নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

স্ণরণ শেখ

আমি অপূর্ণ, আমি বাঙালি, আমি মানুষ

স্ণরণ শেখ › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গার প্রতি জনৈক বাঙালি

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

প্রাণের চাইতেও অধিক প্রিয় রোহিঙ্গা,
বাংলাদেশে আপনাদের স্বাগতম, এই দেশকে নিজের বলে মনে করুন। তবে আপনি হিন্দু রোহিঙ্গা হলে মায়ানমারে ফেরত যান।
এই পাহাড়, পর্বত, নদী আল্লাহর সব দান সবই তো আপনাদের। এটা অর্থাৎ এই দেশ অনেক আগে আপনাদের পূর্বপুরুষদের ছিল, মাঝখানে আমরা কিছুদিন দখল করেছি। এখন আপনারা, বাংলাদেশের আসল মালিক রোহিঙ্গারা দেশে ফিরেছে, বাঙালির উচিত দেশটা রোহিঙ্গাদের চরণে অর্পণ করা।
আল্লাহ আপনাদের বাচ্চা দিবে, আপনারা বাচ্চা পয়দা করবেন। কেননা জন্মনিয়ন্ত্রণ হারাম। তাদের খাওয়াবে কারা? বাঙালিরা।
আপনারা চাল খাবেন, বাংলাদেশিদের ঘাটতি থাকা সত্ত্বেও আপনাদের দেশ থেকেই চাল কিনে এনে আপনাদের খাওয়াবো। এতে আমাদের চালের কেজি ৬৫ টাকা কেজিই হোক না কেন?
আপনাদের জ্বালানি কাঠ জোগাড় করতে দেশের প্রাকৃতিক বন উজাড় হবে, হতেই পারে। কিন্তু এ নিয়ে আমরা টু শব্দ করতে পারবনা, করলে কাফের হয়ে যাব। কারণ আপনারা তো মুসলমান। দেবতার অবতার।
আপনাদের আশ্রয় দিয়ে আমরা ধন্য, তাই বাসা থেকে ডেকে ডেকে এনে আপনাদের আশ্রয় দিব। আশা করি ২০৮৯ সালের মধ্যে আমাদের স্বঘোষিত মাদার অব হিউমানিটি শেখ হাসিনা এই জন্যে নোবেল পুরস্কার পাবেন।
আপনারা আজ কক্সবাজারে বাঙালি মেরেছেন, ধন্যবাদ। নেংটা বাবা বলেছেন রোহিঙ্গার হাতে মরতে পারলে ডাইরেক্ট জান্নাত। আপনারা কক্সবাজারেই না, চট্টগ্রাম, ঢাকা, সিলেট দখল করুন। আমাদের জান্নাত নসিব করান। এসব তো আপনাদেরই।
- আপনাদের দাসানুদাস বাঙালি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


গুণমানহীন ভাবনা উৎপাদন ব্যবস্হা

২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

আবুনাছের আখন্দ বলেছেন: এতো সবে শুরুরে দাদা ভাই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.