নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

জাদিদ

ব্যক্তিগত ব্লগ।

জাদিদ › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবনঃ স্ত্রী প্রশংসা দিবস।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

ইদানিং নিত্য নতুন দিবস চালু হচ্ছে যেমন ফেসবুকে ঢুকে জানতে পারলাম, আজকে নাকি স্ত্রী প্রশংসা দিবস। কিন্তু একজন বিবাহিত মানুষ হিসাবে আমি বুঝতে পারলাম না যে, পহেলা এপ্রিলের অনুষ্ঠান কেন মধ্য সেপ্টেম্বরে করতে হবে।

প্রকৃতিও সম্ভবত এই দিনটি উপলক্ষে কিছু বলতে চেয়ে সামান্য নড়াচড়া দিয়েছিলো আর তাতেই দেখলাম ভুমিকম্পের মাতম শুরু হয়েছে। আজকের দিনে এই ভুমিকম্পের একটি বিশেষ তাৎপর্য রয়েছে বলেই আমার বিশ্বাস।

তবে, আপনি আপনার স্ত্রীর প্রসংসা করেন বা নাই করেন কিন্তু অন্য কেউ আপনার সামনে আপনার স্ত্রীর দোষ ধরতে আসলে ইনিয়ে বিনিয়ে কখনও অপমান করতে আসলে উক্ত ব্যক্তিকে সব কিছু ঊর্ধ্বে উঠে উপযুক্তভাবে ডলা দিন।

যাইহোক, এবার প্রশংসার পালা।

My Beloved Wife
On Wife Praise Day, I want to express my deep admiration and love for you. Your strength, kindness, and beauty never cease to amaze me. You make my life brighter every day. Happy Wife Praise Day, my love.
With all my heart,
Ami.

কৃতজ্ঞতায় - চ্যাট জিপিটি।

ব্যর্থ কবিতাঃ

একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম গতরাত। কিন্তু কবি হিসাবে আমি এতটাই বাজে যে, সবাই ভাবছে আমি কৌতুক করছি। আমার বন্ধু বান্ধবী বিশেষ করে নারী বান্ধবীরা এই কবিতার শেষ লাইনে প্রচন্ড প্রতিবাদ জানিয়েছেন। আমার সম্পর্কে তাঁদের সুউচ্চ ধারনা দেখে আমি বাকরুদ্ধ।

কবিতা ছিলো এমনঃ

বুকের বা পাশে যে চিনচিন ব্যাথাকে আমি বিরহ ভেবেছিলাম,
ডাক্তার তা হেসে উড়িয়ে বলল, দুঃখিত! এটা গ্যাসের ব্যাথা।
চোখে বেশ কৌতুক নিয়ে প্রশ্ন করলেন, তা ক’টা প্রেম করলেন?
ক্ষনিক মৌণতার আড়ালে স্মৃতি অন্তর্জালে পরিক্রমণ শেষে বললাম,
আমার অনেক প্রেমিকা ছিলো কিন্তু কখনও প্রেম করা হয় নি।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো থাকার জন্য স্বামীদের স্ত্রীর প্রশংসা করা দায়িত্বের মধ্যে পড়ে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

ডার্ক ম্যান বলেছেন: অনলাইনে এই তথ্য দেখে স্ত্রীকে ফোন করতে ইচ্ছে হল। তবে ফোন দিলাম না। সে যেমনে আছে ভালো থাক।
বাঙালি পুরুষরা স্ত্রী'র প্রশংসা প্রতিনিয়ত করে থাকেন। এটা যতটা না ভালোবাসা থেকে তার চেয়ে বেশি আসে মান-ইজ্জত বাঁচানোর তাগিদে। অনেক পুরুষ তো স্ত্রী'র এমন খপ্পরে পড়েন যে, বাবা-মা'কে পর্যন্ত ত্যাগ করেন। এক্ষেত্রে আমি দোষ দিই অবশ্য পুরুষের।
স্ত্রী'কে তার কৃতিত্ব দিতে হবে। এটা তার প্রতি কোনো উদারতা বা করুণার বহিঃপ্রকাশ নয়।
সব স্ত্রী আবার প্রশংসা করার জন্য দরজা খোলা রাখতে পারে না। স্ত্রী যদি সেই দরজা বন্ধ রাখতে চাই তাহলে পুরুষের উচিত না সেই দরজায় টোকা দেওয়া।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু কৌতুক করার চেষ্টা করেছিলাম। কিন্তু কবিতার মত কৌতুকও ব্যর্থ হয়েছে বুঝতে পারছি। সবাই সিরিয়াস টাইপ কমেন্ট করছে দেখে পোস্ট ড্রাফট করবো কিনা চিন্তায় আছি।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: " স্ত্রীর প্রশংসা " - শুধু বিশেষ দিনে নয়, আমার মনে হয় সকল বিবাহিত পুরুষকে সবসময়ই করা উচিত মন খুলে।

