নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

আমি মুরগি

ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!

আমি মুরগি › বিস্তারিত পোস্টঃ

এত টাকা খরচ না করে গরিবদের খাওয়ানো প্রসঙ্গে!!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

আমাদের দেশের কোন এক ক্রিকেট প্লেয়ারের বিয়ের সময় একটু বেশি খরচ করা হয়েছিল দেখে একটা ভাইয়া পোষ্ট করেছিলেন, "এত খরচ না করে এর চেয়ে গরিবদের খাওয়ানো উচিৎ ছিল।"

কিছুদিন আগে একটা পোগ্রামে বেশকিছু টাকা খরচ হয়েছে বলে অনেকের পোষ্টেই দেখছি তারা লেখছেন যে এত খরচ না করে গরিবদের খাওয়ানো বা দেওয়া উচিৎ ছিল।

এখন আমি সেই সব ভাইদেরকে বলতে চাই, ভাইয়া আপনি ফেসবুক চালানো বাদ দিয়ে দেন। প্যাকেজ বা ব্রডব্যান্ড লাইনে আপনার সর্বনিম্ন ৫০০ টাকা খরচ হয়। প্রতিমাসে আপনি ৫০০ টাকা দিয়ে একজন বা দুজনকে খাওয়াতে পারবেন।

ভাইয়া, আপনার সাথে মাঝে মাঝে আপনার গার্লফেন্ডকেও দেখি, বিভিন্ন রেস্টুরেন্টএ। প্লিজ ভাইয়া ব্রেকাপ করে ফেলেন। হাজার হাজার টাকা আপনি গরিবদের খাওয়াতে পারবেন যা আপনি চাচ্ছেন।

ভাইয়া, আপনার প্রতিমাসের সিগারেট বিলটা যদি একটু বলতেন! কি লজ্জা পেলেন? এতটুকু পড়ে কি আমায় ব্লক মেরেই দিলেন? সেই সিগারেটের বিল দিয়ে অনায়াসে মাসে ১৫/২০ জনকে পেট ভরে খাওয়াতে পারবেন!

আসলে ভাই আল্লাহ্‌ মানুষকে পরিক্ষা করার জন্যই এত ক্লাসে বিভক্ত করেছে। কেউ তার খুব গুরুত্বপূর্ণ কাজে কক্সবাজারে যাবে অথচ বাসে যেতে হচ্ছে, আর কেউ সমুদ্রের গর্জন শুনতে যাবে অথচ প্লেনে যাচ্ছে। আর যার সামর্থ্য নেই সে কক্সবাজার যাবে পায়ে হেটে, অথবা যাবে না। আপনি কখনই তাকে এটা বলতে পারেন না যে, প্লেনে না যেয়ে সে টাকা দিয়ে গরিবদের খায়াও। এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার।

ভাই মেনে নিতে শিখুন। যার টাকা আছে সে উড়াবেই। আর দিন শেষে অনেক বড় বড় বুলি ফেসবুকে/ব্লগে সবাই দিতে পারে। কিন্তু ব্যাস্তবতায় আসলে দেখা যাবে আপনার সিগারেটের বিল দিয়েই একটা গরিবের ১ মাস আনায়াসে চলে যাবে। আর গরিবদের তো ৫ টাকা ভিক্ষা দিতেও দেখিনা! অনলাইনে লগিন করলেই কি ফেইক মানবতা উপচে পড়ে?

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হয়ত এত টাকা দেখে তাদের সহ্য হয় না।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

আমি মুরগি বলেছেন: ইয়াপ! তাদের জ্বলে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

তার ছিড়া আমি বলেছেন: বিষয়টি আপেক্ষিক।
কে বিয়েতে কি বা কত খরচ করেছে, তা আমার জানা নেই। তবে আপনার কথায় কিছুটা আঁচ করতে পারলাম কিছু একটা ঘটেছে। আপনার সাথে আমি একমত।
কিন্তু ভাই, কোটি টাকা খরচ করতেও কোন নিষেধাজ্ঞা নেই, তবে অপচয় কারীকে আল্লাহ পছন্দ করেন না।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

আমি মুরগি বলেছেন: আপনি ঠিকই বলেছেন অপচয় আসলেই কাম্য নয়। কিন্তু এক শ্রেনীর মানুষ নিজে কিছু না করে সারাদিন মানুষের পিছনে লেগে এইসব বলতে থাকে, এটা না করে গরিবকে খাওয়ান। ওটা না করে গরিবকে খাওয়ান। অথচ নিজে খাওয়াবে না। হাহাহা

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ভালো কথা বলেছেন, আপনার প্রতি আমি একমত পোষণ করছি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

আমি মুরগি বলেছেন: ধন্যবাদ, আপনার সাদা মনে কোন কাদা নেই! প্রমানিত।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপচয়টা রোধ করার জন্য অতি আবেগে বলে থাকে কেউ কেউ ওরকম। সবারই সচেতনতা দরকার...

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

আমি মুরগি বলেছেন: তা ঠিক আছে! তবুও এমন ভাবে বলে ওরা!! অথচ ওরা চার আনাও দান করে না বা খাওয়ানোর ইচ্ছে নেই। যাই হোক, আগের পোষ্টা কি ভাবি পড়েছিল?

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৬

কালীদাস বলেছেন: ক্যাপিটালিস্ট সোসাইটিতে যার সামর্থ আছে সে খরচ করবেই। অন্যরা আশা করতে পারে দান খয়রাত পাওয়ার, তাই বলে না করলে চৌদ্দগুষ্ঠি উদ্ধার করাটা মিনিংলেস।

আপনার নিকটা খুবই ইন্টারেস্টিং :||

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

আমি মুরগি বলেছেন: আর আপনার নীকটা বড্ড কাল! কালী

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: এটাতো বুঝেনই স্যোসাল মাধ্যমগুলিতে একটু বড় কথা একটু আদর্শ সবাই প্রচার করে!!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

আমি মুরগি বলেছেন: হ্যা ভাই। কেবল আমরাই অজ্ঞমুর্খ থেকে গেলুম! বাড়িয়ে কিছু বলি না।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: ঝগড়া রেখে খাওয়া ধরুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.