নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ ঘুরপাক פֿ ; সক্রিয় পাঠক

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

জসিম

সবকিছূই যেন ঘুরে ঘুরে আসা। ঘুরপাক@ সবখানেই।

জসিম › বিস্তারিত পোস্টঃ

ফিনল্যান্ডে মিডসামার হলিডে: পূর্ণদৈর্ঘ্য ছবি গল্প

২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭



ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন ছিলো কয়েকদিন আগে. আর একই সময়ে এখানে উদযাপন করা হয় গ্রীষ্ম উতসব. মিডসামার ডে বা মধ্য গ্রীষ্ম বলা যায় বাংলায়. সামার এমনিতেই সারা ফিনল্যান্ডেই কিছুটা গরম আবহাওয়া. যাই হোক, বলছিলাম সামার উদযাপন করার কথা. গত শুক্রবার থেকে শুরু হয় মিড সামার উইকেন্ড. এ সময় মানুষের গন্তব্য নিজেদের কটেজে. কোনো গ্রাম বা প্রত্যন্ত এলাকায়. যারা শহরে থাকে তাদেরও প্রত্যন্ত অঞ্চলে কটেজ আছে, লেকের পাশে এরকম কটেজ প্রায় সবারই আছে এখানে. লেকের পানিতে সাঁতরে বেড়ানো, সাউনা Sauna, ক্যাম্প ফায়ার, সসেজ, পানীয় আর প্রকৃতির নিরবতায় শান্তিময় ছুটি উদযাপন. ছিলো বনের ভেতরে তাঁবুসহ তিনদিন বসবাস, স্টোভে রান্না, খাওয়া, ঘুম, ঘুরে বেড়ানো আর গল্প কথা. ক্যামেরা ছাড়া বাকি সব যোগাযোগ বন্ধ.

প্রায় সব দোকান, অফিস বন্ধ থাকে এ সময়. এসব বলার কারণ হলো, আমিও গিয়েছিলাম ছুটি কাটাতে. তিনদিনের মিডসামার ডে এর ছুটি কাটিয়ে সোমবার সকালে আসি বাসায়. আমার বাসা থেকে অনেক দূরে, প্রায় এক হাজার কিলো দক্ষিণে, একটা ন্যাশনাল পার্কে. নাম হচ্ছে রেপোভেসি ন্যাশনাল পার্ক. এটা অবশ্য ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা.

আর আমার এখান থেকে মানে লাপল্যান্ড থেকে যেতে লেগেছে ১৫ ঘন্টার বেশি, তাও শুধু ট্রেনের সময়. পরে গাড়িতে করে আবার আরো ঘন্টাখানেক. অনেক কথাই বললাম. ভাবছিলাম শুধু ছবি ব্লগই হবে. এখন ছবির সাথে আগেই অনেক কথা চলে আসলো. তবে, ছবির বর্ণনা থেকে হয়তো উদ্ধার পাওয়া যাবে! ছবি তোলা হয়েছে অনেক. নিজেরই তোলা. তার মধ্য থেকেই আসুন দেখি পুরো হলিডের একটা চিত্র.

ধন্যবাদ.




































মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৪

মানবী বলেছেন: বাহ্! চমৎকার সব ছবি। ফিনল্যান্ড, আইসল্যান্ড এসব দেশ নিয়ে তেমন একটা পোস্ট চোখে পড়েনি। ফিনল্যান্ডের বিশেষ দিক তুলে ধরে বিস্তারিত পোস্ট পড়ার সুযোগ হলে আরো ভালো হবে।

নয় নম্বর ছবিতে কাঠের টাওয়ার সদৃশ স্ট্রাকচারটা ট্রি হাউস কিনা বুঝতে পারছিনা।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ জসিম।

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩২

জসিম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে. মাঝে মাঝে ইচ্ছা হয় লেখি, আবার সময়ের কারণে লেখা হয় না. তারপরও কিছুটা চেষ্টা করি. কেউ কিছু জানতে চাইলে অবশ্য বলতে সুবিধা হয়. এমনিতে নিজে লেখার জন্য সময় করা মুশকিল. তবে, বিস্তারিত লেখার চেষ্টা করবো.

এটা আসলে ওয়াচ টাওয়ার. অনেক উপরে উঠতে হয়েছে সেখানে যাবার জন্য. নিচের দিকে, সম্ভবত ১২ নম্বর. সেই ছবিটা টাওয়ারের ওপর থেকে নেয়া. এখান থেকে পুরো ন্যাশনাল পার্কের একটা ভিউ পাওয়া যায়. অবশ্য এটা পার্কের একটি কর্ণার মাত্র.

ভালো থাকুন.
শুভকামনা.

২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:২৩

শায়মা বলেছেন: ফিনল্যান্ডের ছবি দেখে আবারও মুগ্ধ হলাম ভাইয়া!

একদম শান্ত উদাস করা ছবিগুলি।

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২০

জসিম বলেছেন: কৃতজ্ঞতা শায়মাপ্পি. ভালো লেগেছে জেনেই আমি অনেক খুশি.

ভালো থাকো.
শুভকামনা.

৩| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: ফিনল্যান্ড- স্রষ্টার মাস্টারপিস!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৩

জসিম বলেছেন: সে আর বলতে!

আমার আর কিছু বলার নাই :D

ভালো থাকেন.

৪| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার দেশ। চমৎকার ছবি।

ধন্যবাদ ভাই জসিম।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৩

জসিম বলেছেন: অনেক কৃতজ্ঞতা.
আপনাকেও ধন্যবাদ.

ভালো থাকুন.

৫| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুর্দান্ত!!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৮

জসিম বলেছেন:
কৃতজ্ঞতা রইলো.

সবার মন্তব্য দেরি করে উত্তর দেয়ার জন্য দু:খিত.

ভালো থাকুন.

৬| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:২২

হাসান রাজু বলেছেন: অসম্ভব সুন্দর সব ছবি । সব গুলোই ভালো লেগেছে ।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৯

জসিম বলেছেন: অনেক ধন্যবাদ হাসান রাজু.

ভালো থাকুন.

৭| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৯

ক্লে ডল বলেছেন: চোখ জুড়ানো!!!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:০১

জসিম বলেছেন: কৃতজ্ঞতা ক্লে ডল.

আমার বাসার পাশে একটা পুতুল থিয়েটার আছে. বাচ্চা কাচ্চাদের পুতুল খেলা টাইপের, তবে এটা বেশ বড় থিয়েটারের মতো. আপনার নামটা দেখে সেটা মনে পড়লো.

ভালো থাকুন.
ধন্যবাদ.

৮| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ছবি দেখে চোখ জুড়ালো... :)

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৪

জসিম বলেছেন: কৃতজ্ঞতা মাঈনউদ্দিন মইনুল.

প্রকৃতির সবকিছুই আসলে মন ভুলানো.

ভালো থাকুন.

৯| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কি অপূর্ব সুন্দর । এমন জায়গা হয়তো কখনও দেখা হবে না

১০| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই চমৎকার!!!!

১১| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯

আমি ইহতিব বলেছেন: স্বপ্নের মত সুন্দর।

১২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বাহ! ইনশা আল্লাহ যাবো একদিন। কি সুন্দর দয়াময় আল্লাহর সৃষ্টি!

১৩| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৪

সোহাগ সকাল বলেছেন: ফিনল্যান্ডে যাবিত দিনগুলো নিয়ে কিছু লিখে ফেলুন। ছবিগুলো কেমন যেন অদ্ভুত শান্ত সুন্দর।

অনেক অনেক শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.