নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাই বাংলাদেশের মাহাথির হতে পারতেন যদি……

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১৯



মালয়েশিয়ার উন্নয়নের রূপকার মহান নেতা মাহাথির বিন মুহামাদ ১৫ বছর পর নবরুপে প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে এসেছেন। তাদের জাতির দুর্দিনে তিনি আবার জনগণের কাছে এসে ভোট চেয়েছেন। জনগণ তাকে প্রাণ ভরে ভোট দিয়েছেন। আবার মালয়েশিয়ার উন্ননের গতি বেড়ে যাবে। চাকা ঘুরবে আরো জুড়ে। সারা বিশ্ব আবার তাকিয়ে তাকিয়ে দেখবে।

মালয়েশিয়ার এই মাহেন্দ্রক্ষণে আমরা অনেকেই্ আক্ষেপ করছি আমাদের কেন এক জন মাহাথির হয় না। আমরা কেন তার মতো এক জন নেতা পাই না। আমি অনেক ভেবে দেখেছি- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারতেন মাহাথির হতে। কিন্তু তিনি কেন পারছেন না।

১। উনার ক্ষমতায় আসার প্রধানতম কারণ ছিল সপরিবারে শেখ সাহেব এর হত্যাকারীদের বিচার করা। উনি সেটা করেছেন। এখন উনার আর কোন কিছু চাওয়ার কিংবা পাওয়ার আছে বলে আমি মনে করি না। এখন উনার সামনে সুযোগ আছে বিরাট কোন এক রাষ্ট্র নায়ক হবার। তিনি সেটা চাইলে অবশ্যই পারেন।
উনি এখন কঠোর হতে পারেন।
কঠোর হবেন- অসৎ আমলা, ঠিকাদার, অসৎ ব্যবসায়ীদের উপর। অসৎ আমলা আর সরকারী কর্মচারীরা উনার সব অর্জন ম্লান করে দেন এটা উনাকে বুঝতে হবে। ঠিকাদাররা এখন রডের বদলে বাশ দিয়ে ব্রিজ বানিয়ে যে জাতির পোদে বাশ দিচ্ছেন এটা উনাকে বুঝতে হবে। অসৎ ব্যবসায়ীরা ১০ টাকার জিনিস ১০০ টাকায় বিক্রি করে টাকার কুমির হয়ে যাচ্ছেন এটা উনাকে বুঝতে হবে। কারা ১০ কোটি টাকার ট্যাক্স ১০ লাখ টাকায় দিয়ে আসান করে নেয় এটা উনাকে বুঝতে হবে। উনাকে মনে রাখতে হবে অপরাধ যেই করুক বদনাম কিন্তু শেখ হাসিনারই হবে। যারা সরকারী চাকরি করে কাজে ফাকি দেয়, ঘুষ নেয় তাদের বিরুদ্ধে কঠিন ভাবে কঠোর হতে পারেন তিনি। তাতে গুটি কয়েক লোক খেপলেও কোটি কোটি মানুষ তাকে মাথায় করে রাখবে। তিনি কি সেটা চান না?

