নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

পলাতক স্ক্র্যাপবুক থেকে- ৪

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮




❑ প্রেম

প্রতিটি মাস্টারবেশনে মনে হয় —
শরীর থেকে স্খলিত হয়ে যায়
আমার পাপ; বিষণ্ণতা- শাদা শাদা

এতো যে পাপ ফেলে দিচ্ছি প্রতিদিন;
পাপ তো কমছে না! বরং গাঢ় —

ম্যাডাম,আপনার ক্লাসে আমি
এক কুলাঙ্গার ছাত্র।



❑ দিনমজুর

একটা পছন্দসই জীবন খুঁজছি। তেমন জীবন পেলে এই জীবনটা বদল করে নেব। পছন্দসই জীবনে আসলে কী চাই- একটু টাকা, গাড়ি বাড়ি। সমুদ্রের কাছাকাছি একটু অবসর। কবিতা। প্রিয় নারী। বাবা মা অনেক কষ্ট করলো, সুখ স্বাচ্ছন্দ্য, বিত্তে ভরা একটা জীবন তাদের উপহার দিতে চাই। নিজের জন্য একটুখানি সময় চাই। দেশ বিদেশ ঘুরে বেড়াবার কিছুটা ইচ্ছা ছিল। কিন্তু তেমন জীবন আমি কোথায় পাব? কীভাবে? চেষ্টায় আছি বহুদিন ধরে। পছন্দসই জীবনের খোঁজে আমার গোটা জীবনটাই কেটে গেল।



❑ একটি গ্রাম্য বন

পাখির ডানার নিচে কিছু নির্জনতা থাকে। যেভাবে প্রাচীন বৃক্ষের ভেতর লুকিয়ে থাকে সন্ধ্যা।



❑ কেমন আছো মানুষেরা

রাতের অনুষ্ঠানে যাব। প্রকান্ড বাড়িতে। শুনেছি
এ বাড়িতে ভুত থাকে। নারীদের চুমু খাব। খাবো মদ।
ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অভিজাত বক্ষ দেখব;
খুটিয়ে খুটিয়ে।
নারীরা হাসবে, ঢলে পড়বে।
তাদের কলকলে মুখরিত হবে বারান্দা।
রাত গাঢ় হয়ে আসবে, সেলেস্টিয়াল রাত।
এক গ্লাস মদ খাবো আরো।
অত:পর বেড়িয়ে পড়বো পৃথিবীর শেষ
ঝরনার খোঁজে।



❑ থাপ্পড়ের ওপর কোনো ওষুধ নাই

এখনো মারিনাই। আশা করতেছি মারবো।



❑ ছেলেমানুষি

আমার মন জলে নাইমা পড়ে। হামাগুড়ি দেয়। মন আমার সাঁতার কাটে, খাড়ির দিকে যায়। মাঝে মাঝে নৌকা আসে, বৈশাখের হইলদা দুপুরে। লাল ঠোঁটে মাঝি পান খায়। নতুন বউ বড় বড় চক্ষে তাকায়। পহেলা বৈশাখে মেঘ নাই আকাশে। আমার মন মেলার দিকে যায়। মন আমার মেলায় ঘুইরা বেড়ায়। আমার মন এক ছোট ছেলে, ডুগডুগি হাতে নিয়া বাপের লগে হাঁটে। আমার মন এক ছোট মেয়ে, বেণী দুলাই দুলাই বাপের লগে হাঁটে।


❑ মুখ

যদি
আরেকবার জন্মাই,
আমি আমার মায়ের গর্ভেই জন্মাবো

কিন্তু পৃথিবীতে এসে

যে
কষ্ট
আমার
মা
পেলো

তা তুলনাহীন —

মা অভিমানে
আর ফিরবে না বলে
আমারো জন্ম নেওয়া হবে না আর কোনোদিন।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: কিছু ভালো লাগল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

ইনকগনিটো বলেছেন: বেশ। ধন্যবাদ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

জনৈক অচম ভুত বলেছেন: কয়েকটা বেশ ভাল ছিল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটাই বেস্ট

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

ইনকগনিটো বলেছেন: কবিতা আসলে একটা আরেকটার সাথে তুলনাযোগ্য না। সেহেতু কোনটা বেস্ট, বলতে পারতেছি না।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

শ্রাবণধারা বলেছেন: চমৎকার; বিবমিষাময় প্রথমটা ছাড়া..... ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

ইনকগনিটো বলেছেন: আচ্ছা। ধন্যবাদ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

খাসা!!!!

