নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

ডেডিকেটিং ফরহাড মাজহার । [ ফান পোস্ট । সিরিয়াসলি নিলেও সমস্যা নাই ]

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

[ আমার যদি শ্বশুর থাকিত ]

আমিঃ বাবা , কিছু অর্থের প্রয়োজন ।

শশুরঃ অর্থই অনর্থের মূল ।

আমিঃ বাবা , ফিলসফি ছাইরেন না । অর্থ ছাড়েন ।

শ্বশুরঃ তা কি বাহে ?

আমিঃ মানুষ কিনুম ।

শ্বশুরঃ কস কি মমিন ?? মানুষ কি কিনা যায় ??

আমিঃ বস , মানুষ কিনা যায় দেইখাই তো কইলাম ।

শ্বশুরঃ MIND YOUR LANGUAGE জামাই বাবা ।

আমিঃ সো সরি ।

শ্বশুরঃ তা কি জন্যে জানতে পারি ??

আমিঃ অবশ্যই ।

আমি যদি কোনদিন কোনকামে ফাইশা যাই । আর মাইয়া আমারে ধইরা ফালায় রঙিন হাতে তবে সে আমার কাজে লাগবে ।

শ্বশুরঃ তা কিভাবে ??

আমিঃ খুব সহজ হিসাব ।

সে ''আমার চরিত্র , ফুলের মতো পবিত্র '' এইটা তখন উইঠা পইড়া প্রমাণ করবে ।

শ্বশুরঃ তুমি জামাই , আমার মেয়েরে ধোঁকা দিবা ??

আমিঃ YOU ARE UNDERSTANDING THE THING TOTALLY WRONG

শ্বশুরঃ তা কিভাবে ?

আমিঃ তা আপনারে বইলা বুঝানো যাবে না ।

টাকা দিবেন নাকি বলেন । ফাউ প্যাঁচাল বাদ দিয়া ।

শ্বশুরঃ কত লাগবো ?

আমিঃ কাফনের কাপড়ের দাম কত ?

শ্বশুরঃ মানে কি ?

আমিঃ কাফনের কাপড়ের লুঙ্গি , গেঞ্জি , জাইঙ্গা , রুমাল সহ বিবিধ জিনিস তাহার পরিধেয় । তো এই সকল জিনিস বিদেশ থেকে ভালো ব্রান্ডের আইনা দিলে সে খুশি হবে সাথে একটা ছোট বাচ্চাদের কফিন ।

শ্বশুরঃ কফিন কেন ??

আমিঃ ঐটার ভিতরে কিছু মাল পাতি দেয়া লাগে ।

দুই ধরনের মালই

শ্বশুরঃ ঠিকাছে তাও দিলাম । এতে আমার লাভ কি ?

আমিঃ এইতো লাইনে আইছেন । একটা কিনলে আরেকটা ফ্রি এই রকম স্কিম ।

শ্বশুরঃ তবে দেরি কেন ?

এখনই চলো । ভালো কাজে দেরি করতে নেই .................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.