নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

পলাতক স্ক্র্যাপবুক থেকে- ২

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০



❑ কুহক


ছায়ার গভীরে, এভাবে না ভাঙলেও তো হয়।
নক্ষত্র যেভাবে
পড়ে রইলো অবহেলায়— ময়ূরের ভাষা উড়ে
গেল— চাঁদের সমুদ্র কোনোদিন হবে না বলে
ভেবেছ?

আমার ভাষা এতটা সুন্দর নয়।
যখন জ্বলন্ত গাছের সাথে ফিসফাস করি,
নিজেকে একটা প্রতারক মনে হয়।


❑ ক্রাইসিস


সে যখন দশতলায় তখন আকাশ পরিষ্কার
সে যখন ছয়তলায় তখন চাঁদ কেবল ঝুললো দড়িতে
সে যখন পাঁচতলায় তখন তিনতলায় আগুন লেগেছে
তখন তার স্যান্ডেল খুলে যায়
আর তার মনে হয় তিনতলাতেই তার ঘর
ঘরের ভেতর তার দুটো বাচ্চা
সে তখন দৌড়ায় অথচ সিড়ির কাছে এসে
তার মনে পড়ে- সে পঙ্গু, দৌড়াতে পারবে না
তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে শুরু করে আর
ক্রাইসিস নিয়ে ভাবতে শুরু করে
ভাবতে ভাবতে সে এসে তিনতলায় পৌঁছায়
কিন্তু তিনতলা তখন চলে গেছে সাততলায়
তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে আবার
উঠতে শুরু করে
ছয়তলায় আবার ফাঁসিতে ঝুলছে চাঁদ
কিন্তু সাততলায় চাঁদ তখন জীবিত
সে ভাবে সাততলায় গেলে সে তিনজন বাঁচাতে পারবে
কিন্তু চারতলায় তিনজনই মৃত

সে উঠতে থাকে
আরও উঠতে থাকে

সিঁড়ি বেয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে

আর ক্রাইসিসগুলি ভুলতে থাকে
ভুলতে থাকে যে তার বাচ্চাদুটি তাকে ঘিরে রাখে
ভুলতে থাকে যে চাঁদ গলায় দড়ি দেয়
ভুলতে ভুলতে সে সাততলা বেমালুম পার হয়ে যায়
আর
সাততলা তখন রওয়ানা দিয়েছে স্বর্গের দিকে
আটতলায় এলে প্রচুর বাতাস তাকে ঘিরে রাখে
নয়তলায় এলে তাকে বার্ধক্যে ধরে
দশতলার সিঁড়ি তাকে আকাশের কাছাকাছি কোথাও তুলে নিয়ে যায়।



❑ অগোচর


রাত্রিগুলো আজকাল কবরের মতো লাগে।

পাশ ফিরলেই- ছুঁয়ে দিতে পারি
অন্ধকার।

পিঠ ঠেকে যায় দেয়ালে, ছোট ছোট নিঃশ্বাসে
বনের অগভীর জলাভূমি; ঘ্রাণ পাই—
তবু শুয়ে থাকি পাথরের মতো; চোখ অশ্রুহীন—
শীতল শিলার পাটাতন যেন গলা ঠেসে ধরে।
মুখে ভাষা নেই—
শরীর বেয়ে বেড়ে ওঠে অসংখ্য লতাপাতা,
বিস্তীর্ণভাবে; বেড়ে উঠতে থাকে শেকড়, ও
সময়ের ধারা। নি:শব্দে।

আমার বুকে জন্মাতে থাকে
অজস্র শিরীষ গাছ; নক্ষত্র ঢুকে পড়ে মগজে।




মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

রাজসোহান বলেছেন: হ্যালো ;)

আমার বুকে জন্মাতে থাকে
অজস্র শিরীষ গাছ; নক্ষত্র ঢুকে পড়ে মগজে।

এই পাঞ্চলাইনটা চমৎকার হয়েছে। এভাবে ভাবতে পারিনা বলেই তোমরা কবি আর আমরা পাঠক :(

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

ইনকগনিটো বলেছেন: হাই :)

আমিও পাঠক। কবি নামের কাউকে চিনি না। এখন থেইকা সবার কবিতা পড়মু ব্লগে। B-))

ব্লগে ম্যালাদিন পর তোমারে পাইলাম।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

ফারিহা নোভা বলেছেন: অদ্ভুত সৌন্দর্য আছে লেখায়।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে নোভা।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১

আমিই মিসির আলী বলেছেন: আমার ভাষা এতটা সুন্দর নয়।
যখন জ্বলন্ত গাছের সাথে ফিসফাস করি,
নিজেকে একটা প্রতারক মনে হয়।


রাত্রিগুলো আজকাল কবরের মতো লাগে।

পাশ ফিরলেই- ছুঁয়ে দিতে পারি
অন্ধকার।


অসাধারণ কবিতা।
ভালো লাগছে।
+

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আমিই মিসির আলী।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

রাজসোহান বলেছেন: প্রায় ৩ বছর মিয়া। ইদানিং ব্লগে লেখালেখি আবার ধরছি। বিভিন্ন পোষ্ট কমেন্ট করে মজাও পাইতেছি। সেই শুরুর দিনগুলোর মতো লাগতেছে।

এতোবছর এই মজা থিকা দূরে ছিলাম /:)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

ইনকগনিটো বলেছেন: আমিও দেখি রেগুলার হইতে পারি কি না।

ওয়েল কাম ব্যাক!