এক লাইনের কথাগুলোয় মন আটকে গেলো। অত্যন্ত সরেস!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভিন্ন একটা স্বাদ পেলাম পড়ে!

মা অভিমানে
আর ফিরবে না বলে
আমারো জন্ম নেওয়া হবে না আর কোনোদিন।


আহ!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন:
কয়েকটা ভাল লাগলো। এক বাক্যের গুলোই বেশি ভাল ছিল।

এক নং টা জোস! কবিতা না, মর্মার্থ হিসেবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

ইনকগনিটো বলেছেন: মর্মার্থ হিসেবে কেন জোস, যদি একটু খোলসা কইরা বলতেন।

আর কবিতা, কিংবা তার মর্মার্থ কি আলাদা জিনিস? মানে কবিতাটা আসলে কী? অথবা মর্মার্থটা।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: ❑ প্রেম- বলতে চাচ্ছিলাম বস্তাপচা, ফালতু! শেষটা বাঁচিয়ে দিলো। এমুন টুইস্ট আরো চাই।
❑ দিনমজুর- মোটামুটি।
❑ একটি গ্রাম্য বন - টিপিক্যাল।
❑ কেমন আছো মানুষেরা - এটারও শেষটা খুব ভালো লেগেছে।
❑ থাপ্পড়ের ওপর কোনো ওষুধ নাই- কিতা কমু!
❑ ছেলেমানুষি- স্বাগতম পরিবর্তন।
❑ মুখ- বেস্ট। মাইন্ড ব্লোয়িং।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

ইনকগনিটো বলেছেন: কিছু কিছু কবিতা একটা লাইনের উপর দাঁড়ানো থাকে। শুধুমাত্র এই একটা লাইনের যে ডেলিভারি, সেটার জন্য কবিতার বাকি কাঠামো, এমনও হয়। প্রেম, কেমন আছো মানুষেরা, এই ধরণের দুইটা কবিতা।

দিনমজুরে কোনো অসিলারেশন নাই, উত্থান পতন নাই, ওয়েভ নাই। তবু দিনমজুর লিখলাম জনসাধারণের মধ্যে এই কথাগুলির ব্যাপ্তি নিয়া। আমরা কম বেশি সবাই এইরকম দোটানায় ভুগি। জীবনের কোনো না কোনো সময়। হয়তো সবসময়ই।

একটি গ্রাম্য বন অব্জারভেশনমূলক কবিতা। সেকেলে।

ছেলেমানুষি যে পরিবর্তন, সে কথা বলবো না। কবিতার কন্টেন্ট অনুসারে কবিতার কাঠামো ভিন্ন ভিন্ন হয়। সেভাবেই লিখি। এরকম ভিন্ন ভিন্ন এপ্রোচের কবিতা আছে, কিন্তু ব্লগে দেওয়া হয় না। ব্লগ কবিতার একটা পুতুরলুতুর ধারা আছে। ভালো লাগে না।

মুখ কবিতাটা ইমোশনাল। ধন্যবাদ তোমাকে, হামা ভাই।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

নেক্সাস বলেছেন: পছন্দসই জীবনের খোঁজে আমার গোটা জীবনটাই কেটে গেল। মন কেড়েছে এই লাইন।


কেমন আছে মানুষেরা খুব দারুন লেগেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, নেক্সাস ভাই।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

নেক্সাস বলেছেন: মুখ- অসাধারণ কাব্য দিপ্তী, ম্যাসেজ, টুইষ্ট

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ইনকগনিটো বলেছেন: আবারো ধন্যবাদ।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
থাপ্পরের উপর কোন ওষুধ নাই। :)

এখনো দেই নাই কখন দিবো ? :P

১২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ কয়েকটা ভালো লাগছে। +

কেমন আছো মানুষেরা - বেস্ট।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ কয়েকটা ভালো লাগছে। +

কেমন আছো মানুষেরা - বেস্ট।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪০

তৌফিক আনজাম বলেছেন: ভাই বহুদিন পর আপনার ব্লগে আসলাম । আপনি আছেন এখনো দেখে ভালো লাগলো । লেখা ভালো লাগছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.