নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

তার জন্য কেন হেলিকপ্টার বরাদ্ধ করা হল না!

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

তিনি তো রাজনের মত ছিঁচকে চুুরির দায়ে অভিযুক্ত নন যে তাকে নির্যাতন করতে হবে৷ তিনি মহা বড় চোর! সাড়ে চার হাজার কোটি টাকার চোর৷ তিনি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ৷

তার জন্য কেন কোন মন্ত্রীর গাড়ি বরাদ্ধ করা হল না আদালত প্রাঙ্গনে আনার জন্য? তার কেন কস্ট করে নিজের গাড়ি ডেকে আনতে হল কারাগারে থাকা অবস্থায়? কেন তাকে ভিভিআইপি মর্যাদা না দিয়ে যানজট ঠেলে আদালতে উপস্থিত হতে হবে? তার জন্য কারাগারের গাড়ি তো প্রশ্নই আসে না৷ ভিভিআইপি মর্যাদার ব্যক্তির জন্য তো নিজের ব্যক্তিগত গাড়িতে যানজট ঠেলে যাওয়াটাও মানহানিকর৷ যদি কোন মন্ত্রী পরিষদের গাড়ি নাই দেওয়া যাবে তাহলে হেলিকপ্টার পাঠানো যেত৷


তার জন্য হাজতখানায় থাকার প্রশ্নই ওঠে না৷(হাজতখানা তো ছোট চোরদের জন্য৷ যারা ৫০টাকা ১০০ টাকা, বা বড়জোর হাজার টাকা চুরি করতে পারে৷) তাকে বরাদ্ধ দেওয়া হল আদালত প্রাঙ্গণের একটি কক্ষ৷ তার জন্য তো সোনারগাঁ বা শেরাটন বা র্যাডিসনে কোন অবকাশ যাপন কক্ষ বরাদ্ধ পাওয়া উপযুক্ত!

তার স্ত্রীর সাথে একান্তে শুধু কথা বলতে দেওয়া হল কেন? (তার স্ত্রী যদিও উক্ত মামলার অন্যতম প্রধান আসামী৷ পুলিশ তাকে গ্রেফতার করে না৷) তাহেরপুত্র কারাগারে বসে বিয়ে এবং বাসর উদযাপন করতে পারে তাহলে তার জন্য কেন স্ত্রী, এমনকি বান্ধবী, রক্ষিতার দিয়ে নিরিবিলি অবকাশ যাপনের ব্যবস্থা করা হল না আদালতের আশেপাশে?

এটা অন্যায়! চরম অন্যায়!! মারাত্মক মানবতাবিরোধী অপরাধ!!! আশাকরি কর্তৃপক্ষ পরবর্তীতে এটা গোচরে নিয়ে যথাযথ পদক্ষেপ নিবে৷

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

নতুন বলেছেন: দেশে কারাগার থেকে নিজের গাড়ীতে করে কোটে যায় এবং তার জন্য কারুর চাকুরি যায় না এবং কেউই সাজা পায়না তবে অনিয়ম কি ভাবে বন্ধ হবে?

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি যে দেশের কথা বলছেন সেই দেশে সকল অনিয়মই যে নিয়ম৷ তাই এসব অনিয়মের প্রতিক্রিয়ায় কারও কিছুই হয় না৷

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

আরণ্যক রাখাল বলেছেন: :(

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: আপনার দুঃখে আমিও দুঃখিত৷

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: আইন সবার জন্য সমান :)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

প্রবাসী ভাবুক বলেছেন: উহা সংবিধান নামে কোন একটি বইতে লেখা আছে৷ তবে বাস্তবে কোন প্রয়োগ নাই৷

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

কিরমানী লিটন বলেছেন: উল্টো রাজা-হীরক রানীর দেশে... =p~

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

প্রবাসী ভাবুক বলেছেন: হীরক রাজাও হয়ত এসব অনিয়ম দেখে লজ্জা পাইত!

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

প্রামানিক বলেছেন: আপনার কথা বুইঝাও কইতেরি না।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

প্রবাসী ভাবুক বলেছেন: আমরা সবাই বুঝি কিন্তু বলতে গেলে ৫৭ ধারা নামে একটি বিশেষ আইনের আওতায় ঢুকে পড়ার সম্ভাবনা থাকে৷ তবে আপনার ছড়াগুলোতে ছন্দের তালে তালে যা বলেন সেটাও তো কম নয়৷

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই তানভীর রে হাসের অান্ডা থেরাপি অার যে বলেছে চার হাজার কোটি টাকা কিছু না তাকে রাজহাসের অান্ডা থেরাপি দিলে খুব ভালো লাগত।