কারন - বিবাহিত জীবনে ও পারিবারিক পরিবেশে স্ত্রী'ই সবচেয়ে বেশী ত্যাগ-পরিশ্রম ও সহযোগীতা করে স্বামী ও সংসারের সাফল্যের জন্য এবং সামান্য প্রশংসার ফলেই সংসার ভরে উঠতে পারে সুখ-সাফল্য ও ভালবাসায়। যদিও এই জায়গায় আমার মনে হয় আমরা একটু কৃপণ,নর-নারী নির্বিশেষে । কেউ আমরা কারো প্রশংসা করতে চাইনা যদিনা নিজের কিছু লাভের আশা থাকে।

আমাদের দেশে এটা খুবই খারাপ একটা অভ্যাস সবকিছুতে বউদের দোষ-ত্রুটি খুজে বের করা এবং প্রতিনিয়ত তাদেরকে হেয় করা বিশেষ করে শ্বশুরালয়ে। এর ফলে কত পরিবারে যে কত রকম সমস্যা তৈরী হয়/হতে পারে, তা আমরা ভেবে দেখতেও রাজী নই।
আর তাই - তাদেরকে শুধু ডলা নয় ভাইজান, বাঁশ ডলা দেয়া উচিত।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি যা বলেছেন, সেটা খুবই সত্য এবং আমি তা সমর্থন করি।

তবে আমি একটু কৌতুক করার চেষ্টা করেছিলাম সবাই দেশি বেশ সিরিয়াস হয়ে উঠছেন!

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

জ্যাক স্মিথ বলেছেন: স্ত্রীদের খুশি রাখার সহজ উপায় হচ্ছে, 'সবসময় সরি বলুন' ভুল যেই করুক। :)



LOL :D






১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০

জাদিদ বলেছেন: এই ইকুয়েশনটা ঠিক আছে।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: স্ত্রীদের প্রশংসা না করে উপায় নাই। নইলে কপালে দুঃখ আছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

জাদিদ বলেছেন: জী। সেটাই।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

বাউন্ডেলে বলেছেন: আমিতো প্রতিদিনই স্ত্রীর প্রসংসা করি। দিবসের ঢংয়ে আর বাঁচি না।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

মিরোরডডল বলেছেন:




কলিকাল!!! কত শত দিবস।
মনে রাখে কি করে এগুলো B:-)


আমার মনে হয় বিবাহিত পুরুষেরা শুধু একটি বিশেষ দিনে স্ত্রীর প্রশংসা করে না।
প্রতিদিন করে, সারাবছর করে।
মুখে উচ্চারিত না করলেও মনে মনে করে।
প্রশংসাও করে আর মুগ্ধও হয়ে থাকে কিন্তু .................

সেটা অবশ্যই নিজের স্ত্রী না, অন্য কারো স্ত্রী :)


৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

কামাল১৮ বলেছেন: প্রশংসা করতে পয়সা লাগে না।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

শেরজা তপন বলেছেন: আমার অনেক প্রেমিকা ছিলো কিন্তু কখনও প্রেম করা হয় নি। :`> :`> :`> :`>

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

শাহিন-৯৯ বলেছেন:

বিশেষ নারী বান্ধবীদের সংখ্যা যদি জাতি জানতে চায়!! বাকিটা জাতি স্ব প্রতিভায় বুঝে নেবে!!

