নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

চরম ভোগান্তিতে পান্থপথের ফুটপথের পথচারীরা।

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮

রাজধানীতে পথচারীদের চলাচলের জন্য ফুটপথই হচ্ছে একমাত্র ভরসা।আর সেই ফুটপথই যখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তখন পথচারীদের দূর্ভোগের সীমা থাকে না।তেমনি অবস্থা এখন পান্থপথের একটি ফুটপথের।রাজধানীর ব্যাস্ততম একটি এলাকা হচ্ছে পান্থপথ।পান্থপথ সিগন্যাল পার হয়ে পূর্বদিকে(বসুন্ধরা সিটি'র দিকে)যেতে বামপাশের ফুটপথটির তেমনই বেহাল অবস্থা।ফুটপথটির কিনারে ঘেষে দাড়িয়ে থাকা বটগাছটির নিচে প্রকাশ্য দিবালোকে গন্জিকাসেবীদের আড্ডা চলে।গাজার উৎকট গন্ধে এখানকার পরিবেশ যে কি পরিমানে অসহনীয় হয় তা পথচারীদের মুখের দিকে তাকালেই বোঝার বাকী থাকে না।এছাড়া ময়লা আবর্জনা মাটির ঢিবি দখল করে রেখেছে এই ফুটপথের সিংহভাগ।এছাড়াও এখানে গোদের ওপর বিষফোড়া হিসেবে যে ব্যাপারটি লক্ষনীয় সেটা হলো পুরো ফুটপথটিই বলতে গেলে পস্রাবখানা হিসেবেই ব্যাবহৃত হয়ে যাচ্ছে।এই পথ দিয়ে আসতে যেতে প্রায় সময়ই দেখা যায় একজন না একজন এখানে মূত্র বিসর্জনে ব্যাস্ত আছেই।
একদিকে গন্জিকার উৎকট গন্ধ,আরেক দিকে পস্রাবের অসহনীয় দূর্গন্ধ,ময়লা আবর্জনা সবকিছু মিলিয়ে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয় এই ফুটপথ দিয়ে চলাচল করতে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: শুধু পান্থপথ নয় সারা শহরের একই অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.