নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের সুহান

সুহান সুহান

দ্বিধান্বিত

সুহান সুহান › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত প্রেমের গল্প- (পর্ব ২৪)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

পুলক কেন তাঁকে এত অ্যাভয়েড করছে বুঝতে পারছে না প্রিয়াঙ্কা। সাথে সাথে এটাও বুঝতে পারছে না যে পুলক অ্যাভয়েড করাতে সে এত বোদারড-ই বা হচ্ছে কেন!! তাঁর পিছনে ছেলেদের লাইন লেগে থাকে। আর কোথাকার কোন পুলক!! এসব ভাবতে ভাবতেই প্রিয়াঙ্কার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সে নিজের মনে ভেবে যাচ্ছে, “ পুলকের মত ছেলেদের আমি আমার জুতাও পরিষ্কার করাই না। ওঁদের সেই যোগ্যতাও নাই। How dare he avoids me!!! Son of a bitch!!! ও কি মনে করসে! ওঁর জন্য আমি পাগল হয়ে গেসি। ওঁর মত ফালতু আন-কালচারড ছেলের জন্যে!! হাহ!! প্রিয়াঙ্কা এখনো রাস্তায় হেঁটে গেলে হাজার হাজার ছেলে জিহ্বা বের করে থাকবে।“



কিন্তু এ ধরনের রাগ শুধু অসহায়তা বাড়ায়। আর কিছু বাড়ায় না। অহংকারী মানুষেরা অবাক হয়ে লক্ষ্য করে যে তাঁদের অহংকার যা এতদিন কত উপরে ছিল তা মুহূর্তের মধ্যেই কিভাবে মাটিতে মিশে যায়। কোন একজনের কাছে গিয়ে তা কিভাবে ভূলুণ্ঠিত হয়।



রাগে গজ গজ করতে করতে প্রিয়াঙ্কা ঠিক করে সে পুলককে আর কখনো ফোন দিবে না। পুলক যদি ওর পা ধরেও বসে থাকে, তাহলেও সে তাঁকে কখনো forgive করবে না। এসব ভাবতে ভাবতে সে নিজেকে সাজায়। একমাত্র ঠিকমত সাজগোজ করলেই প্রিয়াঙ্কার মনটা ভালো হয়ে যায়। ভালো করে সে নিজেকে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে। পুলকের শাড়ি পছন্দ। এখন একবার শাড়ি পড়ে ওঁর সাথে দেখা করে আসলে কেমন হয়? যদিও প্রিয়াঙ্কা শাড়ি পড়তে পারে না। শাড়ি খুবই ঝামেলার জিনিস। মা-কে আবার বলতে হবে শাড়ি পরায়ে দেয়ার জন্যে। এত্ত ঝামেলা কে করবে!! একটু আগেই প্রিয়াঙ্কা পুলকের সাথে জীবনে দেখা করবে না বলে ঠিক করেছে। কিন্তু সে একটু পরেই পুলককে ফোন দিল।

-হেল্লো

-হ্যালো!! কি খবর প্রিয়াঙ্কা?

-কি করছ পুল?

-এই তো!! কাজ কর্ম!! অফিসে যা করে আর কি!!

-হুম!! তুমি কখন ফ্রী আজকে পুল?

-আমি তো আজকে ফ্রী নেই প্রিয়াঙ্কা।

-কালকে?

-হুমমমমমমম!!!! আমি বরং sure হয়ে কালকে তোমাকে কল দেই? ওকে??

-থাক!! তোমার আমাকে কল দেয়া লাগবে না। আমিও তোমাকে আর কল দিব না।

প্রিয়াঙ্কা ফোন কেটে দিল।

ফোন রেখে প্রিয়াঙ্কা ফুঁসতে ফুঁসতে আবারো সিদ্ধান্ত নিল যে আর না!! যথেষ্ট হয়েছে। পুলক চ্যাপ্টার ক্লোজ।





পার্কে ভোরবেলায় সাধারণত মানুষ হাঁটাহাটি, ব্যায়াম আর মুক্ত বায়ু সেবন করতে বের হয়। এ সময় সাধারনত প্রেমিক-প্রেমিকা যুগলদের দেখা যায় না। কিন্তু আজকে এক যুগল এসেছে। কোন এক কারণে তাঁদের মধ্যে কোন মতবিরোধ হয়েছে। এতে তাঁদের ঘিরে উৎসাহী লোকজন দাঁড়িয়ে আছে। ভোরবেলার নিয়মিত দৌড়বিদেরা অবশ্য এই জটলাকে এড়িয়ে ঠিকই সামনে এগিয়ে যাচ্ছে। এরা প্রায় সবাই-ই চাকরিজীবী। রাস্তাঘাটের এসব সমস্যা দেখে তাঁদের লাভ নেই।



ইতি-ও এই জটলাটাকে এড়িয়ে সামনে দৌড়াতে লাগল। জীবনের একটা পর্যায়ে তাঁকে সবসময় ঝগড়াঝাঁটি নিয়ে থাকতে হয়েছে। তাই অন্যের ঝগড়াঝাঁটি তাঁকে আর আকর্ষণ করে না।