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

প্রবাসী ভাবুক বলেছেন: তানভীর কে আন্ডা থেরাপী তো দুরের কথা আদালতে নিয়ে নিয়মানুযায়ী হাজতখানায় রাখার কথা থাকলেও রাখা হয়েছিল অন্য একটি কক্ষে জামাই আদরে যেখানে একই মামলার অন্যতম প্রধান আসামী তার স্ত্রীকে পাঠিয়ে নিচেয় সিড়িতে দাড়িয়ে পাহারা দেয় পুলিশ৷

আর যিনি সাড়ে চার হাজার কোটি টাকা কে সামান্য কিছু টাকা বলেন তিনি দেশের অর্থ মন্ত্রী একথা ভাবতে অবাক লাগে৷ মাঝে একবার সর্বনিম্ন মুদ্রা পাঁচ টাকা করার ঘোষণা দিয়েছিলেন৷ এক টাকা, দুই টাকার মুদ্রা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন পাঁচ টাকার নিচে কিছু পাওয়া যায় নাকি? তার কাছে সাড়ে চার হাজার কোটি টাকা সামান্য হতেই পারে৷কদিন আগে সংসদে পাচঁ টাকার কয়েন আছে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছিলেন৷ সবচেয়ে দুঃখের বিষয় দেশের অর্থনৈতিক অবস্থা, এমনকি মুদ্রা সম্পর্কে ধারণা নাই তিনি দেশের অর্থমন্ত্রী৷

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ১ টা খুন করলে খুনী, ১,০০,০০০ খুন করলে বীর; অার সবাইকে খুন করলে হয় ঈশ্বর । তানভীর মাহমুদ মাঝারি পর্যায়ে অাছেন ।

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

প্রবাসী ভাবুক বলেছেন: এক হাজারটা খুন করলে হয় কুখ্যাত খুনি আর সবাইকে খুন নয় জন্ম এবং মৃত্যু উভয়টা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি ঈশ্বর৷ এটা আমার ধারণা৷ তবে খুনির ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে৷

মাঝারী পর্যায়ের চোর তিনি হলে সর্বোচ্চ পর্যায়ের চোরের সংজ্ঞা জানতেও ভয় লাগছে৷
আপনাকে ধন্যবাদ৷

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

মিলন হোসেন১৫৮ বলেছেন: ত্রদের লজ্জা শরম না থাকলে যা হয় অার কি

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রবাসী ভাবুক বলেছেন: লজ্জা তো তাদের নাইই তবে যারা প্রশাসনে আছে তাদের দায়িত্বও তো ঠিক লজ্জাহীনদের মতই৷

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: জনগনের হাজর কোটি পকেটেস্থ করলে হয় V.I.P.!!

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: জি, মাদক ব্যবসার দায়ে দুই পা'হীন ব্যক্তি যে দুহাত দিয়ে চলাফেরা করে তাদের হাতে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নিয়ে যাওয়া হয় যাতে পালিয়ে যেতে না পারে৷ আর মহাচোরকে তার নিজের ব্যক্তিগত গাড়িতে নিয়ে যাওয়া হয় হাতকড়া তো দূরের কথা গার্ড অব অনার দিয়ে নিয়মানুযায়ী হাজতখানার পরিবর্তে একটি আলাদা কক্ষে স্ত্রীকে সময় দেওয়ার জন্য৷ বড্ড সুবিচার করা হয় সবখানে৷কোন অবিচারই হয় না আমাদের দেশে৷

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

গেম চেঞ্জার বলেছেন: ঘটনা হইলো.........। বাংলাদেশে সুশাসন ও আইনের সমানাধিকার চলছে। কোন ভাবাভাবির কি আছে??

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

প্রবাসী ভাবুক বলেছেন: জি, আমাদের ভাবাভাবির আসলেই কোন দরকার নাই৷ ভাবতে গেলে অযথা সময় নষ্ট ছাড়া ফলাফল শুন্য৷আমরা না ভেবেই শুধু জপতে থাকব দেশ এগিয়ে যাচ্ছে৷ কারও কোন সমস্যা নাই৷ আমরা মহানন্দে আছি৷

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৭

বাংলার ফেসবুক বলেছেন: এখানই কবি নীরব। বলার আছে অনেক কিন্তু...

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: বলার যতই থাকুক আপাতত মনের ভিতর রাখাটাই সবচেয়ে উপযোগী৷

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

অগ্নি সারথি বলেছেন: এটা অন্যায়! চরম অন্যায়!! মারাত্মক মানবতাবিরোধী অপরাধ!!

২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: জি, এটা অন্যায়! অমানবিক!! কারণ তারা চুরি করে টাকার পাহাড় গড়েছে৷ মহাচোরদেরকে জামাই আদর না করাটা চরম অন্যায়৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.