নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার তারিখ পেছানো নিয়ে একটি আধুনিক রূপকথা।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

কয়েক লাখ বছর পুর্বে বঙ্গদেশে কিছু ফাঁকিবাজ ছাত্র ছিল। ভযাবহ ফাঁকিবাজ। উহারা রাজ্যে কেবল গোল করিত। তাহারা শাস্ত্র পড়িত না। টোলে যাইতো না। কাদচ পাঠ্যপুস্তক স্পর্শ করিত না। পরীক্ষার সময় নকল করিত।

একদা সকালে গুরু মাশাই ঘোষণা করিলেন- ডিসেম্বর মাসের ২৩ তারিখে পরীক্ষা হইবেক!

গুরুমহাশয়ের ঘোষণা শুনিয়া ফাঁকিবাজ ছাত্রদের মাথায় যেন বাজ পড়িল।
কেননা, উহার সারা বছর কেবলই ফাঁকি দিয়া ঘুরিয়া বেড়াইয়াছেন। অধ্যয়ন করেন না। বিড়ি ফুকিয়া মেয়েদের স্কুল ও কলেজের সামনের চায়ের দোকানে আড্ডা মারিয়াছেন। উহাতে তাহাদের দারুণ আনন্দময় সময় কাটিয়াছে।

কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা আসিয়াই পড়িল। অগত্যা উহারা গুরুমশাইয়ের পাঠশালায় ছুটিল। গুরু মহাশয় প্রশ্ন প্রনয়নে ব্যস্ত ছিলেন। কিন্তু উহাদের চিৎকারে বাইরে আসিলেন।

- বটে এখানে এতো গোল কিসের?

- গুরুমহাশয়, পরীক্ষা পিছাইতে হইবেক!

-কি কারণ, শুনি?

-আমরা প্রস্তুতি নিবার সময় পাই নাই। এখন আমাদের প্রস্তুতি নিতে হইবেক। সারা বছর অধ্যয়ন করিতে পারি নাই।

- সবাই তো সারা বছর পড়িয়াছে। তোমরা পড়িলে না কেন? তোমাদের কি সমস্যা ছিল?
-গুরু মহাশয়, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। পড়িবার সময় পাই নাই। আমাদের অনেক কাজ থাকে । পড়াশোনা তো আমাদের প্রধান কাজ নহে। সমাজে আমাদেরকে প্রচুর দায়িত্ব পালন করতে হয়।

-তোমাদের কাজই তো পড়াশোনা করা। অন্য কাজ আবার কি? তোমাদের পিতামাতা কি তোমাদিগকে শাসন করেন না?

- কাজ আছে , গুরুমহাশয়। আমাদিগের অনেক কাজ আছে।

- সবাই পড়িয়াছে। অত এব পরীক্ষা হইবে। আর ডিসেম্বর মাসে পরীক্ষা হইবে ইহা তো সকলেই জানা। সব পাঠশালাতেই এই নিয়ম। এই নিয়মের ব্যত্যয় ঘটানোর কোন উপায় নাই। ৩০শে ডিসেম্বর পরীক্ষা হইবেই। কেননা, ১লা জানুয়ারিতে নতুন ক্লাস শুরু করিতে হইবে। সুতরা্ং পরীক্ষা পিছানো সম্ভব হইবে না। আগে তো পরীক্ষার তারিখ ছিল ২৩ ডিসেম্বর। এখন উহা ৩০ শে ডিসেম্বর করা হইয়াছে।

তোমাদের উচিত ছিল পড়াশোনা করা। তোমরা কি জাননা- ছাত্রনং অধ্যয়নং তপঃ।

গুরু মহাশয়ের যুক্তি ছাত্ররা মানিল না। উহারা সিদ্ধান্ত নিল পরীক্ষার দিন সকালে গুরু মহাশয়ের পাঠশালা অবরোধ করিবে। দেখি - উনি কি প্রকারে পরীক্ষা গ্রহণ করেন!


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩

জাতির বোঝা বলেছেন: কোন ক্রমেই পরীক্ষা পেছানো হইবে না। ইহা মনে রাখিতে হইবে।

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: তর্কের বেলায় সবসময় হেরে যাওয়া শ্রেয়।

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৭

জাতির বোঝা বলেছেন: হেরে যাওয়ারে চেয়ে ড্র হলে বেশী ভালো। তবে সুরভি ভাবীর সাথে আপনার তর্ক হলে আপনি হেরে গেলেই বেশী মঙ্গল জনক হতে পারে। শুভ কামনা।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

নজসু বলেছেন:



জানিনা কি হইবেক। :(

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪

জাতির বোঝা বলেছেন: কঠিন সময় অপেক্ষা করিতেছে। জাতি হতাশ।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: জাতির বোঝা ,




প্রশ্ন ফাঁসের কাহিনী জানা আছে বলিয়াই পোলাপান এতোদিন লেখাপড়া করেক নাই ! :(

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৭

জাতির বোঝা বলেছেন: ১৬ কোটি সন্তানের এই জাতির অর্ধেকই জাতির বোঝা। তাই উহারা কেউ বোঝা লাঘব করিবার কেহ মালয়েশিয়া, কেহ সৌদি আরব আবার কেহ কেহ ইউরোপ-আমেরিকাতে পারি জমাইয়াছে।

পোলাপাইনের কাজই অধ্যয়ন করা। পরীক্ষা গ্রহণ করিবেন গুরুমহাশয়। এবং উহা ৩০ শে ডিসেম্বর।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

আলআমিন১২৩ বলেছেন: গুরুজী কহিলেন-ভাবিওনা বৎস, পরীক্ষার আগে সকল প্রশ্নের উত্তর জানাইয়া দিব। নম্বরের ব্যাপারে ভাবিওনা,উহাতো আমারই হাতে।জিপিএ ফাইভ তো আজকাল হাতের মোয়া।

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৮

জাতির বোঝা বলেছেন: আপনি সঠিক বক্তব্য উপস্থাপন করিয়াছেন। আপনাকে অশেষ শুকরিয়া।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পড়াশুনা করার কোনো প্রয়োজন আছে কি ? যুগযুগ ধরিয়া চলিয়া আসা কোটা পদ্ধতিতেই তো এই সকল ফাঁকিবাজ ছাত্র পাশ করিতে পারিবে | ;)

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯

জাতির বোঝা বলেছেন: উহারা পাশও করিতে চাহে না। উহারা চাহে একখানা চকচকে মেট্রিক পাশের সনদ। যাহা উহারা নিজ গৃহে প্রস্তুত করিয়া নিলেও পারেন।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা প্রিয় জাতির বোঝা ভাই , বেশ মজা পাইলাম।
শুভকামনা রইল।

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

জাতির বোঝা বলেছেন: মজা পাইয়াছেন শুনিয়া আমি কৃতার্থ হইলাম, মহাশয়। আপনি কুশলে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.