখলে, পাঠক বশীভূত হয়ে যাব গো। ধন্যবাদ রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

ইনকগনিটো বলেছেন: শুনে খুব ভালো লাগলো। লেখার জন্য অনেক সময় নির্জনতা থাকতে হয়, পাঠের জন্যও। নির্জনতাকে আমি চিনেছি এভাবে, সে এক রহস্যময় আলো।

অনেক ধন্যবাদ আপনাকে। ফিরে ফিরে আসুন। শুভকামনা।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য!খুব ভালো লাগল+

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য!খুব ভালো লাগল+

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

ইনকগনিটো বলেছেন: আবারো ধন্যবাদ। :P

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

কিরমানী লিটন বলেছেন: ভীষণ ছুঁয়ে যাওয়া- আবেগি লিখনি- অভিবাদন রইলো নিরন্তর ...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

ইনকগনিটো বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধতা

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

ইনকগনিটো বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.