নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

“Killing the creatures is a great sin, isn\'t it?জীব হত্যা মহাপাপ,তাই কি? জাহাঙ্গীর বাবু

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২



জীব হত্যা মহাপাপ,তাই কি?
জাহাঙ্গীর বাবু

কে বলে
জীব হত্যা মহাপাপ
আরাকানের দিকে তাকাও
মায়ামারের দিকে তাকাও
সাক্ষী সহ প্রমান পাবে
জীব হত্যা মহাপাপ নয়!
বৌদ্ধ সন্নাসীরা মারছে রোহিঙ্গা!
এটা কি?

এই কবিতায়,যা লিখছি ইহা আলস্যতা,অন্ধাত্ব্য,বোকামী
প্রভুর প্রার্থনায় নিস্ফল চোখের জল!
নাফ নদী রক্ত লাল
এক জন রোহিঙ্গা দেখতে মনে হয়
স্ট্যাচু অফ লিবার্টি!
রোহিঙ্গাদের রক্তে নাইছে মায়ানমার,
মায়ামারের আর্মি,বৌদ্ধরা শুধু গুলি করেই মারছে না,
জবাই করছে,কাটছে,কেটে টুকরো টুকরো করছে!

বিবেকের কোন ডাক নেই
কারো কোন দু:খ নেই
পর্যবেক্ষন নেই,প্রতিফলন নেই
প্রতিবাদ নেই,প্রতিবাদ নেই
নেই মানবতা আমার কবিতার শব্দে
নিস্ফল প্রভুর প্রার্থনা!
মেকি চোখের জল কুমিরের কান্না,
মানুষের রক্তে লাল নাফ নদী।
কে বলে,
জীব হত্যা মহাপাপ!

তারা ঘাতক,খুনি,তারা পশু
তারা বিবেকহীন,পুড়িয়ে দিচ্ছে বাড়ী
শিশুদের হত্যা করছে,কিশোরী,যুবতী,গৃহবধুদের করছে ধর্ষন,
ধ্বংস করছে মানবতাকে,মারছে মুসলিম,
হ্যা,মায়ানমার আর্মি,বৌদ্ধরা ঘাতক,খুনি।
চায়না,রাশিয়া তাদের পক্ষে!

আরব নীরব;ইউরোপ আমেরিকা অন্যান্য দেখছে,পর্যবেক্ষন করছে
কেউ আছে অপেক্ষায় রোহিঙ্গাদের নাম দেবে,কপালে সেঁটে দেবে কোন নাম!
আভ্যন্তরীণ,বাহিরের, আন্তর্জাতিক রাজনিতীতে আই ওয়াশ চলছে।
নোংরা রাজনীতির এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে খেলছে,চলছে অমানবিক কৌতুক!

রোহিঙ্গা ইস্যু কোন নিছক ইস্যু নয়
এটি একটি ভূ-রাজনৈতিক খেলা
এটি একটি ধর্মের খেলা,এটি অস্ত্র ব্যাবসার খেলা,
এটি একটি শো- পেশী শক্তি প্রদর্শনের শো।

মানবতা কোথায়? মানুষ কোথায়?
কেউ কি আছে কোথাও?
কোথায় সর্বশক্তিমান?
মুসলিম কেন নির্যাতিত?
সংখ্যা লঘু কেন মরছে?

সৃষ্টি কর্তার অপার মহিমায়
ষোল কোটি বাংলাদেশী আছে রোহিঙ্গাদের পাশে,
বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে আপাতত,
রহিঙ্গারা রিফিউজি হয়ে বাঁচার চেষ্টা করছে।
প্রকৃতি আঘাত হানছে আপন নিয়মে!

লিবিয়া,লেবানন,সিরিয়া,ফিলিস্তিন,
ইরাক,ইরান,অন্য দেশের মানব সৃষ্ট, পকৃতি সৃষ্ট দুর্যোগ
দেখেছি টেলিভিশনের পর্দায়,
রোহিঙ্গাদের দেখছি
আমার জীবনের সাদাকালো পর্দায়।

বিশ্ব মানবতা ফিরিয়ে দাও
রোহিঙ্গাদের স্বাধীনতা
এটা ওদের অধিকার।
ফিরিয়ে দাও ওদের মাতৃভুমি,
মায়ানমারে গনহত্যা বন্ধ করো,
ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বিশ্বে গনহত্যা বন্ধ করো।
২৯-৯-২০১৭ ইং

“Killing the creatures is a great sin, isn't it?

Jahangir Babu

Who said,
“Killing the creatures is a great sin"?
Look at Arakan,look at Myanmar,
Look at Rakhaine,
You'll get evidence that proves
“Killing the creatures isn't a great sin”.
Buddhist monks are killing the Rohingya!
What is it?

In this poem, what I write is of idleness, blindness and foolishness
Blossom tears in the prayer to the Lord is useless water!
Naf River is red blood,
A Rohingya refugee looks like the Statute of Liberty!
Mayanmar is taking shower with the Rohingya people's blood!
Mayanmar's armies and Buddhists are kiling the Rohingya not only by firing at them
But also by slaughtering them and then cutting them into pieces

There is no call from conscience
No sadness, no observation, no reflection, no protest ,
No humanity in my poetic words.
Praying to the Lord seems to offer no return-
Worthless tears like crocodile tears.
Naf River is red with human blood.
Who said,
“Killing the creatures is a great sin”?

They are killers, murderers, they are like beasts,
They are nonsense- they are burning homes,
Killing babies,raping young girls ,women, and house wives,
They are destroying humanity. They are killing muslims.
Yes ,Myanmar armies and Buddhists are the killers
China ,Russia support them !

Arab countries are silent. Europe , America and others are watching or observng.
Someone is waiting to give a name or a label.
Eye wash is gong on in the internal and external and international politics,
Rubbish politics is playing a trick on Rohingya issue
Rohingya issue is not merely an issue,
It’s a geo-political game
It’s a game of religions, it's an arms business game!.
It’s a show - showing muscle power.
Where is humanity? where is man ?
Where is someone, where is the Almighty?
Why Muslims are tortured,
Why minorities are becoming extinct?

By the grace of Allah 160 million people of Bangladesh are
Beside the Rohingya, beside Rohingya Muslims.
Bangladesh government gives them shelter
But it is temporary.
Surviving as refugees,
Rohingya people are trying to live.
Natural calamities also attack them in their own ways!

In Libya, Lebanon, Palestine, Syria, Iraq, Iran and in other countries,
Human-made and natural disasters are seen on television screen,
Rohingya people are looking at the black and white screen of life.

The humans of the world,
Please give back freedom to the Rohingya,
It’s their right.
Give back them their homeland.
Please stop genocide in Mayanmar.
Stop genocide all over the world
irrespective of any religious group.
29-9-2017

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.