ওই দিনের সেই ছেলেটি বসে আছে আগের জায়গাতেই। কি রকম উদ্ভ্রান্তের মত দৌড়াচ্ছিল ওইদিন ছেলেটি। পার্কে বহু মানুষ বহুভাবে দৌড়ায়। প্রথম প্রথম এসব দেখে মনে মনে হাসত ইতি। মানুষগুলোর এই কসরত হাসার মতই। বিশেষ করে বয়স্ক মানুষগুলোর প্রাণান্তকর চেষ্টা দেখলে হাসিও লাগে, মায়াও লাগে। ইতিও প্রতিদিন এক রাউন্ড দৌড়ের পর ওখানে বসে। এ মনে হয় নতুন।



পুলক এক রাউন্ড দৌড় দিয়ে বসে একটু জিরোচ্ছিল। তাকিয়ে দেখল আগের দিন ‘anything wrong!!’ জিজ্ঞেস করা মেয়েটি আসছে। কাছাকাছি আসতেই পুলক মেয়েটিকে দেখে বলল, ‘হেলো!!’ মেয়েটি তাঁর দিকে তাকাল কিন্তু জবাব না দিয়ে দৌড়িয়ে চলে গেল। পুলক একটু বেকুব হয়ে বসে রইল। এটা কি ওইদিনের মেয়েটা না? হ্যাঁ, সেই মেয়েটাই তো।



এই সময় পুলকের ফোন আসল। এত সকালে কে ফোন দিল!!! মেয়েটার দৌড়ে যাওয়া দেখতে দেখতে সে ফোন বের করল পকেট থেকে। প্রিয়াঙ্কার ফোন!!! এত সকালে!!! ও তো ঘুম থেকেই এত আগে উঠে না। ওঁর বাসা পার্কের কাছেই। পুলক ওকে বলেনি যে ওঁদের বাসার কাছেই পার্কে সে রোজ সকালে দৌড়াতে আসে। মেয়েটা আজকাল কেমন জানি বিরক্তিকর আচরণ করে।



-হেলো!!

-পুল!! (প্রিয়াঙ্কার গলা কাঁপা) আমি একটু তোমার সাথে দেখা করতে চাই।

-কি হয়েছে প্রিয়াঙ্কা?

-কিছু না। এমনিই। তুমি কোথায় এখন?

-আমি এই তো একটু পার্কে হাঁটতে আসছি।

- আমাদের বাসার কাছের পার্কে?

-হুম!

-ওকে!! আমি এখনই আসি?

-হুমম!! ওকে but don’t be late। অফিস যেতে হবে।

-ওকে!!



৫ মিনিটের মধ্যেই প্রিয়াঙ্কা চলে আসল। আলুথালু বেশে মেয়েটাকে এই প্রথম দেখল পুলক। একটু অগোছালোভাবে থাকলেও যে মেয়েদের দেখতে সুন্দর লাগে এটা মনে হয় অনেক মেয়েই জানে না। প্রিয়াঙ্কাও জানে বলে মনে হয় না। সময় পেলে এখনো পাঙ্কু সেজে আসত।

-এখন বল তো কী হইসে প্রিয়াঙ্কা? রাতে ঘুম হয় নাই নাকি?

-হুম! ঘুম হয় নাই।

-কেন? আমি তো জানি তোমার রাতের ঘুম কোনোভাবেই ডিস্টারবড হয় না।

-হ্যাঁ, এই কয়েকদিন ধরে হচ্ছে না।

-কারণ কী?

-আমি জানি না।



পুলক দেখল ওই দিনের ওই মেয়েটি আরেক রাউন্ড দিয়ে আসছে। ওঁর দিকেই তাকিয়ে আছে। প্রিয়াঙ্কাকেও দেখল। পুলক হঠাৎ প্রিয়াঙ্কা সাথে থাকাতে খুব খুশি হয়ে উঠল। মনে মনে বলল, “হাহ!!! শুধু তুমিই হ্যান্ডসাম হাঙ্ক নিয়ে ঘুরতে পারবা!! আমিও সুন্দরী নিয়ে ঘুরতে পারি!!” আজকাল চ্যাটিং, ফেসবুক এ মানুষজন জিহ্বা বের করা emoticon দেয় ভেঙ্গানো বুঝানোর জন্যে। তাঁর ইচ্ছা করছে সেও মেয়েটিকে একটু জিহ্বা বের করে ভেঙ্গায়। কিন্তু সে তো আর বাচ্চা না। বড়দের দুনিয়ায় যা মন চায় তা করা যায় না। মুখোশ পড়ে থাকতে হয়।



-পুল!!!

পুলক আড়চোখে মেয়েটার দিকে চোখ রাখছিল। প্রিয়াঙ্কার ডাকে ফিরে তাকালো।

-হ্যাঁ, বল।

-I think I am in love।

-বাঃ!!! That’s really good। এই জন্য তুমি রাতে ঘুম টুম বাদ দিয়ে বসে আছ। ধুর!! এটা কিছু হল!!



