নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

মায়াবী মুখ

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৫


তোমার কণ্ঠ শুনে হই শিহরিত
উড়নার আঁচরে প্রাণ পাবো কি সন্দেহ।
কেউ বলে আমি মৃত, শুকনো কাঠ
জানালার পাশে দাঁড়ালে লাগে বৃষ্টির ছাঁট।

ওই দূরে, খোলা মাঠে, বুষ্টিতে গ্রাম্য মেয়েরা নাঁচে
কার পায়ে নুপুর, ঝুন ঝুন বাজে।
হাত বাড়ালে শূন্যতায় ভরে ওঠে বুক
চোখ বুজলে ভেসে ওঠে মায়াবী একটি মুখ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১১:১৯

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: গ্রাম্য মেয়ে আবার কি?
গ্রামের মেয়েরা কি শহরের মেয়েদের চেয়ে আলাদা?

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১১:২৪

ইসমাঈল আযহার বলেছেন: মেয়ে তো সবাই মেয়ে। বাচ্চাদের দুষ্টুমির অমিলও অনেক কম। তারপরও অনেক ভিন্নতা আছে। গ্রামের মেয়েদের যেমন অবাক চাহিনি, তাদের পোশাক, উল্টোপরা জুতো, হাসি, স্টাইল, কথাবার্তা তো বটে আরও অনেক কিছুতে ভিন্নতা আছে। শহরের মেয়েরা পরিচর্যা পেয়ে পেয়ে কেমন যেন একটা হয়ে ওঠে।
দেখেন না, শহুরে মেয়েগুলো গ্রামে গেলে (তাদের দূরে থেকে) এমনভাবে দেখে যেন ভিন্ন কোনো বস্তু বা নতুন কিছু দেখছে। ইয়ে মানে কেমন যেন একটা।

৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৩:৩৪

নিশাচর ভবঘুরে বলেছেন: গ্রাম্য মেয়েটাকে চিনতে ইচ্ছে করে

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১১:২৯

ইসমাঈল আযহার বলেছেন: চিনুন চিনুন। সবাইর চিনতে ইচ্ছে করে। একটা ঘটনা মনে পড়ল, আমি একবার খুলনা হাসপাতালে গিয়েছিলাম ভাগনেকে নিয়ে। একজন লোকের সঙ্গে দেখা হয়েছিল বেশ বড়োলোক। বিয়ে করেছে মামাতো বোনকে। মামাতো বোন গ্রামের মেয়ে। লোকটি বলছিল ও লিফটে উঠতে ভয় পায়। মা হয়ে গেছে, কিন্তু তার সমস্ত কাজকর্মে বাল্যতার ছাপ। ‘বাল্যতা’ শব্দটি বোধ হয় ব্যবহার হয় না। খুঁজে পেলাম না। আশা করি যেটা বোঝাতে চেয়েছি, বুঝেছেন।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর কবিতা

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:১৩

ইসমাঈল আযহার বলেছেন: থ্যাক্ঙু জুনায়েদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.