নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

সংবাদ হোক শৈল্পিক,বুনিয়াদি প্রশিক্ষনের প্রাপ্তি ও প্রত্যাশা

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪

সংবাদ হোক শৈল্পিক,বুনিয়াদি প্রশিক্ষনের প্রাপ্তি ও প্রত্যাশা

জাহাঙ্গীর বাবু


খবরের সন্ধানে ছুটে চলে নির্ভীক
দুরন্ত দূর্বার কলম সৈনিক
তাৎক্ষণিক সংবাদ, ব্রেকিং নিউজ
সাধারণ,অসাধারন সংবাদ উপস্থাপন
গভীরতর সংবাদ,অনুসন্ধানী সংবাদ
কলাম,ফিচার,রাজনীতি,খেলাধুলা,প্রবাস
বিনোদন,দুর্ণনীতিরোধ, যৌতুক প্রতিরোধ
নারী নির্যাতন,শিশু নির্যাতন, মাদক বন্ধ কল্পে,শিল্প,সাহিত্য উন্নয়নে,স্বাধীনতার স্বাদ আস্বাদন,একুশের চেতনা হৃদয়ে,মন মননে,
সমাজ গঠনে কলম চলবে সাংবাদিকের,সংবাদ কর্মী,সংবাদ প্রতিনিধি কলম সৈনিকের।
ধন্যবাদ কলম সৈনিক, দীর্ঘ দিনের সংবাদ জগতের নির্ভীক সৈনিক সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এ আউয়াল,যার অক্লান্ত পরিশ্রমে আজ সেনবাগে সমাপ্ত হলো সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা।সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, যুগ্নসম্পাদক জাহাঙ্গীর ভাই সহ সেনবাগ প্রেসক্লাবের বিভিন্ন পদের সন্মানীয় সাংবাদিক ও বিভিন্ন উপজেলা থানা থেকে আগত প্রিন্ট,অনলাইন,টিভি স্যাটেলাইট সাংবাদিক বন্ধুরা সবাইকে ধন্যবাদ।
পি আই বি, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ এর সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন ভাই, একাত্তর টিভির বার্তা সম্পাদক আহসান হাবিব পলাশ, পি আইবি পরিচালক,(অধ্যায়ন ও প্রশিক্ষণ) পরিচালক আনোয়ারা বেগম, প্রথম দিনের প্রশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম,যাদের সহযোগীতায় সেনবাগ প্রেসক্লাবের এই আয়োজন।
সেনবাগ সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য মোরশেদ আলম সাহেব, সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি নোয়াখালী তন্ময় দাস,
,মোরশেদ আলম সাহেবের স্থানীয় প্রতিনিধি আবু নাছের ভি পি দুলাল, বিশেষ অতিথি বৃন্দ, আজকের সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক এম এ আউয়াল,সভাপতি খোরশেদ আলম সহ সবাইকে শুভেচ্ছা।
ইতিহাস হলো সেনাবাগে, সাহিত্য শিল্প,সংস্কৃতিতে পিছিয়ে থাকা সেনবাগে প্রথম বারের মতো সংবাদ,সাংবাদিক সাংবাদিকতার কর্মশালা। কয়েক যুগ কাজ করা সাংবাদিকও এখানে আছেন।গুটি কয়েকজনের প্রশিক্ষন থাকলেও বাকীরা দেখে দেখে শুনে শুনে কপি কাট,নকলবাজ সাংবাদিক ছিলাম, অন্যরা না হলেও আমি,কারন ভিন্ন পেশা আমার,একাডেমিক সাংবাদিকতার শিক্ষা ছিলোনা। যদিও তিন দিন অপ্রতুল বিশাল জ্ঞান আহরনের সমুদ্রে,তবুও মনের প্রশান্তি জানতে পেরেছি অনেক অজানা। সংবাদের প্রকারভেদ 5 wh,গভীর, অগভীর,অনুসন্ধানী সংবাদের গঠন প্রনালী,জেনেছি ৯৯.৯৯ ভাগ সত্যের সাথে দশমিক ১ ভাগ অসত্য সংবাদে বস্তু নিষ্ঠতা হারায় সংবাদ।
