নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

আমার এক বন্ধুর আঁকা কিছু অদ্ভুত সুন্দর ছবি

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

আমার এক বন্ধুর আঁকা কিছু ছবি । খুবই সুন্দর হইছে । প্রথমে দেইখা বিশ্বাসই করতে পারি নাই । দেখলে সবাই অভিভূত হবেন নিশ্চিত ।

মন্তব্য ২০ টি রেটিং +১২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

সায়েদা সোহেলী বলেছেন: আমি অভিভূত! !!

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

মেহেদী হাসান মানিক বলেছেন: ও সুন্দর

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন......

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

বাক স্বাধীনতা বলেছেন: অভিভূত না হয়ে কোন উপায় নাই।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

বাক স্বাধীনতা বলেছেন: ভাই বন্ধুর নাম উল্লেখ করে দেন। নইলে কেউ আবার নিজের বইলা চালায়া দিতে পারে।

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

এক্সপ্রেসার বলেছেন: বাকি গুলা জানি না ! বাট সাকিব খানের ছবিটা ফটোসপ এর এফেক্ট

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯

জাবের তুহিন বলেছেন: ওইটা প্রথমে দেইখা বিশ্বাস করি নাই । পরে ওর বাসায় গিয়ে রিয়েল কপি দেইখা আশ্ছি । '' চারকল '' নামের কি দিয়া যেন আকে ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: বন্ধুর আঁকা ছবি নিজের ব্লগে দেয়ার কোন যুক্তি আছে? নিজের আঁকা হলে বুঝতুম তারিফ করতুম।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

জাবের তুহিন বলেছেন: ওর ছবিগুলো শুধু ফেবুতে দেয় । আমি মনে করি না শুধু ফেবুতে এর অবস্থান থাকা উচিত । ওর ব্লগে আইডি নেই তাই কি এই ছবিগুলো আপনারা দেখবেন না ???

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল আকেন বন্ধু আপনার

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২

তুহিন সরকার বলেছেন: আপনার বন্ধ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ছবি গুলো সত্যি অসাধারণ হয়েছে।
শুভকামনা রইল।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

বাংলার হাসান বলেছেন: অদ্ভুত সুন্দর

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

সাদা রং- বলেছেন: আপনার বন্ধুটির নাম বলেন। সুন্দর ছবি।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

বটবৃক্ষ~ বলেছেন: খুব বেশি অসাধারন!! ++++++ আর্টিস্টের জন্যে!! :):)
আপনাকেও শেয়ারিং এর জন্য!!

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

লিচপেথ বলেছেন: অসাধারণ +++++++

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

সাহিদা আশরাফি বলেছেন: অভিভূত না হয়ে কোন উপায় নাই।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

শিশু বিড়াল বলেছেন: বাহ!! খুব ভাল আঁকে তো :)

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

ক্লান্ত দুচোখ বলেছেন: এতো কষ্ট কইরা আকার(যদি নিজে কইরা থাকে) কি দরকার?
নিচের সাইটে যান, ফটো উপলোড করেন সাথে সাথে তার পেন্সিল স্কেচ পাইয়া যাইবেন।

http://www.sketchmyphoto.com/

বিঃদ্রঃ আর যদি কিছু ডলার খরচ করতে পারেন তাইলে ১০০% পেন্সিল স্কেচ পাইবেন, ওরা ফ্রি তেও করে কিন্তু ওখানে ছবিতে নয়েজ ঢুকায়ে দেয় তাতে ওরিজিনাল পেন্সিল স্কেচ মনে হয় না!

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

জাবের তুহিন বলেছেন: ছবি দেইখাই আপনার চরিত্র সম্পর্কে আন্দাজ করা যায় ।
যাই হোক এইটা আর ঐটার মধ্যে অনেক পার্থক্য ।
[ আমার জিব্বা বাইর করছি । বুইঝা নিয়েন ]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.