নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বুড়িগঙ্গার পানিকে বিশুদ্ধ করতে কিছু কয়লা বোঝাই জাহাজ এই নদীতে ডুবানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কয়লা পানিকে বিশুদ্ধ করে যেটা তিনি ছোটবেলা থেকে জেনে আসছেন। তাই পরিবেশবিদরা পানি ও পরিবেশ দূষণে কয়লার ক্ষতিকারক বিষয় কোথা থেকে পেয়েছেন সেটা তিনি বুঝে পান না। আর এসব গুজব ছড়িয়ে চট্টগ্রামের বাশখালীতে কিছু নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া হল।

তার মানে কি দাঁড়াল? এটা জানতে হলে প্রধানমন্ত্রী হতে হয়, পরিবেশবিদ নয়। সুতরাং দেশে পরিবেশবিদদের কোন দরকার নাই। নাকি আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব শিক্ষাব্যবস্থাটাকে একেবারেই রসাতলে নিয়ে গেছেন যে আমাদের প্রধানমন্ত্রী ছোটবেলায় যা শিখেছেন তা আর শিখানো হয় না? আর তাই পরিবেশবিদরা তো জানেই না সেটা আগেই বলেছেন। এমনকি এলাকার সাধারণ জনগণও তাদের শিক্ষা জীবনে কখনও পড়ে নাই।

পুলিশ গুলি করে হত্যা করল কিছু মানুষের প্রাণ যারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ফলে নিজেদের বসতভিটা থেকে উচ্ছেদ হওয়ার আতঙ্কে এই প্রকল্পের বাধা দিতে চেয়েছিল। কি দরকার ছিল এই বাধা প্রদানের। যত্তসব বোকার দল। আমাদের প্রধানমন্ত্রী চেয়েছেন বিদ্যুৎ কেন্দ্র হবে তো হবেই। যে বাধা দিবে তার প্রাণ যাবে এটাই তো স্বাভাবিক। এখন বসত ভিটা তো হারাবেই সাথে জীবনটাও দিতে হল। শুধু কি তাই এই বাধা দেওয়াতে প্রধানমন্ত্রী তাদেরকেই দুষলেন। আমিও তাই বলি। মাননীয় প্রধানমন্ত্রী যা বলবেন সেটাই ঠিক। তিনি বড় জ্ঞানী বলেই তো তিনি দেশের সবচেয়ে ক্ষমতাবান। আর এসব পরিবেশবিদরা তার চাকর। সাধারণ জনগণের কথা নাই বললাম।

সুন্দরবনের কয়লা বোঝাই জাহাজ ডুবিতে পানি দূষিত হয়েছে বলে পরিবেশবিদরা মায়াকান্না করেছেন বলে প্রধানমন্ত্রী তাদের সমালোচনা করে বলেছেন, কয়লা পানিকে বিশুদ্ধ করে। তাই বলি, সুন্দরবনে তেলবাহী জাহাজ ডুবির পর পানি বেশী ময়লা হয়ে গেছিলো তো। পশু পাখির ও পেট টা ভালো যাচ্ছিল না। তাই কয়লাবাহি জাহাজ ডুবি আর কি। আমরা পানি শোধনাগার গুলোতেও মেডিসিন এর পরিবরতে কয়লা ব্যবহার করতে পারি। আর সবচেয়ে ভালো হয় বাংলাদেশের নদীর প্রবেশ পথ গুলোতে কয়লা ফেলে দিলে। বিশেষ করে, বুড়িগঙ্গার যে অবস্থা তাতে এর পানিকে বিশুদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবিত এই পদ্ধতির প্রয়োগ করতে পারি। আসা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবিষয়ে শীঘ্রই উদ্যোগ নিবে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


৩৫ বছর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকলে, সক্রেটিসও পাগল হয়ে যেতেন; ৩৫ বছর আওয়ামী লীগের সভাপতি, এর থেকে ভয়ংকর চাকুরী কেউ কোনদিন করেননি।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১

প্রবাসী ভাবুক বলেছেন: চাকরি ভয়ঙ্কর হলেও পদটি লোভনীয়। এত বড় পদে দীর্ঘদিন থেকে এখনও চালিয়ে নিচ্ছেন এটাই বা কম কিসের!

২| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: চাকরি ভয়ঙ্কর হলেও পদটি লোভনীয়। এত বড় পদে দীর্ঘদিন থেকে এখনও চালিয়ে নিচ্ছেন এটাই বা কম কিসের! "

-কিছুই চালাননি; ঠেলা গাড়ী টানলে কেহ ড্রাইবার হয় না।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

প্রবাসী ভাবুক বলেছেন: জি, কিন্তু দেশের রাজনীতিতেই সংস্কার প্রয়োজন। দীর্ঘদিন কেউ একই স্থানে বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় থাকলে এবং নিজে সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতা থাকলে নিজের মধ্যে একগুয়েমি, হামবড়া ভাব এবং স্বৈরাচারী মনোভাব আসতে বাধ্য। এরফলে সিদ্ধান্তে ভুলভ্রান্তির পরিমাণ বাড়বেই। আর আমাদের দেশের রাজনীতি তার বড় উদাহরণ।

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

মামুন্‌ বলেছেন: এখন খালেদা জিয়া কে নিয়ে আসেন আপনার শখ পুরন করে দিবে

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি আছেন শখ পূরণের চিন্তায়। রাষ্ট্র ক্ষমতা শখ পূরণের যায়গা নয় এটা বোঝার মত জ্ঞান থাকা দরকার আছে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রধানমন্ত্রী সমালোচনা করে বলেছেন, কয়লা পানিকে বিশুদ্ধ করে।

আসলে আমরা-ও কত বোকা একথা আগে জানা থাকলে কি টাকা খরচ করে ফিল্টার কিনতাম.....!!
অন্তত কিছু টাকা বেচেযেত.।!!

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

প্রবাসী ভাবুক বলেছেন: জনগণ তো তাদের কাছে পুরোপুরি বোকা। নিজেদের বোকা হিসেবে রাখাই নিরাপদ। বেশি বুদ্ধিমান সাজতে গেলে বিপদের সম্মুখীনের সম্ভাবনা থাকে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

মাসূদ রানা বলেছেন: হাহাহা ....... প্রধানমন্ত্রী বলে কথা ।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

প্রবাসী ভাবুক বলেছেন: জি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটাই আসল কথা। অন্যরা যাই বলুক মূল্যহীন।

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

গোধুলী রঙ বলেছেন:

এই মুভিটা দেখেছেন? দেখলে উত্তর পেয়ে যাবেন।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

প্রবাসী ভাবুক বলেছেন: সুযোগ পেলে দেখে নিব। মন্তব্যের জন্য ধন্যবাদ গোধুলী রঙ ভাই

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

সোজোন বাদিয়া বলেছেন: কারা জানি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছিলেন। কইছিলাম না, সরিষা নয় ওঝার মধ্যেই ভূত! চোখ খুলেন ভাইসাবেরা চোখ খুলেন।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

প্রবাসী ভাবুক বলেছেন: যে কাজগুলো আগেই সরকারি সিদ্ধান্তে শুরু হয়েছে সেগুলোতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মানেই কাজের আরও দ্রুত অগ্রগতি হওয়া। তাতে যতই বাধা আসুক বা হতাহতের ঘটনাই ঘটুক।

৮| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ঢাকাবাসী বলেছেন: হা হা হা মাননীয় প্রধানমন্ত্রী বলে কথা। ঘারে মাথা ক'টা?

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। কথাটা মাঝে মাঝে স্মরণ করিয়ে দেন বলেই সতর্ক হয়ে লিখতে পারি।

৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.