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে জিনিসের অভাব থাকে সেগুলি নিয়েই দিবস বানানো হয়।

দামাদামি করার দক্ষতার জন্য আমি প্রায়ই আমার স্ত্রীকে প্রশংসা করি। তখন সে বলে যে তোমার কারণেই ঐ জিনিসটা ঐ দিন আরও কমে কিনতে পারলাম না। তোমার মুখটা যদি বন্ধ রাখতা তাহলে আমি আরও কমে কিনতে পারতাম। এই কারণে দিন দিন স্ত্রীর প্রশংসা করার আগ্রহ হারিয়ে ফেলছি।

আবার প্রশংসা সে জোর করে আদায় করে নেয়। যেমন খাবার টেবিলে বলে যে আজকের রান্নাটা ভালো হইসে না। খারাপ হইসে এই কথা বলার সাহস তখন আমার আর থাকে না। তাই বলি যে এমন খাবার আগে কখনও খাই নাই।

আমি অনেক সময় প্রশংসা করে বলি যে বাহ বাহ দেখতে দেখতে তোমার ড্রাইভিং লাইসেন্সের বয়স প্রায় ৫ বছর হলও। কিন্তু তোমাকে যে প্রশিক্ষক শিখিয়েছে সেই ব্যাটা তোমাকে ব্যাক গিয়ারে গাড়ি চালানো শেখায়নি। লোকটা একটা বাটপার। তখন আমার স্ত্রী আমার উপর ভীষণ ক্ষেপে যায়। কেন ক্ষেপে যায় এটা আমি এখনও বুঝতে পারলাম না। আমি তো তাকে খুশি করার জন্যই বললাম।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৪৯

অহরহ বলেছেন: বিয়ে হয়েছে পাঁচ বছর। wedding anniversary তে এ যাবত বিশেষ শাড়ি পেয়েছি ৪টা। তো, "স্ত্রী প্রশংসা দিবস"!?? থাকলে মন্দ হয় না, appreciation day তে আরও একটি শাড়ি। ডাবল...... হা হা হা, আমার মনের কথা তুলে এনেছেন ভাইয়া।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: জাদিদ,



কবিতাটি সেইরাম হইয়াছে! ভাবে ব্যর্থ মনে হইলেও যদি কবিতার শেষে নীচের বোল্ডকৃত লাইনটির মতো কিছু যোগ করিয়া দিতেন তবে "স্ত্রী প্রশংসা দিবস"য়ে আপনি সার্থক হইতে পারিতেন, কলিজায় দুঃখ থাকিতো না!
"আমার অনেক প্রেমিকা ছিলো কিন্তু কখনও প্রেম করা হয় নি।" লাইনটির পরে এই লাইনটি -
" তবুও যে প্রেম এসেছে জীবনে তা তোমারই জন্যে আলালের মা!!!!! :P

- "তবে আমি একটু কৌতুক করার চেষ্টা করেছিলাম সবাই দেশি বেশ সিরিয়াস হয়ে উঠছেন!"
৩ নং প্রতিমন্তব্যে আপনার বলা এই কথার প্রতিউত্তরে এই মন্তব্য আপনাকে চাঙ্গা করার জন্যে। :)

****তবে কবিতাটি আসলেই চমৎকার লিখেছেন। *****

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

নতুন বলেছেন: গতকাল দুপুরে শারমিন বলছিলো ফ্রাইড রাইস নিয়া যাইতে।

আমি নিয়ে গিয়েছিলাম। রাতে খেতে গিয়ে এক চামুচ খাইয়ে দিয়ে বললাম আজ wife appreciation day তাই তোমার জন্য ফ্রাইড রাইস কিনা আনছি, খাইয়ে দিচ্ছি... =p~

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪

আরোগ্য বলেছেন: একদিন প্রশংসা দিবস আর বাকী ৩৬৪ দিন কি তাহলে প্রশংসার বিপরীত দিবস??? B:-)

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: স্ত্রীর প্রশংসা দিবস প্রতিদিন হওয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.