নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

ইশকুল - মিশকুল [ ফান পোস্ট ] ;);)

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

স্কুলের কাহিনী ----

জামশেদ স্যারের ইংলিশ ক্লাস চলছিল -

স্যারঃ তোমরা কি জান যে টাকা ব্যাবহার করো সেই টাকা বানাইতে কত টাকা লাগে ?

ছাত্ররা এক সাথে '' না " স্যার ।

স্যারঃ পাঁচ টাকা বানাইতে পঞ্চাশ পয়সা লাগে , দশ টাকা বানাইতে এক টাকা , একশত টাকা বানাইতে পাঁচ টাকা আর পাঁচশত টাকা বানাইতে দশ টাকা লাগে ।

হঠাৎ এক ছাত্র বলে উঠে , '' স্যার একশত টাকা বানাইতে দশ টাকা লাগে ?? ''

স্যারঃ সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো । ক্লাসে মনোযোগ কই থাকে ? ছাগল আমি বলছি পাঁচশত টাকা বানাইতে দশ টাকা লাগে ।

স্যারের কথা মানিয়ে ছাত্র সামনে গিয়া কান ধরিয়া দাঁড়াইয়া থাকে ।

বিঃদ্রঃ -- ছাত্রটা আমি ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: B-) B-) B-)

২| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মৃত্যুঞ্জয় বলেছেন: আর ভাই একহাজার টাকা বানাইতে কয় টাকা লাগে, বলেন আমি পাঠাইয়া দিমু , আমার খুব দরকার :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

জাবের তুহিন বলেছেন: উহা যদি আমি জানতাম আমি কি তাইলে বাংলাদেশে বইসা আর ব্লগ লেখি ??? শেখ সাইজা বইয়া থাকতাম না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.