২। ছাত্রলীগঃ বাংলাদেশে ছাত্রলীগ অবশ্যই একটা খারাপ জিনিস। এটা উনাকে বুঝতে হবে। ছাত্রলীগকে দিয়ে মাস্তানী আর চাদাবাজি হতে পারে । দেশের কোন ভালো কাজ হবে না। কিন্তু বদনাম টা কিন্তু শেখ হাসিনারই হবে। আমি মনে করি- আগামী নির্বাচন (যদি হয়) নৌকা মার্কার ১ কোটি ভোট নষ্ট করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এটা উনাকে বুঝতে হবে। আরো বুঝতে হবে মাহাথিরের দেশ মালয়েশিয়াতে কোন ছাত্রলীগ নেই । নেই কোন যুব বা অন্য কোন আলতু ফালতু লীগ। সবার শ্রদ্ধা পেতে চাই লে এই বাজে সংগঠনের বোঝা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তিনি যদি এ ব্যাপারে কঠোর হতে পারেন তাহলে কোটি কোট মানুষ তাকে মাথায় তুলে রাখবে।
৩। টেন্ডারবাজি বন্ধঃ বাংলাদেশে টেন্ডারবাজরা প্রতি বছর কোটি কোটি টাকার কাজ করে। এই সব কাজ হয় খুব নিম্ন মানের। রাস্তা, ব্রিজ, দালান খুবই নিম্ন মানের জিনিস দিয়ে বানানো হয়। আর বিল নেয়া হয় উচ্চ মানের। ফলে রাস্তা দেখা যায় ১ বছরও টিকে না। ব্রিজ আর দালান বাশ দিয়ে বানানো হয়। ফলে উহা ভেঙ্গে পড়ে। মালয়েশিয়াতে রাস্তা সহজে নষ্ট হয় না। কারণ উন্নত মানের জিনিস দিয়ে বানানো হয়। সব টাকা মেরে খায় না। কাজ করে। বাংলাদেশে অনেক ক্ষেত্রে কাজ না করে কিংবা রাস্তার উপরে সামান্য কোদাল চাছা করে পুরো টাকার বিল তুলে নেয়। এটা বন্ধ করতে শেখ হাসিনা কে কঠোর হতে হবে। টেন্ডারবাজদের কারণে কোন রাস্তা ঘাট ভালো হয় না। যেই রাস্তা ১০ বছরে কিছু হবার কথা নয় সেই রাস্তা ৬ মাসেই ঝাল বাকলা খুলে এবরো থেবরো হয়ে যায়। এই সব বাজে ঠিকাদারদেরকে নিয়ন্ত্রণ করুন। আপনি তাদের পয়সায় চলেন। তাদের অপকর্মের দায় আপনি কেন বহন করবেন। আপনি কেন জনতার অভিশাপ নেবেন।


৪। পাতি নেতাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। সারা দেশে পাতি নেতাদের যন্ত্রণায় মানুষ অতিষ্ট হয়ে পড়ে। তাদের নানা প্রকার হয়রানিতে পড়তে হয়। ভয়ে সাধারণ মানুষ কিছু বলতে পারে না। তারা মুখে কিছু বলতে না পারলেও মনে মনে তারা অভিশাপ দেয় প্রধানমন্ত্রীকে। এই সব পাতিনেতাদের দায় তিনি কেন নেবেন? এই সব পাতি নেতাদের দিয়ে তার কি কিছু চাওয়াপাওয়ার আছে? না থাকলে তাদেরকে দমন করুন। আমজনতা আপনাকে মাথায় তুলে রাখবে।

৫। বড় শহরগুলোকে ঠিক করুন। ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলো বসবাসের অযোগ্য। নোংরা, ময়লা, আর ভাগাড় যেন। বসবাস করতে হয় উপায় নেই বলে। সামান্য বৃষ্টি হলে শহরে বন্যা দেখা দেয়। যেন বন্যা। বর্ষার সময় নষ্ট ঠিকাদাররা প্রতি বছর রাস্তা কেটে একাকার করে। মানুষ হাটতে পারে না। কাদাময় হয়ে যায় পথ ঘাট। মানুষ তো বড় বগড় কিছু চায় না। ঠিক মতো খেয়ে পড়ে বেচেঁ থাকতে চায়। ঢাকা সহ সারা দেশে আপনার সরকারের দেয়া ভূয়া লাইসেন্সের সুযোগ নিয়ে কতিপয় অদক্ষ অকর্মা আর নেশাখোরকে ড্রাইভিং লাইন্সে দেয়া হচ্ছে। এই সব বাজে ড্রাইভাররা গাড়ীর নয় মানুষ মারার লাইসেন্স পেয়ে গেছে। তারা অবাধে মানুষ চাপা দিয়ে মারছে। বাসের যাত্রীর হাত ছিড়ে নিচ্ছে। মটর সাইকেল আরোহীর উপর দিয়ে বাস তুলে দিয়ে মেরে ফেলছে। সাধারণ মানুষ কিন্তু এই সব কাজের জন্য মন্ত্রী শাহজাহান মিয়াকে যতটা না দোষ দেয় তার চেয়ে বেশী অভিশাপ দেয় আপনাকে। আপনি কেন তাদের এই সব অপকর্মের দায়ভার আপনার উপর নিবেন। এই সব বাজে লোকদেরকে আপনি কঠিন শাস্তি দিন। দেখবেন আম জনতা আপনাকে মাথায় তুলে নাচবে।

