নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিমকে বলছি- দেশের স্বার্থে ফেইসবুকের মত ভারতীয় টিভি চ্যানেল কর্তৃপক্ষের সাথেও দরকষাকষি করুন৷

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

আমাদের মাননীয়া ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম চিঠি পাঠিয়েছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিশদ আলোচনার জন্য৷ বলা যায় দরকষাকষির জন্যই৷ উদ্যোগটা একেবারেই মন্দ নয়৷ দেশের নিরাপত্তার স্বার্থে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ৷

বাংলাদেশ সরকার ফেইসবুক কর্তৃপক্ষের নিকট বিভিন্ন সময়ে বহুবার বিভিন্ন একাউন্টের বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করে আবেদন করলেও তা ফেইসবুক কর্তৃপক্ষ থোড়াইকেয়ার করে বারবার নাকচ করে দিয়েছে৷ সরকারও বাধ্য হয়ে, হয়ত রাগ করে ফেইসবুক বন্ধ করে দিয়েছে৷

সরকার সম্ভবত ফেইসবুক বন্ধ করে দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষি করতে চায়৷ উদ্যোগটা একেবারে মন্দ না৷ ফেইসবুক কর্তৃপক্ষ অবশ্যই ব্যবসার চিন্তা মাথায় রাখবে৷ তবে তারা মার্কিন সরকারের সব আবেদনে সাড়া দেয় না একথাটি মাথায় রাখতে হবে৷ সুতরাং বাংলাদেশ সরকারের এসব ভয়ভীতি প্রদর্শনে ফেইসবুক কর্তৃপক্ষ কতটুকু ভীত হবে সেই প্রশ্ন রয়ে যায়৷ তারা বাংলাদেশের মত রাষ্ট্রের জন্য ব্যবসায়িক পলিসি পরিবর্তন করবে কিনা সন্দেহ৷ আর ফেইসবুক কর্তৃপক্ষ যদি বাংলাদেশ সরকারের আহবানে সাড়া না দেয় তাহলে বাংলাদেশে বসবাসকারীদের ফেইসবুক ব্যবহারের ইচ্ছা ত্যাগ করতে হবে এটা নিশ্চিত বলা যায়৷ (বিকল্প উপায়ে ব্যবহার করতে পারলে ভাল কথা৷ তবে সেটাও খুব বেশিদিন করা যাবে বলে মনে হয় না৷)

গত দুদিনের ভারত নেপাল সম্পর্কের গুরুত্বপূর্ণ সংবাদ হল ভারতীয় টিভি চ্যানেল দেখানো বন্ধ করে দিয়েছে নেপালী ক্যাবল অপারেটররা৷ ভারতীয় সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে তারা৷ এদিকে ভারতীয় এসএসবি(ভারতীয় সীমান্ত রক্ষী)র কয়েক জওয়ান নেপালী সীমান্তে ঢুকে পড়লে নেপালী সীমান্তরক্ষীরা তাদের আটকে রাখে৷ আমাদের বিজিবি এত বড় দুঃসাহস দেখাবে না সেটা নিশ্চিত৷ তাই এই বিষয়ে আলোচনায় না যাওয়াই ভাল৷

আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু ফেইসবুক বন্ধ করে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষি করছে তখন ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে আমরা ভারতের সাথে দরকষাকষি করতে পারি৷ আমাদের বাংলাদেশী চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ দিলে তাদের চ্যানেলও আমরা সুযোগ দিব৷ এতে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন ভারতে সম্প্রচার হলে আমাদের দেশে যেমন ভারতীয় পণ্যের বাজার বৃদ্ধি পেয়েছে, ভারতেও বাংলাদেশী পণ্যের বাজার তৈরি হবে৷ কিন্তু বাংলাদেশ সরকার সেই সক্ষমতা দেখাতে পারবে কি?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

অমিত অমি বলেছেন: তা কোনদিন স্বপ্নেও ভাইবেন না!!
অহেতুক স্বপ্নহারার জ্বালা বাড়ানোর দরকার নাই।
সর্বপ্রথম তিনি নারী, তারপর মন্ত্রী।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাইজান৷ তেনারা কোটি কোটি দেশীয় ফেইসবুকারদের কস্ট দিতে পারলেও ভারতীয় সরকার নাখোশ হতে পারে এটা কখনোই করবেন বলে মনে হয় না৷ তারপরও স্বপ্ন দেখতে দোষ কি!

আপনাকে ধন্যবাদ অমিত অমি ভাই৷

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

অগ্নি সারথি বলেছেন: ঐ হ্যাডম কি আছে নাকি? জাকারবার্গের লগে দর কষাকষি করছে তো দাদাদের হ্যাডম লইয়াই।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: দাদারা তো একচ্ছত্র ভাবে ব্যবসা করে যাচ্ছে৷ ব্যবসা শুধু টিভি চ্যানেলের নয়৷ টিভি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের পণ্যের বিরাট বাজার তৈরি করেছে এদেশে৷

অধিকার কেউ কাউকে স্বেচ্ছায় দেয় না৷ বরং নিজের কোমর নিজে সোজা না করে দাড়ালে সুযোগে অন্য সবাই মাথায় কাঠাল ভেঙ্গে খাবে এটাই স্বাভাবিক৷

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

ঢাকাবাসী বলেছেন: ফেসবুক তথাকথিত বন্ধ করনে কি লাভ সেটা বোঝার মত ক্ষমতা ঐসব মাথামোটা নকল করে পাশ হওয়া আ..লাদের মাথায় আছে বলে মনে হয় না।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: বর্তমানে গণমাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ নাই৷ এমনকি সরাসরি সরকারবিরোধী কথা বললেও বিপদ৷ সরকারের সমালোচনার একমাত্র মাধ্যম বর্তমানে ফেইসবুক৷ এদিকে সরকার কোন ধরনের সমালোচনা সহ্য করতে প্রস্তুত নয়৷ এর আগে যেসব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে সরকার বশে আনতে পারেনি সেগুলো বন্ধ করে দিয়েছে৷ ফেইসবুকও বড্ড বেপরোয়া হয়ে উঠেছিল৷ সুতরাং স্বাভাবিক পরিণতিই বরণ করতে যাচ্ছে ফেইসবুক৷ এখন ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষিতে সরকার যদি কুলিয়ে উঠতে না পারে৷ বাংলাদেশে অবস্থানকারীদের ফেইসবুক ব্যবহারের আশা ত্যাগ করতেই হচ্ছে বলে মনে হয়৷

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: হাতি-ঘোড়া গেল তল,মশা বলে কত জল??
আর চ্যানেলের ব্যাপারটাও সেই একই।। পার্থক্য শুধু..........।।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: সেটা আমরা সবাই বুঝি৷ সেই ক্ষমতা হয়ত সরকারের নাই৷ কিন্তু আমাদের দাবী জানাতে তো আর দোষ নাই৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.