মনের গভীরে খচ খচ করছিলো আসলে আমি কি সংবাদ কর্মী,সংবাদ প্রতিনিধি,না সাংবাদিক। জানলাম,সংবাদ সংগ্রহের প্রথম ধাপ থেকে সম্পাদনার টেবিল,সম্পাদকের কাছে সংবাদ পৌছায় যারা তারাই সাংবাদিক। এ অজানাকে জানা,এ প্রাপ্তি আমার জীবনের অমূল্য সঞ্চয়।
প্রত্যাশা, আশা নিয়ে বেঁচে থাকে মানুষ। এখানে হাতে গোনা কয়েকজন পেশাদার সাংবাদিক,বাকীরা খন্ডকালীন,অপেশাদার, শখের সাংবাদিক।তাই বলে নিয়ম,ব্যাকরন কি মানা হবেনা,কিছু জ্ঞানতো থাকা চাই।তাহলেই না সংবাদ পাবে শৈল্পকতা। দেশ জাতি পাবে সত্য সংবাদ। যে উপলব্দিতে এম এ আউওয়াল জেলা পর্যায়ের প্রশিক্ষন টেনে এনেছেন পি আই বির সহযোগিতায় আমাদের সেনবাগে।ধন্যবাদ আবারো তাকে।সন্মানীকে সন্মান জানানোর মনমানসিকতা থাকা চাই,কাজের মূল্যায়ন থাকা চাই জীবনের প্রতি রদ্দায়।
ভূল না ধরে আয়োজনের ব্যাঘাত ঘটানো নিশ্চই ভালো কাজ নয়,প্রতিকুলতা জেনেও দল মত সংগঠন বিবেচনায় না এনে,ভাবনায় নিয়েছেন সবার দরকার বুনিয়াদি প্রশিক্ষন,সংবাদ লেখার ধারনা। যাতে যারাই সংবাদ করবে, তাদের জানা থাকবে তথ্য আইনের হাল নাগাদ ধারা উপধারা। বুনিয়াদ মানে ভিত,ভিত্তি,ফাউন্ডেশন, যেমনি হোক, বুনিয়াদ হলো ধরে নিলাম এই তিন দিনে।এবার কাঠামো,ছাদ,স্ট্রাকচার দরকার,দরকার দরজা,জানালা,বেলকোনী,দখিনের হাওয়া।
আশাকরি পি আই বি র সহযোগীতায় আরো প্রশিক্ষনের আয়োজন হবে,আরো বেশি সময় নিয়ে।
সেনবাগ প্রেসক্লাবের উদ্যোমী জুনিয়ার,সিনিয়ার গন ভারসাম্য আনবেন,সামাজিক,মানবিক কর্মে আরো নিবেদিত হবেন।উন্নয়ন করবেন সর্বক্ষেত্রে।সাংবাদিক ভবিষ্যত কল্যানে, কাজ করবেন,তার জন্য চাই সমাজের পদাসীন কর্মকর্তাদের সহযোগীতা,চাই শিল্পপতি, ব্যাবসায়ীদের সহযোগীতা। সরকারী চাকুরীজীবিদের পেনশন আছে,জীবন বাজি রাখা সাংবাদিকদের কি আছে? যে দুর্নাম কতিপয়ের জন্য লেগে আছে গায় তার নিরসনে চাই বিত্তবানদের সহযোগীতা।আজকাল মফস্বল সাংবাদিকদের অবস্থা শোচনীয়।সংবাদ পত্র গুলি থেকে কি বা পাওয়া যায় আর্থিক সহযোগীতা,একটি সংবাদ সংগ্রহে স্পটে যেতে আসতে যা ব্যয় হয়,সোর্স ব্যাবহারে যে ব্যয় হয় সে কথা এখানে বললে হয়তো বলবেন, কে বলেছে সাংবাদিকতা করতে।
কি করবো বলুন,বিবেকের ও কিন্তু দায় বদ্ধতা আছে। সাংবাদিকতা পেশা নয় নেশা ও বটে।
সব শেষে সফল কর্মশালা সম্পাদনের সাথে যুক্ত প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আসুন হলুদ সাংবাদিকতা বর্জন করি। শতভাগ সত্য তথ্য উপাত্য প্রমান সহ বস্তুনিষ্ঠ শৈল্পিক সংবাদ পরিবেশন করি দেশ ও জাতির কল্যানে।কারো যেন এতটুকু মান হানি না হয় আমাদের সংবাদে।ভিকটিম যেন পায় ন্যায় বিচার।চোখের জল যেন না ঝরে কারো।সংবাদে যেন হাসি ফুটে উঠে পাঠকের চোখে মুখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.