৬। দরিদ্র মানুষেকে দেশে কাজ দিনঃ গরীব মানুষ যারা তাদেরকে বিদেশে রফতানি না করে দেশেই তাদের কাজের ব্যবস্থা করুন। বিদেশে যারা কাজ করে তারা খুবই করুণ জীবন যাপন করে। তাদের কোন পারিবারিক জীবন নেই। বিদেশে সামান্য কাজ করে যে টাকা উপার্জন করে তাতে দালাল সহ অনেক মধ্যস্বত্বভোগী ভাগ বসায়। সক্ষম মানুষের কাজ দরকার। বেশীর ভাগ মানুষই কাজ করতে চায়। তারা মাস্তানী কিংবা কোন খারাপ কিছু করতে চায় না। স্রেফ কাজ চায়। বেচেঁ থাকার জন্য কোন একটি সৎ কাজ। এক পেশা তার দরকার। জীবেন চলতে গেলে টাকা তো লাগবেই। আর টাকা উপার্জন করতে গেলে মানসম্পন্ন একটি কাজ দরকার। দেশের প্রতিটি নাগরিক চায় তার বেঁচে থাকার মতো একটি কাজ।তাদেরকে কাজ দিন। তারা বিদেশে যেতে চায় না। দেশেই কাজ করতে চায়।তারা দেশে কাজ করে খেতে পারলে আপনাকে মাথায় তুলে রাখবে।

৭। দেশের শিক্ষা ব্যবস্থার ১২টা বেজে গেছে। এজন্য আপনার মন্ত্রী দায়ী। তিনি সহনীয় মাত্রায় ঘুষ খাওয়কে বৈধ করে দিয়েছেন। এর ফলে শিক্ষা বিভাগ প্রায় ধ্বংসের পথে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। ঘুষ দুর্নীতি বন্ধ করুন। উন্নত মানের শিক্ষা দেশে পেলে দেশ উন্নত হবে। আমজনতা আপনাকে মাথায় তুলে রাখবে।

প্রিয় প্রধানমন্ত্রী, আপনার মাঝে অনেক গুণাবলী আছে যা বাংলাদেশে বর্তমানে অনেক নেতার মধ্যেই নেই। আপনার সব চেয়ে বড় প্লাস পয়েন্ট, আমি মনে করি, আপনার আর চাওয়া পাওয়ার কিছু নেই। এই বার মহান স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হতে পারেন। কঠোর হাতে হাল ধরুন। গণমানুষের মনের কথা বুঝতে চেষ্টা করুন। আপনার পাতি নেতারা খুলনায় সিল মেরে বাক্স ভরে দিয়ে আপনাকে খুশী করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনার খারাপ সময় এলে এই সব সিল মারা নেতারা পগার পার হবে। গণ মানুষের ভালোবাসা অর্জন করুন। তারা আপনাকে মাথায় তুলে রাখবে। মনের মাঝে স্থান দিবে। আমাদের তো মাহাথির খুজতে মালয়েশিয়া যাবার দরকার নেই। আপনিই তো হতে পারেন বাংলাদেশের মাহাথির। আপনার সেটা করা উচিত। আবারও বলি, আপনার আর চাওয়ার কিংবা পাওয়ার কিছু নেই। কঠোর হোন। দেশের সাধারণ মানুষের জন্য কিছু করুন। তারা খুব বেশী ভালো নেই । তবে তারা ভালো থাকতে চায়।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটা পোস্ট। কথাগুলো অনেকের অপ্রিয় হলেও সত্য।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

জাতির বোঝা বলেছেন: আমার কেন যেন মনে হয় উনার মাঝে কিছু গুণাবলী আছে । তিনি সেটা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না। পারলে দেশ অনেক উপকৃত হতে পারতো্ । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: আমাদের রক্ত খারাপ। আপনার চাওয়া মতো সেটা কখনো হবে না।

আপনার চাওয়াটা আমারো চাওয়া।

ধন্যবাদ।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

জাতির বোঝা বলেছেন: আমাদের মাঝে অনেক ভালো মানুষও তো আছেন। তারা কি উনাকে সাহস যোগাতে পারেন না?

৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

প্রথমকথা বলেছেন: মহাথির হতে হলে দরকার দেশপ্রেম, জনগণের প্রতি ভালবাসা এবং দায়িত্ববোধ। জননেত্রি শেখ হাসিনার কাছে তার সব আছে কিন্তু তার আশেপাশের লোকদের কাছে নেই তাই করে উঠতে পারেনি তবে খুব শ্রীঘ্রই মহাথির হতে চেষ্টা করছেনএবং হবেন আমার বিশ্বাস।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২০

জাতির বোঝা বলেছেন: তবে আমার মনে হয় উনার ইচ্ছে নেই। গতকাল খুলনার নির্বাচন নিয়ে উনার মন্তব্য যে কারোই ভালো লাগার কথা নয়। তবে উনার সামনে অনেক সুযোগ আছে। সেটা উনার কাজে লাগানো উচিত। আরেক জন মানুষের এই সুযোগ ছিল । কিনতু তিনি হাওয়া ভবন টবন করে শেষ করে দিয়েছেন। সবার সুযোগ বার বার আসে না। এটাই নিয়ম। শেখ হাসিনার উচিত তার সব সুযোগ কাজে লাগানো।

৪| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার বেশ ভাল লেগেছে। তবে বিষয়টি যেহেতু গোটা জাতির এখন সেটাই দোখার।

শুভ কামনা রইল।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

জাতির বোঝা বলেছেন: জাতির মাঝে গুটি কয়েক খারাপ লোক থাকে । তাদের সংখ্যা এক লাখের বেশী হবে না। ১৭ কোটি মানুষের মাঝে এক লাখ কোন বড় সংখ্যা নয়। তবে এই এক লাখকে তিনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। জানি না তিনি কেন এটা করছেন না। আপনাকে ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ধরনের একটা চিন্তা নিয়ে পোস্ট দেয়ার উদ্দেশ্য আমারও ছিল। আপনি ভালো করে তুলে ধরেছেন। উনার এখন আর হারানোর কিছু নেই। উনি খালি শুদ্ধ গণতন্ত্র আর আইনের শাসন যদি দেন তাহলেই দেশের অনেক উপকার হবে...

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

জাতির বোঝা বলেছেন: আপনার মন্তব্য খুবই সঠিক। এখন নেত্রী যদি উপলব্ধি করেন তাহলে জাতি কিছু পেতে পারে। এ জাতি তো বঞ্চিত জাতি।

৬| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌তি‌নি এটা হবার যোগ্যতা রা‌খেন। কিন্তু তার চামচারা এর প্রধান বাধা। চামচারা হ‌তে দে‌বে না।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

জাতির বোঝা বলেছেন: চামচাদেরকে কঠোর দমন করলেই তো হয়। এতে মানুষ বরং খুশিই হবে। চামচার সুবিধাভোগী শ্রেণী। এদের থেকে সাবধান।

৭| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:১৯

সনেট কবি বলেছেন: খুব সুন্দর পোষ্ট। বিরোধী ঠেঙ্গানোর কাজ তিনি সেরে রেখেছেন। এখন জাতির উন্নয়নে কাজ করে গেলেই হয়।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

জাতির বোঝা বলেছেন: আপনার কথার সাথে আমি এক মত। তবে উনার দ্বারা জাতির ভালো কিছু একটা হওয়া দরকার।

৮| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: একজন মাহাথির হতে হলে দেশ প্রেমিক হতে হয়। বিদেশি প্রভুদের গোলামী করে মীর জাফর হওয়া যায়। মীর জাফরের পথে হেঁটে অন‍্য কিছু হ ওয়া অবান্তর।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

জাতির বোঝা বলেছেন: সেটাই তো বলতে চাই।

৯| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন ভাই।কিন্তু প্রধান মন্ত্রীর কাছে এই কথা গুলো কে পৌছে দিবে?

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

জাতির বোঝা বলেছেন: প্রধানমন্ত্রীর তো প্রেস বিভাগ আছে। তারা কেবল পত্রপত্রিকার কাটিং করে উনাকে খুশী রাখার চেষ্টা করে। জনতার মনের কথা উনার কাছে পৌছানোর লোক কই?

১০| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: প্রধানমন্ত্রীর কান পর্যন্ত এসব কথা কি যাবে?

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

জাতির বোঝা বলেছেন: উনি যদি সাধারণ মানুষের কথা শুনতেন তাহলে উনি সবচেয়ে বেশী উপকৃত হতেন। জাতি হতো লাভবান।

১১| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে আগাম প্রাকৃতিক দুর্যোগের তথ্য পেয়ে ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬

জাতির বোঝা বলেছেন: আমাদের অর্থনীতি এখনো এতোটা উন্নত নয় যে আকাশে কয়েক হাজার কোটি টাকা উড়িয়ে দিতে পারি। এটা একটা বিলাসিতা। পৃথিবীর অনেক দেশ যারা আমাদের চেয়ে ভালো অর্থনীতি রাখে তারা এই সব করেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.