পুলক আসলে একটু অবাক হয়েছে। প্রিয়াঙ্কার মত মেয়ের প্রেমে ছেলেরা পড়বে। কোন ছেলের প্রেমে ও পড়বে এটা ভাবা যায় না। আর ওঁর কাছে তো সবাই wanna be। LOVE যে ঠিক কাকে বলে তা এখন আর ঠিক বুঝতে পারে না পুলক। মাঝে মাঝে মনে হয় এসবই একটা লুকোচুরি খেলা। অনুভূতির লুকোচুরি খেলা। প্রেম তো আসলে মনেরই একটা খেলা। অদ্ভুত খেলা। শুধু কি খেলাই?



প্রিয়াঙ্কা কাউকে পছন্দ করেছে। এটা আসলে খুবই ভালো খবর। এখন ওঁর বিরক্তিকর আচরণ ওই ছেলে সহ্য করবে। এই উসিলায় দেখা করাও বন্ধ করে দিবে পুলক। কেন জানি আর এসব ভালো লাগছে না। অন্য কোন কিছু চেষ্টা করতে হবে নিজেকে ব্যস্ত রাখার জন্য।

প্রিয়াঙ্কা অনেকক্ষণ চুপ করে আছে। পুলক খেয়াল করে জিজ্ঞেস করল।

- তো!!! Who is the lucky guy?

প্রিয়াঙ্কা পুলকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। দৃষ্টি নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল।

- YOU।

একই দিনে দ্বিতীয়বারের মত বেকুব হয়ে পুলক তাকিয়ে রইল।



পর্ব-১ Click This Link পর্ব-২ Click This Link পর্ব-৩ Click This Link পর্ব-৪ Click This Link পর্ব-৫ Click This Link পর্ব-৬ Click This Link পর্ব-৭ Click This Link পর্ব-৮ Click This Link পর্ব-৯ Click This Link পর্ব-১০ Click This Link পর্ব-১১ Click This Link পর্ব-১২ Click This Link পর্ব-১৩ Click This Link পর্ব-১৪ Click This Link পর্ব-১৫ Click This Link পর্ব-১৬ Click This Link পর্ব-১৭ Click This Link পর্ব-১৮ Click This Link পর্ব-১৯ Click This Link পর্ব-২০ Click This Link পর্ব-২১ Click This Link পর্ব-২২ Click This Link পর্ব- ২৩ Click This Link

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কিরে ভাই, এতো দেরি করলেন কিয়ারে????? X( X( X(( X(( :-0 :-0

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সুহান সুহান বলেছেন: দুঃখিত!!! :( এরপর থেকে আরেকটু জলদি করতে চেষ্টা করব। :( এত রাগ করবেন না। :(

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

ইকরাম বাপ্পী বলেছেন: হাহা হা আবার সেই একি জিনিস... ... জীবনে এমন ক্ষেত্রে মনে হয় মানুষের মনে মোহ আর রাগ ছাড়া কিছু কাজ করে না... কোথায় যেন পড়েছিলাম সাময়িক আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত মানুষের জীবনের জন্য ক্ষতিকর... প্রিয়াংকাও কি সেই ভুল করতে যাচ্ছে? আর পুলকের জন্য দুঃখ হচ্ছে... শুধু মনে হচ্ছে রিতা যখন আবার ফিরে আসবে তখন কী করবে পুলক? বড়ই কঠিন আর আজব আমাদের জীবন

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সুহান সুহান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আচ্ছা, রাগ করুম না। মাগার আপনে তাত্তারি করে বাকিগুলা পোস্ট দিয়ে দেন। দরকার হয় অফিস ছুটি নেন। :P :P ;) ;)

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৬

শাহরিয়ার নীল বলেছেন: এটা গল্পই ছিল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সুহান সুহান বলেছেন: জি। ঠিক ধরেছেন। :)

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

ডরোথী সুমী বলেছেন: প্রিয়াঙ্কা! না, ও কখনই পুলকের জন্য পারফেক্ট হতে পারেনা। লেখক সাহেব, ওদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে স্রেফ খুন করে ফেলবো আপনাকে।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সুহান সুহান বলেছেন: বলেন কি!!!! :(

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

স্বপনচারিণী বলেছেন: আগেই পড়েছি। সময় ছিলনা মন্তব্য করার। আজ আবার এলাম। পুলকের এত স্মার্ট হবার দরকার নেই এখনকার মডার্ন ছেলে-মেয়েদের মতো। ওকে সাধারণেই অসাধারণ লাগে। শুভ কামনা।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সুহান সুহান বলেছেন: সাধারণের মধ্যে অসাধারণত্ব খুঁজে পায় হাতে গোনা দুয়েকজন। সেই দুয়েকজনকেও খুঁজে পাওয়া যায় না সময়মত। তখন সাধারণ মানুষ অসাধারণ হওয়ার সুযোগ খোঁজে। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.