নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

আমি মুরগি

ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!

আমি মুরগি › বিস্তারিত পোস্টঃ

আমার দুষ্টু কাজিন

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

একাবার আমাদের বাসায় পিচ্চি দুইটা কাজিন এসেছিল। একজন টুতে পড়ে অপরজনের পড়ালেখার বয়স হয়নি, কেবল খেলাধুলা আর লাফানোর বয়স তার।

আমার আম্মু ওরা কি কি খাবে শুনে রান্না করে ওদের খাওয়ানোর বৃথা চেষ্টা করতে লাগল। ২ ঘন্টা ধরে সামান্য একটু খাওয়াতে পারল। দুপুরেও দেখি আম্মু ওদের পেছন পেছন যেয়ে, বিভিন্ন ভুতের গল্প বলে খাইয়ে দেওয়ার বৃথাচেষ্টা করছে কিন্তু ওরা খাবেনা। ভুতের গল্প ঠিকই শুনবে কিন্তু খাবে না।

তখন আমি আম্মুকে বললাম, ওদের আর খাবারই দিবা না। দুদিন না খেয়ে থাক। রাতে আমরা সবাই খাচ্ছি আর ওরা দু'ভাই খেলেই যাচ্ছে। কেউ ওদের ডাকিনি।

পরদিন সকাল বেলা, আমরা ভাত খাচ্ছি ওরা দুজন খেলেই যাচ্ছে আর মাঝে মাঝে খাওয়ার রুমে আসছে। কেউ ওদের বলিনি যে, আস খেয়ে যাও।

দুপুর বেলা ওরা নিজেই আম্মুর কাছে ভাত চাইল। এবং যাদের কে ভাত মাখিয়ে নানান গল্প করে জোর করে মুখে খাবার তুলে দিতে হয়। তারা নিজ হাতে ভাত- তরকারি প্লেটে উঠিয়ে নিয়ে, নিজ হাতে মাখিয়ে খেল!!

আর আমরা সবাই ওদের খাওয়া লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। এক ভাই আর একভাইকে বলছে, "তুই এত ভাত নিলি খেতে পারবি?"

অপরজন উত্তর দিল, "আমি সব খেয়ে ফেলব, দেখবি তুই দেখবি!"

বিদ্রঃ বাচ্চাদের কিংবা বুড়ো যাই হোক ক্ষুধা লাগলে এমনিতেই খাবে। দয়া করে তাদের জোর করবেন না। পেটের জালা অনেক বড় জালা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

মানিজার বলেছেন: হেঃ হেঃ

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

আমি মুরগি বলেছেন: হাহা

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

আমি মুরগি বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পেটের জ্বালা আর মনের জ্বালা দু'টোর আলাদা রূপ
একটা খেতে চায় আর একটায় খাবার বিস্বাদ করে দেয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

আমি মুরগি বলেছেন: দারুন বলেছেন!!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাচ্চাদের জোর করা উচিত নয়। তবে অনেকে বাচ্চার শরীরের কথা ভেবে খাওয়ার ব্যপারে জোর করে...

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৯

আমি মুরগি বলেছেন: হুম! আপনাকে মনে হয় আন্টি ঐভাবে খাওয়াতো!!

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

ওমেরা বলেছেন: কিছু মায়েরা বাচ্চাদের খাওয়ার এমন ন্যাকামী করে আমার দেখলেই রাগ লাগে । আমার ও কথা ক্ষুদা লাগলে ঠিকই খাবে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

আমি মুরগি বলেছেন: ইয়েস!

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের মায়েরা এত ন্যাকা ছিল না। তবে আমার বোন তার বাচ্চার সাথে আর আমার বউ আমার বাচ্চার সাথে জোরাজুরি করে...

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪

আমি মুরগি বলেছেন: আপনার বউ কে আমার পোষ্টা পড়তে দিবেন। লল

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

অলিউর রহমান খান বলেছেন: দারুন আইডিয়া।
আপনার বুদ্ধি মতো চলা ফেরা করলে বাচ্চারা ১ সপ্তাহে ঠিক হয়ে যাবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

আমি মুরগি বলেছেন: ঠিক হতে বাধ্য। একই বয়সের রাস্তার শিশু বা পথশিশুদের কেউ মুখে তুলে খাইয়ে দেয় না। ক্ষিদে লাগলে ঠিকই লোকের কাছে হাত পাতে, হোটেলের সামনে সারাদিন দাঁড়িয়ে থাকে। তবেই না ১ টা রুটি পায় ওরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.