নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ সত্য বাকী সব মিথ্যা

মোঃ শওকত হোসেন বিপু

আমি মনের আনন্দে লিখি তাতে কেহ খুশি হতে পারে আবার নাও হতে পারেন তাতে এই অধমের কিছু আসে যায়না।

মোঃ শওকত হোসেন বিপু › বিস্তারিত পোস্টঃ

বন্ধু কেমন আছিস......

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

আজ বিশ্ব বন্ধুত্ব দিবস। ১৯৫৩ সালে আমেরিকান সরকারের রোষনালে পড়ে এক নাগরিক নিহত হন। এর প্রতিবাদে তারই এক বন্ধু স্বেচ্ছায় আত্মাহুতি দেন। দিনটি ছিল অগাস্টের রবিবার। সেই থেকে পশ্চিমা সংস্কৃতিতে অগাস্টের ফার্স্ট সানডে বা প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসেবে স্বীকৃত দেয়া হয়। ইদানীং এটা আমাদের সংস্কৃতির উপরও ভর করেছে।

একজন মানুষের জীবনে বন্ধু, বন্ধুত্ব, দূঃখ-সুখের অংশীদারিত্ব, পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ইত্যাদি ব্যাপক এবং সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। মানুষের সহজাত প্রবৃত্তির একটা বহিঃপ্রকাশ এবং আবেগের প্রতিফলন হলো বন্ধুত্ব। একজন মানুষ চরমভাবে প্রভাবিত হয় বন্ধুদের দ্বারা। সেটা যেমন সফলতার ক্ষেত্রে সত্য, ঠিক তেমনি একজন মানুষের পতন বা ধ্বংসের ক্ষেত্রেও সত্য।

আমার এই ক্ষুদ্র জীবনে আমি চরমভাবে সৌভাগ্যবান যে, আমি অনেক ভাল ভাল মনের, বিশাল বা উদার হৃদয়ের বন্ধুদের সংস্পর্শে এসেছি। সেই উত্তর চরফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়, নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এই পথ পরিক্রমায় এত এত ভাল বন্ধুর সহচার্য আমি পেয়েছি, তা বলে শেষ করা যাবেনা। তারপর চাকুরী জীবনে সিপিডি, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক সবখানে ভাল ভাল মানুষদের সঙ্গে কেন জানি সম্পর্ক হয়ে যায়। তারপর মেস লাইফ, কোচিং এর সময় সবখানে কিছু না কিছু ভাল বন্ধু পেয়েছি। সবাই যে একই ক্লাসের, একই বয়সের ছিল সবসময় তা সত্যি নয়, অনেক সময় অনেক জুনিয়র আবার অনেক সময় অনেক সিনিয়রও ভাল বন্ধু হয়ে আছে।

প্রাইমারী স্কুল দিয়ে শুরু করা যাক। প্রাইমারী স্কুলের বন্ধুরা বন্ধুত্বের সংজ্ঞা বুঝে উঠার আগেই বন্ধু হয়ে যায় এবং এই সম্পর্ক চিরন্তন, সার্বজনীন। অনেকটা জীবনের প্রথম কোন অনুভূতির মত। তারপর স্কুল লাইফ - জীবনের প্রথম আবেগের বহিঃপ্রকাশের সময়কাল, তা সে বন্ধুত্ব বা প্রেম, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। বন্ধুত্বের সবচেয়ে সুসময় বা স্বর্নযুগ হলো স্কুলের সময়কাল। এত বেশী অনুভব করা একজন আরেকজনকে বা এত বেশী আড্ডা দেয়া, তা অন্য কোন সময়ে সম্ভব নয়। এইজন্য এই সময়ের সম্পর্কগুলো থাকে আজীবন আবেগেভরা, মধুর স্মৃতিময়।

কলেজ জীবনের বন্ধুত্ব অনেকটা বুঝে ওঠার আগে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরও এই গতিময় সময়ে কিছু সম্পর্ক এমন দ্রুত গতিতে স্থাপিত হয় যেটা অল্পতে আর ভেঙ্গে পড়েনা। এরপর ইউনিভার্সিটি লাইফ। কেবলই ছুটে চলার সময়, দাপিয়ে বেড়ার সময়, ভেঙ্গে নতুন করে গড়ার সময়, ভালবাসায় জীবন উৎসর্গের সময় বা ভবিষ্যতের স্বপ্ন গড়ার সময়। এই বিশাল ক্যানভাসে, উন্মুক্ত পথে প্রান্তরে, অসীম আকাশপানে অসংখ্য মিল অমিল বন্ধুর সাথে হবে দেখা, হবে কথা অল্প বিস্তর। তারপর আপন আলয়ে খুঁজে নিবে আপনারে যাদের পানে কেটে যাবে একান্ত কিছু সময় রাগে, অভিমানে, হাসিতে, উল্লাসে, আনন্দে আর উচ্ছ্বাসে।

আমার বন্ধুরাই আমার প্রাণ। আমার রাগ অনুরাগের বাতিঘর। যাদের প্রয়োজন অপ্রয়োজনে ডাকি, বকা দি, গালি দি, কষ্ট দি, কাছে ডাকি, কখনওবা আবার দূরে ঠেলে দি। তারপরও বলি - আমার যা কিছু সুন্দর, শাশ্বত, সত্য তা কেবলই তোদের দান, অনুদান আর উদারতার বহিঃপ্রকাশ। আমি কেবল গ্রহন করেছি, করিতেছি এবং করিব আজীবন। বিশ্ব বন্ধুত্ব দিবসে প্রানের সকল বন্ধুকে স্মরি কৃতজ্ঞচিত্তে। ভালো থাকিস। খুব ভালো।

মোঃ শওকত হোসেন বিপু
০৬.০৮.২০১৭ (অগাস্টের প্রথম রবিবার)।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫১

অজানা তীর্থ বলেছেন: আজ বিশ্ব বন্ধুত্ব দিবস। ১৯৫৩ সালে আমেরিকান সরকারের রোষনালে পড়ে এক নাগরিক নিহত হন। এর প্রতিবাদে তারই এক বন্ধু স্বেচ্ছায় আত্মাহুতি দেন। দিনটি ছিল অগাস্টের রবিবার। সেই থেকে পশ্চিমা সংস্কৃতিতে অগাস্টের ফার্স্ট সানডে বা প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসেবে স্বীকৃত দেয়া হয়।
দাদা লিংক টা দিলে একটু আমিও জানতআম।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৪

প্রাইমারি স্কুল বলেছেন: আমার বন্ধুরাই আমার প্রাণ। আমার রাগ অনুরাগের বাতিঘর।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: বন্ধুদের নিয়ে অনেক ভাল থাকুন।
আপনাকে আজ এই বন্ধু দিবসে অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.