নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

আমি ব্লাস্ফেমি আইনের পক্ষে ।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

প্রথম অংশঃ

কালকে এক টকশো টে দেখলাম বি এন পি এর একজন চমৎকার একটা ডাইলোগ বলল । পছন্দ হইলো । সেইটা হইলো - কোন কোন দল ধর্মকে কেন্দ্র করে ব্যাবসা করে আর কোন কোন দল ধর্ম নিরপেক্ষতাকে কেন্দ্র করে ( হুবহু বলতে পারি নি হয় তো )

দ্বিতীয় অংশঃ

ভারতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি '' মৃত্যুদণ্ড '' করা হয়েছে বা করার চিন্তা করা হচ্ছে । এইটা কিন্তু শরিয়া আইনের অন্তর্ভুক্ত । '' মৃত্যুদণ্ডের'' পদ্ধতি ভিন্ন হলেও শেষ পরিণতি তো মৃত্যু । ভারতের মতো রাষ্ট্রে এই রপকম নীতি নিয়ে আলোচনা হচ্ছেকই কেউ তো বলছে না যে শরিয়া আইন মানি না । দেশ সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে ।

কারণ তারা পরিস্থিতি বুঝতে পারছে । ধর্ষণ বন্ধের জন্য এর চেয়ে উত্তম পন্থা আর হতে পারে না ।

তৃতীয় অংশঃ

আমি ব্লাস্ফেমি আইনের পক্ষে । তবে এই জায়গায় সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে কোন ধরনের কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে । আর যে কোন ধর্মের ক্ষেত্রেই এইটা প্রযোজ্য হবে ।

এইটা শরিয়া আইন হিসেবে প্রতিষ্ঠা না করে সময়ের প্রয়োজনে একটা উত্তম পদক্ষেপ হিসেবে নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ । এই জন্যই আমি ভারতের প্রসঙ্গ এনেছি ।

শেষের অংশঃ

আইন যদি করাও হয় তবে । '' হেফাজতে ইসলামের '' দাবী মোতাবেক যাদের নাম দেয়া হয়েছে তাদের উপর যেন তা প্রয়োগ করা না হয় । তাহলে তা '' জুলুম '' হয়ে যাবে ।

একটা উদাহরণ দেই - দেশে ধরেন নতুন একটা আইন করা হল যে রাস্তায় কেউ কিছু ফেলতে পারবে না । ফেললে জেলে থাকতে হবে একদিনের জন্য । এখন এই আইন বাস্তবায়িত হওয়ার পর কেউ সেই অপরাধ করলে তাকে সেই শাস্তি দেয়া হবে নাকি আগেও যারা এই কাজ করছে তাদেরকেও সেই শাস্তি দেয়া হবে ? তাহলে তো দেশের সব জেল খানায় থাকবো ।

[ বিঃদ্রঃ ব্লাস্ফেমি আইন সম্পর্কে যতটুকু জানতে পেরেছি সেই আলোকে লেখা । আর ইসলামে ধর্ষণের ব্যাপারে শাস্তির ব্যাপারে বেশ কিছু শর্ত আছে ]

ধন্যবাদ /

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

ব্লগার রানা বলেছেন: কোন কোন দল ধর্মকে কেন্দ্র করে ব্যাবসা করে আর কোন কোন দল ধর্ম নিরপেক্ষতাকে কেন্দ্র করে

সুন্দর বলছে তো!!!!!!!!!!!!

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

জাবের তুহিন বলেছেন: ভালো লাগছে নাকি খারাপ লাগলো বুঝলাম না :/

২| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

নায়করাজ বলেছেন: ভারত শরীয়া আইন করছে - এই কথাটা বলে নিজেকে হাস্যকর করে তুললেন।

ব্লাসফেমি আইন সম্পর্কে আপনি জানেন না। নাসারাদের এই আইন সম্পর্কে আগে জানেন। এটার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানেন ।
ব্লাসফেমি আইনের সপক্ষে কোরান হাদীসের কোন রেফারেন্স দেখাতে পারবেন না ।

http://en.wikipedia.org/wiki/Blasphemy_law

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

জাবের তুহিন বলেছেন: আমি বলছি ভারতে চিন্তা করতেছে । সেইটা শরিয়া আইনের দিক থেকে নয় অপরাধ ঠেকানর জন্য ।
আর আপ্নিও বলেছেন - ব্লাসফেমি আইনের সপক্ষে কোরান হাদীসের কোন রেফারেন্স দেখাতে পারবেন না ।
আপনার অবগতির জন্য জানাচ্ছি । ইসলাম হতে কেউ বিচ্চুত হলে তাকে হত্যার বিধান । সে কি বলল নাকি বলল না সেইটার কথাই আসতেছে না ।

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

সিফাতুল্লাহ বলেছেন: +++++++++++

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

কোবির বলেছেন: খবর: নারী পুরুষের অবাধ মিলা মেশা বন্ধ করতে হবে- হেফাজতের দাবী
সম্পুরক খবর: খালেদা-ফরহাদ মজহারের একান্তে বৈঠক
নির্নায়ক খবর: ইদার খালেদা পুরুষ নাইলে লুন্গি মজহার নারী- নাইলে একান্তে বৈঠক কেমনে সম্ভব?

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

জাবের তুহিন বলেছেন: ইহা জাতি জানতে চায় ।
বেগানা নারীর দিকে তাকানো নিষেধ কিন্তু আজম , ছাইদি যেমনে ফেলফেলাইয়া চাইয়া থাকে । দেখলে ডরই লাগে

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

পিয়ার আহসান বলেছেন: Blasphemy ain hole Awami league er e lav hobe. Tara ota Hefajot, Jamat r BNP'r biruddhe bebohar korte parbe.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.