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৩

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।
++++

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৪

সুমন কর বলেছেন: বুঝিলাম কম ! পড়তে ভালো লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

ইনকগনিটো বলেছেন: কবিতা সম্পর্কে "বোঝা" শব্দটিই নিরর্থক। কবিতা আমরা বুঝি না, কবিতাকে অনুভব করতে হয়। যদিও কবিতা গুঢ় ইঙ্গিত বা ইশারা- ইশারা শুধু দুয়ার নির্দেশ করে। পথ পাড়ি করে দেয় না।

ধন্যবাদ আপনাকে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

নেক্সাস বলেছেন: দারুন সব লিখা। গোগ্রাসে গিলে খেলুম।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো প্রতিটাই।

আমার ভাষা এতটা সুন্দর নয়।
যখন জ্বলন্ত গাছের সাথে ফিসফাস করি,
নিজেকে একটা প্রতারক মনে হয়।

এটা নিয়ে লাইনের পর লাইন লেখা যায় , মাইলের পর মাইল ভাবনাসরণিতে হাঁটা যায়।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, হামা ভাই। ব্লগে আবার একটিভ হওয়ার ইচ্ছা করতেছে। গল্প লেখায় হাত দেবো আবার।

সেই সাথে দেখি ব্লগে ভালো কবিতা বাছাইয়ের ক্ষেত্রে কিছু করা যায় কি না।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

অলওয়েজ ড্রিম বলেছেন: পড়ে অনেক কিছুই বুঝি নাই বলা চলে কিছুই বুঝি নাই, তবু ভাল লেগেছে। মনে হয়েছে এগুলো ভাল কবিতা। আমি অযোগ্য তাই বুঝি নাই। কিন্তু কবিতা বুঝতে মন চায়, না বুঝলে মন খারাপ হয়। কিছু ইঙ্গিত মিলবে কি?

আচ্ছা আপনি কি সেই ছেলেটা - ফর্সা-পাতলা-ছোটখাট? কোনো এক বইমেলায় আপনাকেই কি দেখেছিলাম?

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

ইনকগনিটো বলেছেন: একটি কবিতার অনেকগুলি দরজা থাকে। যে কোনো একটা থেকে ঢুঁকে আরেকটি থেকে বেরিয়ে আসা যায়। দুর্বোধ্যতা এইসব কবিতার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর কিছু কিছু কবিতার ইঙ্গিত একটাই- এবং স্পষ্ট। সেগুলি আবৃত্তিযোগ্য কবিতা।

একটা কবিতার ইঙ্গিত বা ইশারা কিভাবে ধরা যায়? কবিতাটি নিয়ে অনেকটা সময় পড়ে থাকুন। কিংবা কবিতাটি কয়েকবার পড়ুন। দেখবেন ইঙ্গিত স্পষ্ট হয়ে আসবে।

বইমেলায় দেখতে পারেন। হ্যাঁ আপনার বর্ণনার সাথে আমার অনেক কিছুই মিলে যায়। সম্ভবত দেখেছেন। কোথায় বলুন তো? আমিও মনে করে চেষ্টা করি।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কুহক এবং অগোচর অনবদ্য। :)

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

পলক শাহরিয়ার বলেছেন:
রাত্রিগুলো আজকাল কবরের মতো লাগে।
পাশ ফিরলেই- ছুঁয়ে দিতে পারি
অন্ধকার।
আমার বুকে জন্মাতে থাকে
অজস্র শিরীষ গাছ; নক্ষত্র ঢুকে পড়ে মগজে।
অদ্ভূত সুন্দর!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: দুই, তিন বেশি ভাল লেগেছে ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

ইনকগনিটো বলেছেন: শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমটি চমৎকার। আর ক্রাইসিস পড়ে ক্রাইসিসে আছি, মাথা তালগোল পাকিয়ে গেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

ইমরান নিলয় বলেছেন: আমার বুকে একটা ন্যাড়া কদম দোলে

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

ইনকগনিটো বলেছেন: ন্যাড়া শব্দে চাপা কান্না আমি কাঁদি

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

ফরিদ আহমাদ বলেছেন: প্রিয়তে রাখলাম।
ভিন্ন আঙিকে লেখায় অসাধারণ স্বাদ।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ লিখেছেন। মুগ্ধতা। +

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



আমার মেন হয়, কবিতা পড়ার পর, আমি ভয়ানক "ক্রাইসিসে' আছি

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

ইনকগনিটো বলেছেন: হইতেই পারে।

১৮| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪

সিগনেচার নসিব বলেছেন: কবিতা ভাল লেগেছে




শুভেচ্ছা নিবেন অনিঃশ্বেস

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

বিজন রয় বলেছেন: বহুদিন পর আপনাকে ব্লগে দেখছি।

নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.