নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

আমি উম্মাদ বিকার গ্রস্থ বটে

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

আমি উম্মাদ বিকার গ্রস্থ বটে
জাহাঙ্গীর বাবু

আমার সমালোচনায় উঠে আসে বার বার,লেখায় ধৈর্য্য, সহনশীলতা নেই, নিজেকে নিজে জাস্টিফাই করি কম।
আমার নাকি সাপ্তাহ মাসে একটি লেখা, ছোট লেখা হওয়া উচিৎ,পড়ি কম।পড়ি, তবে তার চেয়ে বেশী উর্দু,হিন্দি,ইংরেজী, এরাবিক, কবিতা শুনি।গানের মাঝেও কবিতা খুঁজি
আমি শুনি দেখি,পড়ি,কিন্তু চারপাশে যা ঘটে,ঘটছে তার জন্য এক শব্দ, দুই শব্দ এক লাইন, দুই লাইন করে লেখা হয় না।
কেমন যেন উম্মাদনা কাজ করে।"ঝট মাংনি,পট শাদীর মতো।"
হাঁটার মাঝে,চলার পথে,ঘুমাতে গেলে
মাথায় এলেই ঝেঁড়ে দেয়া একটা রোগ।এর জন্য যতটা না আমি দায়ী তার চেয়ে বেশী দায়ী ফেসবুক স্টেটাস বার,হোয়াট ইজ ইন ইউর মাইন্ড,হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার,অপশন।
লাইক,কমেন্ট পাবো এই আশায় লিখিনি।কারো ইনবক্সে গিয়ে বলিনা প্লিজ! এতো হ্যাংলা পাতলা নই।লম্বায় খাটো হলেও বেশ মোটা বা পুরুত্ব আছে আমার।
কোন লেখা, লেখার মুহুর্ত পুর্বে ও জানিনা যে লেখব,একটি বাক্য বা শব্দ লেখা শুরু হলে আর থামেনা।চলতেই থাকে।হয়তো কেউ পড়ে কেউ না।তবে মগজের তাৎক্ষনিক বিকার কিছুটা কমে।
সমালোচনা শুদ্ধ করে কথাটা বলা সহজ।তবে প্রকৃতি প্রদত্ত ইগোতে লাগে।এটা হজম করার এন্টিবায়োটিক বাজারে নেই।তবে গ্যাষ্ট্রিক নিরাময়ের না হলে ওমিওপ্রাজোলের ব্যাবহারের মতো সয়ে যেতে হয় ।
তবে অন্যরা যারা কাব্য কবিতা লেখে তারা অনেক পড়েন,জানেন,কলেজ বিশ্ববিদ্যালয়ের বড় সনদ আছে হয়তো,তারা প্রকৃতি প্রদত্ত জ্ঞান আর পুঁথি গত বিদ্যার সংমিশ্রণ ঘটিয়ে লিখেন।
আমি শুধুই বর্ণমালার অক্ষর জ্ঞানের সাথে বাস্তবতার সংমিশ্রণ সেই সাথে কিছু স্বপ্ন, কল্পনা,প্রকৃতির নির্যাস মেশাই।ব্যাস।লাইন উঁচু নিচু ছোট বড় করে কবিতার আদল দেই।এখানে কিছুটা প্রতারনা হয়ে যায় হয়তো কবিতার সাথে।
তবে স্বীকার করি,লেখা যাই হোক,আমি উম্মাদ বিকার গ্রস্থ বটে। নি:শ্বাস থাকবে যতদিন লেখা চলবেই।আমি আরো স্বীকার করি আমার চেয়ে সবাই ভালো লেখে।
দেশ বিদেশের যাপিত জীবনের ঘটে যাওয়া ঘটনা চারপাশের অনিয়ম,কষ্ট বেদনায় বাবর আলী উম্মাদ হয়,বিকার গ্রস্থ হয়।বাবর আলী অবয়বে আমার আমি।
সেনবাগ,নোয়াখালী
২২-৯-২০১৭ ইং

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



সিংগাপুরে কি এখনো যৌতুক ব্যবস্হা আছে, নাকি আপনি উহার অবসান ঘটায়েছেন?

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন, নিজের কথাগুলো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারাও পারদর্শিতা লাগে। আপনার কথাগুলো ভালো লাগলো।

ব্লগের সবচেয়ে স্বল্প শিক্ষিত হলাম আমি, সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসার চোখেই দেখি, আমি সবার শিক্ষা ও দক্ষতার মর্যাদা দেই শ্রদ্ধার সাথে। সবার দেখাদেখি নিজেও লেখার চেষ্টা করে যাই। এতে কেউ পাগল ভাবতেই পারে আমাকে। আপনার কথাগুলো পড়ে আমারও এরকম মনে হল, তাই বলেই ফেললাম। নিশ্চয় আপনাকে বিরক্ত করার জন্য নয়।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

আখেনাটেন বলেছেন: লিখতে থাকুন। আমরা আছি আপনার সাথে ব্লগার জাহাঙ্গীর ভাই।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালো বলেছেন

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার জন্য শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.